![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়ালেখা আমার কাজ। পড়বো আর লিখবো এভাবে আমার বসুন্ধরাকে সাজাবো।
রক্তে আঁকা মানচিত্র
ওবাইদুল্লাহ আহমাদ হুসাইন
বাংলাদেশের মানচিত্র রক্তে এঁকেছ যারা
চিরকাল ওমর হয়ে থাকবে কোটি অন্তরে তারা।
বীরের মতো লড়েছ তোমরা উন্নত রেখেছ শির
ন্যায়ের পথিক তোমরা, তোমরাই প্রকৃত বীর।
ফুরিয়ে গেলে সময়টুকু সকলেই চলে যাবে
তোমাদের মত মহান ভাগ্য ক'জনের বা হবে।
তোমার আমার রক্তের রঙ একই হতে পারে
তবু শহীদী মর্যাদা আকাশচুম্বী ঐশীবাণী বলে।
ক্রমান্বয়ে তোমাদের সারি সুদীর্ঘ... হতে দেখি
মন বাতায়নে কল্পনা জাগে এ পথেয় যাই লড়ি।
হৃদয়ে যাদের থাকবেনা কভু শহিদী মৃত্যুর আশা
প্রকৃত মুমিন নয় যে তারা এটাই হাদীসের ভাষা।
©somewhere in net ltd.