নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কোন কিছুতে অবাক হইনা।।।।।

মাজহার মুরাদ

আমি অচেনা

মাজহার মুরাদ › বিস্তারিত পোস্টঃ

এখানে মাছের মতো মানুষ হলে চলে না ॥

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:২১

পিযুষ তার মাকে নিয়ে গেছে সরকারি হাসপাতালে । মায়ের চোখ চেকআপ করাবে । কয়েকদিন ধরে তিনি ঝাপসা দেখছেন । টিকেট কেটে বসে আছে সিরিয়ালের ডাক পরার জন্য । ডাক পড়ল । ভিতরে গেল। কিছু লেখালেখি করে আরেক রুমে থাকা এক মহিলা চোখ বিশেষজ্ঞকে রেফার করল ।



ওখানে গিয়ে দেখে তা সিরিয়াল । অপেক্ষা করতে লাগল সে ও তার মা । ঘন্টাখানেক বসার পর হঠাত্‍ ঘোষণা আসল আজকে আর চশমা দেয়া হবেনা । আপনার আগামীদিন আসেন । নয়ন অবাক । চোখ চেকআপ করাতে এসে সে এসব কি শুনছে । চোখ না দেখে এরা কেমনে বুঝল যে চশমা লাগবে !



সবাই চলে যেতে শুরু করল । সে ভাবল একি কোন কারণ না জেনে কেন তারা চলে যাচ্ছে । সে একা কিভাবে কারণ জানবে ? কিছু লোকজন থাকতে থাকতে সে বলল - স্যার এতক্ষণ বসিয়ে রেখে এখন চলে যেতে বলছেন কেন । তাহলে আগে বললেন না কেন ? সে ভাবল কিছু লোকজন তার সাথে সুর মিলাবে । কিন্তু না কেউ সুর মিলায় নি ।



তার জবাব না পেয়ে আবার সে জিজ্ঞাসা করল । কোন সাড়া পেল না । শেষে সে মাকে নিয়ে বেরিয়ে আসছে আর ভাবছে এভাবে চলে যাওয়া যায়না । কিছু একটা করতে হবে ।



গেইটের কাছে এসে মাকে দাঁড়িয়ে থাকতে বলে সে গেল প্রশাসনিক ব্লকে । দেখে কয়েকটি টেবিলে কেউ নেই । ভিতরে একটি ছোট কেবিনে দেখে কোষাধক্ষ চেয়ার একজন বসে আছেন । সে বিনয়ের সাথে বলল - স্যার আমি কিছু বলতে চ্চাছি ।

স্যার- হ্যা বলেন । বসুন ।

সে সমস্ত ঘটনা বলল ।

স্যার পিয়নকে ডাকলেন । একে ইনচার্জ স্যারের রুমে নিয়ে যাও । আর বলবে আমি পাঠিয়েছি ।

উনাকে আবার সবকিছু বলবেন ।



পিযুষ ইনর্চাজকে সবকিছু বলল । স্যার পিয়নকে দিয়ে তদন্তের জন্য ঐ মহিলা চোখ বিশেষজ্ঞের রুমে পাঠিয়ে বললেন যে দেখে আস ঘটনা কি ? আর ওকে বললেন যে তোমার মাকে নিয়ে ঐ রুমে যান । আমি দেখছি কেমনে চেকআপ হয়না ।



পিযুষ মাকে আনতে যাওয়ার আগেই দেখে মা চলে এসেছেন যে পিযুষ কোন ঝামেলা বাধাল কিনা ?



অবশেষে ঐ ডাক্তার ম্যাডাম অতি যত্নে তার মাকে দেখল । এত সময় নিয়ে দেখল যে পিযুষেরই বিরক্তি শুরু হল । বাইরে দাড়িয়ে থাকা দুটি মেয়েকে দেখে তার মায়া হল তারা এখনো দেখাতে পারেনি । পারবে কিনা তাও সিউর না । সে ভাবছে এরকম হলে কেমনে চলবে ? সবাই তো আর তার মত ঘাটাঘাটি করতে পারবেনা । তাও সে খুশি তার কাজ হয়েছে ।



পাদটিকা : সব মানুষ মাছের মতো হলে বাচাঁ যায় না । দু-একজন অন্যরকম মানুষ লাগে । - হুমায়ুন আহমদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.