| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলেজ ছুটি দিয়েছে অনেক
কয়দিন হলো।একদিন মা এসে
বললো।আজাইরা বসে না
থেকে একটু বেড়াতে যা
কোথাও
-কোথায় যাব
-কেন তোর নানি বাড়ি।
তোর ছোট মামা বলেছে
তোকে যেতে
-আচ্ছা আগামীকাল যাব
-ঠিক আছে
এই বলে বাহিরে একটু গেলাম
অথাৎ বাজারে গিয়ে
বন্ধুদের সাথে একটু আড্ডা
দিয়ে বাসায় চলে এলাম
বাসায় এসে রাতের খাবার
খেয়ে ঘুমিয়ে পড়লাম
সকালে মায়ের ডাকে ঘুম
ভাঙ্গল
-এই আবির আর কত ঘুমাবি
এবার উঠেক
-আর একটু ঘুমায় না মা
-তে তোর নানি বাড়ি বলে
বেড়াতে যাবি
লাফ দিয়ে উঠে বসলাম
-এই কথা আগে বলবেনা
-সেই কখন থেকে ডাকছি
তোর তো চোখের ঘুমই
ছাড়ছে
এই বলে মা চলে গেলো
আমিও বিছানা ছেড়ে ওঠে
ফ্রেশ হয়ে খাবার টেবিলে
গেলাম ।খাবার খেয়ে
বেড়িয়ে পড়লাম মামার
বাড়ির উদ্দেশ্যে
-মা গেলাম
-আচ্ছা যা ভালোভাবে যাস
-আচ্ছা
এই বলে চলে এলাম পুরো
দুঘন্টা জার্নির পর মামা
বাড়ি পৌছালাম
সেখানে গিয়ে সবার
খোজখবর নিলাম।তারপর
শরীরটা বিছানায় এলিয়ে
দিলাম।সাথে সাথে ঘুমও
চলে এলো
বিকালে মিষ্টি একটি
ডাকে ঘুম ভেঙ্গে গেলো
-এই যে ভাইয়া উঠেন
এই প্রথম কোনো মেয়ের উপর
আমি ক্রাশ খেলাম।মানুষ এত
সুন্দর হয় কি করে
-এই যে কিহলো
-ও হ্যা উঠছি
উঠে ফ্রেশ হয়ে রাতের
খাবার খেয়ে সবার সাথে
গল্প করতে লাগলাম
এমন সময় আবার সেই
মেয়েটির আগমন
-আচ্ছা মামি এই মেয়েটা
কে তাকেতো চিনতে
পারছিনা
-কেন বাবা ওতো মেঘা
তোমার মেঝো মামার
মেয়ে
-ও এবার চিনতে পেরেছি
-কেমন আছো মেঘা
-ভালো আপনি
-এই তো ভালোই
এমন সময় নানু বলে উঠল
-কি নানু ভাই তোমার হবু
বউকে পছন্দ হয়ছে
--হবু বউ মানে
-সেটা তুমি বুঝে নিয়ো
এই বলে সবাই হাসতে হাসতে
চলে গেলো
আমিও ঘুমাতে চলে গেলাম
এভাবে কেটে গেল কয়েক
দিন।আমি যত মেঘাকে
দেখছি তত তার প্রতি দুর্বল
হচ্ছি
আগে বন্ধুরা কোনো মেয়ের
উপর ক্রাশ খেলে আমি
তাদের বলতাম এসব
ভালোবাসা ঠিক নয় পরে
কাদতে হবে
যে আমি কি ভালোবাসা
পছন্দ করতাম না ।সেই আমি
আজ একটি মেয়ের প্রতি দুর্বল
আমি ক্ষনে ক্ষনে মেঘার
প্রানে চেয়ে আছি
তাকে এক মিনিট না দেখলে
ভালো লাগছে না
-_
এভাবে আরো কয়েক দিন
কেটে গেলো
সব কিছু যেন আমার কাছে
অস্থির লাগছে
এমন তো আর কখনো হয় নি।
তাই সকল ভয় ভৃতী দুর করে এক
বুক সাহস নিয়ে সবার সামনে
মেঘাকে বলেই ফেললাম
-মেঘা শুনো
-হুম বলো
-হাত ধরে I Love You
সাথে সাথে আমার হাত
ঝাড়া মেরে
-ঠাসসসসষ
-তুই কি করে ভাবলি তোর
মতো একটি ক্ষাত ছেলেকে
আমি ভালোবাসবো । তুই
জানিস আমার জন্য কত ছেলে
এই গ্রামে কলেজে পাগল।
আরে তোকেতো
ভালোবাসা দূরে থাক তোর
দিকে কোনদিন চোখ তুলেও
তাকাইনি
হ্যা সেই দিন দাদু বলছিল না
যে তোর সাথে আমার বিয়ে
ছোট বেলা থেকে ঠিক করা
আছে । সেই পুতুল খেলা বিয়ে
আমি ভুলে যেতে চাই
এই বলে মেঘা চলে গেলো
আর আমার চোখ থেকে পানি
অজানায় ঝড়ে পড়ছে।এটাই
কি আমার সেই ছোট্ট মেঘা
যে কিনা আমাকে ছাড়া
কিছু বুঝতো না। কাদে
কারো হাতের স্পর্শ পেয়ে
পিছনে তাকালাম। দেখি
মামি
-বাবা তুমি কিছু মনে
করোনা ওই এরকমি। শুধু
আমাদের জন্যই হয়েছে
এই বলে মামি চলে গেলো
মেঘা হলো আমার ২ অথবা ৩
দিনের বড় হওয়ায় এই ব্যবহার
করলো
সেদিন রাতে খুব
কেদেছিলাম । জীবনে মনে
হয় আমি আর এমন চোখের জল
ফেলিনি শুধু একটী মেয়ের
জন্য এত কাদলাম যে কিনা
আমাকে কখনো ভালোয়
বাসেনি
-পরের দিন সকালে উঠে
নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে
বাসার উদ্দেশ্যে বেরিয়ে
পড়লাম
শুধু শুধু এখানে থেকে নিজের
কষ্ট বারিয়ে কি লাভ। তাই
সবাইকে বলে বেরিয়ে
পড়লাম
গেট দিয়ে বের হব এমন সময়
কেউ আমার হাত চেপে ধরল ।
পিছনে তাকিয়ে দেখি
মেঘা
-প্লিজ আমাকে ক্ষমা করে
দাও আমার ভুল হয়ে গেছে
(মেঘা)
-এতে ক্ষমা চাওয়ার কি
আছে
-আমিও তোমাকে
ভালোবাসি আবির
-সরি কাচ ভেঙ্গে গেল যেমন
জোড়া লাগানো কঠিন
তেমনি কোন মানুষের মন
একবা ভেঙ্গে গেলে জোড়া
লাগানো তার চেয়েও কঠিন
আগে আমি ভালোবাসাকে
ঘৃণা করতাম।আজ তুমি
আবারও সেটা প্রমাণ করে
দিলে
বাই ভালো থাকবেন
-প্লিজ আবির আমার কথাটা
শুনো
পিছনে আর তাকালাম না শুধু
মায়া বারিয়ে লাভ কি
কয়েক দিন না হয় আমার জন্য
কাদবে তারপর আবার ঠিক
হয়ে যাবে
চলে এলাম সেখান থেকে
বিনিময়ে পেলাম কষ্ট
-
-
-
""""""""The End(সমাপ্ত)"""""""
.
""অচেনা ছেলে(নীল
রাজ্যের রাজকুমার)""
©somewhere in net ltd.