নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মসুদ্ধির সন্ধানে.........

সাইফুল ফরিদপুর

একজন সাধারন ধর্মপথযাত্রী। ভালোবাসি আল্লাহ এবং আল্লাহর রসুলকে । কোন ধৈর্যশীল এবং নির্বোধের সাথে তর্ক করি না । সবচেয়ে বেশী পছন্দ করি হালাল উপার্জনকে । অপছন্দ করি মানুষের ব্যপারে মিথ্যা অপবাদকে। নিজের চোখকে নিয়ে সর্বদা ভীত থাকি । চোখের দৃষ্টিই অধিকাংশ বিপদের কারন । বিশ্বাস করি, #যে ব্যক্তি তর্ক বিতর্ক করবার উদ্দেশে তার ধর্মকে উপস্থিত করে সে অধিকাংশ সময় মত পরিবর্তন করে । #যে ব্যক্তি ঝগড়া বিবাদে লিপ্ত হয়, অন্যকে কষ্ট দেওয়া এবং ক্রোধ সন্চার থেকে সে কিছুতেই মুক্ত থাকতে পারে না ।

সাইফুল ফরিদপুর › বিস্তারিত পোস্টঃ

কোন এক সাঁঝ সকালে

২০ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৩



আমি আমার রব কে কিরুপে ভুলতে পারি; যিনি সূর্যকে অস্ত করেন আবার উদিত করেন। যার হুকুমে হয় সকাল, হয় সন্ধ্যা। তার ইচ্ছাতেই তো মাটি ফুঁড়ে বের হয় বৃক্ষ; সৃষ্টি হয় গাছ, তরুলতা।

তার স্মরণ থেকে আমি কিভাবে নিজেকে আড়াল করবো? তার হুকুমের প্রতিফলন তো আমার সামনে ঘটতেই থাকে। সকাল কিংবা বিকাল। সে তো এমন এক সত্ত্বা , যাকে ভাবতে শুধু ভালোই লাগে।

কোন এক সাঁঝ সকালে, নির্জন পিচঢালা একাকি রাস্তায়। যখন সূর্যের আলো উকি দিচ্ছিল গাছের ফাকে, যখন গাছগুলো ছিল নিরব জিকিরে ব্যস্ত। সকালের এমন স্নিগ্ধতা আমাকে আমার রব ছাড়া কি সরণ করাবে?

হে রব! আমি যুগ যুগ অপেক্ষাকেও ভালবাসি, আপনার মাফির আশায়।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:১১

এম এ কাশেম বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে হেদায়াতের পথে পরিচালিত করুক।

দোয়া করবেন।

২| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:১৪

সাইফুল ফরিদপুর বলেছেন: আমিন.......। আপনিও দোয়া কোরবেন।

৩| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: কথাগুলোতে অন্য রকম একটা ভালোলাগা রয়েছে

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৩

সাইফুল ফরিদপুর বলেছেন: এটা ঈমানের আলামত, যে তার রবের কথা শুনতে ভাল লাগে। আল্লাহ আপনার মঙ্গল করুন। আমিন!

৪| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:০১

আবু মুছা আল আজাদ বলেছেন: "কোন এক সাঁঝ সকালে, নির্জন পিচঢালা একাকি রাস্তায়। যখন সূর্যের আলো উকি দিচ্ছিল গাছের ফাকে, যখন গাছগুলো ছিল নিরব জিকিরে ব্যস্ত। সকালের এমন স্নিগ্ধতা আমাকে আমার রব ছাড়া কি সরণ করাবে?"

কথাগুলো অসাধারণ ! শুভ হোক আপনার

৫| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৪

সাইফুল ফরিদপুর বলেছেন: আপনারও!

৬| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: আল্লাহকে আমরা ভুলি নাই। কোনোদিনও ভুলব না।
আল্লাহর কাছে চাই- পানি বন্দী মানূষের মুক্তি।

২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৩

সাইফুল ফরিদপুর বলেছেন: আমাদের সবার চাওয়া এমনটাই...আল্লাহ যেন পরিস্থিতিকে সহজ করে দেন@

৭| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩

আখেনাটেন বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.