নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্‌সরা

যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!

অপ্‌সরা › বিস্তারিত পোস্টঃ

ব্লগার সংকলন ঋদ্ধ

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২১


অনেক অনেক দিন আগের কথা। এই ব্লগটিতে আমার পদার্পনের সূচনা লগ্নে আমি জেনেছিলাম এখানকার ব্লগাদের লেখালিখি নিয়ে বইমেলায় একটি বই বের হতে যাচ্ছে। বইটির নাম অপর বাস্তব! সত্যি বলতে তখন ব্লগ পর্দার অন্তরালের মানুষগুলো সাথে চেনাশোনা বা জানাটা এই কয়েক অক্ষরে লেখা নিকগুলির মাঝেই সীমাবদ্ধ ছিলো। নিক দেখে এবং তাদের লেখা পোস্ট পড়ে আর কমেন্ট দেখেই কল্পনা করে নিতাম এক এক জন মানুষকে। তখনও ফেসবুক বা ফেসবুকীও সম্পর্কে ব্লগারদের মাঝে যোগাযোগের প্রচলন এখনকার মত হয়নি আর আমি তো ছিলাম আরই দূরের মানুষ।

সে যাইহোক আমি বইমেলাতে কিনে আনলাম আমার এই প্রিয় ব্লগ জগতের মানুষগুলির লেখা নিয়েই লেখনী সংকলন অপর বাস্তব। বইটি হাতে নিয়ে আমার এক অসম্ভব ভালো লাগার অনুভুতি হয়েছিলো। যেন প্রিয় অনেকগুলো মানুষের মমতা জড়িয়ে ছিলো সেই বইটিতে। পরবর্তীতে কালের পরিক্রমায় অপরবাস্তব ধীরে ধীরে হারিয়ে গেলো। এখনকার অনেকেই হয়ত জানেই না অপরবাস্তব নামে এই ব্লগের ব্লগারদের লেখনী নিয়ে কোনো এক কালে সে ছিলো এক পরম মমতার অর্ঘ্য।

যদিও অপর বাস্তব হারিয়ে গেলো তবুও মন থেকে হারালো না তেমনি কিছু পাবার আশা। ব্লগ, ব্লগার, পরিচিত নিক বা মানুষগুলির লেখা একই মলাটে একই সুতোয় গাঁথা মালা! আহা যদি এমন করে প্রতি বছরই আসতো ঘুরে ঘুরে! বেশ কয়েক বছর ব্লগারদের লেখা নিয়ে এমন একটি সংকলন না পেলেও গত বই মেলা- ২০১৭ এর আগ দিয়ে আমাদের বৃতিমনি হঠাৎ আমাকে একদিন বললো, তেমনি একটি ব্লগার সংকলন প্রকাশ করতে চায় সে। আমি যেন একটি লেখা দেই। এমনিতেই ব্লগারস সংকলন তায় আমার প্রিয় বৃতিমনির আবদার! সে কি ফেলা যায়! কিন্তু আমি ভেবেই পাচ্ছিলাম না এই অতি মূল্যবান গ্রন্থ যা আমার অন্তরের ভালোবাসায় গেঁথে থাকবে সেটির জন্য আমার ঠিক কোন লেখাটা দেওয়া যায়!

আমি তো আবার সবজান্তা শমসেরিকা। তো বৃতিমনিকে বললাম কবিতা দেবো? নাকি গল্প? নাকি আর্টিকেল নাকি আমার প্রিয় সাজুগুজু বা রান্না বান্না লেখালিখি? বৃতিমনি বললো কবিতা গল্প ঢের জমা পড়েছে তুমি বরং আর্টিকেলই দাও তো আমি তাতেই রাজী হলাম! আর আর্টিকেলের বিষয়বস্তু হিসাবে বেছে নিলাম আমার প্রিয় কিংবদন্তী খনাকেই। ব্যাস পাঠিয়ে দিলাম খনা এবং খনার বচন নিয়ে লেখনীটি! এরপর অপেক্ষার পালা--- কিছুদিনের মাঝেই বইটির প্রচ্ছদ দেখতে পেলাম! সত্যি বলতে কি প্রচ্ছদ দেখে আমি মহা মুগ্ধ! মুগ্ধ এবং মুগ্ধ ! হা হা কেনো মুগ্ধ? জানি- :P

মুগ্ধতার কারণটা বলি তাহলে, উজ্জ্বল সবুজ, কমলা, হলুদ মিশেলে দৃষ্টিনন্দন প্রচ্ছদটি যেন আমাদের চির সবুজ ব্লগারদের চির রঙ্গীন সজীব মনেরই পরিচায়ক! সে যাইহোক, প্রচ্ছদ দেখা হলো এবারে ছিলো আরও একটু অপেক্ষার পালা। তো নানা ঝামেলা ও দূরত্বের কারণে বইমেলা যাওয়াটাই দূরহ হয়ে উঠেছিলো এবারে তবে পহেলা ফাল্গুন আমি ফুলে ফুলে মিশে গেলাম এক রাশ বইপ্রেমী হলুদ কমলা লাল বইপ্রেমীদের ভীড়ে। হাতে পেলাম ঠিক ফাল্গুনের রঙ্গে রঙ্গীন ব্লগারস সংকলন ঋদ্ধ। মিশে ছিলো তাতে ফাল্গুনেরই পুস্প সুবাস!

