![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারন ধর্মপথযাত্রী। ভালোবাসি আল্লাহ এবং আল্লাহর রসুলকে । কোন ধৈর্যশীল এবং নির্বোধের সাথে তর্ক করি না । সবচেয়ে বেশী পছন্দ করি হালাল উপার্জনকে । অপছন্দ করি মানুষের ব্যপারে মিথ্যা অপবাদকে। নিজের চোখকে নিয়ে সর্বদা ভীত থাকি । চোখের দৃষ্টিই অধিকাংশ বিপদের কারন । বিশ্বাস করি, #যে ব্যক্তি তর্ক বিতর্ক করবার উদ্দেশে তার ধর্মকে উপস্থিত করে সে অধিকাংশ সময় মত পরিবর্তন করে । #যে ব্যক্তি ঝগড়া বিবাদে লিপ্ত হয়, অন্যকে কষ্ট দেওয়া এবং ক্রোধ সন্চার থেকে সে কিছুতেই মুক্ত থাকতে পারে না ।
সব কিছু আল্লাহ তায়ালা করেন - এটার নাম হল ঈমান ।
আল্লাহই সব করবেন - এটার নাম এক্বিন ।
আল্লাহ তায়ালা ছাড়া কেউ কিছু করতে পারে না - এটার নাম হল তাকওয়া ।
এর বাইরে, কারো অন্তরে যদি যাররা পরিমান বিশ্বাস থাকে, আল্লাহ তায়ালা ছাড়া কেউ কিছু করতে পারে -
তার অন্তরটা পাক হয় নায়, তার অন্তরটা শিরকমুক্ত হয় নায়। শিরকযুক্ত। তার অন্তরটা নাপাক রয়ে গেছে।
আল্লাহ তায়ালা মানুষকে মেহনত করার যোগ্যতা দিছেন আর এই মেহনত কোথায় করবে তাও বলে দিছেন ।এই মেহনতটা করার কথা ছিল আমাদের অন্তরের উপর যেন আমার অন্তরটা শিরক, কুফর মুক্ত হয় । দুঃখজনক হলেও সত্য যে, আমাদের মুসলমানের অধিকাংশ লোকদেরই অন্তর এখনও কুফর মুক্ত হয় নায় , শিরকমুক্ত হয় নায়।
০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
সাইফুল ফরিদপুর বলেছেন: আমিন
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২০
মহা সমন্বয় বলেছেন: সুন্দর লিখেছেন, আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেদায়েত দান করুন- আমিন।