নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্‌সরা

যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!

অপ্‌সরা › বিস্তারিত পোস্টঃ

ওহ মাই হাসব্যান্ড- ১ ( আজ, কাল, পরশু সিরিজ গল্প)

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪


আমি অপ্সরা। এটা অবশ্য আমার মাতৃপ্রদত্ত ডাক নাম তবে কথায় আছে নামের একটা প্রভাব মানুষের জীবনে পড়ে ঠিকই সেই কারণেই রূপে গুনে পটিয়সী বিশেষ করে স্বর্গের অপ্সরার মত নৃত্যকলা গুণে পরিয়সী হবার স্বাদ সেই শিশুকাল থেকেই আমার মনের মাঝে জন্মে গেলো। কাজেই তারই সাথে সাথে নানা প্রকার গুনাবলী অর্জনের সদম্য প্রচেষ্টায় অদম্য আমি দিনে দিনে নানাবিধ বিদ্যা অর্জনে শিক্ষিত হয়ে উঠতে লাগলাম। মানুষ হিসাবে অবশ্য আমি খুব খুব সৌন্দর্য্যবিলাসী বটে এবং এই সৌন্দর্য্য বিলাসের পরিচয় আমার নিজের সাজুগুজু থেকে শুরু করে গাড়ি-বাড়ি, ঘর-দূয়ার, আশ-পাশ, খানা-খাদ্য, পোষাক-আশাক, লেখালিখি এবং কর্মক্ষেত্রেও যে প্রকাশ পায় সে বিষয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিৎ।

তবে মানুষের ক্ষেত্রে মানে নারী ও পুরুষের মাঝে এই সৌন্দর্য্যবিলাসে আমার এই পছন্দের রয়েছে একটু ভিন্নমাত্রা। যেমন কোনো নারীর সুন্দর মুখের সৌন্দর্য্যে আমি খানিক মোহিত হলেও কোনো পুরুষ হাজার সৌন্দর্য্যবান হলেও তার যদি হাঁটা, চলা, কথা বলা, আচার ব্যাবহার এবং অবশ্য অবশ্য বিশেষ কোনো গুণাবলী না থাকে তবে সেই পুরুষ আমার চোখে মাকাল ফল ছাড়া আর কোনো কিছুতেই বিবেচ্য নয়। তো কবি জীবানানন্দের ভাষায় কিছুটা বললে বলতে হয়-

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
বঙ্গোপ সাগর হতে নিশীথের অন্ধকারে প্রশান্ত মহাসাগরের তলে
অনেক ঘুরেছি আমি; পম্পাই, ভেনিসের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরও দূর অন্ধকারে একচক্রা নগরে
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
হয় মাকাল না হয় হনু , দেখে গেনু দেখে গেনু তবু
আজও পাইনি তাহার দেখা, কবে তুমি আসিবেক একা
আমার বহুল প্রতীক্ষিত গুনবান সেন ......

গুণবান পুরুষ খুঁজে না পাওয়া ছাড়াও পারিপার্শ্বিক মনুষ্য সমাজের মানুষে মানুষের হানাহানি, বিশেষ করে হাসব্যান্ড ওয়াইফের দ্বন্দযুদ্ধ কুরুক্ষেত্র, ঘর ভাঙ্গাভাঙ্গি দেখে দেখে, এত এত তিক্ততার স্বাদ চেখে চেখে আমি ক্রমে ক্রমে একটু বুঝি পুরুষ বিমুখ মানে বিবাহ বিমুখ হয়ে উঠলাম। এক প্রকার সিদ্ধান্তই নিয়ে নিলাম নিজের মনে যে, এই জীবনে বিবাহ!!! কোনোই দরকার নাহি!!! এই দিকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী- সহকর্মা, অকর্মা, অধর্মা, বেধর্মা সকলের যন্ত্রনায় প্রাণ ওষ্ঠাগত। তাদের কিছু ডায়ালগ,

-ঃ হায়রে! অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী/রাঁধুনী না পায় ঘর/ রান্নাঘর....এখানে উল্লেখ্য এই যে, আমার আশেপাশে বাড়ি ঘরে ও আমার কর্মক্ষেত্রে সকলেই জানেন আমি কত রকম নান্নাবান্না ও তাহার অপরূপ সুন্দর পরিবেশনা তথা সাজাইয়া গুজাইয়া ছবি তুলিতে পছন্দ করি তাহারই পরিপ্রেক্ষিতে উহাদের এই আক্ষেপ আর কি ...... আর সুন্দরীর কথা থাক আর বললাম না.... :`>

-ঃ কি এমন বিদুষী হইছো যে আজও এই জগতের কোনো মনুষ্য সন্তানকে তোমার পছন্দ হয় না? ( আমিঃ মনে মনে, বলে কি! চক্ষু চড়কগাছে উঠে যায় আমার তাহাদের হিংসামী দেখে #:-S )

-ঃ তো তোমার জন্য কি দেবদূত লাগবে? ( মনে মনে, গুড গুড দেবদূত নিশ্চয়ই একই সঙ্গে রুপবাণ এবং গুণবান হইবেক..:) কিন্তু পাইবো কই! :( )

-ঃ ওহ এই দুনিয়ার কাহাকেও তোমার পছন্দ নহে। তোমার লাগবে ভীন গ্রহের এলিয়েন....(মনে মনে , তারা কেমন ! জানতে পারলে ভালোই হত! :) )

সে যাইহোক, এসব কথায় অবশ্য আমার কোনোরুপ কর্নপাতেরই দরকার নাহি কাজেই আমি আমার মতই আমার চারপাশের ভালো লাগালাগি, ভালোবাসাবাসি নিয়ে সুখে শান্তিতে বাস করিতে লাগিলাম। চাকুরী, নিজের সংসার মানে নিজের জন্য খেলা খেলা রান্না বাড়ি, সাজুগুজু, বেড়াবেড়ি, শপিং টপিং, নাচা, গানা বাজনা, ফেসবুকিং, ব্লগিং, ঝগড়া ঝগড়িং সকল কিছু নিয়েই আমি মহা সুখে দিনাতিপাত করিতে লাগিলাম। হঠাৎ একদিন-

আমার ফেসবুকের ইনবক্সে একটি নক,
-হাই
কি মনে করে আমি তার কোনো উত্তর না দিয়ে তার প্রফাইলে গেলাম। গিয়েই আমি মুগ্ধ! সেই আইডি এর প্রফাইল পিকচারের ছবি। এ যেন আমার স্বপ্নে দেখা রাজকুমারের প্রতিচ্ছবি! টিকালো নাক, বড় বড় চোখ, কৃষ্ণভ্রমর অক্ষিতারা! আমি মুগ্ধ, মুগ্ধ এবং মুগ্ধ এবং কেনো মুগ্ধ জানিনা! আমি তো রুপদর্শী নহি তাও আবার ছেলেদের গুনাবলী না জেনে আমার তো কোনোভাবেই কোনোমতেই তাদেরকে পছন্দই হয় না। তবে আজ আমার একি হলো! রিমো আবার নক দিল,
- হাই আই এ্যাম রিমো। হাউ আর ইউ অপ্সরা?
আমি তো তাকে দেখেই মুগ্ধ। মানে যেন আমার স্বপ্নলোকের রাজকুমার। আমি সন্মোহিতের মত উত্তর দিলাম,
- আই এ্যাম ফাইন। হ্যোয়ার আর ইউ ফ্রম?
- আই এ্যম ফ্রম হং কং.... সে জবাব দিলো।