জানিনা কত জন ব্লগার জেনেছিলো এই ব্লগারদের লেখা নিয়ে সংকলন ঋদ্ধ সম্পর্কে। বইটির প্রচারনাও ততটা পায়নি তবে এক বইমেলা একটি বই এর জন্ম হলেও মৃত্যু হয়না তো আর সে বছরেই তাই পরবর্তীতেও যে কেউই চাইলে পেতে পারে প্রিয় ব্লগারদের লেখা নিয়ে ব্লগারস সংকলন ঋদ্ধ।


বইটিতে গল্প আছে ১২ টি-
১। মাহফুজুর রহমান সজীব ভাইয়ার লেখা - বিশ্রাম
২। আবদুর রাজ্জাক শিপন ভাইয়ার -অ আ ক খ
৩। ইশরাত জাহান তিথি বা আমাদের সমুদ্রকন্যার লেখা- কোন মায়াজালে বেঁধেছো
৪। আফ্রি আয়েশা আপুর-দেয়াল অথবা অসুস্থতা
৫। ইসতিয়াক অয়ন ভাইয়ার বাসর এবং ফ্রানৎজ কাফকার পোকার গল্প
৬। অপু তানভীর আমার প্রিয় ভাইয়ার লেখা- আরিনা
৭। এরিসের লেখা গল্প- ফাঁকি
৮। মাক্স ভাইয়ার- রুনুর সুইসাইড নোট –
৯। বাপ্পী ভাইয়ার লেখা- গ্রহান্তর
১০। শুচি ( এই আপুটাকে চিনতে পারছিনা) তার লেখা গল্প-পতিতা অথবা মানুষ
১১।কামরুল হুদা ভাইয়ার লেখা- ব্যাঙ
১২। মামুন রশিদ ভাইয়ার লেখা- কালবোশেখ

কবিতাও ১২টি-
১। রাইসুল সোহানভাইয়ার লেখা কবিতা- বিবর্ণ অন্ত্যেষ্টিক্রিয়া
২। প্রিয় সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়ার লেখা কবিতা- আমার স্ত্রীকে হতে হবে -
৩।মনিরা সুলতানা আপুনির লেখা- পূর্ণতা
৪। কৃষ্ণ জলেশ্বর - দণ্ডিত মৃত্যুর দিকে -
৫। পেন আর্নার ভাইয়ার- সাক্ষী
৬। শহিদুল ইসলাম এর লেখা- আয়নার ওপাশে থাকে আমার দ্বিতীয়জন
৭। নাহার লুনা এর লেখা- নস্টালজিক
৮। আমাদের সবার প্রিয় গল্পকার হাসান মাহবুব ওরফে হামাভাইয়ার কবিতা- জোনাকচারী
৯। প্রিয় কবি স্বপ্নবাজ অভির কবিতা- স্মৃতিশুন্য হয়ে ঘুমিয়ে থাকি
১০। নয়ন আহমেদ ভাইয়ার- ছিন্ন ভিন্ন ব্য কা চ্চি পি
১১। একজন আরমান ভাইয়ার লেখা- বেশ্যাবৃত্তিক রাজনীতি!
১২। শরৎ চৌধুরী- ভাইয়ার লেখা- সুগাতা পাতা উল্টায় না কেন?

মাতৃভূমি
১। প্রবাসী পাঠক ভাইয়ার লেখা- মৃত্যুঞ্জয়ী জুয়েল
২। শারমিন রেজোওয়ানা ওরফে আমাদের হারিয়ে যাওয়া রত্ন রেজুমনির লেখা- "বীরাঙ্গনা ও যুদ্ধ শিশু" এবং এক অসহায় অনুচ্চারিত ইতিহাস সময় হবে কি দেখার?
৩। শায়মা হক ওরফে আমার লেখা- চির রহস্যময় কিংবদন্তী ভবিষ্যবক্তা খনা :)
৪। অগ্নি সারথি- ভাইয়ার লেখা- ক্রমবর্ধমান নগরায়নঃ কোন পথে বাংলাদেশ?
৫। তউসিফ সাদাত আহমেদ ভাইয়ার লেখা- ঢাকা গ্লাস টাওয়ার -

ভ্রমণ
১। নাঈমা আপু- (এই আপুটাকেও চিনলাম না) ট্র্যাভেল লগঃ কানকুন এবং অন্যান্য
২। তুষার কাব্য( আমার টারজান ভাইয়াটার লেখা)- সিপ্পির পথে পথে

স্মৃতিকথা
১। আমিনুর রহমান - ভাইয়ার লেখা- আমি, ব্লগ এবং ব্লগার
২। আমার অতি অতি প্রিয় মায়াবতী আপুনি- সুরঞ্জনা মায়া আপুর লেখা- স্মৃতির দরজায় টোকাঃ সাদা-কালো জীবন


এই বইটির সম্পদক মন্ডলী-
কুশলভাইয়া, বৃতিমনি ও আমিনুরভাইয়া
দারুন বর্নীল প্রচ্ছদ- জাদীদ আমাদের কাল্পনিক ভালোবাসা ওরফে কাভাভাইয়া!
বইটির প্রকাশক -শীর্ষ প্রকাশনী

