![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কোন কাননের ফুল, কোন গগণের তারা।
তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা!!
কবে তুমি গেয়েছিলে,
আঁখির পানে চেয়েছিল, ভুলে গিয়েছি,
শুধু মনের মধ্যে জেগে আছে ঐ নয়নের তারা!!
তুমি কথা কয়োনা, তুমি চেয়ে চলে যাও,
এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও।
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে,
চেয়ে থাকি মধুর প্রাণে
তোমার আঁখির মতন দুটি তারা, ঢালুক কিরণধারা!!
গানটির লিন্ক
Click This Link
এর আগে আমার রবীন্দ্রসঙ্গীত নিয়ে ছবি আঁকা পোস্টে, নানাজনের মন্তব্যের মধ্যে হিমালয়ের মন্তব্যটা ছিলো এমন,
হিমালয়৭৭৭ বলেছেন: আফ্রোদিতি আপু, নাচ-গান-ছবি আকা...আরও কোন গুণ কি বাকি আছে, যেটার ব্যাপারে আমি জানিনা???আপনার একটা লাইভ ইন্টারভিউ নেব ভাবছি.............ছবি আকার প্রতি ভয়ানক দুর্বলতা ছিল ছোটবেলা থেকেই, কিন্তু মহান ঈশ্বর আমার প্রতি এমনই বিমূখ যে স্কেল ধরেও একটা সোজা দাগ টানতে পারিনা....
গানটা অনেকবার শুনেছি, কিন্তু কেন যেন ততটা ভাল লাগেনা...এটার চেয়ে "তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা" অনেক ভাল লাগে...
এটা জানার পরে, আবারও হিমলুর জন্য বানাতে শেখা চা ভূত মাথায় চাপার মত মাথায় চাপলো ফুলফুলফুলকন্যা টাইপ ছবি আঁকাআঁকির ভূত।
তারপর আবারও কাল রাতে মনজুরুল ভাইয়া যখন লিখলেন,
মনজুরুল হক বলেছেন: তোমার নানামুখি প্রতিভা দেখে কি বলেছিলাম মনে আছে তো?..."মাল্টি নাইফ"!ইংরেজিতে- অলরাউন্ডার!হিন্দিতে- হরফুনমওলা!
নাহ্ রবী ঠাকুরের মেয়েটি এমন ছিলনা।
তার ছিল মাঝখানে সিঁথি। কপালে সিঁদুরের টিপ। কানে ঝুমকা। গলায় বৈচি ফলের মালা। খোঁপায় বেলিফুলের মালা। নয়নে গাঢ় করে কাজল....আর !!!???
তখন কি আর চুপচাপ বসে থাকা যায়???
সাথে সাথে সেই রাতদুপুরেই বসে গেলাম আবারও মনজুরুল ভাইয়ার বর্ণনার মত রবীন্দ্রনাথে কোন কাননের ফুলকন্যা আঁকতে।
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৮
অপ্সরা বলেছেন: এরপরের বার ছবি আঁকার আগে আগে গালে একটা থাপ্পড় দিয়ে নেবো। তাতে যদি গালটা কমে একটু।
২| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫১
বিবর্তনবাদী বলেছেন: তখন কিন্তু গালে লাল আভা দিতে হবে। জাস্ট লাইক চেরি
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৫
অপ্সরা বলেছেন: ব্লাশঅনের কথা বলো নাকি ??
অবশ্য পাঁচ আঙ্গুলের ছাঁপ বসায় দেওয়া যেতে পারে।
৩| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৩
হমপগ্র বলেছেন: ভাইরে ভাই ভয় পাইছি। আপু, আপনার আঁকা অদ্ভূত রকমের সুন্দর।
আমার ছোটবেলায় ছবি আঁকার সখ ছিল। অনেক ছবি একেছি। কিন্তু সেগুলো দেখার মত না। গরু আঁকলে কুকুরের মত লাগত, আকাশ আঁকলে সেটাকে মাটির মত দেখাত।
পরে অবশ্য যখন বুঝতে শিখলাম, তখন আর্ট গ্যালারীতে গিয়ে একদিন এবস্ট্রাক্ট আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, আমার লাইন এইটাই। মানুষ, গরু ছাগল যখন আঁকতে পারি না তাহলে, অনেক রঙ একসাথে মেরে মেরে পেইন্টিংকে এবস্ট্রাক্ট বলে চালিয়ে দেই।
কিন্তু কপাল খারাপ, আমার আঁকা এবস্ট্রাক্ট আর্টখানা দেখে মনে হচ্ছিল, বিষ খাই। যা হোক, সেই কপি খান তবুও রেখে দিছি।
পোস্টের জন্য এবং গানের জন্য, ছবির জন্য অনেক ধন্যবাদ আপনাকে!
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৮
অপ্সরা বলেছেন: হাহাহাহাহাহা মন্তব্য পড়ে আর তোমার জীবনের দুঃখের ঘটনা শুনে হাসতে হাসতে মরে যাই আরকি।
তবে আমার অভিগ্গতাও তোমার চাইতে কম নয়। আমিও একজনের ছবি আঁকতে যাই অন্যজনের মত হয়ে যায় ।
তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ছবি ও গান দেখা ও শোনার জন্য।
৪| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৪
আবু সালেহ বলেছেন:
থাপ্পড় দিলে কি আর গাল কমবে.....???
খানা দানা কম দিও ...তাহলেই হবে
আমিও বলি ...কোন কাননের ফুল তুমি???
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৯
অপ্সরা বলেছেন: হায় হায় খানা দানা কম দিলে তো বাড়ী ছেড়ে পালাবে মেয়েটা! কত কাজ করতে হয় তার!! তার কাজের শেষ নেই। খানাদানা কম দিলে কি আর সে শক্তি থাকবে।
৫| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৫
আবু সালেহ বলেছেন: ও আরেকটা কথা...
গান+ছবি+লিন্ক+পোস্ট...
অনেক অনেক ধইন্যাপাতা....
