নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কোন কিছুতে অবাক হইনা।।।।।

মাজহার মুরাদ

আমি অচেনা

মাজহার মুরাদ › বিস্তারিত পোস্টঃ

হুয়েন ফাদার ওয়াজ ক্রাইং

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২২

আমার আব্বা প্রায় প্রতিদিন সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন । তিনি অনেক শক্ত টাইপের লোক । কারণ আম্মার কাছে আমাদের অভিযোগ ছিল উনি কাউকে আদর করতে জানেন না । আব্বার চোখ রাঙ্গানো দেখে আর ধমক শুনি বাড়ি শুদ্ধলোক ভয় পেত । আর আমরা ত চুনুপুটি । আমি বা আমার পরিবারের কেউ কোনদিন আমার আব্বাকে ভেংগে পড়তে দেখিনি । সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাওয়াদাওয়া ঘন্টা খানেকের মধ্যে শেষ করে অফিস চলে যেতেন । আর রাত আটটার দিকে আসতেন ।

একদিন খুব ভোরে ঘুম থেকে চিত্‍কার করে কেঁদে উঠলেন । আম্মা ভাবলেন আমরা ভাইয়েদের কেউ কাঁদছে ।তাই আমাদের রুম চেক করলেন ।পরে তাদের রুমে গিয়ে আব্বার কাঁদা দেখে তিনি বিস্মিত । কিছুক্ষণ জিজ্ঞাসা করার পর জানলেন আমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখছেন। পরে আম্মা আমাকে কাঁচা ঘুম থেকে তুলে নিয়ে বুঝাতে চাইলেন যে আমার কিছু হয়নি । তখন আব্বা আমাকে জড়িয়ে ধরে সে কি কাঁদা কাঁদলেন তা এখনো আমার চোখে ভাঁসে । সেদিনের পর থেকে বুঝেছি যে আব্বা আমাকে ও আমাদেরকত ভালবাসে । আমার প্রতি তার ভালবাসাও বেড়ে গিয়েছিল ।



কিন্তু সেই উনাকে আমি এখনো উনার ভালবাসার প্রতিদান দিতে পারিনি । পারব কিনা তাও জানিনা । তবে এটা হয়ত উনি জানেন না যে



"আব্বাকে চরম ভালবেসেছি ভালবাসি এবং ভালবাসব সারা জীবন ।"

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ রাত ৩:৩০

আমি তুমি আমরা বলেছেন: আপনার ব্লগে প্রথম কমেন্ট প্রথম প্লাস দিয়ে ইতিহাসের অংশ হয়ে গেলাম।

সামুর আঙ্গিনায় স্বাগতম :)

২| ২৫ শে জুন, ২০১৩ রাত ৩:৩৭

মাজহার মুরাদ বলেছেন: এজন্য আপনাকে আমার সামুর ইতিহাসের কচুপাতায় পানি অক্ষরে সদা থাকবেন । ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.