যাইহোক সেই গত ফেব্রুয়ারী থেকেই বইটি নিয়ে আমার নিজের মনের কথন লিখবো ভাবছিলাম! কিন্তু নানা ঝামেলা এবং ব্যাস্ততায় লিখবো লিখবো করে অনেকখানি দেরীই হয়ে গেলো! বই নিয়ে বললাম এর লেখক বা লেখনী নিয়ে কিছু বললাম না আর। যারা লিখেছেন সকলেই আমাদেরই পরিচিতজন, কম বেশি সকলেই আমরা পরিচিত তাদের লেখনীর সাথে। বইটির সকল লেখক, সম্পাদক মন্ডলী, প্রচ্ছদকার ও প্রকাশক এবং সর্বোপরী উদোক্তা বৃতিমনিকে জানাই অন্তরের অন্তস্থল হতে শুভকামনা আর এক রাশ ভালোবাসা! বেঁচে থাকো বৃতিমনি এমনই সব শুভ্র সুন্দর সদিচ্ছা আর আমাদের ভালোবাসা নিয়ে! উপহার দাও আমাদেরকে এমনই সব ভালোবাসার ফুল। :)

মন্তব্য ১১৬ টি রেটিং +২১/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬

বিজন রয় বলেছেন: হুম।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৬

অপ্‌সরা বলেছেন: কুম!!!!!! 8-|

কি বলতে চাও বিজনভাইয়ু?

২| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: আপুমনিতা, হুম পোষ্ট পড়লাম ! শেয়ার করার জন্য ধন্যবাদ ।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৭

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়ুমনিতা!!!!!
আমার ভাইয়ুমনিতা আর আপুমনিতাদের ক্লোনগুলা কই ! তারা মরে গেলো নাকি!!!! অনেক দিন দেখা পায় না! মিসিং দেম!!!!!! :P

৩| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১

নাগরিক কবি বলেছেন: প্রচ্ছদ টি সুন্দর। বইটি নিবো। :)

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪০

অপ্‌সরা বলেছেন: প্রচ্ছদ দেখে আমি মুগ্ধ মুগ্ধ এবং মুগ্ধ !!!!!!! কেনো মুগ্ধ দানি!!!!!!!! :) :) :)

একদম রং ধনু ঝিলমিল বর্ণীল!!!!!!!!!!! :)

৪| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১

বিজন রয় বলেছেন: আহারে! আমি কেন বাদ গেলাম।
আমি কেন আরো আগে ব্লগার হইনি!

অনেক অনেক ধন্যবাদ ঋদ্ধ'র সব লেখক ব্লগারদের।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪২

অপ্‌সরা বলেছেন: তুমি তো বাচ্চা ব্লগার!

আরও বড় হও ভাইয়া!!!!!!!!!!

৫| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



এই সংকলনগুলো সম্পর্কে কিছুই জানা ছিলো না; কোনদিন ব্লগে কিছু শুনিনি; আগামীতে কোন প্ল্যান?

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫

অপ্‌সরা বলেছেন: না ব্লগে আমিনুরভাইয়া পোস্ট দিয়েছিলো আরও কে কে দিয়েছিলো জানিনা তবে আমি দেইনি তো তাই শুনোনি ভাইয়া!!!!!!! :)

আমি দিলেই দেখতে, শুনতে জানতে ভাইয়ুমনি সোনার খনি!!!!!!!!! :)

৬| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: হুম, দেখি ব্লগারস সংকলন ঋদ্ধ সংগ্রহ করতে হবে !! ;)

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৭

অপ্‌সরা বলেছেন: হুম সংগ্রহ করো ভাইয়ু!!!!!!!!!

আমাদের সুখে দুখে ঝগড়া বিবাদে ভালোবাসায় জড়িয়ে রাখা ব্লগ এ্যান্ড ব্লগারস!!!!!!! কোনোদিন হয়ে যাবে স্মৃতিকাতর স্মৃতি! তখন চোখ ভেজাবে, মন পোড়াবে!!!!!!!! ইহার গায়ে হাত বুলাবে! :(

৭| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ঋদ্ধ সফলতা লাভ কারুক এই কামনা থাকলো । :)

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৯

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!!!!!!!!!

নেক্সট টাইম তোমার কাব্য চাই!


অপ্সরীয়া উড়িয়া যায়.....
আকাশ পথে মিলিয়া যায় ...... :P

৮| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ভাইয়ুমনিতা আর আপুমনিতাদের ক্লোনগুলা কই ! তারা মরে গেলো নাকি!!!! অনেক দিন দেখা পায় না! মিসিং দেম!!!!!!

আপুমনিতা, তোমার ক্লোনগুলোকে আমিও ভীষণ মিস করি !! কারণ, নূপূররে আমি প্রেমের অফার দিয়েছিলাম কিন্তু সে তাতে রাজি হয়নি। কপাল খারাপ হলে যা হয় আর কি ।। ;) :P

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫১

অপ্‌সরা বলেছেন: নুপুর!!!!!!!!

আহারে বেচারী একদিন ঠিক দুপুর!!!!!!!