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০০
অপ্সরা বলেছেন: তোমাকেও অনেক অনেক ধইন্যা, পুদিনা, লেটুস আরো যা যা পাতা তোমার পছন্দ সব পাতা।
৬| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৮
বিবর্তনবাদী বলেছেন: ব্লাসঅন চিনি না। তবে লাল/গোলাপী জাতীয় কিছু
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০২
অপ্সরা বলেছেন: ঐটাই ব্লাশঅন বন্ধু। চিনাই দিলাম আমি।
৭| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০০
দেশী পোলা বলেছেন: নিজের ছবি একেঁ, নিজেরে নিয়ে গান গাওয়ার জন্য মাইনাস
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০১
অপ্সরা বলেছেন: তুমি তো অন্যদিনও মাইনাস দিয়ে যাও চুপি চুপি সেসব দিনে বলে যাওনা কেনো দিয়েছো কাজেই আজকে বলে যাওয়ার জন্য তোমাকে কোন পাতা দেবো তাই ভাবছি।
৮| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০২
খলিল মাহমুদ বলেছেন: আগের ছবিটাই এটা?
কোন্বা দেশের কনে তুমি
কোন্ আলয়ের আলো
তোমায় দেখে ভুবন চমকালো...........
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৪
অপ্সরা বলেছেন: এটা তো নতুন ছবি ভাইয়া।
আরে মেয়েটাকে খোঁপা বেঁধে মাথায় ফুলের মালা জড়িয়ে দিলাম তো।
কবিতার জন্য অনেক ধন্যবাদ।
৯| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৩
বিবর্তনবাদী বলেছেন: মেয়েটা টিপ পড়ে না কেন?
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৬
অপ্সরা বলেছেন: পরে তো কে বলেছে পরেনা?
শুধু আজকে পরেনি। মনে হয় ভুলে গেছে।
মনে নেই সেই যে ২৬শে মার্চে লাল পতাকা টিপ পরেছিলো?
তুমি তো সেটাকে পতাকা বানিয়েছিলে। ভুলে গেছো??
হাহাহাহাহা
১০| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৩
সব্যসাচী প্রসূন বলেছেন: কেন বাবা... আমিও তো একটা মন্তব্য করেছিলাম ... সেটার কথা বললেন না... ... সেভাবে কাজও করলেন না... হু
থাক গিয়ে কি আর করার .... ছবিটা আগেরটার চেয়েও সুন্দর হয়েছে...
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৭
অপ্সরা বলেছেন: আরে রাগ করো কেনো?
তোমার কথায় আরো একটা ছবি হবে তাই বললাম নাতো।
১১| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৮
অক্ষর বলেছেন: হুমম, সুন্দর
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১২
অপ্সরা বলেছেন: এত গম্ভীর থাকো কেনো আজকাল অক্ষর। মনে হয় যেন মন খারাপ তোমার!
কি হয়েছে বাবু?
১২| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: সাদাকালো, কেন বলো?
রঙ্গিন ছবি দেখতে চাই, সাদাকালোতে সোন্দর্য বুঝি না
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৬
অপ্সরা বলেছেন: ওকে কাল থেকে রঙিন পেন্সিলের চর্চা শুরু হবে।
কিন্তু কোন গানের মেয়েটাকে আঁকা যায় বলোতো?
১৩| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৭
নির্ঝরিনী বলেছেন: আগের ছবিটার চেয়ে এই ছবিটা বেশি সুন্দর হয়েছে...
অনেক অনেক ভালো লাগলো ছবি এবং গান দুটোই।
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৯
অপ্সরা বলেছেন: হুম এটা তো বেশী সাজুগুজু করেছে তাই মনে হয় সুন্দর লাগছে হাহাহাহা।
আপুনি অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
১৪| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৮
অক্ষর বলেছেন: কিছু হয় নাইক্কা, মন মেজাজ ভালৈ আছে
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২০
অপ্সরা বলেছেন: খুবি ভালো কথা। তার মানে বড় হয়ে যাচ্ছো আজকাল বা বুড়া। তাই রাশভারী ভাব দেখা যাচ্ছে।
১৫| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২২
অক্ষর বলেছেন: আব্বে না, এত তাড়াতাড়ি বুড়া হমু না
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২৯
অপ্সরা বলেছেন: হাহাহাহাহা
১৬| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২৯
সন্ন্যাসী কবি বলেছেন:
ছবির মানুষটা কেঠা?
