![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ধূলাবালি মুছতে মুছতে আমাকে মুছেই দিলে।"
- এসেজের এই গানটা কি শুনেছেন কখনো? গানটা শুনতে শুনতে মনে হল, ধুলাবালির জন্য আমরা কী মুছে যেতে পারি?
আপনি জানেন কি, ধুলাবালির জন্য বছরে কত মানুষ মারা যায় বাংলাদেশে?
-১ লাখ ২২ হাজার ৪০০ জন।
আপনি জানেন কি? এর জন্য কত ভয়াবহ রোগ হতে পারে?
* সিলিকসিস
* টিউবারকোলসিস
* কর্নিক ব্রঙ্কাইটিস
* অ্যাজমা
* লাং ক্যানসার
* দীর্ঘস্থায়ী সর্দি - কাশি
আরো কত কি? নাম ভুলে গেছি। এসবের কারণে শেষ বয়সে আপনার জীবনের উপার্জিত অনেক টাকা পয়সা চলে যাচ্ছে এবং যাবে। আপনার জন্য আপনার পরিবার সাফার করবে। বাংলাদেশে এ সমস্যা থেকে পরিত্রাণ সহজেই আশা করা ভূল। আমাদের মোড়লেরা এসি গাড়িতে চড়েন। তারা এটাকে কোন সমস্যাই মনে করেন না। তাই এজন্য কোনো উদ্দোগ নেই।
রাস্তায় বেরুলেই মাস্ক পড়েন, অন্যকে পড়তে উৎসাহিত করুন। আর শুনতে থাকুন -ধূলাবালি।
©somewhere in net ltd.