বেলা সে পড়িলো গাড়ির তলে

আহা কি নিদারুন ছলে!!!!!!!!!

মরিয়া গেলিলো বলে!!!!!!!!!! :(


:P

৯| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

শায়মা হক ওরফে আমার লেখা- চির রহস্যময় কিংবদন্তী ভবিষ্যবক্তা খনা :) এইটা বুখ মরাজ লিছ :)

খেলা সুরন্দ হছেয়ে। আরাম কটিপা সংহগ্র কতরে পানিরি। সংহগ্র কবরো।

সরাব প্রতি শুচ্ছেভা রলই।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৫

অপ্‌সরা বলেছেন: হা হা হা হা হা হা

ইভায়ানমিতা নমি
রমাত কটিপা আমি
নিয়াকি বোঠিপা বেদো
লভা লভা মতু কেথো!

ইহার মর্মোদ্ধার মরিতে কটকটিভাইয়া আপুকে নেমন্তন্ন করা হইলো !!!!!!!! :)

১০| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৬

বিজন রয় বলেছেন: ভাল মুডে আছেন আজকে।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৮

অপ্‌সরা বলেছেন: হা হা হা আই এ্যাম অলওয়েজ ইন ভালো ম্যুড!!!!!!!

মাঝে মাঝে একটু বিজি থাকি এই আর কি!!!!!!!!

তখন গুরু গম্ভীরতার গম্ভীরা গান ধরি!!!!!!!! :)

১১| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্মভব লহে পায়িঠে দিনেয়।

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০২

অপ্‌সরা বলেছেন: রমতা নজ্য স্মভবঅ স্মভববে লবে ছুক হেনি!!!!!!!!!!!!!!! হা হা হা :)

১২| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

মোস্তফা সোহেল বলেছেন: ইস এমন একটা বইয়ে আমার লেখা থাকলে খুব ভাল লাগত।
আপু আপনার উপরে হিংসা হিংসা আর হিংসা।
প্রিয় অনেক ব্লগারদের লেখা দেখছি। বইটা সংগ্রহ করার ইচ্ছে আছে।

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১১

অপ্‌সরা বলেছেন: হিংসা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :-/

কেনো কেনো কেনো!!!!!!!!!!!!!!!

এই বই এর কথা লিখেছি বলে!!!!!!!

নাকি এখানে লেখা আছে বলে!!!!!!!!!!!

নাকি ছবি এঁকেছি বলে!!!!!!!!!!!!!

নাকি রেঁধেছি বলে!!!!!!!!!!!!

নাকি খেয়েছি বলে!!!!!!!!!!!!

নাকি সাজুগুজু কলেছি বলে!!!!!!!!!


বলো বলো বলো কেনো হিংসা বলো না!!!!!!!!!!! :P

১৩| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২০

ডঃ এম এ আলী বলেছেন: এই পুকৃস্তক পর্যালোচনাটি পাঠ না করলে জানা হতোনা এমনতর একটি অতি মুল্যবান কৃতির কথা । জানা হল অনেক বিষয় ও প্রয়োজনীয় পুস্তক পর্যালোচনার জন্য এই পোষ্ট লেখকের মহতি প্রয়াসের কথা , তাঁর প্রতি রইল বিশেষ ধন্যবাদ । পর্যালোচিত বইটির সকল লেখক, সম্পাদক মন্ডলী, প্রচ্ছদকার ও প্রকাশক এবং সর্বোপরী উদোক্তাকে জানাই অন্তরের অন্তস্থল হতে শুভকামনা

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

অপ্‌সরা বলেছেন: ভাইয়া!!!!!!

অনেকদিন যাবৎ তোমার লেখা দেখিনা !

এখন কি অনেক ব্যাস্ত আছো নাকি আর এখানে লিখবেই না পণ করেছো ভাইয়ামনি!!!!!! :)

আর এই বই নিয়ে সম্পাদক প্রকাশক হতেও পোস্ট এসেছিলো !


আমি লিখিনিতো তাই দেখোনি!!!!!!!! হা হা হা হা


অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!!!!!!

অনেক ভালো থেকো!!!!!!!

১৪| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: রিভিউ পড়ে আমি মহা মুগ্ধ! মুগ্ধ এবং মুগ্ধ ! হা হা কেনো মুগ্ধ? জানি- :P

হা হা হা

হুম আমিনুর ভায়াকে পেয়ে নিই;)
একলা একলা খেতে চাও দরজা বন্ধ করে খাও বিজ্ঞাপনে উনি বুঝি তখন মোহিত ;) সংবিধিবদ্ধ সতর্কীকরণ (আবুল মাল নয় কিন্তু)

ধন্যবাদ জানানোয়।
শহরিয়ার কবির ভায়ার নুপুররে কথায় আমারো জানি কার কথা মনে পড়ে গেল ;) হা হা হা

+++++++

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

অপ্‌সরা বলেছেন: হি হি হি ভাইয়ামনি!!!!!!!!!

আমি কেনো মুগ্ধ জানি!!!!!!!!

তবে ট্রাক চাপা পড়ে নিহত ক্লোনেরা দানেনা!!!!!

আর আমিনুরভাইয়া কি করেছে!!!!!!!