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৪
অপ্সরা বলেছেন: ছবির মানুষটা আরো একটা ছবি।
তবে গানটার জন্য আঁকা ছবি।
১৭| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩০
সোজা কথা বলেছেন: আপনার আঁকা ছবি দেখেছিলাম । ড্রয়িং এর হাত ভাল মনে হয়েছে । সুতরাং চালিয়ে যান। আরো দুএক জন ভাল শিল্পী এখানে তাদের ছবি দেন। ভাল লাগে ।
( একটু সমালোচনা করি.. বাঙালি নিজে পারলেও পরের সমালোচনায় পটু, হা হা হা)।এখানে সলিড লাইনের কাজে কিছুটা ওরিয়েন্টাল ধরণের এফেক্ট এসেছে। অবশ্য সে ক্ষেত্রে শাড়ীর নকশাতে আরো কাজ আনতে পারেন। ব্যাকগ্রাউন্ডে এর পরের বার কিছু রঙিন ছবি উপহার দিতে পারেন। নাক চোখের লাইনে বডি কনটুরে রিদম আছে । লাইন গুলো আরেকটু ছেড়ে ছেড়ে দিলে আরো বেশী প্রফেশনাল ভাব চলে আসতো। ভ্যারিয়েশন দিয়ে আরো ছবি দিন।
আমার মতে ভ্যারিয়েশন আনার জন্য ছবি দেখলে লাভ হয়। মজা পাবেন। আমিও দেখতে পছন্দ করি। যেমন পূজোর দেশ এবং আনন্দলোকে কৃষ্ণেন্দু চাকীর ছবি আমার পছন্দ, বাংলাদেশে প্রাণেশ মন্ডল এবং আবুল বারেক আলভীর ইলাস্ট্রেশনও ভাল লাগতো ।কাইয়ুম চৌধুরী তো বস। পেইন্টিং এ ভারতের গণেশ পাইন এবং বাংলাদেশের শেখ আফজালের রিয়েলিস্টিক কাজের ভক্ত আমি।
ছবি আঁকায় গ্রামার যে লাগবেই এটাও ঠিক নয়। কোনটি যে কবে বিখ্যাত হয়ে যায় কে জানে। দেখেছেন না, রবীন্দ্রনাথের কাকের ঠাং বকের ঠাং ছবিতেও শিল্পবোদ্ধারা আধুনিক চিত্রকলা আবিস্কার করেছে ।
++
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৮
অপ্সরা বলেছেন: অনেককককককককককককককককককককককককককককককককককক ধন্যবাদ। এত বড় ধন্যবাদ দেবার কারণ আমি আসলেই একদম নিজে নিজে ছবি আঁকি। কখনও কারো কাছেই শিখিনি।
তবে স্কেচ করার চেষ্টাও আগে কখনও করিনি। এইসব উপদেশ সত্যিই আমার অনেক অনেক কাজে দেবে। অনেক অনেক অনেক ধন্যবাদ।
১৮| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩১
আহমেদ রাকিব বলেছেন: ভাবছি কার গলায় এই গানটা সবচেয়ে সুন্দর লাগে? শ্রীকান্ত? ইন্দ্রাণী? বন্যা? কেন জানি মনে হচ্ছে ছবির মেয়েটা গাইলেই সবচেয়ে ভালো গাইতো। কিংবা হয়তো আপনি।
০১ লা মে, ২০০৯ সকাল ৭:২৪
অপ্সরা বলেছেন: হাহাহাহা অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমি নিজে গাই যখন তখনই আমার সবচাইতে বেশী ভালো লাগে। তবে অন্যরা গাইলেও ভালো লাগে আমার। আর যদি সত্যি ছবির মেয়েটা গাইতো আমার থেকে আর কে বেশী খুশী হত??
১৯| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: তুমি আর নেই সেই তুমি...
Click This Link
০১ লা মে, ২০০৯ সকাল ৭:৩০
অপ্সরা বলেছেন: কেনরে???
কে আর সেই নেই?
২০| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৭
এন এইচ আর বলেছেন: ছবির মান আগের চেয়ে ভাল হচ্ছে। আর সাথে চোখ ও বড় হয়েছে.........। গানটা কার গাওয়া আপু বুঝতে পারছি না?
০১ লা মে, ২০০৯ সকাল ৭:২৬
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ নাজমুল।
গানটা ফাহমিদা নবীর গাওয়া।
২১| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪০
শত রুপা বলেছেন: pencil scetch kintu sotyi daroon hoyechhe.
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে,
চেয়ে থাকি মধুর প্রাণে
তোমার আঁখির মতন দুটি তারা, ঢালুক কিরণধারা!! >> gantir rangin chhobi chai.
০১ লা মে, ২০০৯ সকাল ৭:২৯
অপ্সরা বলেছেন: চোখের সামনে যা দেখি, যে যা বলে সব কিছুতেই ঝাঁপিয়ে পড়ি পুরো উদ্যম নিয়ে । এটাই আমার স্বভাব শতরুপা আপুনি।
তুমি যে রঙীন ছবির কথা বললে আজ না হলেও কাল থেকেই শুরু করে দেবো ঠিকঠিক দেখো তুমি। তবে মনে হয় জীবনের সময়গুলো কাজের তুলনায় অনেক অনেক কম। কত কিছুই না করা যেত আরো সময় পেতাম যদি।
২২| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪২
সোজা কথা বলেছেন: ব্লগার সাদাচোখের একটি লিংক পেলাম। যেখানে স্কেচের উপর দুর্দান্ত কিছু বইয়ের তালিকা দেয়া আছে।
০১ লা মে, ২০০৯ সকাল ৭:৩০
অপ্সরা বলেছেন: আরো আরো আরো অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়াটা।
২৩| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৩
অক্ষর বলেছেন: ফালতু হোইছে ফালতু, একেবারে জঘন্য। ছবি আঁকা বাদ্দিয়া দেন, আর ছবি আঁইকেন না, আমাগো একটু রেহাই দেন এই ধরনের ছবির হাত থিকা
০১ লা মে, ২০০৯ সকাল ৭:৩৩
অপ্সরা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
এইবার কথার স্টাইলে বুঝতে পারছি তুমি আসলেই সুস্থ্য আছো অক্ষরমনি।
শুনো কারো নেগেটিভ কথা শুনিনা বা মানিনা আমি। বাদ দিতে বললেই বাদ দেবো ভেবেছো। কখখনোনা।
আবার নতুন কিছু মাথায় না ঢোকা পর্যন্ত এটাই চলবে। কোনো রেহাই নেই।
২৪| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫০
হিমালয়৭৭৭ বলেছেন: আফ্রোদিতি আপু, লিঙ্কের গানের শিল্পী কে? যেই হোক, কেন যেন মনে হল আপনিই গেয়েছেন..এই অদ্ভুত মনে হওয়ার কোন যৌক্তিক ব্যাখ্যা নেই।।।
আপনার ছবি আকা উপভোগ করছি।।। আপনার লাইভ ইন্টারভিউটা এবার সত্যিই নিতে হবে।।।
০১ লা মে, ২০০৯ সকাল ৭:৩৯
অপ্সরা বলেছেন: হিমালয় গানের শিল্পী ফাহমিদা নবী।
আমার গাওয়া টা দেইনি । অনেক দিতে ইচ্ছা হয়েছিলো। কিন্তু একটুখানি সমস্যা আছে। সমস্যাটা তেমন কিছুই না যদিও । তবুও সাত পাঁচ ভেবে দিলাম না আর।
একদিন দিয়ে দেবো ঠিকঠিক।
আমার এই ছবিটা আঁকা উপভোগ তো করতেই হবে।কারন তোমার প্রিয় গানটা ভেবেই তো আঁকলাম।এই ছবির অনুপ্রেরণা তোমার প্রিয় গান হিমলু।
আচ্ছা হিমলু নামটা কে দিলো এখানে তোমার বলোতো?
