নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কোন কিছুতে অবাক হইনা।।।।।

মাজহার মুরাদ

আমি অচেনা

মাজহার মুরাদ › বিস্তারিত পোস্টঃ

"আই ওয়াজ এ ডগ" হাউ ?

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:২০

আমার একবন্ধু ছিল । নাম আমারি মত "ম" দিয়ে শুরু । ও মফস্বলের মাদ্রাসা থেকে পাশ করে কলেজে উঠেছে । তাই ইংরেজিতে একটু দুর্বল । বাংলাদেশি বেশির ভাগ ছাত্রের মত আমারও এ বিষয়ে দখল কম । তার বেলা দখলটা একটু বেশিভাবেই কম ছিল । তবে দখল বাড়াতে তার চেষ্টা ছিল বলার মত। একই হোস্টেলের পাশাপাশি রুমে থাকতাম । আজ এর কাছে ত কাল ওর কাছে ইংরেজি শিখতে বসে পড়ত । একদিন সে তারই পাশের রুমের একজনের কাছে ইংরেজি শিখছে ।



বিষয় : টেনস ( tense )



তিন ঘন্টাখানেক পর 'ম' এর রুমমেট : কিরে তোর ইংরেজি কেমন আগাল ।



ম : (বিপুল আনন্দ নিয়ে ) ফাটাফাটি । ইংরেজি টেনস জানলে কোন বিষয়ই না । তুই এখন আমাকে টেনস বিষয়ে আটকা তো দেখি ?



রুমমেট: আচ্ছা । তাইলে ত ভালই । বলত - আমার একটি কুকুর ছিল । এর ইংরেজি কি ?



ম : তুই আমার সাথে ফাজলামি করিস । এটা ত একটা বাচ্ছাও পারবে ।



রুমমেট: আরে তুই পারবি কিনা বল । আশেপাশে আরো আমরা কয়জন জমা হলাম আমরাও বললাম। ইংরেজি পারলে বল ।



ম : আচ্ছা যদি পারি ত কি !



রুমমেট : বুঝব তোর টেনস ক্লিয়ার ।



ম : আমার একটি কুকুর ছিল ।

" i was a dog."



আমরা সবাই পুরাই টাসকি । যে তাকে টেনস বুঝাছিল সে পুরা থো । হা হা হা হা ধ্বনিতে রুমটা যেন ফেটে পড়ল । তারপর একে একে সবাই এসে হাসিতে শামিল হল ।



বি: দ্র : ম আজ অনেক দিন প্রায় ৪ বছর হল লন্ডন । সে এখন ইংরেজির গুষ্টি কিলায়।

Life is beautiful !!!

'ম' i miss u.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.