আর আবুল মাল ভাইয়া আবার কোথা থেকে আসলো আবুল হায়াৎ তারছেড়াভেড়াভাইয়া হলেও কথা ছিলো!!!!!!!

কি বলো বুঝি না!!!!!!! :(

আর নুপুরের কথা মনে করে কি হবে তিনারা মৃত! বেশি ডাকাডাকি করলে প্রেত্মাতারা উঠে আসতে পারে!!!!

তার থেকে গানা শোনো!!!!!

আমি যার নুপুরের ছন্দ!
বেনুকার সূর!!!!!!!!!

কে সেই সুন্দর কে কে কে কে কে কে কে কে কে কে কে !!!!!! :)

১৫| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লাগলো। অনেক নিকের সাথে পরিচিত হলাম। ধন্যবাদ আপুমনি

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

অপ্‌সরা বলেছেন: তোমাকেও ধন্যবাদ ভাইয়ু!!!!!

অনেক অনেক ভালোবাসা!!!!!!

অনেক ভালো থেকো!!!!!!

১৬| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কেও কেও। মিআ বুখ শুখি হমাল।

সরাব নজ্য ইএ কিংটলা দিমাল।

ব্লগারদের স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

অপ্‌সরা বলেছেন: কিংটলা কি ড্যএ কের বেদ!!!!!!

লোব লোব লোব!!!!!!!!!!

১৭| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রদরকা ইনে

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

অপ্‌সরা বলেছেন: কওে কওে কওে !!!!!!!!!
হা হা হা হা হা হা হা

ইে বৈ কি রেব য়েহছলি!!!!!!!!



১৮| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

সোহানী বলেছেন: আরে আমিতে দেখি কিছুই জানি না, (টিউবলাইট মনে হয়).............. ।

তবে খুবই ভালো উদ্যোগ।

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

অপ্‌সরা বলেছেন: অনেকেই জানেনা!!!!!!!!

তবে এই বই নিয়ে আমিনুরভাইয়া পোস্ট দিয়েছিলো!!!!


পোস্টটা কম পঠিত ও দেখিত ও জানিত হইয়াছে সোহানী মনি!!!!!!!!

বাট এই যে আমি এখন জানালাইলাম এইবার নেক্সট বই মেলাতেই সবাই জেনে যাবে!!!!!!! :)

১৯| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর পোষ্ট। ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!

২০| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

ধুতরার ফুল বলেছেন: চেনা ব্লগার বেশি দেখতে পাচ্ছি না বইয়ে। সুধু এই পোস্টের লেখক ছাড়া। :P
পড়ে দেখতে হবে ।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১১

অপ্‌সরা বলেছেন: হা হা তুমি তো নতুন তাই এদেরকে চেনোনা ভাইয়া!

এরা সবাই আমাদের চেনা ব্লগারই ! :)

২১| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: অমর গ্রন্থ । সুখে থাকুক বইটি !

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১২

অপ্‌সরা বলেছেন: হা হা তোমাকে স্মরণ করিয়াছিলাম ভাইয়া!!!!!! সোনাবীজ ভাইয়ার কটকটি কথনের মর্মোদ্ধারের জন্য!!!!!!!!!

২২| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ্য মনু কিতা খইলা বোঝ নাইক্যা!!!!

বাক্যাংশে তখন মোহিত বলিয়া কৌতুক ছলে সর্তক করিয়াছি - ইহা মোহিত মানে মুগ্ধ, আবুল মাল আবদুল মোহিত নহে ;)
আশা করি ক্লিয়ার শ্যাম্পুর মতো ক্লয়িার হইয়াছে ;)

আর নুপুর নহে- আমিতো মিস্করি দিয়া মনিরে ;) হা হা হা
আমার বীর উত্তরাধিকার না দিয়াই কোথায় যে হারাইল ;) :P =p~ =p~

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৭

অপ্‌সরা বলেছেন: ওহ তাই বলো!!!!!!!!!!
আমি তো অন্য আবুলের কথা ভেবেছিলাম!!!!!!!!


:) :) :)

২৩| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: উনিও কটকটি(চেহারা ভার করে রাখার ইমো হবে) কথন লেখে নাকি !! আইলা !!!

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩২

অপ্‌সরা বলেছেন: হা হা হা আজকে লিখেছে ভাইয়া!!!!!!

আমিও লিখেছি !!!!!!! :)

২৪| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপুনি তুমি সহ এই সংকলনটির সকল কলা কলা কৌশলীদের কে এই বন্ধু দিবসের শুভেচ্ছা।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৪

অপ্‌সরা বলেছেন: তোমার জন্যও অনেক অনেক ভালোবাসা!!!!!!!!!! :)

২৫| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫

সনেট কবি বলেছেন: জেনে ভাল লাগল।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৯

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

তুমি নেম চেঞ্জ করলে কেমনে!

২৬| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: আপনিও লিখেন ! কই, কোথায়, কখন !! আমার সব ধারণা মিথ্যে হয়ে দেখি ! ভেবেছিলাম ইজ দুনিয়ায় আমিই মনে হয় শুধু আঁকাবাঁকা সার্কিটের মস্তক নিয়ে ঘুরি !!!

