![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে মনে পড়ে প্রচুর ব্যস্ততার ভিড়ে,
কাজের ফাঁকে একটু অবসরে।
তোমাকে মনে পড়ে বৃষ্টিস্নাত দিনে,
গরমের দিনের অবসাদে।
তোমাকে মনে পড়ে অাড্ডা বসলে,
রিক্সায় চড়লে।
তোমাকে মনে পড়ে বইয়ের পাতা খুললে,
লেখার সময় পরীক্ষার হলে।
তোমাকে মনে পড়ে কপোত- কপোতী দেখলে,
একা একা রাস্তায় হাঁটলে।
তোমাকে মনে পড়ে যখন কেউ দীর্ঘ সময় মোবাইলে কথা বলে,
কখনো ইনবক্সে ঢুকলে।
তোমাকে মনে পড়ে একাকী শুয়ে থাকলে,
রাতের গভীর অাধারে।
তোমাকে মনে পড়ে সুখে-দুঃখে,
তীব্র হতাশায় অার কষ্টে।
তোমাকে মনে পড়ে প্রতিটি মূহুর্তে স্মৃতির অায়নায়,
গভীরতর ভালবাসায়......
২| ০৮ ই মে, ২০১৬ সকাল ৭:০০
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: তোমাকে মনে পড়ে
অফিসের ব্যাগ হাতে নিয়ে বাসা থেকে বের হতে
বা রাতে ল্যাপটপে ফেইসবুকে স্ট্্যাটাস লিখতে
অথবা ব্লগ লিখতে।
তোমার সময়গুলো নিয়ে যাচ্ছে অন্যরা, অফিস, ফেইসবুক,ব্লগ ইত্যাদি
৩| ০৯ ই মে, ২০১৬ রাত ১:২২
মাজহার মুরাদ বলেছেন: ধন্যবাদ, হাফেজ ভাই।
ঠিকই বলেছেন, ফারাহ ভাই।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৬ রাত ২:৫৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: তোমাকে মনে পড়ে প্রচুর ব্যস্ততার ভিড়ে,
কাজের ফাঁকে একটু অবসরে।
তোমাকে মনে পড়ে বৃষ্টিস্নাত দিনে,
গরমের দিনের অবসাদে
চমৎকার লেখনি কবি হে।