নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াহিদবুরাদ রাকিব হাসান

ওয়াহিদবুরাদ রাকিব হাসান › বিস্তারিত পোস্টঃ

শীতের সকাল

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৬

সকাল হয়ছে আম্মু
ডাকাডাকি করছে। বাধ্য
হয়ে উঠে পড়লাম।
একটু বাহিরে বেরিয়ে
পড়লাম সকাল বেলার শিশির
ভেজা পথ বেয়ে হাটা
ধরলাম। গ্রামের এই আঁকা
বাকা মেঠো পথ বেয়ে
হেটেই চলেছি।দু পাশে
সরিষা ক্ষেত।সরিষা ফুল
গুলো সকালের মিষ্টি
বাতাশে আপন মনে দুলছে।
মনটা ছুয়ে গেলো এই দৃশ্যটা
দেখে চারি দিকে হলুদের
সমাহর।আবারো হাটা
ধরলাম মনে হয় পিছন থেকে
কেউ আমাকে ডাকছে তাই
পিছনে তাকালাম দেখি
একটা মেয়ে আমাকে
ডাকছে কি মায়াবিহ
চেহারা আমিতো মুগ্ধ হয়ে
তার প্রানে চেয়ে রইলাম
-এই যে মি এভাবে হ্যা করে
তাকিয়ে আছেন কেন
মেয়েটির কথায় ভাবনার
ছেদ পড়ল
-আমাকে কি ডাকছেন
--হুম
-কেন
-আপনাকেতো এই গ্রামে
আগে কখনো দেখি নি
-আসলে আমরা এই গ্রামে
থাকিনা শহরে থাকি।
ভার্সিটি ছুটিতো তাই
দাদার বাড়িতে বেড়াতে
এসেছি
-বুঝলাম চলেন সামনে থেকে
হেটে আসি
-হুম চলেন
-আপনার নাম কি জানতে
পারি
-ওয়াহিদবুরাদ রাকিব
হাসান
-এত বড় নাম আমি আপনাকে
ছোট করে রাকিব বলে ডাকব
তাহলে হবে
-হুম
-আর আমার নাম হলো
তাসফিয়া জান্নাত মিম।
আপনি আমাকে মিম বলে
ডাকতে পারেন
-আচ্ছা
-আপনার লেখাপড়ার কি রকম
চলছে
-ভালোই
এইভাবে মেয়েটির সাথে
কথা বলছি আর গ্রামের
মেঠো পথ ধরে দুজনে হেটেই
চলছি আর নানান গল্প করছি।
মেয়েটি খুবিই চঞ্চল যে
কাউকে সহজেই আপন করে
নিতে পারে ।
-আচ্ছা এখন যাওয়া যাক
অনেক দূর চলে এসেছি গল্প
করতে করতে
-হুম চলেন
-আচ্ছা আমরা কি ভালো বন্ধু
হতে পারি
-সরি আমি কোন মেয়ে বন্ধু
বানাতে পারব না
-কেন জানতে পারি
-অন্য একদিন বলবো
-আচ্ছা
এই বলে গ্রামের সেই আকা
বাকা মেঠো পথ ধরে বাসায়
ফিরে এলাম
-কি দাদুভাই গ্রামটা কেমন
লাগল
-খুব সুন্দর দাদু মন চাচ্ছে
গ্রামেই থেকে যাই
এই রাকিব তোমার দাদুকে
সাথে নিয়ে খাবার
টেবিলে বসো
-যাচ্ছি আম্মু
-চলেন দাদু খাবেন
এই বলে দাদুকে সাথে নিয়ে
খাবার টেবিলে গেলাম
-কি ভাইয়া গ্রামটা কেমন
লাগলো(চাচাতো বোন)
-খুব ভালো এখনতো যেতেই
মন চাচ্ছেনা
-কেন তোকেতো জোর করে
গ্রামে নিয়ে আসতি
পারিনা।আর এখন যেতে
চাচ্ছো না কেন
-আসলে আম্মু জানতাম না যে
গ্রামের প্রকৃতি আমাকে
এতোটা আকড়ে ধরবে
এই বলে খাওয়ার পর্বটা শেষ
করলাম
-
তার পরে চাচাতো বোনকে
সাথে নিয়ে আবারো
গ্রামটা ভালোভাবে ঘুরে
এলাম।গ্রামের এই প্রকৃতি
বারে বারে আমাকে মুগ্ধ
করছে।দাদু বিশাল ফলফুলের
বাগানটাও দেখালো
চাচাতো বোন।দেখলাম
বাগানে অনেক ফুল ফুটে
আছে এই দৃশ্য দেখে আরো মুগ্ধ
হলাম।তার পর চাচাতো
বোনকে সাথে নিয়ে
আবারো বাসায় ফিরে
এলাম।রাতের বেলা ছাদে
দাড়িয়ে আছি চাদ তার
আপন মনে আলো ছড়াচ্ছে
