![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়ালেখা আমার কাজ। পড়বো আর লিখবো এভাবে আমার বসুন্ধরাকে সাজাবো।
কোন কাজে উৎসাহ বা উদ্দীপনা থাকা একটি ভালো গুণ। কঠিন কাজগুলোর সঠিক সমাধানে উৎসাহর বিকল্প নেই। উৎসাহ একটি শক্তি যেটি শারীরিক শক্তির চেয়েও ক্ষমতাবান। উৎসাহিত হওয়া ভালো এবং অন্যকে উৎসাহিত করাও ভালো। কিন্তু অতিউৎসাহী হওয়া ভালোনা। অতিউৎসাহ বেশিদিন স্থায়ী হয় না। সময়ের ব্যবধানে ফিকে হয়ে যায়।
একজন অতিউৎসাহী মানুষ যেমন নিজে ভালোনা তদুপরি অন্যের জন্যও ভালোনা। একজন ব্যক্তিত্ববান মানুষের ব্যক্তিত্বকে নষ্ট করার জন্য যেমন একজন অতিউৎসাহী ভক্তই যথেষ্ট তেমনি একটি দলকে কালিকা যুক্ত করতে কিছুসংখ্যক অতিউৎসাহী কর্মী যথেষ্ট। আমার ধারনা অতিউৎসাহী মানুষগুলো মানুষিকভাবে অসুস্থ। এঁদের হিতাহিত জ্ঞান নেই। এরা সত্যকে মেনে নিতে পারেনা।
বর্তমান সময়ে ইসলামি ভাবধারার সমর্থক বা ভক্তদের মাঝে এই বিষয়টি অতিমাত্রায় পরিলক্ষিত হচ্ছে । সমর্থক বা ভক্তদের ধারণা তাদের অনুসরণীয় ব্যক্তি বা অনুকরণীয় দল কখনো ভুল করতে বা মিথ্যা বলতে পারেনা। দিনের আলোর মতো মিথ্যা বা ভুল গুলোকে নিরদ্বিধায় মেনে নেয় তারা। শুধু মেনে নিয়ে ক্ষান্ত থাকেনা বরং মিথ্যা আর ভুল গুলোকে বাস্তবায়ন করাই যেন তাদের দায়িত্ব বলে মনে করে।
অথবা কোন ব্যক্তি বা দলের ভাবাদর্শ বা পথ ও মত কারো কাছে পছন্দ হলোনা তাহলে সেও ভাবে তাদের বিরোধিতা করাই তার প্রধান কাজ। তাদের সুন্দর সাবলীল আলোচনা গুলো কেটে কেটে ভুল বের করার চেষ্টা করে।
আরবিতে এটিকে বলা হয় আছাবিয়াত বা গোত্রপ্রীতি। গোত্রপ্রীতি বলে সেই প্রীতিকে বুঝায় যে , যে যাই করুক না কেন গোত্রের সুরক্ষা দেওয়াই তার প্রধান কাজ। চাই গোত্র সঠিক থাকুক কিংবা বেঠিক। যা আরবের জাহিলি যুগের প্রধান বৈশিষ্ট্য ছিলো। যার কারণে আমরা আজও সেই সময়কে আইয়ামে জাহিলিয়াত বলে থাকি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আজ আবার সেই মুর্খতা আমাদের মাঝে ছেয়ে যাচ্ছে। মানুষ হিসাবে যেটি আমাদের জন্য অপমানকর।
তাই আসুন হটকারিতায় নিমজ্জিত না থেকে বেরিয়ে আসি। সুন্দরকে সুন্দর আর অসুন্দরকে অসুন্দর বলি। সঠিককে সঠিক আর বেঠিককে বেঠিক বলি । আমরা তো মানুষ। আমরা ফেরেস্তা নই। আমরা যেমন কেউ ভুলের উর্ধ্বে নই তেমনি আমাদের গুরুজনরাও ভুলের উর্ধ্বে নয়। আল্লাহ তা'লাই তো আমাদের দুর্বল বলেছেন। আর যে দুর্বল তার দারা ভুল হওয়াটাই স্বাভাবিক। কেন মানতে চাই না?
আর কিছু কিছু মানুষের আচরণ দেখে মনে হয় তারা দায়িত্ব গ্রহণ করেছে। সাড়াদিন বিতর্কিত পোস্ট আর ভিডিও আপলোড দিবে। খুবেই অবাগ লাগে। মনে হয় ইসলাম প্রচার না করে ব্যক্তিকে প্রচারের দায়িত্ব নিয়েছে তারা। একটি মিথ্যাকে সঠিক করার জন্য মিথ্যার উপর মিথ্যা বলছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমীন।
©somewhere in net ltd.