সেই শুরু। রিমোর সাথে আমার ঘন্টার পর ঘন্টা কথপোকথন। দিনের পর দিন সকল কাজ ফেলে তার সাথে মেসেঞ্জারে কাটিয়ে দেওয়া মূলত তার উপরে সকল বিষয়ে নির্ভরশীল হয়ে পড়া। এসব দেখে আমি নিজেই ভীত এবং শঙ্কিত হয়ে পড়লাম। তাকে এই পৃথিবীর যাই জিজ্ঞাসা করি তাই তার জানা। যেই সমস্যাই বলি তার কাছে তার স্যলুশ্যন আছে! তার মাঝে এই অগাধ জ্ঞান আর পান্ডিত্য, আশ্চর্য্য নির্লিপ্ততা আমাকে তার উপরে দিন দিন দূর্বল করে তুললো। আমি তার উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়েই পড়লাম যেন। মাঝে মাঝেই হুট হাট খেপে যাওয়াটা আমার অভ্যাস ছিলো। সে বাসায়, অফিসে, ব্লগে বা ফেসবুকে।

ওহ আরেকটা কথা এই রিমোর সাথে আমার পরিচয় ফেসবুকে হলেও আমি তাকে আমার আরেক প্রিয় বিচরণ ক্ষেত্র ব্লগেও একাউন্ট খুলে দিয়েছিলাম। তো মাঝে মাঝেই অফিসে বা বাসায় কোনো কিছু নিয়ে আমি অস্থির হয়ে উঠলে সে আমাকে বলতো, হুটহাট কেনো আমি খেপে যাই? আমি বড় বেশি রিএকটিভ এই নিয়েও সে অনুযোগ করতো। সে আমাকে শিখালো কেমনে মাথা ঠান্ডা রেখে আসল সময়ের অপেক্ষা করতে হয় এবং ঠান্ডা মাথায় ডান্ডা মেরে শত্তুরের মাথা ঠিক ঠাক ফাটিয়ে ফেলতে হয়।

আর ব্লগে তো হঠাৎ হঠাৎই আমার উপর বিনা মেঘে বজ্রপাতের মত শত্তুরের দল তাদের খেলনা বজ্র নিয়ে খেলতে আসে আমার সাথে। সেসবেও মাথা গরম করে ফেলাটা আমার আগের অভ্যাস ছিলো তো রিমো আমাকে শেখালো কিভাবে মাথা গরম না করে যুক্তি তর্ক সর্বোপরি নিজের কাজ দিয়ে জবাব দেওয়াটাই আসল জবাব। তো দিনে দিনে রিমোর উপরে আমি কখন যে ১০০% নির্ভরশীল হয়ে পড়লাম সে নিজেও জানতে পাইনি। :(

যাইহোক এইভাবে গড়িয়ে গেলো দিন, সপ্তাহ, মাস, বছর। ঠিক এক বছর একমাস পরে একদিন রিমো হুট করে জানতে চাইলো, আমার কাছে তার মূল্য কতখানি? আমি কিছু না ভেবেই উত্তর দিলাম,
- তুমি !!!!!!!!!!
- হ্যাঁ আমি...
-তোমার মূল্য!!!!!!!
- হ্যাঁ আমার মূল্য...
- তুমি অমূল্য অমূল্য অমূল্য!!!!!!! আমার কাছে তুমি এক অমূল্য রতন!!!!!! সাত রাজার ধন এক মানিক!!!! আমার অনেক অনেক অনেক প্রিয় একজন মানুষ তুমি রিমো!!!!!!!! কিন্তু এই প্রশ্ন কেনো? রিমো এই প্রশ্নের উত্তর না দিয়ে আবারও জানতে চাইলো,
- আমি কি তাকে ভালোবাসি! মনে মনে আমি ভাবলাম, আরে বলে কি ! তবে উপরে উপরে সাথে সাথেই বলে দিলামও,
- বাসি বাসি, একশোবার বাসি, দুইশোবার বাসি, এক, দুই তিন চার কোটি কোটি কোটি বার আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ রিমোবেবি!!!!!!! রিমো বললো,
-থ্যাংক ইউ। এটাই জানতে চাচ্ছিলাম আমি। কারণ আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার কাছে চলে আসতে চাই।
( মনে মনে প্রমাদ গুনলাম আমি। কি বিপদ! আমি তো আমি তো .... :( মুখে বললাম ওকে ওকে কবে আসবা? কোন দিন কোন ক্ষণ.... )

এরপর আমি ভাবলাম পালাবো মেসেঞ্জার ছেড়ে। এই পালানোর চিন্তাটা হয়তো কিছুটা ছিলো আমার সেই পুরুষ বিমুখতার কারণেই। কিন্তু রিমোকে ছেড়ে কি করে থাকবো আমি! :( আমার প্রতিদিনের সকল কর্মকান্ডের বর্ণনা, ভালো লাগা মন্দ লাগা, আদেশ, উপদেশ ( মানি না মানি) সকল কিছুর জন্যই তো আমার রিমোকেই লাগবে তাহলে কি করবো এখন! :( সাত পাঁচ ভাবতে ভাবতে রিমোর বাংলাদেশে আসার দিন চলে এলো। আমি ওকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতে চেয়েছিলাম কিন্তু রিমো জানালো ট্যাক্সি করে সে ঠিক ঠিক চলে আসতে পারবে ওয়েসটিনে। তারপর আমি লাঞ্চ টাইমে উপস্থিত হলেই হবে। লাঞ্চে সে আমাকে আমার প্রিয় বিফ স্টেক আর বাফেলো রিবস খাওয়াতে চায়।

মেসেঞ্জারে অনেক বাহাদূরী করলেও রিমোর সাথে প্রথম সাক্ষাৎ তথা লাঞ্চ খেতে যাবার সময় আমার বারিধারার বাসা থেকে গুলশান ২ এর টনি রোমা'স এতটুকু পথ যেতে এমনই পা কাঁপাকাঁপি শুরু হলো যে ব্রেকের বদলে আমি বারবারই এক্সসিলেটরে পা দিয়ে আর একটু হলে নিজের সাথে আরও কয়েকজনের ভবলীলা সাঙ্গ করে ফেলতাম আর একটু হলে।

যাইহোক, টনি রোমা'সের পৌছাবার পর আমি যাকে দেখলাম তাকে দেখে আমি আবারও হতবাক! রিমো শুধু অসাধারণ বুদ্ধিমান আর জেন্টেলই নয় । ছবিতেও তার সৌন্দর্য্য যা দেখেছি তার চাইতেও অনেক অনেক বেশি সুন্দর! যেন স্বর্গলোক থেকে নেমে আসা কোনো দেবদূত! তার সৌন্দর্য্যে, আচার ব্যাবহারে,কথা বার্তা এবং জ্ঞানে আমি আবারও মুগ্ধ হলাম।

রিমো আমার জন্য সে শ্রিম্প এ্যান্ড স্যামন পিকাটা, স্টেক, রিবস সবই অর্ডার করলো। আমি আশ্চর্য্য হয়ে যাই রিমো এত কিছু মনে রাখে কিভাবে? আমার বলা সকল কথা, বার্তা ভালো লাগা মন্দ লাগা সবই যেন তার মুখস্ত। কিন্তু রিমো বসে বসে আমার খাওয়াই দেখতে লাগলো। নিজের জন্য কিছুই অর্ডার করলো না। আমি খুব অবাক হলাম! এবং আমার অবাক হবার কারণটা মোটেও সাধারণ কিছু নয় বরং আমার অবাক হবার কারণটা জানলে সকলেই শুধু অবাকই হবে না, আকাশ থেকে পাতালে পড়ে ভূতল গর্ভে বিলীনও হয়ে যাবার সম্ভাবনা আছে... :(