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩

অপ্‌সরা বলেছেন: তোমার আঁকাবাঁকা সার্কিট সোজা করে ফেলো না কেনো!!!!!!! তোমাকে চিনে যাই ! :)

২৭| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০২

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা !!! এই সার্কিট বড্ড বেহায়া, একদিকে সোজা করলে অন্য দিকে বাঁকা হয়ে যায় !

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৬

অপ্‌সরা বলেছেন: হাঁতুড়ীর বাড়ি দাও!!!!!!!

২৮| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৫

সনেট কবি বলেছেন: আমি নেম চেঞ্জ করিনি অপসরার দেখাদেখি একটা নতুন নিক নিলাম। এ নিকে শুধুই সনেট পোষ্ট করছি এবং অনেক প্রতি মন্তব্যই সনেটে করছি।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৮

অপ্‌সরা বলেছেন: ধ্যাৎ আমার তো এটা পুরানো নিক!

যাইহোক তাইলে মানুষের দেওয়া ফান নেমটাই নিজের করে নিলে ভাইয়া! হা হা হা ভেরি গুড জব! :)

২৯| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: আপুমনিতা, একটা কবিতার বই বাহির করতে কত টাকা-পয়সা লাগতে পারে ? একটু আইডিয়া প্লিজ । যদি কখনো কবি হয়েই যাই তখন নাহয়, একটা বই বাহির করার চিন্তা করে দেখা যেতে পারে ।। ;)

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৭

অপ্‌সরা বলেছেন: আগে কবি হও তার পর বলবো!!!!!! :)

৩০| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১১

কথাকথিকেথিকথন বলেছেন: না না না !! এ কী খবিসসে কথা !! হাতুড়ি দিয়ে বাড়ি দিলে সার্কিট ভেঙ্গে যেতে পারে, পরে দেখা গেলো আপনাদের আর কাউকে চিনতে পারছি না ! অপসরাকে খপসরা মনে হচ্ছে !!!

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৮

অপ্‌সরা বলেছেন: হা হা কেনো তুমি না আমার মালটি!!!!!!!

এ কেমন কথা মালটিকেও ভুলে যাবে! :(

৩১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৮

কথাকথিকেথিকথন বলেছেন:
নিজেকেই নিজে ভুলে যাওয়ার ব্যাপার স্যাপার ঘটছে এখানে আপনি আসছেন মাল্টি ভুলে যাওয়া নিয়ে(যেহেতো আমিই আপনি, আপনিই আমি) !! তাই মাল্টিতে এক বালতি পানি !!!

আচ্ছা আপনাকে আমার মাল্টি মনে করার সুনির্দিষ্ট কোন কারণ আমি এখনো খুঁজে পাই না!

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৩

অপ্‌সরা বলেছেন: অনির্দিষ্টদের সুনির্দিষ্ট কারণ থাকে না তাহারা দৃষ্টিহীন! :)

৩২| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: ব্যাপারটা ভালোই । মাল্টি, মাল্টি !!!!

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯

অপ্‌সরা বলেছেন: হুম!!!!!!! :)

৩৩| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপুমনিতা, তোমার কথায় মুগ্ধ হতে পারলাম না!!!!!!!!! আমারে কি কবি মনে হয় না, শুধুমাত্র কবীর মনে হল !! নাহয় তোমার কবিতা চুরি করে বড় কবি হয়ে যাবো ।। :P

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯

অপ্‌সরা বলেছেন: কবি মনে না হয়ে যাবে কই নামও তো কবিবর সংক্ষপে কবীর! :)

৩৪| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ !!!!!!!!!!!!!!! এখন মুগ্ধ !!!!!!!!!!!!

তোমার কথায় মুগ্ধ !!!!!!!!!!!!!!


তোমার তরে এটা সামু ব্লগে জাতীয় সংগীত !!!!!!!!!!!!

পাগলা মাল্টি-নিকগুলো কই গেল !!!!!!!!!!!!!! :P

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪২

অপ্‌সরা বলেছেন: হুম!!!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ !!!!! কেনো মুগ্ধ দানি!!!!!!!!!!! :) :) :)

পাগলাগুলাকে মনে হয় পাগলা কুকুর কামড়িয়েছে!! তারা এখন জলাত্ংকে ভুগছে তাই আর আসতে পারে না! :(

৩৫| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৭

জাহিদ অনিক বলেছেন: বই মেলায় দেখেছিলুম । কিনতে গিয়েও কেন যেন কেনা হলনা ।
পরের বারের আশায় B-)

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৩

অপ্‌সরা বলেছেন: নো প্রবলেম! অনেকেই জানতো না তো!!!!! এই বই এর খবরা খবর!!!!! যদিও স্টিকি পোস্টে ঝুলানো ছিলো! কিন্তু কেনো যে তবু কারো চোখে পড়লো না বুঝলাম না ! :(

৩৬| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৮

জাহিদ অনিক বলেছেন: তোমার কি এই লেখাটা ছিল আপু ??


চির রহস্যময় কিংবদন্তী-খনা!!!

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৪

অপ্‌সরা বলেছেন: হ্যাঁ তবে বই এর টা পরিবর্ধিত আকারে!!!!!!!!!!! :)

এটা আমার ছোট্টবেলার লেখা!!!!!

