নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যয় ০১

অব্যয় ০১ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর-দর্শন এবং হিংস্র কুকুর!

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩০






এটা হচ্ছে তিব্বতীয় মাসটিফ । বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর-দর্শন এবং হিংস্র কুকুরগুলোর একটি । সবচেয়ে ব্যয়বহুল জাতের কুকুর। পাওয়া যা মূলত চীনের তিব্বতীয় অঞ্চলে। অবশ্য হিমালয়ের পাদদেশীয় অঞ্চল যেমন নেপাল, ভূটান এমনকি ভারতের উত্তরাংশেও দেখা মেলে এর। মূলত গার্ড ডগ বা পাহারাদার কুকুর হিসেবেই ব্যবহার হয় এর। উচ্চতা ৮৩ সে মি বা ৩৩ ইঞ্চি এবং ওজন ৪৫ থেকে ৭২ কেজির মধ্যে হয়। বেঁচে থাকতে পারে ১০ থেকে ১৪ বছর পর্যন্ত। যে কেউ একে পুষতে পারেনা। পুষতে হলে একে প্রশিক্ষন দেয়া এবং সবার সাথে সোশিয়ালাইজ করাও কিন্তু সহজ নয়, যথেষ্ট ঝক্কির ব্যাপার। ভরণপোষণ ব্যয় অত্যন্ত বেশী। আবার আপনি একে শহরের ছোট কোনও জায়গায় পুষতে পারবেন না। আবার এর স্বাস্থ্য ভালো রাখার জন্য ভীষণ ঠাণ্ডা পড়ে, বরফ পড়ে এমন জায়গায় একে নিয়ে পালতে হবে। আপনার নিয়ন্ত্রণে রাখতে হলে নিয়মিত এর সাথে খেলতে হবে এবং বাইরে নিয়ে যেতে হবে। নইলে বিগড়ে যাবে। পাহারাদার হলেও রাত্রে একে উঠোনে ছেড়ে রাখাটা কিন্তু মোটেই রেকমেনডেড নয়। মোটা শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। জানা যায় মঙ্গোল শাসক চেঙ্গিস খানের সৈন্যরা এদের ব্যবহার করত এবং শত্রুদের ওপর লেলিয়ে দিত। ছিঁড়েখুঁড়ে ফেলত তারা শত্রুদের।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৪

মো: রেহান বলেছেন: জেনে ভালো লাগল

২| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩০

গেম চেঞ্জার বলেছেন: ওয়াওওওও!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৩| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৮

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আমি মনে করেছিলাম সিংহ! কুকুরও এত বড় হয় B:-) ?

৪| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ২:০৪

অশ্রুকারিগর বলেছেন: প্রথমটা কি সিংহ ছিলো নাকি ! এতো মিল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.