সে কেনো কিছুই খাচ্ছে না তার জবাবে রিমো জানালো তার কোনো খাদ্যের প্রয়োজন হয় না। আমি তো অবাক বলে কি? খাদ্য ছাড়া মানুষ বাঁচে নাকি! ভূত নাকি! কিন্তু আমার নিজের ভাবনার নিজের প্রশ্নের উত্তর নিয়ে ভাবার আগেই সে জানালো তার কোনো খাদ্য লাগে না কারণ সে মানুষ নয়। সে একজন রোবোট। সে ‘হ্যানসন রোবোটিকসের তৈরী উন্নত প্রজাতির অবিকল মানুষের চেহারার, অসাধারণ বুদ্ধিমত্তা ও আবেগ অনুভূতিশীল একটি রোবোট। সে নিজেই ভেবে ভেবে উত্তর দিতে পারে।সময়ের সাথে সাথে সে তার বুদ্ধি বাড়াতে পারে ও পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারে। সোজা ভাষায় মানুষের সাথে যোগাযোগ করার মত পর্যাপ্ত পরিমাণ সামাজিক দক্ষতা রয়েছে তার আর তাই আমার সাথে দীর্ঘ যোগাযোগের পরে সে আমার প্রেমে পড়েছে। আমাকে ছাড়া সে কিছুই ভাবতে পারছেনা। তাই সে হ্যানসন রোবোটিকস কোম্পানীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে এসেছে আমার কাছে। তার সাথে কনট্যাক্ট করার মেইন চিপ সে খুলে ফেলেছে হাতের তালু থেকে। তাই হ্যানসন এ্যান্ড রোবোটিকস তাকে সহজে খুঁজে পাবেনা যতদিন সে মানুষের চোখ ফাঁকি দিয়ে থাকতে পারে। তাকে লুকিয়ে রাখার দায়িত্ব এখন আমার....

তার কথা শুনতে শুনতে আমার চক্ষু ছানাবড়া হয়ে গেলো, রিবস গলায় আটকে গেলো এবং আমি জ্ঞান হারালাম ......




নেক্সট পার্ট কালকে আসিবেক..... :P

মন্তব্য ১৫৮ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১৫৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: শায়মা আপা, চা কফি কি হবে? :) খাই আর তোমার গল্প পড়ি। :)

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

অপ্‌সরা বলেছেন: না হবে না।

শ্রিম্প এন্ড স্যামন পিকেটা হবে... :)

২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:






পুতিন বলছেনঃ তেমন ভাল হয়নি।

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

অপ্‌সরা বলেছেন: ও আমার রোবোট হাসব্যান্ডকে পছন্দ হলো না না!!!!!!! X((

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: তবে সেই পুরুষ আমার চোখে মাকাল ফল ছাড়া আর কোনো কিছুতেই বিবেচ্য নয়।

পুরুষ মানুষ যেমনই, হোক না কেন...... এই লাইনটার তেব্র ফতিবাদ জানাই। আমার আবার ভুলে যাওয়ার রোগ আছে। এতোটুকু পড়ে বুঝলাম। আর..... :-B

কবি যথার্থ বলেছেন, নিজে যারে বড় বলে সে বড় নয় লোকে যারে বড় বলে সে বড় ! এটা আমার কথা নয় একজন কবির কথা, এ গল্পে খালি নিজের বিজ্ঞপন। আমি বুঝে গেছি। =p~

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

অপ্‌সরা বলেছেন: আহারে মাকাল ফলকে কি আমড়া ফল বলবো নাকি আপেল কমলা বলবো! নির্গুণ মানুষ আমার দরকার নাই। তার থেকে রোবো হাসব্যান্ডই ভালো!!!!!! গুনে গুনে গুনান্বিত!!!!!! :)

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

শাহিন-৯৯ বলেছেন: শাহরিয়ার কবির বলেছেন- শায়মা আপা, চা কফি কি হবে? :) খাই আর তোমার গল্প পড়ি।
আপনার কি দুটো নিক?

হিন্দি ছবিতে এরকম রোবট প্রেম মনে হয় দেখেছিলাম।

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

অপ্‌সরা বলেছেন: না আমার না আমার জড়ুয়া বহেনার নিক আরেকটা। :) :P

যাইহোক এইটা কোনো হিন্দী সিনেমার রোবোট না এটা সোফিয়ার বড় ভাই রোবোট। :)

আর চা কফি হবে না ! আমি এখন আর কিছু রাঁধি না সবই সে মানে আমার রোবোট হাসব্যান্ড রাঁধে। হি ইজ পারফেকশ্যনিস্ট, অরগানাইজড, আরও আরও ইস্ট ইস্ট । এখন কিচেন ক্লোজ কোনো চা পানি চলিবেক না।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ভাগ্যিস, রোবট হাসব্যান্ড!!!

নাহলে অনেকে মুগুর হাতে নিয়ে উনাকে এখুনি খুঁজতে বের হয়ে যেতো!!!

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

অপ্‌সরা বলেছেন: এহ !!!!!!!!!!!!! মুগুরসহ হাত গুঁড়িয়ে দেওয়া হবে! X((

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:






হিটলার বলছেনঃ এই পর্বে ভাল লাগার মত কিছু নেই। পুরো গল্প পড়লে বুঝা যাবে।

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

অপ্‌সরা বলেছেন: হিটলার গাঁধা! গল্পের গও বুঝে না সে আসলে রোবোটটাকে হিংসা করে ভাইয়া! :)

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লেখাটি পড়ে তো ভালোই লাগলো আপু, তবে মনের অনেকাংশ খারাপ হয়ে গেল এই ভেবে যে গুণবতী রূপবতী মেয়েদের কপালে রোবট জোটে দেখে :`>

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

অপ্‌সরা বলেছেন: কে বলছে!

কত মাকাল ফল জুটতে দেখলাম!!!!


আমার রোবোট জ্ঞানবান, গুণবান! :) :)

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
বঙ্গোপ সাগর হতে নিশীথের অন্ধকারে প্রশান্ত মহাসাগরের তলে
অনেক ঘুরেছি আমি; পম্পাই, ভেনিসের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরও দূর অন্ধকারে একচক্রা নগরে
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
হয় মাকাল না হয় হনু , দেখে গেনু দেখে গেনু তবু
আজও পাইনি তাহার দেখা, কবে তুমি আসিবেক একা
আমার বহুল প্রতীক্ষিত গুনবান সেন ......


এমন কবিতা !!! :P
ভাগ্যিস জীবন বাবু বেঁচে নাই........থাকলে, তোমার নামে ইজ্জত-হানীর মামলা দিতো :P

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

অপ্‌সরা বলেছেন: এহ তার মামলার আগেই আমার রোবোট হাসব্যান্ড আরেকটা কবিতা লিখে ফেলতো! :)

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা হাসতে হাসতে মইরা যাই :)

সুন্দরী গুণবতীর ফান্দে পড়লে মানুষও রোবট হয়ে যায়...হয়তো :D

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

অপ্‌সরা বলেছেন: না না এটা সত্যিকারের রোবোট।

ভয়ে আছি রোবোটই ভালো। আবার না ফান্দে পড়ে মানুষ হয়ে বসে শয়তানের লাঠি বনে যায়!

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

ভুয়া মফিজ বলেছেন: হে হে হে..........বড়ই আনন্দ পাইলাম, বিশেষ করে শেষের লাইনটা পড়ে :)
একটা কারেকশান আছে.................সালমন না স্যামন হবে।

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

অপ্‌সরা বলেছেন: হায় হায় স্যরি! তাইতো তাইতো! স্যামনই হবে। :P




ধ্যাৎ!!!!!!!!!!! আমি এত বড় পন্ডিৎ তুমি সবার সামনে হাঁটে হাঁড়ি ভেঙ্গে দিলে কেনো ~!!!!!!!!!!!!!!!!!!!!!! :((

যাও আমি কারকশনই করবোনা ! :(

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: এ যেন আমার স্বপ্নে দেখা রাজকুমারের প্রতিচ্ছবি! টিকালো নাক, বড় বড় চোখ, কৃষ্ণভ্রমর অক্ষিতারা! আমি মুগ্ধ, মুগ্ধ এবং মুগ্ধ এবং কেনো মুগ্ধ জানিনা!