২৫| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৯
একরামুল হক শামীম বলেছেন: বাহ! দারুনতো!!
০১ লা মে, ২০০৯ সকাল ৭:৪০
অপ্সরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শামীম।
ভাবছি একটা খাটে ঘুমানো ছোটো বাবুর ছবি আঁকবো কিনা।
২৬| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১১
আলী আরাফাত শান্ত বলেছেন: ছবিটা ভালো তবে তার চেয়ে ভালো এই অমর গান!
০১ লা মে, ২০০৯ সকাল ৭:৪১
অপ্সরা বলেছেন: আরে সেতো হবেই। কোথায় রবীন্দ্রনাথ আর কোথায় আমি!!!!!!!!!
তোমাকে ধন্যবাদ অনেক অনেক ছবিটা দেখার জন্য আর গানটা শোনার জন্য।
২৭| ০১ লা মে, ২০০৯ ভোর ৪:১৩
কঁাকন বলেছেন: কেমন আছো?
০১ লা মে, ২০০৯ সকাল ৭:৪৩
অপ্সরা বলেছেন: কাঁকনমনি ভালো আছি আমি।
তুমি কেমন আছো?? কতদিন দেখিনা তোমাকে!!!
২৮| ০১ লা মে, ২০০৯ সকাল ৭:২৮
মে ঘ দূ ত বলেছেন: ঊরিব্বাস। যোশ হয়েছে!
০১ লা মে, ২০০৯ সকাল ৭:৪৫
অপ্সরা বলেছেন: হাহাহাহা অনেক অনেক ধন্যবাদ মেঘদূত।
তোমার নিক দেখে মনে পড়ে সেই গান।
মেঘের ডমরু ঘন বাজে
বিজরী চমকায় আমার মনছায়
মনের ময়ূর যেন সাজে...........
২৯| ০১ লা মে, ২০০৯ সকাল ৭:২৯
শাওন৩৫০৪ বলেছেন: এরে, এইডা তো আগের মাইয়াডাই দেখি, খালি সাঁজগুজ(আর চুলের স্টাইল) বদলাইয়া দিছো!!!কিরাম ফাঁকিবাজি হইয়া গেলুনা??
রাগবি আর পোলো খেলাডা শিখলে তো আর কিছুই বাকি থাকেনা!!!
ছবি মচৎকার হয়েছে....
০১ লা মে, ২০০৯ সকাল ৭:৪৭
অপ্সরা বলেছেন: না না না না না ফাঁকিবাজি হয়নি। এই একজনের ছবি ই প্রাকটিস করা হবে শুধু । সবাই বিরক্ত হয়ে গেলেও। হাহাহাহাহা
আর রাগবী আর পোলো খেলা শিখবোনা বাবা। শেষে পড়ে পা ভেঙে গেলে কিভাবে এত সাধনার নাচ করবো আমি???
তবে বুঝতে পারছি তুমি রাগবী আর পোলো খুবই ভালো খেলো তাই দলে টানতে চাইছো।
৩০| ০১ লা মে, ২০০৯ সকাল ৭:৪৭
মে ঘ দূ ত বলেছেন: সুন্দর মনে হচ্ছে গানটা। লিঙ্ক থেকে থাকলে অনুগ্রহপূর্বক শেয়ার করুন।
০১ লা মে, ২০০৯ সকাল ৭:৪৯
অপ্সরা বলেছেন: Click This Link
এইযে লিন্কটা। তবে পোস্টের মাঝেও শেয়ার করেছি কিন্তু।তুমি খেয়াল করোনি ভাইয়া।
৩১| ০১ লা মে, ২০০৯ সকাল ৭:৫৫
চাঙ্কু বলেছেন: এই মাইয়ার চোখ এইরাম লম্বা লম্বা কেন ?? আর এইগুলা কি কানের দুল নাকি কয়েক খন্ড পাথর খন্ড ?? ভাল একটা গান দিছেন নাইলে মাইনাস দিতাম
০১ লা মে, ২০০৯ সকাল ৯:১১
অপ্সরা বলেছেন: জানিনাতো। মাইয়াটা ডাইনি টাইপ দেখতে কি করবো?
এইগুলা পাথরের দুল। এইগুলাও ডাইনীরাই পরে।
যাক বাবা লাস্টে তবুও গানটা ভালো লেগেছে তোমার চাঙ্কুমনি।
৩২| ০১ লা মে, ২০০৯ সকাল ৭:৫৬
মে ঘ দূ ত বলেছেন: ও আচ্ছা। আমি অবশ্য আমার আগের মন্তব্যের উত্তরে যে গানের কথা লিখেছেন সেটির কথা জানতে চাইছিলাম।
তুমি কোন কাননের ফুল গানটা আমার কাছে শ্রীকান্তের টাই ভালো লেগেছে বেশি। লিঙ্ক পাচ্ছি না, পেলে ওটার লিঙ্ক দিতাম।
০১ লা মে, ২০০৯ সকাল ৯:৩২
অপ্সরা বলেছেন: ঐ গানটার লিন্ক পেলাম না অনেক খুঁজেও।
তোমার জন্য আর একটা বৃষ্টির গান মেঘদূত।http://www.esnips.com/doc/e34d52f3-f5d5-4451-bb21-9bcd52744de8/Rim-jhim-ghono-ghono-re_Rezwana-Chowdhury-Bannya
৩৩| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:২৯
অক্ষর বলেছেন: এই পোস্ট এখনো ডিলিট খায় নাই!!! সকাল সকাল উইঠাও এইসব পোস্ট দেখতে হৈলো!!!
০১ লা মে, ২০০৯ সকাল ৯:৩৪
অপ্সরা বলেছেন: ইশ আমার পোস্ট ডিলিট খাবে কেনো?
দক্ষযক্ষ বাঁধাই দেবোনা তাইলে??? সবার আগে তোমাকে............
