![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়ালেখা আমার কাজ। পড়বো আর লিখবো এভাবে আমার বসুন্ধরাকে সাজাবো।
নিচের ছবিতে দেখা যাচ্ছে নিতান্তই একটি পিচ্ছি ছেলেকে। শারিরীক অবয়ব, মুখের চাহনি, বয়সের সাথে শারিরীক কাঠামোর অপরিবর্তনীতা বহন করে ছেলেটি এখনো ক্লাস টেন বা ইন্টারমিডিয়েটে পড়ে। কিন্তু তার প্রতিভা আর এওয়ার্ডের কথা শুনলে অবাক হওয়া ছাড়া কোন উপায় নেই। তার বিশ্বাস ব্যর্থতা সফলতার প্রধান শর্ত। সফল মানুষগুলোর ব্যর্থতার গল্পই অনেক।
কলেজ থেকে বহিষ্কার, ইয়ার ড্রপসহ নানান ব্যর্থতার গল্প আছে তার। যা আজ অনেকের জন্য প্রেরণার গল্প। আমার কাছে মনে হয় এক বিস্ময়কর বালক। যেমন সুমিষ্ট স্বর তেমনি বাকপটুতায়। মুখের ভাষায় ইতোমধ্যে একাধিক এওয়ার্ড অর্জন করেছে সে। ক্লাস ওয়ান থেকে নিয়ে বিসিএস ক্যাডাররাও তার বক্তব্য শোনার জন্য ছাতক পাখির মতো হা করে থাকে।
জাহাঙ্গীরনগর আইবিএর মেধাবী ছাত্র মাশাহেদ হাসান সিমান্ত। জীবনের ব্যর্থতা গুলোকে এমনভাবে জয় করে নিয়েছে যা সফলতার গল্পে পরিনত হয়েছে। এতো অল্প বয়সে যুক্তরাজ্যেসহ বিশ্বের নামি-দামি মঞ্চগুলোকে আলোকিত করেছে সে। আর বাংলাদেশের কথা তো বলার অপেক্ষা রাখেনা। অনার্সে পড়ুয়া একটা স্টুডেন্ট হয়ে যখন বড়-বড় শিক্ষিত মানুষকে সফলতা আর ব্যর্থতার গল্প শোনায় তাদের অনুপ্রাণিত করে তখন অবাক হওয়া ছাড়া আর কি'বা করার থাকে।
ইউটিউবের কল্যাণে কয়েকদিন হয়েছে তার সাথে পরিচয়। এখন আমার পুরো ইউটিউব জুড়ে তার পদচারণ। প্রতিটি কথা যেন একেকটি জ্ঞানের ভান্ডার। প্রতিটি বাক্য একেকটি অনুপ্রেরণা। প্রতিটি ভাষনে নতুন করে ভাবতে শেখায়, নতুন করে কিছু করতে বলে। কথার সরলতা আর অনুপ্রেরণায় ঈর্ষান্বিত না হয়ে উপায় নেই। তার একটু উক্তি শুনাই, "সফল মানুষগুলোর ব্যর্থতার গল্পই বেশী থাকে, শুধু বলার জন্য একটু কষ্ট করে একটা স্থান তৈরি করে নিতে হয়"। [img|https://s3.amazonaws.com/somewherein/pictures/Obaydullah1/Obaydullah1-1576136861-
©somewhere in net ltd.