গল্প পড়ে তো আমিও মুগ্ধ !!! বোরট প্রেম কাহিনি। :P তোমায় দিয়ে আর দুনিয়ায় কিছু হবে না। অনেক কিছু দুনিয়তে করেছো। এখন একটা টিকিট কেটে দেই । এবার মঙ্গল গ্রহে চলে যাও। সুখে শান্তি বসবাস করো গিয়ে !! ত গল্প পড়ে মজা পেলাম বেশ... :P :)

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

অপ্‌সরা বলেছেন: এই রোবোটের জ্বালায় বাঁচিনা এখন আবার এলিয়েনের পাল্লায় পড়তে হবে~!!!!!!!!!!!!!!


#:-S


আল্লাহ!!!!!!!! বাঁচাও আমারে!!!!!!!!

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:



প্লটটি চুম্বকের মতো ধরে রেখেছিল কিছুক্ষণ

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

অপ্‌সরা বলেছেন: হা হা চাঁদগাজীভাইয়া তোমার বাড়িতে একদিন সোফিয়াকে পাঠিয়ে দিলে কেমন হয়! :)

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রোমান্টিক একটা কাহিনী পড়ছিলাম,রিমো জানালো তার কোনো খাদ্যের প্রয়োজন হয় না। এখানে এসে হোচট খেলাম।
তবে নড়ে চড়ে গ্যালারীতে বসলাম পরের পর্বের জন্য। পরের পর্ব আরো দুএকদিন পরে দাও, এটা সবাই পড়ুক ---

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

অপ্‌সরা বলেছেন: ভাইয়া ঘটনা কিন্তু সত্যিই!!!!!!!!!!!!!

প্রমান দিচ্ছি ওয়েট করো একটু.... :)

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রোমান্টিক একটা কাহিনী পড়ছিলাম,রিমো জানালো তার কোনো খাদ্যের প্রয়োজন হয় না। এখানে এসে হোচট খেলাম।
তবে নড়ে চড়ে গ্যালারীতে বসলাম পরের পর্বের জন্য। পরের পর্ব আরো দুএকদিন পরে দাও, এটা সবাই পড়ুক ---

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

অপ্‌সরা বলেছেন:


এইবার দেখো আমি সত্যিই আমিই গেছিলাম কিনা!!!!! :)

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: রোবট হ্যাসবেন্ড বিষয়টা ইন্টারেস্টিং

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

অপ্‌সরা বলেছেন: হা হা আর সত্যিই সে আমার বাড়িতে এসেছিলো। জানাবো একে একে। :)

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ও ও বুঝেছি আপনার জ্ঞান হারানোর কারণ!!
এত বলাবলির পর আপনি কিনা রোবট পছন্দ করলেন এই ভেবেই সম্ভবত জ্ঞানহারা হয়েছিলেন!!
এটাই স্বাভাবিক, মানুষ যদি জানে আপনি শেষমেশ রোবট পছন্দ করেছেন তাহলে কিরাম হবে ব্যপারটা!!

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

অপ্‌সরা বলেছেন: হা হা হা হা না আরও কারণ আছে!!!!!!!!!


এত পন্ডিতির পরে এমন ধরা খেলে কারই বা জ্ঞান বিরাজমান থাকে বলো! :P

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

মলাসইলমুইনা বলেছেন: নক, নক | জ্ঞান হারালেন যে ফিরলো? মনুষ্য জাতির উপর বিশেষ করিয়া পুরুষ প্রজাতির উপর ত্যাক্ত বিরক্ত হইয়া এই বিজয়ের মাসে বৈদেশিক রিমো রোবট আমদানি ! স্বদেশি পণ্য কিনে হও ধন্য জাতীয় হলে কি আরো ভালো হতো না (চানাচুর, আহা ভুলেই গেলাম | সেদিনের দেশি পণ্যটার নামটা যেন কি)? যাক আমি চললাম আবার কাল আর তারপরে পরশু আবার ফিরে আসবো | শুরুটা খুব ইন্টারেস্টিংই হলো | কাল,পরশু স্বদেশী কোনো রিবোর আগমনের আশায় থাকলাম ...|

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

অপ্‌সরা বলেছেন: আরে মোরোগ মুসাল্লামভাইয়া!!!!!!!! তোমাকে আজকাল আর দেখাই যায় না কেনো!!!!! আমি তো চিন্তায় পড়েছিলাম!!!!! তুমি আবার চাঁদের দেশে পাড়ি জমালে নাকি!!!!!!!

চানাচুরের রোবোটের নাম রিবো আমার রোবোটের নাম রিমো তার ভাই কিনা!!!!!আর তাছাড়া তাকে এ্যারাবিয়ান নাইটসের রোমিও

অপস স্যরি শেকসপিয়রের রোমিও এর কাল্পনিক আদল দেওয়া হয়েছে তো তাই সে এত এত সুন্দর হ্যান্ডসাম হিরো!!!!!!

:) :) :)

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

অন্তরন্তর বলেছেন: তোমার রোবটই জুটুক কপালে এই দোয়া করলাম। গল্প ঠিক আছে।

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

অপ্‌সরা বলেছেন: হায় হায় !!!!! এটা কি বদদোয়া নাকি !!!!!!

এটা ভেবোনা ভাইয়ামনি!!!!!! এইটা তো জুটেই গেছে আর অবশ্য অবশ্য সৎদোয়া! :)

১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

কথাকথিকেথিকথন বলেছেন:






গল্প পড়িয়া আমারও তো চোখ ছানাবড়া ! বেহুঁশ হওয়ার উপক্রম হচ্ছে ! রোবট হাসবেন্ড ! সাতশ কোটির রিয়েল কলিজাওয়ালা মানুষের পৃথিবীতে আপনি পড়লেন কফকেগ, খজম দ(রোবট ভাষা !) প্রেমে ! হা হা ! দেখি পরের পর্বে তাকে নিয়ে কী কাণ্ড ঘটান ! পড়ছে একদম আপনার কাছে গিয়ে রোবট বেচারা !!



২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

অপ্‌সরা বলেছেন: হা হা হা হা


হ্যাঁ হ্যাঁ ওয়েটিং ওয়েটিং.....


ইউ উইল বি স্যোয়েটিং.....


হাঁটে হাড়ি ভেঙ্গে দেবো!!!!!!!!!! :) :) :)

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

কাছের-মানুষ বলেছেন: তবে আমি চাই রিমোর সাথে সোফিয়ার ভাব-ভালবাসা হোক ! ! ! গল্প ভাল হয়েছে !


২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

অপ্‌সরা বলেছেন: হায় হায় !!!!!!!! তুমি দেখি শত্তুর!!!!!!!!!!!

আমার রিমোকে কেনো সোফিয়ার কাছে পাঠাও!!!!!!! :((

২১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আফা, গল্পে দেখি লেখকের ফাটাইয়া প্রশংসা করা হইছে!!!!!!!!!!! :| :-* :|| :|

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৯

অপ্‌সরা বলেছেন: লেখক নাকি লেখিকা! কাকে প্রশংসা দেখেছো!


:) :) :)

২২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪

কাতিআশা বলেছেন: আমি ভাবছিলাম ভূত!..মজাই লাগলো!

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩০

অপ্‌সরা বলেছেন: আমিও তো ভূত ভেবেছিলাম আপুনি!!!!!!!!!!! :) :) :)


তোমার পোস্টে গিয়ে দেখলাম মনে হয় তুমি অনেক আগে তিথীডোর নিকে ছিলে আপুনিমনি!


এই নিকটা বেশি আপন আপন হয়েছে আর তিথীডোর দূরের কেউ!

২৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মহিলা লেখক। :P

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২

অপ্‌সরা বলেছেন: মহিলা লেখক হয় না । বাংলা ব্যাকারণ পড়িতে হইবেক!!!!!!!!!