৩৪| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:০৬
মৃন্ময় আহমেদ বলেছেন: তরু... কবিতাটা কার লেখা জানতে চাইছিলাম।
০১ লা মে, ২০০৯ সকাল ১০:২৭
অপ্সরা বলেছেন: কৃষ্নচন্দ্র মজুমদারের লেখা।
হাহাহাহা মেমোরী গেমস এ বরাবর প্রথম হয়েছি কিন্তু।
তবে এইখানে কবির নামটা লিখতে পারছিনা ভার্চুয়াল কীবোর্ডে।
৩৫| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:১৮
হিমালয়৭৭৭ বলেছেন: আফ্রোদিতি আপু, এরপর লিঙ্ক দিলে অবশ্যই আপনার গানের লিঙ্ক দেবেন....অন্য শিল্পীর গান তো চাইলেই শুনতে পারি, কিন্তু আপনার গান শোনার একমাত্র মাধ্যম হচ্ছে ব্লগ, যেহেতু আপনি আর সেই "গুলশান টেস্ট" নিলেননা...
'হিমলু" নামটা সম্ভবত ব্লগার'বরুণা' প্রথম দিয়েছিল এখানে...এখন দেখি সেটা আপনার কাছেও পৌছে গেছে
০১ লা মে, ২০০৯ সকাল ১১:১৩
অপ্সরা বলেছেন: আচ্ছা ঠিক আছে তাই হবে হিমালয়।
এরপর আসবে আমার গান। তখন আবার আমার গান শুনে চেয়ার থেকে পরে যেওনা যেন ঠাস করে। হাহাহাহাহা
৩৬| ০১ লা মে, ২০০৯ সকাল ১১:১৮
কালপুরুষ বলেছেন: একেই বলে ষোলকলা পূর্ণ। সব গুনে গুনান্বীতা (বানান নিয়ে সন্দেহ)। ছবি ভাল এঁকেছিস।
০১ লা মে, ২০০৯ সকাল ১১:২৩
অপ্সরা বলেছেন: এতদিন কইছিলে ভাইয়া???????????????
অনেক মিস করেছি তোমাকে, বিশেষ করে আগের পোস্টে ছবি এঁকে। তোমার ছঁবি আঁকার কথাটা মনে পড়েছিলো।
৩৭| ০১ লা মে, ২০০৯ সকাল ১১:৩৪
মেহবুবা বলেছেন: বেলী ফুলের মালা আছে , টিপ নেই ........মাইনাস চিত্রশিল্পীকে ।
পোষ্টে আনন্দ বরাবরের ।
০১ লা মে, ২০০৯ দুপুর ২:১৬
অপ্সরা বলেছেন: এইবার টিপ পরিয়ে দেবো আপুনি।
রোজ রোজ প্রাকটিস চলবে তো।
৩৮| ০১ লা মে, ২০০৯ সকাল ১১:৪৬
মৃন্ময় আহমেদ বলেছেন: শ্রীকান্তের ভার্সন না হয় আমিই দিলাম-
তুমি কোন্ কাননের ফুল
০১ লা মে, ২০০৯ দুপুর ২:১৭
অপ্সরা বলেছেন: শুনছি শ্রীকান্ত। অনেক ধন্যবাদ
৩৯| ০১ লা মে, ২০০৯ দুপুর ১২:৫৬
রাজামশাই বলেছেন: মাইয়া ডা তো সুন্দরই মনে হইতাছে
০১ লা মে, ২০০৯ দুপুর ২:১৮
অপ্সরা বলেছেন: ছবি তো সুন্দরই হয় রাজামশাই।
খুত গুলো ঢেকে দেওয়া যায় তো। হাহাহা
৪০| ০১ লা মে, ২০০৯ দুপুর ১:৪৪
হাইফেন বলেছেন: খাইচে, আফনে তো সেইরম ছবি আঁকেন, না না না আফা আফনে মাঝে মাঝে আজাইরা পুস্ট দিলেও আফনে একখান চরম প্রতিভা
০১ লা মে, ২০০৯ দুপুর ২:১৯
অপ্সরা বলেছেন: এই মন্তব্যের জন্য তোমাকে কি দেওয়া যায় ভাবছি।
০১ লা মে, ২০০৯ দুপুর ২:২৫
অপ্সরা বলেছেন: এই নাও তিতা করলার রসের বদলে এক গ্লাস সবুজ শীতল আঙ্গুরের রস।
০১ লা মে, ২০০৯ দুপুর ২:৪৮
অপ্সরা বলেছেন:
৪১| ০১ লা মে, ২০০৯ দুপুর ২:৫৪
সাইফুর বলেছেন: ছবিতো ভালোই হইছে
০১ লা মে, ২০০৯ দুপুর ২:৫৬
অপ্সরা বলেছেন: থ্যাঙ্ক ইউ
৪২| ০১ লা মে, ২০০৯ বিকাল ৩:১২
~স্বপ্নজয়~ বলেছেন: তরে নিয়া আর পারিনা
তুমি কোন কাননের ফুল, কোন গগণের তারা।
তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা!! - গানটা মনে করায় দিলি, সাথে সাথে চম্পাবতীর কথা মনে পইড়া গেল
আহারে ... আমার স্কুল পলাতক চম্পাবতি
০১ লা মে, ২০০৯ বিকাল ৩:১৬
অপ্সরা বলেছেন: আহারে রাজকন্যা চম্পাবতী।
কই যে হারিয়ে গেলো রুপকুমারীটা? ভাবছি আমিও এখন ভাইয়া। তোমার দুঃখে আমিও কষ্ট পাচ্ছি কিন্তু।
৪৩| ০১ লা মে, ২০০৯ বিকাল ৩:২৮
~স্বপ্নজয়~ বলেছেন: চম্পাবতী এখন ৩ সন্তানের গর্বিতা জননী
০১ লা মে, ২০০৯ বিকাল ৩:৩৪
অপ্সরা বলেছেন: হায় হায় !!!
