নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেশীর ভাগ মানুষ স্বার্থপর

তাশফিয়া নওরিন

শখের বসে লেখালিখ.....ছাত্রী আমি সদাই শিখি

তাশফিয়া নওরিন › বিস্তারিত পোস্টঃ

বিদেশী নাগরিক হত্যা আই এস এর দায় স্বীকার ও কিছু এলোমেলো ভাবনা

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৯

পর পর বাংলাদেশে দুইজন বিদেশী নাগরিককে হত্যা করা হয়েছে। সাথে সাথে আবার এই হত্যার দায় স্বীকার করে নিয়েছে আই এস আই এস।
২০০৬ সালে গঠিত এই সংগঠনটি তাদের লক্ষ্য হিসাবে ঘোষনা করেছে সারা বিশ্বে তারা খেলাফত প্রতিষ্ঠা করবে। মুলত আসাদ এবং ইরাকের শিয়া বিরোধী আন্দোলনের মাধ্যমেই তারা মিডিয়ার দৃষ্টি কারে। তারা নিজেরাও তাদের কর্মকান্ডকে বিভিন্ন ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও অডিও এবং লিখিত ভাবে প্রকাশ করে থাকে। তাদের নিয়ে আলেমদের বিভিন্নমত থাকলেও তারা পরিচিতি পেয়েছে ইসলাম বিরোধীদের শত্রু হিসাবে।
তারা মধ্য প্রাচ্য এবং ইউরোপে তাদের কার্যক্রম চালালেও এশিয়ার দিকে তাদের প্রভাবটা কম। কিছু সমর্থক তৈরী হলেও বড় ধরনের হামলা তারা করতে পারেনি।
কিন্তু হঠাত্‍ করেই বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যার দায় আই এস স্বীকার করেছে বলে মিডিয়াতে বলা হচ্ছে।
ইটালী নাগরিক হত্যার কিছুটা তদন্তের পর যদিও স্বরাষ্ট মন্ত্রনালায় থেকে বলা হয়েছে আই এস আই এসের সম্পৃক্ততা এই হত্যা কান্ডে পাওয়া যায়নি। কিন্তু আবার জাপানী নাগরিক হত্যা হওয়ার পর কেন জানি মিডিয়ায় প্রকাশ পেল এই হত্যাকান্ডটাও আই এস ঘটিয়েছে।
.
আমি বলছিনা আই এস এটা ঘটাতে পারে না। মধ্য প্রাচ্যে তাদের কর্মকান্ডের কাছে এ হত্যা নেহাত ডাল ভাতের মতো মনে হচ্ছে। কিন্তু তারপরও কিছু প্রশ্ন মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে।
*বিদেশী এই দুই নাগরিক কি এমন ইসলাম বিরোধী অপরাধ করল যে তাদের আই এস হত্যা করল।
*ধরে নিলাম কিছু একটা করেছে। কিন্তু বাংলাদেশী কিছু নাগরিকেরা তো তার থেকে কয়েক গুন বেশি করছে তাদের কিছু না করে বিদেশী নাগরিক হত্যার কারণ কি হতে পারে.?
*কয়েকদিন আগেও বাংলাদেশে কোন হত্যা কান্ড হলে সাথেসাথে ফেসবুক ভিত্তিক সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ওয়ান...টু....সেভেন....টেন নামে বিভিন্ন আইডি থেকে দায় স্বীকার করা হত। পুলিশও তদন্ত করার আগেই বেশির ভাগ সময় জামায়াত শিবির আনসারুল্লাহ বাংলা টিমের উপর দোষ চাপিয়েছে। যদিও অনেক সময় তদন্তে ভিন্ন তথ্য পাওয়া গিয়েছে।
হঠাত্‍ আবার আই এস দায় স্বীকার করছে। বিষয়টা কেমন যেন রহস্য জনক। আনসারুল্লাহ বাংলা টিম আই এস তালেবানের নাম করে অন্য কোন পক্ষ ফায়দা নেয়ার চেষ্টা করছে না তো আবার.?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪০

রোষানল বলেছেন: কেমন যেন রহস্য জনক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.