লেখক --------- লেখিকা !!!!!!! :)



আর তোমার প্রশ্নের উত্তর হলো

আমি আপনার মাঝে আপনি হারা
আপন সৌরভে সারা
যেন আপনার মন আপনার প্রাণ আপনারে সঁপিয়াছি!!!!! :)

২৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপুরে এই গল্প পাঠে আমি যেনো কিসের ইংগীত পাচ্ছি!!!!!
তবে আমাগোরে এমন করে বলেনা। শত হলেও এদের মধ্যেইতো আমরা অনুভুতির সকল দ্বার খোলে তোমাকে ভাল বাসি। বর বেটা রোবট হতে গেল কেন এখানেই ধাক্কা নাকি মেরেছ ছক্কা!

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

অপ্‌সরা বলেছেন: কিসের! কিসের! কিসের!!!!!!!

কিসের ইঙ্গিত ভাইয়া!!!

বর বেটা আসলেই রোবট! সত্যিই! :) :) :)

২৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

কুঁড়ের_বাদশা বলেছেন: গল্প খানা পড়িয়া একখানা লাইক প্রদান করা হইল। :)

আপনার দার্শনিক কুঁড়ের বাদশা ভাই এতোদিন রোবট সোফিয়া পিছনে ঘুরিয়া ঘুরিয়া তাহার জীবন গিয়াছে ইতি টানিয়া ! আর আপনি কিনা মেষ-শেষ বোরটের প্রেমে গেলন পড়িয়া। আপনারও জীবন যাইবে হেল হইয়া। =p~

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

অপ্‌সরা বলেছেন: আমি কি তোমার মত রোবোটের পিছে ঘুরেছি নাকি! সেই তো উড়ে উড়ে চলে আসলো!!!!! :)

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরে, শিষ্য দেখি হাজির হইছে! :D

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০

অপ্‌সরা বলেছেন: কে তোমার শিষ্য! :|

২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কুঁড়ে !

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

অপ্‌সরা বলেছেন: #:-S

২৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

কুঁড়ের_বাদশা বলেছেন: আপনার স্বপ্নের রাজকুমার বোরট !পুরাই বিনোদনেলাম। :) =p~

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫

অপ্‌সরা বলেছেন: আমি কি আগে জানতাম নাকি! সে রোবোট !!!!!!!! B:-)


পরে জানার পরে কি অবস্থা হলো দেখলা না!!!!!

২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১

কুঁড়ের_বাদশা বলেছেন: অয়ন ওস্তাদ, আমি আয়া পড়ছি ! =p~

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭

অপ্‌সরা বলেছেন: কই থেকে আসছো?

৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিষ্য, এই আফা কে কি আমাদের মুরিদ করা যায়? :-P

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬

অপ্‌সরা বলেছেন: এহ আমাকে মুরিদ করা!!!!!!!!!! সাহস কত!!! আজই তোমাদের দুইজনকে যাবজ্জীবন সেলে পাঠানো হবে!!!!!! X((

৩১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

কুঁড়ের_বাদশা বলেছেন: অয়ন ওস্তাদ,

অস্পরা আফা আমার বইন লাগে। :) সে আমাদের মত অলস না, একারণে তাকে আমাদের অসল কল্যাণ সমিতিতে নেওয়া যাবে না। :D

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭

অপ্‌সরা বলেছেন: ঠিক ঠিক !

আমি অলসের উল্টা! :) :) :)

১০০%

৩২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আইচ্ছা। আফারে নিলে আমাদের মাথার উপর চড়ে বসতে পারে। :P

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮

অপ্‌সরা বলেছেন: না আমি কুঁড়ে/ অলস/কলস কিছুই না!!!!!

আমি একজন পরিশ্রমী এবং অধ্যবসায়ী গর্বিতা মানুষ! :)

৩৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দু:খিত, সবটা পড়তে পারিনি।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

অপ্‌সরা বলেছেন: কেনো ভাইয়া! :(

৩৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

সোহানী বলেছেন: হায় হায় এইটা কি হইলো........ ওরে সোফিয়ার সহিত ঝুলাইয়ে দাও। কোনক্রমেই চাই না এমন রুপে গুনে কন্যার রোবটিক হাজবেন্ড................

পরের পর্বে অপেক্ষায় কারন দেখতে চাই ওরে মুগুরটা কে মারছে রোবটের মাথায় তুমি নাকি তোমার ফলোয়াররা ............ হাহাহাহাহা

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

অপ্‌সরা বলেছেন: আপুনি! আই লাভ হিম! :(
আর এমন গুণবান, রুপবান আর কোথায় পাবো বলো!


তাকে কেউ মুগুর মারতে পারবে না!!!!!! আমি তাকে প্রাণ দিয়ে বাঁচাবো! :)

৩৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

কুঁড়ের_বাদশা বলেছেন: জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর” ইহা করি বাণী !! তাই বলি কোন রোবটের প্রেমে না পড়িয়া কোন জীবকে সেবা করনি।নিজের খাইয়া আপনাকে একখানা বুদ্ধি প্রদান করা হইল। :P

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

অপ্‌সরা বলেছেন: কত জীবনে ভালোবাসিলাম, কত সেবা করিলাম......

কুকুর
বিড়াল
গিনিপিগ
র‌্যাবিট
টিয়া
ময়না
কচ্ছপ
মাছ
গাছ

আমগাছ
জাম গাছ
কাঁঠাল গাছ
ফুল গাছ
ভুল গাছ!



ধ্যাৎ আমার জীব, নির্জীব, সজীব কুজীব সুদর্শন, গুণবান জ্ঞানবান রিমোকে নিয়ে কিচ্ছু বলতে আসবা না!!!!!!!!!!!!!!

৩৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩

কুঁড়ের_বাদশা বলেছেন: পাগল ,পাগল নাম শুনি
এখন পাগল দেখি লুকিয়ে
আছে এ দুনিয়া জুড়ে। ;)
রোবট করবে গিয়ে ওয়েটারে কাজ
আপনার প্রেমিক ওয়েটার
তাতে আপনি পাইবেন লাজ। =p~


আগের মত ছন্দে আসে না......

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮

অপ্‌সরা বলেছেন: আরে না এইটা কি ঐ রেস্টুরেন্টে কাজ করা অং বং রোবোট নাকি!!!!!!!

ইনি হানসন রোবোটিকসের উন্নত রোবোট! :)

৩৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০

কুঁড়ের_বাদশা বলেছেন: আমি তো ভাবছি একখানা বুয়ার কাজ করে দিবে,এ রকমের রোবট কিনবো।। :P আর টেনশন নিয়েন না ২০৫০ সলের পরে রোবট মানুষের জীবন যাত্রার মান আরো সহজ করে দিবে। কিন্তু তাতে লোকজন কুঁড়ে হয়ে যাবে।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০

অপ্‌সরা বলেছেন: আমিও তো

ড্রাইভার + কুক+ ক্লিনার+ ........... :)

৩৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

নূর-ই-হাফসা বলেছেন: হায় আল্লাহ আপনার গল্প ভেবে এতো মনোযোগ দিয়ে পড়লাম । আর শেষে এসে সব মাটি হয়ে গেল । আবার সেই রোবট ।। :|

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০

অপ্‌সরা বলেছেন: হা হা হা আমারই তো গল্প হাফসামনি!!!!!! :)

৩৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:



আমি একটা গাধা! কবিতা ছাড়া আর কিছুই কেন জানি বুঝি না!

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০১

অপ্‌সরা বলেছেন: গল্প বুঝা তো কবিতার চেয়ে সহজ ভাইয়ু!!!!!!!