হাহাহাহাহাহাহাহা আর তুমি এক সন্তানের তাইনা? এইবার তোমার দুঃখে ভীষন হাসি পাচ্ছে কিন্তু।
৪৪| ০১ লা মে, ২০০৯ বিকাল ৪:১১
~স্বপ্নজয়~ বলেছেন: এমনিতেই আমার ৩ দিন থেকে মন খারাপ, আমি কিছু লিখতে পারতেছিনা, ব্লগ পড়তেও পারতেছিনা, পড়লেই কমেন্ট দিতে ইচ্ছা করতেছে না, তার পরে চম্পাবিতীর কথা মনে হইছে, সে আমার চাইতে ২ সন্তানে আগায় আছে, আর তুই আমার দুঃখে হাসতেছিস?
০১ লা মে, ২০০৯ বিকাল ৪:২৪
অপ্সরা বলেছেন: হাহাহাহাহা হুম হাসছি ভাইয়া।
একটা দিকে মিল পেলাম তোমার সাথে । মন খারাপ থাকলে বা মেজাজ খারাপ থাকলে আমারও ঠিক এমন হয়।
কিচ্ছু হবেনা সব ঠিক হয়ে যাবে। সময় এক বড় বন্ধু, পরম আত্নীয় । সব ভুলিয়ে দেয় দুখ ব্যাথা যন্ত্রনা।
৪৫| ০১ লা মে, ২০০৯ বিকাল ৪:১৩
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: তুমি কেমন করে গান কর যে গুণী
অবাক হয়ে শুনি, কেবল শুনি।
সুরের আলো ভুবন ফেলে ছেয়ে
সুরের হাওয়া চলে গগন বেয়ে
পাষাণ টুঁটে ব্যাকুল বেগে ধেয়ে
বহিয়া যায় সুরের সুরধুনী।
মনে করি অমনি সুরে গাই
কণ্ঠে আমার সুর খুঁজে না পাই।
কইতে কি চাই, কইতে কথা বাধে;
হার মেনে যে পরান আমার কাঁদে;
আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে
চৌদিকে মোর সুরের জাল বুনি।
০১ লা মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
অপ্সরা বলেছেন: বাপরে তুমি দেখি আরেক রবীন্দ্রপ্রেমী।
এটাও খুব ই পছন্দের একটা গান আমার সাদাত।
৪৬| ০১ লা মে, ২০০৯ বিকাল ৪:২৯
~স্বপ্নজয়~ বলেছেন: কিন্তু আমি পারতেছিনা রে আপুনি, কেন যেন খুব মন খারাপ - বুঝতেছিনা। মাঝে মাঝে নিজের উপরেই রাগ লাগতেছে। কাজে যেয়ে উলটাপালটা কাজ করছি কিছু, বাসায় রান্না করতে গিয়ে তরকারি পুড়ায় ফেলছি, অকারনে ঝাড়ী দিছি পোলাপাইন কে। কিন্তু মন ভাল হইতেছে না
০১ লা মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
অপ্সরা বলেছেন: হুম বুঝতে পারছি। কিছু হবেনা। শুধু সময় বন্ধুটার উপরে ভরসা রাখো ভাইয়া। ইনশাল্লাহ সব ঠিক ঠাক হয়ে যাবেই।
৪৭| ০১ লা মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
সহেলী বলেছেন: গানটা প্রথম আশার কন্ঠে শুনে বড়কে গিয়েছিলাম , পরে ওনার গাওয়া আর খারাপ লাগতো না ।
সাদা কালো ছবি তো কল্পনার , রঙীন দাওনা এঁকে বাস্তবের ।
০১ লা মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
অপ্সরা বলেছেন: এটা ফাহমিদা নবীর গাওয়া। বাংলাদেশের আশা বলা যায় উনাকে।
এইবার রঙীন আঁকবো সহেলীমনি।
৪৮| ০১ লা মে, ২০০৯ রাত ৮:২০
নীল আলো বলেছেন: এত্তত্ত সুন্দর ছবি!!! আপুনি আপনিতো দেখছি ভয়াবহ সুন্দর!!!!
০১ লা মে, ২০০৯ রাত ৮:২৪
অপ্সরা বলেছেন: আরে ছবিতো সুন্দর হবেই।
ছবিনা??
যা ইচ্ছে এঁকে দেওয়া যায়।
৪৯| ০১ লা মে, ২০০৯ রাত ৮:৪০
রাত্রী বলেছেন: খুব সুন্দর ছবি। তবে টিপটা জরুরী ছিল আপু। খোঁপায় বেলি ফুলের মালার সাথে কপালের বড় টিপটা খুব মিস করছি।
এই গানটা আমার আশার গাওয়াটা বেশি ভাল লাগে।
০১ লা মে, ২০০৯ রাত ৮:৪৬
অপ্সরা বলেছেন: হুম কি করবো বলো? সেদিন মেয়েটা টিপ দেয়নি। তাই এভাবেই আঁকতে হলো।
আমারো আশার গাওয়াটাই বেশী ভালো লাগে। কিন্তু আশার টা পেলাম নাতো।
৫০| ০১ লা মে, ২০০৯ রাত ১০:১৩
রাত্রী বলেছেন: আপু, রবীন্দ্র সংগীতের কারাওকের সন্ধান জানা আছে কি? "এরা সুখের লাগি চাহে প্রেম" গানটার কারাওকে খুঁজছিলাম.......
০১ লা মে, ২০০৯ রাত ১০:৫৭
অপ্সরা বলেছেন: না নেই
এই কবিতাটা শুনো
Click This Link
৫১| ০১ লা মে, ২০০৯ রাত ১০:৪৪
সবাক বলেছেন: ছবিগুলান সুন্দর হইছে
০১ লা মে, ২০০৯ রাত ১০:৫৮
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ সবাক। কেমন আছো??
৫২| ০১ লা মে, ২০০৯ রাত ১১:১৭
সবাক বলেছেন:
নাহ বালা নাই
বুয়ায় আইজ রান্না করে নাই.... হোটেলে যেতে আলসেমি....
০১ লা মে, ২০০৯ রাত ১১:৩০
অপ্সরা বলেছেন: আহারে না খেয়ে থাকবে নাকি আজকে?