৩৭| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৩

জাহিদ অনিক বলেছেন: সোনাবীজ ভাইয়ার এইটা ? আমার স্ত্রীকে হতে হবে

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৪

অপ্‌সরা বলেছেন: হুম!!!!!!!!!!!!!! :)

৩৮| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৮

উম্মে সায়মা বলেছেন: এমন সুন্দর উদ্যোগ দেখে খুব ভালো লাগল আপু। সুযোগ পেলে সংগ্রহ করার ইচ্ছা আছে....

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৫

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আপুনি!!!!!!

নেক্সট টাইম বইমেলাতেই পাবে! :)

৩৯| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: পাগলাগুলাকে মনে হয় পাগলা কুকুর কামড়িয়েছে!! তারা এখন জলাত্ংকে ভুগছে তাই আর আসতে পারে না!

আপুমনিতা !!!!!!!!!!!!!!!! ওদের জন্য একটা ফিঠা উৎসাব করে দাওয়াত দাও !!!!!!!!!!


কয়েক দিন ভালো বিনুদুন পেয়েছি !!!!!!!!!!!!!! :P আর না আসুক!!!!!!!!!!

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৩

অপ্‌সরা বলেছেন: ফিঠা উৎসব কেনো !!!!!!!!!!

ভুতেরা বুঝি পিঠা লাইক করে তাই!!!!!! :)

মরে গিয়ে ভুতই হয়েছেন!!!!!!!! :)

৪০| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১১

চিটাগং এক্সপ্রেস বলেছেন: আপনি মনে হচ্ছে অনেক জনপ্রিয় ব্লগার।
সোনাবীজ দাদাও খারাপ লিখে না

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

অপ্‌সরা বলেছেন: ওহ তুমি তো নতুন তাই আমাদেরকে চেনোনা ভাইয়ামনি! :) বাট তোমার ছবিটা চেনা চেনা লাগছে!!!! :)

৪১| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ঠিপা'র ওাদয়াত বাপার শাআয় ইরলাম! :)

চ্ছ্রপদ বুখ ন্দুসর য়হেছে, পআুমনিতা!!!

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

অপ্‌সরা বলেছেন: পিঠা কেনো!!!!!!
সবাই কি ভুত হয়ে গেলো নাকি!!!!!!!!

৪২| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৯

নীলপরি বলেছেন: বইটার কথা জেনে ভালো লাগলো । শেয়ারের জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!

৪৩| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫২

ধ্রুবক আলো বলেছেন: এরপর কোনো একদিন আবার ব্লগার সংকলন বের হবে, সেথায় আমার একখানি লেখা থাকিবে!
খুশি মনে আমি আরও লেখার আগ্রহ পাইবো।

সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

অপ্‌সরা বলেছেন: ঠিক ঠিক এবং ঠিক!!!!!!!!!!! :)

৪৪| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

চিটাগং এক্সপ্রেস বলেছেন: দিদি মনি আমাকেও তুমি চেন। মাঝে মধ্যে টেলিভিশনে দেখ

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১১

অপ্‌সরা বলেছেন: হা হা তাই তো ভাবছি!!!!!!! এই চেনা মানুষ এইখানে কি করে !!!!!!!!! :P

৪৫| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: আপুমনিতা !!!!!!!!!!! মুগ্ধ !!!!! মুগ্ধ !!!!!


ইউটিউবে তোমার গান শুনি !!!!!!!!!!!! :P


০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২০

অপ্‌সরা বলেছেন: তাইলে তো কেনো মুগ্ধ দানো!!!!!!!!!!!!!!!!! হাহাহাহাহাহাহাহাহাহাহা :P

৪৬| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম পোষ্টে।

শুভকামনা জানবেন সবসময়।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

অনেক অনেক ভালোবাসা!

৪৭| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

জেন রসি বলেছেন: এক কপি পাঠিয়ে দিয়েন!

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে ঠিকানা দাও ভাইয়ু!!!!!!!!!!!! :)

৪৮| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: বইটির প্রচ্ছদটা খুব সুন্দর। নামকরণও ভাল লেগেছে।
সকল লেখক-লেখিকাদের বিলম্বিত অভিনন্দন জানাচ্ছি।
পেছনের কথা লিখে নতুন অনেককেই পুরনো ব্লগারদের লেখার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য আপনাকেও জানাচ্ছি আন্তরিক সাধুবাদ।
ভাল থাকুন, আরো লিখুন!

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০০

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!! :)

৪৯| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮

মনিরা সুলতানা বলেছেন: হাহা
আমি লিখব বলে ও লেখা হয়নি ; শুভ কামনা :)

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০২

অপ্‌সরা বলেছেন: এত্ত এত্ত বিজি হলে চলবে!!!!!!!!