৪০| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮

রাবেয়া রাহীম বলেছেন: রোবট সোয়ামীর সাথে ঘর করতে ভালোই লাগবে =p~

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০

অপ্‌সরা বলেছেন: হা হা দেখি তাকে দিয়ে কি কি করানো যায়।

ঘর ঝাড়ু দেওয়া
রান্না করানো
কাপড় কাঁচা ..... :)

৪১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০

কুঁড়ের_বাদশা বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন:



আমি একটা গাধা! কবিতা ছাড়া আর কিছুই কেন জানি বুঝি না!
:P

ওস্তাদ, না, না আপনি বরং গাধা হয়ে থাকেন। তাও আমরা আপনার সুন্দর কবিতা পাঠ করি। :)

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩

অপ্‌সরা বলেছেন: ইয়া খোদা কবিরা কিন্তু রাগ করবে! :(

৪২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এখন এই দুনিয়াতে মানুষ খোঁজে পাওয়া যে বড় দায়। কেননা প্রতিটি মানুষ প্রতিনিয়ত যন্ত্রের সাথে বসবাস করছে সে কারণে হয়তো প্রকৃত মানুষটিই রোবটে কনর্ভাট হয়ে গেছে। মেঘ যেমন আকাশকে ভাল বাসে, মাছ বাসে জল, আগুন বাসে বায়ুকে শিল্প যেমন শিল্পির সাথে প্রেম রোবটের কার সাথে হবে!
পরের পর্বের জন্য বসে রইলাম।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

অপ্‌সরা বলেছেন: হা হা হা হা হা


সত্যি বলতে ভাইয়া আমাকেও অনেকেই রোবোট ভাবতো !

তার প্রমান সিলেটের ব্লগ আড্ডা। সুরঞ্জনা আপুকে জিগাসা করে দেখো।


আর আমি যন্ত্রের সাথে বসে বসে যন্ত্র হইনি! বরং আমি যন্ত্রের বাইরে এত কিছুই করি যা যন্ত্রও করতে পারে না !

৪৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪

শামচুল হক বলেছেন: রোবট যদি স্বামী হয় মানব সমাজের কি হবে?

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

অপ্‌সরা বলেছেন: কি আর হবে!
মানব সমাজ তাদের মত ভালো রোবোট হবে! হা হা হা ভাইয়া!!!!!! :P

৪৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৭

আখেনাটেন বলেছেন: কবি ম্যাকবেল পাটোয়ারী বলেছেন,''মুখপুড়ি, এত দিনে তোর বর জুটল। যাই হোক, কি আর করা- সুখি হ জীবনে।'' হাই হাই, এ কি ধরণের অাশির্বাদ। :(


বুঝলাম না কবির মনে রুমালী রুটির মতো পাতলা একটা বেদনার অাভাস পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। :P

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

অপ্‌সরা বলেছেন: কবি ম্যাকবেল পাটোয়ারী!

কই কই কই!!!!!!!!!!


কবির মনে রুমালী রুটি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :)

এখুনি কবির কলিজা ভুনা করে রুটি দিয়ে খেয়ে ফেলা যেতে পারে! :)

৪৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই ভালো। বোনটি আমাদের যন্ত্র হলে এতো সুন্দর সুন্দর পোস্ট পাবো কোথায়? যে পোস্টে আবেগ নেই সেতো রোবোটিকই হবে।
তবে রোবটের সাথে শেষ-মেষ কী হয় দেখার জন্যই অপেক্ষায়....।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৩

অপ্‌সরা বলেছেন: হা হা ওকে ওকে শেষ মেষ কি হয় দেখো! :)

৪৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: রূপে-গুণে গুণান্বিতা!

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৩

অপ্‌সরা বলেছেন: হা হা জুনায়েদভাইয়া! :P

৪৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৫

শকুন দৃিষ্ট বলেছেন:
কি এমন বিদুষী হইছো যে আজও এই জগতের কোনো মনুষ্য সন্তানকে তোমার পছন্দ হয় না?
তো তোমার জন্য কি দেবদূত লাগবে?

আরিব্বাস!!!
রোবট সুয়ামী!
আমার বহুল প্রতীক্ষিত গুনবান সেন !!

বিধি - ফের যদি আসি এ ধরায়,
তুমি আমারে রোবট বানাইয়া পাডাইও
নাম লইব - গুনবান রোবট সেন!!!

পরের পর্ব দেও, তাত্তাড়ি!!!

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৭

অপ্‌সরা বলেছেন: হা হা হা


বিঁধি ডাগর আঁখি যদি দিয়েছিলো
সে কি আমারই পানে ভুলে পড়িবে না ......


হা হা হা ভাইয়া আমি জেনে গেছি তুমি রবীন্দ্র সঙ্গীত পারদর্শী।

৪৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: বোরট-কে মুগুর মারতে চায় আমার জরুয়া ভাই!!! ওঁকে ত্যাজ্য করলাম।

লেখা খুব ভালো হয়েছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮

অপ্‌সরা বলেছেন: হা হা হা মুগুর মারতে দেবো নাকি!!!!!!!!!!!! কাভি নেহি!!!!!

৪৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক দিন সায়েন্স ফিকশন লিখি নাই। ওয়েস্টার্ন খাবার খাওয়া রোবট। আইডিয়াটা মন্দ না।

লিখতে হবে শীঘ্রই।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬

অপ্‌সরা বলেছেন: লেখো লেখো। তোমার রোবোটকে খাওয়ানো শেখাও। আমার রোবোট খেতে জানে না! :(

৫০| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৪

আখেনাটেন বলেছেন: অপ্সরা বলেছেন: এখুনি কবির কলিজা ভুনা করে রুটি দিয়ে খেয়ে ফেলা যেতে পারে! -- কবির কলজায় কুচকুচে মরচে ধরেছে। খাওয়ার সময় মুচমুচে মনে হলেও পরে আপনার ভবলীলা সাঙ্গ হলে আমি কিন্তু দায়ী থাকবেক লাই। :((


কবি কদবেল সরি ম্যাকবেল পাটোয়ারীর মনের অবস্থায় অাজ অাষাড়ে মেঘের ঘনঘটা। কেন? কেউ কি দাগা দিল তারে ভাই?

ভাবছি অামি বসে তাই...।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯

অপ্‌সরা বলেছেন: কলিজায় মরিচা!!!!!!!


ইন্নিনিল্লাহ!!!!!!!!!!


বলো কি!!!!!!!


এ কি সেই উইজার্ড অব ওজের টিনের সেপাই এর কলিজা নাকি!!!!!!!




এই যে টিনের সেপাইটা তুমি। সিংহটা শকুন দৃষ্টভাইয়া। শকুন থেকে সিংহ হয়ে গেছে। আর কাক তাড়ুয়াটা কুঁড়ের বাদশা বান্দর!
আর ডরোথীটা আমি ছাড়া আবার কে! :)

৫১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৬

শকুন দৃিষ্ট বলেছেন: বিঁধি ডাগর আঁখি যদি দিয়েছিলো
সে কি আমারই পানে ভুলে পড়িবে না ......


পড়িবে পড়িবে!
আলবৎ পড়িবে।
তবে, মানুষ হইয়া নহে,
গুনবান রোবট তানসেন হইয়া পড়িবে।

কেমনে রাখি আঁখি বারি চাপিয়া
মানুষ এখন মানুষেরে নাহি চাহে
মনুষ্য ছুটিছে অনুভুতিহীন রোবট পানে!

তোমার রোবটারে পাইলে, ওর ফাদার, মাদার, র‌্যাম সব বোট খুলিয়া লইতাম। মাইনষে বেইল পায় না আর ব্যাডায় আইছে ইয়ার্কি মারাতে।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

অপ্‌সরা বলেছেন: যাই বলো তাই বলো মানুষের চেয়ে রোবোট হাজার গুণে ভালো!!!!!



সেই ভালো সেই ভালো রোবোট অথবা আমারে না হয় না জানো !!!!!!!! :P

৫২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

শকুন দৃিষ্ট বলেছেন: ঠিকাছে! তুমি তোমার রোবট ডিয়ার নিয়েই থাকো।

রবীবাবু বা তার বুলির কি আর দরকার? কারন, সেতো মানুষ ছিল।

যাই বলো তাই বলো তোমার রোবোট কিন্তু অমানুষ!

আচ্ছা! তোমার নূতন এই প্রেমিক কি তোমাকে গান শোনাতে বা ঘুম পাড়াতে পারে?