৫৩| ০২ রা মে, ২০০৯ দুপুর ২:২৪
চানাচুর বলেছেন: দাড়াও আমার একটা পিকচার দেই।
০২ রা মে, ২০০৯ বিকাল ৫:০৩
অপ্সরা বলেছেন: এটা শুনে ভাবলাম তোমার ফোটো দেবে।
৫৪| ০২ রা মে, ২০০৯ দুপুর ২:৩৬
চানাচুর বলেছেন:
এইটা একটা বাচ্চা মেয়ে ভূত। রাগে তার চোখ লাল হয়ে গেছে
০২ রা মে, ২০০৯ বিকাল ৫:০৫
অপ্সরা বলেছেন: যাক বাবা এটা বাত্তা একটা ভুতের ছবি।
চোখ লাল হলেও সুন্দর আছে ভুতটা।
৫৫| ০২ রা মে, ২০০৯ দুপুর ২:৩৭
চানাচুর বলেছেন: তোমারটা তো সুপার্ব
০২ রা মে, ২০০৯ বিকাল ৫:০৬
অপ্সরা বলেছেন: আমার টা তো গানের ভুত।
৫৬| ০২ রা মে, ২০০৯ বিকাল ৫:৫১
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
তুমি কোন কাননের ফুল গো.......
অসাধারণ বলবো না..........এর উর্দ্ধে আর কিছু বলার আছে !
শ্রমের স্বার্থকতা একেই বলে! আজ জানলাম মন্তব্যের ধাচে কেউ মাঝরাতে কেউ কাননদের এভাবে খুঁজে ফেরায়!!!
সত্যিই বিমুগ্ধ হলাম তোমার অনন্য প্রতিভা দেখে!!!
০২ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
অপ্সরা বলেছেন: হুম ফেরে। পাগল রা। আমার মত যারা পাগল।
৫৭| ০২ রা মে, ২০০৯ রাত ৯:৪২
চানাচুর বলেছেন: ধন্যবাদ আপু আমার ভূতটাকে সুন্দর বলার জন্য। খুশি হলাম অনেক
০৭ ই মে, ২০০৯ বিকাল ৩:৪৭
অপ্সরা বলেছেন: আমিও খুশী হলাম তুমি খুশী হয়েছো বলে।
৫৮| ০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১:০৭
অদৃশ্য বলেছেন: অপস্রা......................ভাবছিলাম আপনার কোন ছবিটা ভালো হয়েছে। কেন জানি আমার আগেরটায় বেশী ভালো লাগছে এখন। যেহেতু পার্থক্য করার জায়গা পেয়েছি তাই তুলনায় আগেরটাকে এগিয়ে রাখলাম.............
তবে এই ছবিটাও ভালো হয়েছে কিন্তু।
সবসময় ভালো থাকুন।
০৭ ই মে, ২০০৯ বিকাল ৩:৪৯
অপ্সরা বলেছেন: হাহাহা তুলনা করে কি লাভ?? আমার একেকদিনের ছবি হবে একেক রকম সে সবার জানা। আমি কি এত বড় শিল্পী আর?? ছবি আঁকার দুঃসাহস করি সেই তো বেশী।
অনেক অনেক ভালো থেকো অদৃশ্য।
৫৯| ০৭ ই মে, ২০০৯ ভোর ৫:২৮
~স্বপ্নজয়~ বলেছেন: ঐ বান্দরের বোন, কই তুই? তোরে মিস্করি
০৭ ই মে, ২০০৯ বিকাল ৩:৫১
অপ্সরা বলেছেন: ভাইয়া মাঝে মাঝে মনটা কই যেন হারিয়ে যায়। চেনা পথগুলোতে সে কিছুতেই আর ফিরে আসেনা। তখন মনটাকে ধরে বেঁধে আনতে আবার অনেক অনেক কষ্ট পোহাতে হয় । সেই রকমই এক বন থেকে ফিরে এলাম তো তাই দেখোনি আমাকে।
৬০| ০৭ ই মে, ২০০৯ ভোর ৫:৫৫
টুশকি বলেছেন: আপু কিছু প্রতিভা ধার দাও
০৭ ই মে, ২০০৯ বিকাল ৩:৫২
অপ্সরা বলেছেন: নাও নাও সব নিয়ে নাও টুসকিমনি!!! ধার টার লাগবেনা এমনিতেই দিয়ে দিলাম ।
৬১| ০৭ ই মে, ২০০৯ রাত ১০:২৩
অক্ষর বলেছেন: উপরের গুলা মুইছা দিয়েন কস্ট না হৈলে, ইমো আহে না
:-<
০৭ ই মে, ২০০৯ রাত ১১:০০
অপ্সরা বলেছেন: মুছে দিলাম । অনেক কষ্টে।
আবার ঘুম পায় তোমার ??
আমারও ঘুম পায়।
৬২| ০৮ ই মে, ২০০৯ রাত ১:১৮
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
চুল দেইখা মনে হইতাছে দেশে শ্যাম্পু নাই।
মাইনাস।
০৮ ই মে, ২০০৯ রাত ১:২৫
অপ্সরা বলেছেন: কেনো এমন মনে হইতাছে??
মাইনাস দেওয়া তোমার প্রিয় বিষয় জানি। নো প্রবলেম।
৬৩| ০৮ ই মে, ২০০৯ রাত ১:২১
রুবেল শাহ বলেছেন: হক .................মাওলা
০৮ ই মে, ২০০৯ রাত ১:২৫
অপ্সরা বলেছেন: কেমন আছো ভাইয়া?আর ছবি আঁকলেনা?
৬৪| ০৮ ই মে, ২০০৯ সকাল ৯:৫৩
~স্বপ্নজয়~ বলেছেন: চা খাব বানায় দে
০৮ ই মে, ২০০৯ সকাল ১০:১৪
অপ্সরা বলেছেন: আচ্ছা বানিয়ে আনছি।
৬৫| ০৮ ই মে, ২০০৯ সকাল ১০:৩৭
মুক্ত বয়ান বলেছেন: বড়ই সৌন্দর্য!!
০৮ ই মে, ২০০৯ সকাল ১০:৩৯
অপ্সরা বলেছেন: অনেকই ধন্যবাদ !!!
মুক্ত বয়ান কেম আছো??
