![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়ালেখা আমার কাজ। পড়বো আর লিখবো এভাবে আমার বসুন্ধরাকে সাজাবো।
''ভালোবাসা'' শুনলে হৃদয়ে এক অজানা ভালোলাগা দোল খেতে থাকে। ভালোবাসার সাথে সম্পৃক্ত ব্যক্তি বা বস্তুকে সর্বদা হৃদয়ের মণিকোঠায় রাখতে ইচ্ছা করে। শব্দের আদলে বিবেচনা করলে ভালোবাসা আজীবন মহান ও পবিত্র। কিন্তু বাহ্যিক দিক থেকে বিবেচনা করলে, নিন্দনীয় ক্ষেত্রে শব্দটির মাত্রাহীন ব্যবহােরের কারনে অবাঞ্চনীয় ও পরিত্যক্ত। শব্দ কিন্ত একই অথচ ব্যবহারের কারনে আকাশ পাতাল তফাত। দৈনন্দিন জীবনে শব্দটিকে ঘৃণিত কাজে এতো বেশী অনুশীলন করা হয়েছে যার কারনে শব্দটির সুমহান চরিত্রে কালিমা লেপ্টে গেছে।
লাভ, প্রেম, ভালোবাসা শব্দগুলোর ব্যবহার ক্রমশ সংকির্ণ হয়ে আসছে। কেউ ভালোবাসা শব্দটি উচ্চারণ করলে পাশে থাকা মানুষ গুলো বড় বড় চোখে তার দিকে তাকিয়ে থাকে। মনে হয় শব্দটি উচ্চারণ করে ছোট খাটো কোন অপরাধ করে ফেলেছে। আপনি একটু ধর্মমনা মানুষ হোন তাহলে তো এমন শব্দ আপনার মুখে মানাবেই না। আর পড়নে যদি ধর্মীয় পোশাক থাকে তাহলে তো আপনি মানুষেই না। হুজুর হলে তো সামনাসামনি কেউ অপমান করে বসতে পারে। তাহলে এখন করনীয় কি ? আমরা কি এই শব্দগুলো ব্যবহার করা ছেড়ে দিবো ?
মায়ের সাথে ছেলের মধুর সম্পর্ক , বাবার সাথে ছোট্ট খুকিটির মধুর লগ্ন গুলো , ভাইয়ের সাথে বোনের সম্পর্ক,ভালোবাসা শব্দ ছাড়া কি এগুলো প্রকাশ সম্ভব ? পরিবারের মধুর সময় কিভাবে জমে উঠবে ? একবার যদি মাকে বলা হয় ''মা! আমি তোমাকে ভালোবাসি''। অথবা আদুরে বাবার ছোট্ট মেয়েটি ক্লান্ত বাবার ঘর্মাক্ত কপালে আলত করে ছুয়ে বলল, ''বাবা! আমি তোমাকে বড্ড বেশী ভালোবাসি''। অথবা ক্লান্ত শ্রান্ত সর্বসান্ত ভাইটিকে বাড়ীর ছোট্ট মণিটি টেলিফোন করে বলে ''ভাইয়া! আই লাভ ইউ''। এর চেয়ে মধুর লগ্ন আর কি বা হতে পারে? উহু! এইযে হৃদয়ে হৃদয়ে , অন্তরে অন্তরে , মগজে মগজে , শিরায় শিরায় , রন্ধ্রে রন্ধ্রে গ্রথিত প্রেম তাকি ভালোবাসা শব্দ ছাড়া জমে ?
একটি প্রশ্ন , আমরা জানি কেউ দুধ বিক্রি করে মদ খায় আর কেউ মদ বিক্রি করে দুধ খায়। এখন মনে করেন আপনার সমাজে দুধ বিক্রি করে মদ খাওয়ার প্রবনতাটা বেরে গেলো তাহলে আপনি কি করবেন ? নিশ্চয় বোকাদের সাথে মিলেমিশে মদ খেতে জাবেন না। ঠিক তেমনি তারা ভালোবাসা শব্দটিকে যতই নিন্দনীয় ক্ষেত্রে ব্যবহার করুক না কেন, আমাদের উচিৎ হলো শব্দটিকে তার মানদন্ডে ঠিক রেখে ব্যবহার করা। আমরা যদি এটা করতে ব্যর্থ হই তাহলে শব্দটি তার আসল মর্মার্থ থেকে বিলিন হয়ে যাবে।
আমরা বাংলা ভাষাভাষি মানুষ। আর ভাষার মধ্যে প্রিয় শব্দটিই হলো ''ভালোবাসা''। এর মধ্য দিয়ে আমরা প্রকাশ করি দেশপ্রেম , মায়ের স্নেহ , বাবার আদর। ভালোবাসায়ই আমাদের ভ্রাতৃেত্বের বন্ধন। ভালোবাসাই আমাদের বেচে থাকার অবলম্বন। সুতরাং ভালোবাসাকে আমরা ভালোবাসি।
©somewhere in net ltd.