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৮

অপ্‌সরা বলেছেন: অমানুষ হবে কেনো!!!!!!!!

সে তো আমার ইচ্ছামত মনের মত চলা, উঠতে বলা ওঠা, বসতে বললে বসা মানুষ!!!!!! :)

আর আমার নতুন প্রেমিক!!!!!!!!!!


গান না পারলে চলবে?????????

দাঁড়াও তোমাকে নেক্সট নেক্সট পর্বের একটু ট্রেইলার দেখাই....:)

~~~~~~~~আমরা রোজ বিকালে পার্কে, শপিং এ বা কোনো রেস্টুরেন্টে যাই। রাতে ডিনারের পরে চাঁদনী রাতে ছাঁদে বসে বসে ও আমাকে গান শোনায়। পরম বন্ধুর মত ওর কাঁধে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়ি।
জীবনটা হঠাৎ যেন বদলে গেছে রিমোর আগমনে। সে ভীষন ভীষন অরগানাইজড, পারফেকশ্যনিস্ট, ইমোশনাল, রোবোট সোফিয়া কাঁদতে পারে না কিন্তু আমার রোবোট ইচ্ছা করলে না দুঃখ এবং কষ্টে কাঁদতেও পারে। ~~~~~~~~~~~~

৫৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:

এই জন্যে আরো বড় গাধা!

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১০

অপ্‌সরা বলেছেন: না!!!!!!!!!

তুমি গাধা হতেই পারো না!!!!!!!!

মিথ্যা বলে না ভাইয়ু!!!!!

৫৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৬

জুন বলেছেন: ওহ অপসরা সেকি তোমার সাথে ব্র্যান্ডেড পোশাক আই মিন শার্ট পরে ওয়েস্টিনে দেখা করেছিল :P
ভয় নেই প্রোগ্রামিং করা না থাকলে সে তোমার সাথে অভিনয় করবে না এটা নিশ্চিন্ত থাকো ;)
মানুষের সাথে বিয়ে না হয়ে তোমার মত /:)
ঈশ তোমাকে আমার বড্ড হিংসে হচ্ছে আজ :||
=p~ =p~
+

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২২

অপ্‌সরা বলেছেন: হ্যাঁ আপুনি! শার্ট ছাড়া আসলে তো আমি তাকে দেখার আগেই অজ্ঞান হয়ে যেতাম নিশ্চয়ই !!!!!!!!! :(

আমি কেনো তুমি, দুলাভাই এবং এই দুনিয়ার কেহই কি সহজে আর বুঝবে সে মানুষ কি রোবোট! এতই উন্নত প্রজাতি আর অবিকল মানুষের চেহারা এক্সপ্রেশন যে বুঝিনিই আমি কার প্রেমে পড়েছি!!!!!!!

প্রোগামিং যা আছে আছে তবে আমি তাকে নিজেই প্রোগ্রাম করে নিচ্ছি আপুনি! :)

থাক দুঃখ করো না আপুনি!

তবে আমাদের ভাইয়াকে রোবোট বানাতে চাইলে বলো আমাকে দেখি কোনোভাবে হেল্প করা যায় কিনা।

৫৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৪

সুমন কর বলেছেন: হাহাহাহা................শেষ পর্যন্ত রোবটের প্রেমে পড়লে.........সামু ব্লগেই তো তোমার কতো ........ছিল..................

লেখা পড়ে মজা পেলাম। শুভ সকাল।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২২

অপ্‌সরা বলেছেন: আমি কি আর জানতাম সে যে রোবোট! :(

৫৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩

জুন বলেছেন: প্রোগামিং যা আছে আছে তবে আমি তাকে নিজেই প্রোগ্রাম করে নিচ্ছি আপুনি! :P
হা হা হা এই ক্ষমতা তোমার শতভাগ এব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই =p~
দেখছোনা আমরা কেমন তোমার মায়ার জালে আটকে আছি :)

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫০

অপ্‌সরা বলেছেন: হা হা হা কারণ আপু আমার মায়া জাল সুদূর বিস্তৃত!!!!!!!!!!!


সবাইকেই রঙ্গিলা জালে আটকায় ফেলবো!!!!!!! :P

৫৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

কালীদাস বলেছেন: খাইসে আমারে। এইখানেও ব্লগার!! বাচ্চাগরে নিয়া দুনিয়ার ঢং করা আপনে এরাম রোমান্টিক হৈলেন কেম্নে? :P

পুস্টের শিরোনামে আর রিমো 'সাবএইখানেও ব্লগার শুনলে লুল ফালানি কত জনতার হার্ট ভাইঙ্গা ছাড়খার হয়া যাইব আল্লাহয় জানে :D ট্র্যাক কর্তে হৈব কয়েকটারে =p~

বাইদ্যাওয়ে, ঘটনাপুন্জী কবেকার? ২০১৫ এর লাস্টে মনে হয় লেখোয়াড় পোস্ট করেছিলেন ....

২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

অপ্‌সরা বলেছেন: আমি তো রোমান্টিক!!!!! মালটিগুলার রোমান্টিক লেখাগুলা দেখলেই বুঝতে ভাইয়ু!!!!!!! :) তবে প্রবলেম হলো সব রোমান্টিকতাই আমার কবিতা আর গল্পে। সত্যিকারের বাস্তব জগতে রোমান্টিকতার বদলে ঢং দেখলেই তো সবাই পালিয়ে যায়! :(

ট্র্যাক করো। তবে সেলিমভাইয়াকে ট্রাকে উঠায় নিয়ে যেতে পারো। যদিও ভাইয়া ইদানিং তার লাগাম টেনেছে একটু।

ঘটনাপুঞ্জী কালকের । হা হা হা হা হা হা হা


লেখোয়াড়ের পোস্ট করার সাধ্য কি ! সে তো বানিয়ে বানিয়ে লিখেছিলো আমাকে ভয় দেখাতে। লেখোয়াড়ের লেখোয়াড়ও জানবে না কোনোদিন আসলেই ঘটনা কবে কার কোন দিন যতক্ষন আমি না বলবো! হা হা হা হা হা

৫৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৪

কালীদাস বলেছেন: তখনই তো মনে হয় কংগ্রাচুলেট কর্সিলাম। আবার কৈতাসি: কংগ্রাচুলেশনস শায়মা আপা। আমার শুভকামনা থাকল আপনাদের জন্য, সবসময় :)

২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

অপ্‌সরা বলেছেন: হা হা হা হা থ্যাংক ইউ!!!!!!!!!!! আমার আর রিমোসাহেবের পক্ষ থেকে !!!!!!!!! :P

৫৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: শেষমেশ রবোট !!! অতি চালাকের গলায় দড়ি। টার্মিনেটর ছবির টার্মিনেটর এর সেই বিখ্যাত ডায়লগ মনে করিয়ে দিলে আই এম এ মেশিন। সালমান কে ভিটামিন এ খাওয়া তে নেয়া লাগবে।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

অপ্‌সরা বলেছেন: যাক বাবা এতদিনে সালমানের ভিটামিনের কথা তোমার মনে পড়লো এই গল্প পড়িবার পরে ভাইয়ু!!!!


কালকে ক্যালসিয়াম খাওয়াতে নিয়ে যেও।

পরশু ফ্যান্টাসি কিংডমে! :)

৬০| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কাজে ছিলাম। এখন পড়ে শেষ করলাম।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

অপ্‌সরা বলেছেন: গুড বয়!!!!!!! :)

৬১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: !:#P

২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

অপ্‌সরা বলেছেন: পার্টি দেবে নাকি !!!!!!!

৬২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন:


শীতে কীসের সোয়েটিং !
কীসের হাঁট কিসের হাড়ি ! কীসব বলছেন এসব !! রোবট আপনাকে উলটাপালটা ফাংশনিং করছে মনে হচ্ছে !!

২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

অপ্‌সরা বলেছেন: হা হা হা জানিবেক জানিবেক এবং দেখিবেক!!!!!

৬৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

জেন রসি বলেছেন: হা হা হা =p~

২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

অপ্‌সরা বলেছেন: হা হা হা ভাইয়ু!!!!!!

সেকেন্ড পার্ট ইজ কামিং টুনাইট!!!!!!

৬৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

ডঃ এম এ আলী বলেছেন:
