নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে একটুকরো কাগজ দিবে? আর সাথে কয়েক ফোঁটা কালি? তাহলে আর কিছু চাইনা। এতেই আমি পুরো পৃথীবিকে আকঁবো।

ওবাইদুল্লাহ আহমাদ হুসাইন

পড়ালেখা আমার কাজ। পড়বো আর লিখবো এভাবে আমার বসুন্ধরাকে সাজাবো।

ওবাইদুল্লাহ আহমাদ হুসাইন › বিস্তারিত পোস্টঃ

আঁখি

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯


"""আঁখি""
ওবাইদুল্লাহ আহমাদ হুসাইন

স্নিগ্ধ নয়নে তার রাশিরাশি মায়া
কোমল আঁখিতে যেন ভালোবাসার ছোঁয়া।
নজরে নজর কাড়ে অন্তরে করে খেলা
চক্ষুদ্বয়ে বসেছে যেন শতপ্রশ্নের মেলা।

অসহায় চাহনিতে কেটে গেলো কত বেলা
তবুও হয়নি বোঝা, হৃদয় মাঝে করে কী খেলা।
মায়াভরা আঁখি যেন, হাতছানি দেয় মোরে
পারছিনা কভু দিতে সাড়া, লাজুকলতার ভারে।

স্বপ্নময় দু'চোখ যখন ফ্যালফ্যালিয়ে থাকে
জানোনা হয়ত কত মায়া রয়েছে মিশে তাতে।
ক্ষণিকা যখন নজর কেড়ে, স্থির হয়ে থাকে
অনুভূত হয় সমস্ত সুখ, পৃথীবি জুড়ে আছে তাতে।

ডাগর ডাগর কালো আঁখি মেখেছে কাজল তাতে
হরিণের ন্যায় চক্ষু যেন, ছলকে উঠে তাতে।
পড়েছে হিজাব মেখেছে কাজল ফ্রেম দিয়েছ সাদা
ঢাকতে পারেনি তবু, নীরব চোখের মায়া।

পড়েছি "প্রেম" উপন্যাসে আর দেখেছি পর্দায়,
ভাবিনি এতটা, যতটা ভেবেছি সেই আঁখিদ্বয়।
মাঝে মাঝে ইচ্ছে করে, দেই আলতো করে ছুঁয়ে
প্রেমভালবাসা আছে যত, নেই দুহাত ভরে লুফে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০

সাইফ নাদির বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন

০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

ওবাইদুল্লাহ আহমাদ হুসাইন বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.