![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়ালেখা আমার কাজ। পড়বো আর লিখবো এভাবে আমার বসুন্ধরাকে সাজাবো।
"ভাষা"
ওবাইদুল্লাহ আহমাদ হুসাইন
৭শ কোটি মানুষের মুখে ৭হাজার ভাষা শুনি
খুজতে গেলে বাংলাভাষার পাইনা কোন জুরি।
মায়ের ভাষা বাংলা আমার সকল ভাষার সেরা
হেসেখেলে লিখতে পারি মিশিয়ে মনের মায়া।
ছন্দছন্দ কবিতা মোদের যায় সাম্যের গান গেয়ে
ঘটনাপঞ্জি রচনায় শুনি যায় অশ্বের পদধ্বনি বয়ে।
সাদাসিধা ভাষা মোদের নেই মমতার কোন কমতি
ধৃষ্টতাকেও রুখতে জানি নেই দমানোর কোন শক্তি।
৯ ফাল্গুন ফিরে ফিরে এসে কানে কানে বলে যায়
এমন ভাষা পেয়েছ তোমরা যা অন্যের মতো নয়।
ছালাম রফিক বরকতেরা আফসোস করে বলে
রক্তে কেনা ফাল্গুনী মোর কেন ফেব্রুয়ারীর তলে?
শত্রুর অনেলে পুড়ে শহীদ হয়েছে কতো তাজা প্রাণ
তবুও তারা বৃথা যেতে দেয়নি বাংলাভাষার সম্মান।
আজ কথার ফাকে ইংরেজি বলে নবাবের বেশ ধরে
বিশুদ্ধ বাংলা নাকি প্রতিবন্ধক আধুনিকতার পথে।
আরবি, ইংরেজি, হিন্দি শেখ বাংলাভাষার সাথে
সকল ভাষায় খোদার দান নেই ভেদাভেদ তাতে।
পরিশেষে হাতে ধরে পায়ে পরে একটি কথায় বলি
ভদ্রতার নামে বাংলা-ইংরেজি একসাথে না বলি।
©somewhere in net ltd.