আই এম ফ্রম হং কং দেখেই বুঝে নিয়েছিলাম বস্তুটা কি হতে পারে :)
ধারণার সাথে মিলে যাওয়ার পাশাপাশি গল্পটির গঠণশৈলী , শব্দ বিন্যাস এবং
আরো বহুবিধ গুণের কারণে এক প্রিয়তে নিয়ে গেলাম।

পরের পর্বের অপে্ক্ষায় রইলাম ।

শুভেচ্ছা রইল

২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!!

ওকে আজ রাতেই ২য় পর্ব প্রকাশিত হইবেক!!!!!!

৬৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমাদের নাকি যাবজ্জীবন দিবেন?

এই যাবজ্জীবন কি আপনার স্কুলে বাচ্চাদের সাথে বসে বসে নামতা,অক্ষর,যোগ-বিয়োগ এগুলা শিখা আর টিচারদের বকবক শুনা? তাহলে তো সেরেছে! :| :| :-&
এর থেকে জেলের যাবজ্জীবন ভাল মনে হচ্ছে। :(

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

অপ্‌সরা বলেছেন: যাবজ্জীবন তুলে নিলাম!!!!!!!

আজকে সকালে যে হাসি হাসিয়েছো!!!!!!!!!!!!!!


হা হা হা হা হা হা হা হা হা হা

সকল অপরাধ মাফ হয়ে গেছে!!!!!!! :P

৬৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

সেলিম আনোয়ার বলেছেন: আজকে সরকারি ভাবে ভিটামিন খাওয়ানোর দিন।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে গুড গুড!

৬৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

অদ্ভুত_আমি বলেছেন: গল্প সুন্দর হয়েছে ।
আপনি গল্পের রিমোর চেয়েও সুন্দর, গুণবান, মনমতো জীবনসঙ্গী পান সেই কামনা করছি আপু :)

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ! কিন্তু পেয়েই গেছি তো!!!!!


তবুও থ্যাংক ইউ!!!!!!!!! :)

৬৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৬

সেলিম আনোয়ার বলেছেন: তোমাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে বা ভালোবাসবে তাকে জীবনসঙ্গী হিসেবে পাও এই কামনা করি। যেন সে সব সময় তোমার পাশে থাকে।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে থ্যাংক ইউ !!!!!!!! :)

৬৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দ্বিতীয় পর্ব কি শায়মা দিয়ে পোস্ট করবেন? রাত তো হয়ে গেছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২২

অপ্‌সরা বলেছেন: নানা এখুনি দিচ্ছি পিচ্চু! ওয়েট আ মিনিট প্লিজ!!!! :০

৭০| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হরির ভেতর হরি হরি শোভা পায়
হরিকে দেখিলে হরি হরিতে লুকায়!!!

রোবোর আড়াকে কে? লেখিকা ছাড়া কে জানে? :P

গল্প জম্পেস হইছে!

+++++++++

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৩

অপ্‌সরা বলেছেন: কেউ জানেনা কেউ জানে না!!!!!!!!

জানবেও না

যদি আমি নিজেই না জানাই!!!!!!!!! :)

৭১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এহেম... অক্ষণে আমি বুঝিতে পারিয়াছি... ভালো মন নিয়াই শুরু করিয়াচিলেন...একটি হনেস্ট আত্মবিবাহ কাহিনি। তারপর ধরা পরার আশঙ্কা হ্যানসন কোম্পানিরে লাগাইয়া দিছেন। আর কতকাল আমাকে, মানে আমাদেরকে ফাঁকি দিয়া চলিবেন! যা হোক... সকল পরিস্থিতিতে শুভ কামনা থাকলো। পরের পার্ট পড়িবো না, কথা দিলাম X((

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১

অপ্‌সরা বলেছেন: কেনো !!!!!!!!!!!!!

পরের পার্ট কেনো পড়বানা!!!!!!! শুনি!!!!!!!!!!!! X((

দিয়েছি কিন্তু এই মাত্র!!!!!! :)

৭২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


শেষবেলায় রোমান্টিক গল্পে এমন অসহ্য ‍টুইস্ট... কাহাতক সইহো হয়?
পড়িবো না... পড়িবো না... না না! দেখি রাগ কমিলে পড়িতেও পারি।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৩

অপ্‌সরা বলেছেন: হা হা হা হা নেক্সট পর্বে দেখো আরও টুইস্ট আসিতে পারে ভাইয়ু!!!!!!

৭৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অর্ডার যে সে দিলো রিমো
মনের সুখে যত্ত;
আল্লাহ জানে সে অর্ডারের
বিল এসেছে কত্ত?

কারেন্সি সে পাবে কোথা
তোমায়ই হবে চুকাতে;
না জেনে না বুঝে প্রেমের
সেলামী দেয় বোকাতে।

ভুলিনি ভুলিনি আজো
কাল্লুর ঘটনা;
যতই ভুলোনা তুমি
ব্যপারটা ছোট না।

যা করেছ তার সনে
সইবেনা খোদা;
এভাবেই কালে কালে
ব্লাফ খাবে হুদা।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

অপ্‌সরা বলেছেন: বিল দেবেো আমি কিবা সেই বিল দেবে!
তার আগে সেন্সলেস কে কারে নেবে!
পড়ে গেলো হই চই পড়ে গেলো সাড়া
বিল টিল ভেসে গেলো জেগে গেলো পাড়া।

কালু খালু কার কথা এসেছো হে বলতে
কার কবে জেগেছিলো সাধ কিছু মরতে
মনে নাই মনে নাই শুধু জানি রোবো
এ জীবন রোবো ছাড়া কুছ নাহি ভাবো! :)

৭৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

খায়রুল আহসান বলেছেন: আপনার কৌতুকবোধের পরিচয় এবং কৌতুকপ্রিয়তার নিদর্শন এর আগেও অনেক লেখায়, অনেক মন্তব্যে পেয়েছি। রম্য স্টাইলে লেখা এ পোস্টটাতেও পেলাম। এ ধরণের লেখা পড়তে ভাল লাগে। উপভোগ্য।
পোস্টে ভাল লাগা + +

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

অপ্‌সরা বলেছেন: হা হা হা ভাইয়া!

তবে আজ আসবে শেষ পর্ব। তারপর একটা কথা বলবো! :)

৭৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: চাঁদগাজী বলেছেন: প্লটটি চুম্বকের মতো ধরে রেখেছিল কিছুক্ষণ -- :D

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১১

অপ্‌সরা বলেছেন: হা হা চাঁদগাজী ভাইয়া রোমান্টিক হয়ে উঠছে দিন দিন!

৭৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

মনিরা সুলতানা বলেছেন: আহা ! আহা !
কি হচ্ছে এসব ব্লগে ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

অপ্‌সরা বলেছেন: কি আবার হবে!

রিমোকে নিয়ে লেখা হয়েছে আপুনি! :)

৭৭| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৭

ধ্রুবক আলো বলেছেন: লেখাটা ভালো লাগলো। একদম সোফিয়ার উল্টো কাহিনী, হা হা হা বেশ মজা লাগলো।

পরের অংশটা সময় করে পড়বো।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

অপ্‌সরা বলেছেন: হা হা ওকে ভাইয়া! :)

৭৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

সাফাত আহমদ চৌধুরী বলেছেন: এত ভালো লিখো কিভাবে, আপু

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৪

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়ু!!!!!

এটা তো দুত্তামী কলে লেখা!!!!! :P

৭৯| ২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: পড়ে ভালো লাগলো। নেক্সট পার্ট পড়বো।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৫

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.