নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্তার ব্লগ

ৃৃৃৃৃ

কান্তা কামরুন নাহার

কান্তা কামরুন নাহার › বিস্তারিত পোস্টঃ

অবুঝ মেয়ে (গান)

০৫ ই নভেম্বর, ২০১২ রাত ১২:২২

অবুঝ মেয়ে (গান)



--স্থায়ী--

আমার দিন কি যাবে বয়ে একা একা

পাবো কি পাবোনা তোর দেখা

আমি একলা নদী একলা ছুটি তোর পথ চেয়ে

থাকিস বসে দূরে ওতুই ওরে অবুঝ মেয়ে ।।



--১ম অন্তরা--

এই বুকেতে চর জমেছে তুই বৃষ্টি ধারা

দেনা রে দেনা মেয়ে এবার একটু ধরা

পর হয়েছে বন্ধু-বান্ধব সকল আপন জন

তোর তরে মেয়ে আমি নিসি নির্বাসন

আমি একলা নদী একলা ছুটি তোর পথ চেয়ে

থাকিস বসে দূরে ওতুই ওরে অবুঝ মেয়



--২য় অন্তরা--

দুচোখেতে স্বপ্ন মেখে আছি তোর আশায়

স্বপ্নের মাঝে ওরে তুই জীবনেতে কোথায়

ভাঙে নদীর দুকূল ভাঙে আমার মন

বুঝলি নারে মেয়ে তুই কত যে আপন

আমি একলা নদী একলা ছুটি তোর পথ চেয়ে

থাকিস বসে দূরে ও তুই ওরে অবুঝ মেয়ে

আমার দিন কি যাবে বয়ে একা একা

পাবো কি পাবো না তোর দেখা

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ১২:২৪

লিঙ্কনহুসাইন বলেছেন: + ভালই

২৫ শে নভেম্বর, ২০১২ রাত ১১:২৩

কান্তা কামরুন নাহার বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৯

আমি বাঁধনহারা বলেছেন:
এই গানটি কি আপনার নিজের লেখা?

ভালো লাগল।প্লাস:+++

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২৫ শে নভেম্বর, ২০১২ রাত ১১:২৬

কান্তা কামরুন নাহার বলেছেন: ধন্যবাদ !
আমি মনচোরা বটে , কিন্তু গান-চোরা নই
:-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.