![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবটুকু হারানোর ছলে
তুরাগ দেহে ভাসিয়ে ছিলাম
অবাধ্য খণ্ডিত হৃদয়;
খণ্ডিত হৃদয়ে জলের
ঢেউ লাগে গুণে গুণে।
ঢেউ এর গতি তীব্র থেকে তীব্রতর
শেওলা গুলো বিন্দুতে কেন্দ্রী ভুত।
নিঃসঙ্গতা মিলায় ধেউএর চোরা বালিতে।
সবটুকু হারিয়ে সে তৃপ্ত;
অবলীলায় বন্ধ হয় রক্ত ক্ষরণ,
অবাধ্য খণ্ডিত হৃদয়ে ...।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৩ রাত ২:০২
সোহাগ সকাল বলেছেন: ছোট্ট কবিতা, অথচ কত্ত সুন্দর!