হামা ভাইয়ার পোস্ট পড়ো!!!
যার যত কাজ তার তত অবসর!!!!!!!! :)

৫০| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫২

এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনি বেশ পরিশ্রমী মেধাবী ব্লগার। আপনার "চির রহস্যময় কিংবদন্তী ভবিষ্যবক্তা খনা" লেখাটি খুব সুন্দর হয়েছে। কিছু বানান বিভ্রাট ও ব্যাকরণগত ভুল রয়েছে, তবে আশা করি বইয়ে ছাপানোর সময় যথাযথ সম্পাদনা পরিমার্জনা করা হয়েছে। আপনার লেখাটির কিছু অংশের সঙ্গে আরেক ব্লগার ম্যাভেরিকের খনা বিষয়ক পোস্টের অংশবিশেষের হুবহু মিল। যেহেতু প্রাচীন ইতিহাস, কিংবদন্তি মৌলিক নয়, সবার তথ্যের উৎস, তথ্যের ধরণ এক হওয়া স্বাভাবিক, কাজেই বিষয়টি এখানে অভিযোগের নয়। তবে যেকোনো ভাষায় একজন লেখকের লেখার সঙ্গে অন্য কারও লেখার বাক্যগত হুবহু মিল লেখকের স্বকীয়তা নষ্ট করে। বইয়ের মতো প্রাতিষ্ঠানিক একটি মাধ্যমে এ ধরণের অপ্রত্যাশিত মিল যেন চলে আসে, এ ব্যাপারে লেখকের সচেতন থাকতে হবে আরও বেশি।

আপনার লেখার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৯

অপ্‌সরা বলেছেন: ভাইয়া
এই ব্লগের লেখা পোস্টটি বলতে গেলে আমার প্রথম জীবনের দিকের লেখা! সে সময়টাতে আমি বানান ব্যাকরণ নিয়ে এত চিন্তা ভাবনা করতাম না তবে সময়ের সাথে সেই অবস্থার উন্নতি হয়েছে। ম্যাভেরিকভাইয়া আমার ব্লগ জীবনে দেখা এক পরম রত্ন ছিলো! সে সময়টাতে এত লিনক টিংক দেবারও প্রচলন ছিলো না এবং এই খনা ইতিহাস উইকি থেকে নেওয়া যা হয়ত ম্যাভেরিকভাইয়াও নিয়েছেন তবে আমারটার চাইতে ময়াভেরিকভাইয়ার পোস্ট অনেক অনেক বেশি তথ্যবহুল ও সুলিখিত ছিলো! আর ম্যাভেরিকভাইয়া আমার এতই প্রিয়জন ছিলেন যে তার ব্লগে গেলে তার প্রিয় পোস্টে শুধু একজনের পোস্টই পাবে সে আমার একটিমাত্র পোস্ট! :) ভাইয়াকে অনেক মিস করি!

তবে সুখের বিষয় বই এ লেখাটি বলতে গেলে আমূল নতুন রুপে লেখা হয়েছে আমি একটা সময় আবার সেই বই এর জন্য নতুন রুপে লেখাটা পোস্ট করবো! এখানে খনার বচনও এ্যাড করা হয়েছে। যাইহোক ভাইয়া তোমার মন্তব্য আমি মনে রাখবো ! এই বইটি প্রতি বছর পাওয়া যাবে বলেই আশা করছি।

অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!!!

৫১| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতা "দূরদেশী সেই রাখাল ছেলে" (০৮/০৮) পড়ে এলাম। ভাল লেগেছে।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৯

অপ্‌সরা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!

সেটা তো আমার কবিতা না!!!!!!!!!!!

:P

সেটা তো রবীন্দ্র সঙ্গীত!!!!!!! লিংক দিলাম না!!!!!! :)

৫২| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৩

চিটাগং এক্সপ্রেস বলেছেন: যদি প্রকাশনার ব্যবসা থাকতো তাহলে দিদিমণির বই বের করতাম

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২০

অপ্‌সরা বলেছেন: থাকতো বলে কি থাকতে পারেনা নাকি!!!!! আজই শুরু করো !!!!!!!আমার বই বের করো ভাইয়া!!!!! :)

৫৩| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৫

তারছেড়া লিমন বলেছেন: ভালতো ............... পুরানা পাগল গুলোরে খুব মিছাই ...................

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৫

অপ্‌সরা বলেছেন: ভাইয়া!!!!

নতুন পাগলদেরকেও একদিন অনেকেই মিসাবে!

৫৪| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: আমার লেখা নাই :( :(

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭

অপ্‌সরা বলেছেন: এইবার লেখো!!!!!!

মানে নেক্সটের জন্য রাইটিং!!!!! :)

৫৫| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৮

হাসান মাহবুব বলেছেন: আমার কোবতে :-/

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৯

অপ্‌সরা বলেছেন: তোমার কবতে আছে তো!!!!!

৫৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৮

ফয়সাল রকি বলেছেন: সংগ্রহ করতে মঞ্চায়।

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৮

অপ্‌সরা বলেছেন: পাওয়া যাবে তো! এখুনি চাও নাকি নেক্সট বইমেলায়?

৫৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৯

ফয়সাল রকি বলেছেন: বইমেলায় হলেই চলবে।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২০

অপ্‌সরা বলেছেন: তবে তাই হোক!!!!!!!

নেক্সট বইমেলায় এই বইটি পাবার ব্যাবস্থা করা হবে! :)

৫৮| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

উদাসী স্বপ্ন বলেছেন: ১২ নম্বর কবিতাটা কি অন্যমনস্ক শরতের?

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

অপ্‌সরা বলেছেন: মনে হয় শরৎভাইয়ার আমি এটা নিয়ে তেমন জানিনা। এটা প্রথম সংকলন ছিলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.