![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়ালেখা আমার কাজ। পড়বো আর লিখবো এভাবে আমার বসুন্ধরাকে সাজাবো।
সুরের মূর্ছনা
-------------------
একদিন রাতে ক্যাম্পাসে ডায়নাচত্বর গেসে যাওয়া রোডটি দিয়ে প্রধান ফটকের দিকে যাচ্ছিলাম। রাত প্রথম প্রহর শেষে দ্বিতীয় প্রহরের প্রস্তুতি নিচ্ছে। মাথার উপর চাদটি পূর্ণ আলো নিয়ে দাঁড়িয়ে আছে। সে আলোয় ক্যাম্পাসের আধার কেটে পুরো আলোয় আলোকিত। চাদের নির্মল আলোয় হৃদয়ে জমে যাওয়া কালিমা গুলোও যেন ফকফকে পরিস্কার দেখাচ্ছে। পৃথিবীটাকে ভাবতেও অন্যরকম লাগছিলো। ভালোলাগার তালে তালে আমিও হেলিয়ে দুলিয়ে হাটছিলাম।
.
হটাৎ কর্ণকুহরে একটি নতুন সুর বেজে উঠলো। কল্পনায় এ সুরের মূর্ছনা বেজে উঠলো নাকি বাস্তবে কোন সুরের পাখি ডাকছে ভেবে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে তাকালে লাগলাম। কিন্তু নিমিষেই প্রকৃতির সাথে হাড়িয়ে গেলো। কি আশ্চর্য! আমি খুজছি বলে কি হাড়িয়ে গেলো! নাহ মানতে পারছি না। উৎসুক মন কিছুতেই এ সুরের হাড়িয়ে যাওয়া মানতে পারছিলো না। সেই সুরটি আরেকবার শোনার জন্য মন একেবারে পাগল হয়ে গেলো। মনকে সান্তা দিয়ে বললাম এ সুর কল্পনা সুর, বাস্তবে যার কোন অস্তিত্ব নেই।
.
সামনে দু'পা এগুলোতে আবার বেজে উঠলো সে সুর। অস্থির হয়ে আবার খুজতে লাগলাম। কিন্তু কি হলো আবারো হাড়িয়ে গেলো। একধরনের বিস্ময় নিয়ে বন্ধুকে জিজ্ঞাস করলাম তোমরা কি কোন সুরের ধ্বনি শুনেছ? তারা অকপটে স্বীকার করলো হ্যা শুনছি। কিন্তু বুঝতে পারলাম না, যে সুর শোনার জন্য আমার হৃদয় এতো ব্যাকুল হয়ে উঠেছে আর তারা এতো শান্তভাবে উত্তর দিলো! কোন প্রতিক্রিয়া নেই। কোথাথেকে এ সুরের মূর্ছনা ভেসে আসছিলো বলতে পার? হ্যা। ওই যে দেখ শহীদ মিনার হতে। শহীর মিনারের দিকে তাকাতেই এবার আরো উচ্ছ আওয়াজে ভেসে আসতে লাগলো সে সুর। এবার আর হাড়িয়ে গেলো না। মিনিট কয়েক নিরবে শুনতে লাগলাম। কি সে সুরের মোহনা! কতো মায়া মেশানো তাতে!
দুর থেকে শুধু শোনা যাচ্ছিলো। কিন্তু রাতের আবছা আধারে মনে হচ্ছিলো প্রকৃতি থেকে ভেসে আসছে এ সুর। কে গাইছে এতো রাতে! একটু দেখতে পাগল হয়ে গেলাম। অস্থির মনকে শান্ত করতে ছুটে গেলাম একেবারে সুরকারের কাছে। কি অসাধারণ সুর! পাগল করে দেয়। মনে মনে ভাবতে লাগলাম। এই সুর যদি আমার থাকতো আমিও প্রকৃতির সাথে মিশে গিয়ে আল্লাহর নামে গান গাইতাম। আমার সুরে আকাশ বাতাস মুখরিত হয়ে যেতো। পাখিরা নির্বাক হয়ে আমাকে শুনত। কতই না ভালো হতো। ভাবতে ভাবতে ফিরে আসলাম রুমের দিকে...........
©somewhere in net ltd.