চারিদিকে প্রতিদিনইতো
চাদ দেখি নীল আকাশে
কিন্তু আজ অন্য রকম ভাবে মন
ছুয়ে গেলো।কিছু ক্ষণ ছাদে
থেকে নেমে এলাম এসে
ঘুমিয়ে পড়লাম।পরের দিন
সকালে আবারো আম্মুর
ডাকে ঘুম ভাঙ্গল আবার শুরু
হলো আরেক নতুন সকালের
সূচনা আবারো বেরিয়ে
পড়লাম গ্রামের সেই আকা
বাকা মেঠো পথ ধরে দেখাল
মিম আমার জন্য দাড়িয়ে
আছে
-কেমন আছেন(মিম)
-ভালো আপনি
-এইতো ভালোই তা আপনার
কাহিনীটা শুনতে পারি
কেন মেয়েদের সাথে বন্ধুত্ব
করতে চান না
-কেন চাইনা তাহলে শুনুন
আমি যখন ইন্টার ১ম বর্ষে
পড়ি তখন একটি মেয়ের
সাথে পরিচয় হয় মেয়েটির
নাম রিয়া এভাবে তার
সাথে টুকটাক কথা বলতে
বলতে আমার আর তার মধ্য
ভালো বন্ধুত্ব গড়ে ওঠে।
একে অপরের খোজখবর
নেওয়া আড্ডা দেওয়া
এভাবেই চলে গেল অনেক
দিন।এক সময় আমাদের
বন্ধুত্বতা পেরিয়ে কখন জি
ভালোবাসায় রূপ নিয়েছে
আমি নিজোও জানি না
তাকে ছাড়া এক মূহুর্ত আমার
দিন কাটেনা তাকে না
দেখলে আমার কোন কিছু
ভালো লাগেনা তাই তাকে
আমার মনের কথা বলে দিই
সেও আমাকে ভালোবাসে
আবারো শুরু হলো আমাদের
নতুন একজীবনের তারপর
অনেক দিন কেটে গেলো
একদিন আমার এক বন্ধু এসে
বলল যে সে আমাকে
ভালোবাসে না কিন্তু আমি
বিশ্বাস করিনি যখন জানতে
পারলাম যে রিয়া তার বন্ধু
বান্ধবীদের সাথে বাজি
ধরে আমার সাথে
ভালোবাসার নাটক করেছে
তখন থেকে আর কোন মেয়ের
সাথে কথা বলিনা কলেজে
গেলেও বন্ধুদের সাথে
আড্ডা দিয়ে চলে আসি
এখনো সেই দিনের কথা মনে
হলে চোখ দিয়ে পানি গড়ি
পড়ে
-আপনার কথা শুনে খুব কষ্ট
পেলাম কিন্তু সবাইতো এক
না
-হুম
-তাহলে আমরা কি ভালো
বন্ধু হতে পারি
-না পারো না
-কেন
-কারণ আমার এই জীবনের
সাথে তোমাকে জড়াতে
চাইনা আর কয়টা দিনের
অতিথি আমি এই পৃথিবীর
মাঝে তার পর হারিয়ে যাব
অনেক দূর যেখান থেকে কেউ
ফিরে আসেনা।এমন এই
শীতের সকালটা আপনার
সাথে কাটাতে আমার খুবই
ভালো লাগছে।জানেন এই
পৃথিবী ছেড়ে যেতে মন
চাইছেনা তবুও এই নিষ্ঠু
পৃথিবী ছেড়ে যেতে হবে
অদূরে যখন জানতে পারলাম
যে আমি আর বেশি দিন
বাচব না কারণ আমার ব্রেন
ক্যান্সার হয়ছে তখন অনেক
কেদেছিলাম আমার মা
বাবা এমনকি আমাদের এই
পরিবারের সবাই কেদেছে
কেউ ভাবতেই পারেনি যে
আর কয়েকটা দিন পরে
তাদের ছেড়ে আমি চলে
যাবে আর কয়টা দীন বেচে
আছি আর এই কয়টা দিন না হয়
শীতের সকালকেই নিয়ে
কাটিয়ে দিই
.
.
অচেনা ছেলে (নীল রাজ্যের
রাজকুমার)
""""""""". , , , , , , , , , , , , , , ,, , , , , , , ,
, , , , , , , , , , , , , , , , , , , , . , , , , , , , , , ,
, , , , , , , , , , , , , , ,THE END, , , , , , , , ,
, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , চির
বিদায় সমাপ্ত, , , , , , , , , , , , , , , ,
, , , , , """""""""",

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.