৬৬| ০৮ ই মে, ২০০৯ সকাল ১০:৪৪
মুক্ত বয়ান বলেছেন: ভাল নাই আপু..
তোমারে নিয়া কবিতা লেখছিলাম। তুমি দেখ নাই।
০৮ ই মে, ২০০৯ সকাল ১০:৪৯
অপ্সরা বলেছেন: হায় হায় তাই নাকি??
এখুনি দেখছি দাড়াও।
৬৭| ০৮ ই মে, ২০০৯ রাত ১১:১১
শফিক আসাদ বলেছেন: আহা! পেন্সিল স্কেচটা চমৎকার লেগেছে। গানটা অনেক দিন থেকে লাগে।
০৮ ই মে, ২০০৯ রাত ১১:১২
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ শফিক আসাদ।
৬৮| ১৬ ই মে, ২০০৯ দুপুর ১:৪৪
উধাও ভাবুক বলেছেন: আগের ড্রয়িংটাই তো মনে হয় মিলে যাচ্ছিল !
আবার নতুন করে আঁকলা কেন ? নিজেরে ভেঙ্গে ফেলছ মনে হচ্ছে।
আছো কেমন ?
১৬ ই মে, ২০০৯ দুপুর ২:২৯
অপ্সরা বলেছেন: নিজেকে জন্মের পর থেকেই ভেঙেচুরে গড়ছি।
আছি ভালোই
তুমি কেমন আছো??
৬৯| ১৬ ই মে, ২০০৯ দুপুর ২:৩৭
উদাসী স্বপ্ন বলেছেন: স্কেচ গুলান কারাত্নক হইছে। এই জন্য মনজুর মিয়ারে একটা ধন্যপাতা!
কুটিকালে আমিও ওয়ালে ফটুক আকতাম তবে উহা আমাগো স্কুলের জাদরেল স্যারদের নিয়া। যেহেতু তারা প্রাপ্তবয়স্ক ছিলো তাই ছবিতে সেই প্রাপ্তবয়স্কের কিছু কন্টেন্ট দিয়া দিতাম। মাগার কোথায় স্যাররা আমার ফ্রান্সের আর্টিস্ট নিয়া মাথায় তুইলা নাচবো তা না, বরংচ তদন্ত কমিটি বসাইয়া আমারে খুইজা আইনা বেতের উপর নাচাইতো।
তয় ফটুক খারাপ আকতাম না, তয় আপনের মতো এত সুন্দরও পারতাম না
২৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৪০
অপ্সরা বলেছেন: হাহাহাহাহাহাহাহা স্কুলের পেইন্টিং গুলার কথা শুনে হাসছি।
তবে আমার মত সুন্দর বলোনা তাহলে বান্দরেরাও হাসবে। কারণ আমি এমনিতেই একটু ট্রাই করেছি। আমিও পারিনা আসলে।
৭০| ২১ শে মে, ২০০৯ রাত ১২:৩৪
ঝুমী বলেছেন: তুমি কোন কাননের ফুল, কোন গগণের তারা...। গানটা আমার খুবই ভাল লাগে। আর আপনার স্কেচ টাও অ-নে-ক সুন্দর।+++++++
২৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৪০
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ ঝুমীমনি।
৭১| ২৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৪৮
মনজুরুল হক বলেছেন:
দেখ দেখি কান্ড! তুমি আমার অনুরোধে এত কষ্ট করে স্কেচ করলে, তাও একটা দুটো নয়, অনেক! আর আমিই দেখলাম না! ভারি অন্যায় হয়ে গেছে অপ্সরী।
স্কেচ দারুন হয়েছে। পুরোনো প্রশংসা বার বার করতে ইচ্ছে করছে না।
তবে একটু অশুদ্ধ উচ্চারণ হলেও এই গানটা আশার কণ্ঠেই ভাল লাগে আমার কাছে।
গ্রেট জব অপ্সরী।
২৯ শে মে, ২০০৯ রাত ৮:৩৯
অপ্সরা বলেছেন: আমি রাগ করেছি ভাইয়া। দেখা লাগবেনা তোমার এই স্কেচ।
আরো একটা ব্যাপার আছে রাগ করার। সেটা হলো ৮ ই মে তোমাকে সহ কিছু রবীন্দ্রপ্রেমীদেরকে এত গুলো রবীন্দ্রসঙ্গীত দিলাম। সবাই কত্ত খুশী হলো আর তাদের প্রিয়তেও রাখলো। শুধু তুমি দেখলে না।
৭২| ২৯ শে মে, ২০০৯ রাত ৯:৫৮
মনজুরুল হক বলেছেন:
অপ্সরী, ভাইয়া ৫ দিন আমি ব্লগেই ঢুকিনি। তার পর স্টিকি পোস্ট নিয়েও মহাব্যস্ত ছিলাম। আমার পোস্ট স্টিকি হলে ওই পোস্টের পাঁচগুণ বড় কমেন্ট লিখতে হয়। তার উপর মনটাও ভাল ছিলনা। সব কিছু মিলিয়ে এক হযবরল অবস্থা!
রাগ করেনা আপু। এমন ভুল আর হবেনা।
২৯ শে মে, ২০০৯ রাত ১১:১৮
অপ্সরা বলেছেন: তোমার তো মহা যন্ত্রণা ভাইয়া। শুধু বারে বারে পোস্ট স্টিকি হয়ে যায়। এমন সব পোস্ট লিখো কেনো শুনি??
হাহাহাহা রাগ করিনি । তোমার উপর কি আমি রাগ করতে পারি? তবে গান গুলো সত্যি তাদের জন্য দিয়েছিলাম যারা রবীন্দ্রসঙ্গীত শুনে ও পছন্দ করে।
৭৩| ০৬ ই আগস্ট, ২০১১ রাত ১১:০৮
শ্রাবণ নজরুল বলেছেন: অদ্ভূত রকমের সুন্দর পোস্ট । অসাধারণ ............
১৪ ই আগস্ট, ২০১১ রাত ৯:৫১
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৬
বিবর্তনবাদী বলেছেন: মেয়েটার গাল ফুলা, তবে দেখতে সুন্দর