নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্‌সরা

যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!

অপ্‌সরা › বিস্তারিত পোস্টঃ

এলো ফেব্রুয়ারী, এলো গ্রন্থমেলা-২০১৮, এলো ব্লগারদের লেখাগুলি নিয়ে সংকলন ঋদ্ধ-২

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭


আমার ধারণা ফেব্রুয়ারী এলেই আমাদের বাংলা ভাষাভাষী বাঙ্গালীদের প্রাণে বাঁজে অচিন কোনো গানের সূর। সূরটি অচিন কারণ এতে মিশে আছে নানা রকম অনুভূতি। একাধারে বিজয়, আত্মত্যাগ, চেতনার গভীর আত্মপোলদ্ধিসহ আরও অনেক অজানা কথন।
এ মাসেই একদা দাবী আদায়ে সোচ্চার হয়েছিলেন আমাদের পূর্বপুরুষেরা, বাংলা ভাষাভাষী বাঙ্গালীগণ। তাদের প্রাণের বিনিময়ে আমরা আমাদের অধিকার জিনে এনেছিলাম। সেই অবদান যেমনই ভুলে যাবার নয় তেমনই প্রাণের এই ভাষায় কথা বলা, লিখে চলা, মনের ভাব প্রকাশের এই অনাবিল আনন্দও লুকিয়ে রাখার নয়। ফেব্রুয়ারী আসে, আসে ফাল্গুন, ভাষা শহীদদের প্রতি যথার্থ সন্মান নিয়েই শুরু হয় আমাদের অমর একুশে গ্রন্থমেলা। এই মেলা ঘিরে মাসব্যাপী চলে নানা আয়োজন। লেখক, সাহিত্যিক, কবি, বোদ্ধাগনের পদচারনায় ভরে ওঠে বাংলা একাডেমী চত্বর। তাদের কথামালায়, গল্পে, আলোচনায় মুখরিত হয়ে ওঠে চারিদিক।
অনেক অনেক কবি সাহিত্যিক, গল্পকার লেখকের স্বপ্ন দেখা বা স্বপ্ন পূরণ হয়ে চলে প্রতি বছরের এই বইমেলা বা গ্রন্থমেলা ঘিরে। শত শত নতুন বই আসে। লেখক উপাধি পেয়ে যান জীবনের প্রথম প্রকাশ হওয়া বইটি নিয়েও কেউ কেউ। নিজের লেখা ছাঁপার আখরে দেখার অনুভূতি যে কেমন হতে পারে তা যারা এ পথটি ধরে হেঁটে এসেছেন তারাই ভালো বলতে পারবেন।

সে যাইহোক, এসেছে ফেব্রুয়ারী, আসছে ফাল্গুন। বাঙ্গালীর প্রাণের মাস এই ফেব্রুয়ারীতেই শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। আমি যখন এ ব্লগটিতে প্রথম আসি তখন দেখতাম "অপরবাস্তব" নামে ব্লগার সংকলন আমাদের এই সামহ্যোয়ারইন ব্লগেরই ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিত হত। কালের আবর্তে এই প্রকাশ বন্ধ হয়ে গেছে। তবে শুরুটা এখানে হলেও আজ চারিদিকে দেখা যায় ফেসবুক ভিত্তিক নানা গ্রুপের সংকলন প্রকাশনার আয়োজন। শুধু আমাদের এই প্রিয় ব্লগটিতে আর কোনো আয়োজন হয় না। ঠিক আমারই মত আমাদেরই এক ব্লগার বৃতি একইভাবে অনুভব করে সেই বেদনা এমনটিই আমার বিশ্বাস আর তাই সে তার নিজ উদ্যোগে গত বছর গ্রন্থমেলা ২০১৭ তেও প্রকাশ করেছিলো ব্লগারদের লেখা নিয়ে সংকলন ঋদ্ধ-১।

ঋদ্ধ - ১


এবারেও গ্রন্থমেলা ২০১৮তে প্রকাশিত হতে যাচ্ছে ব্লগারদের লেখা নিয়েই সংকলন ঋদ্ধ-২। তবে এটি কোনো একক ব্লগের সংকলন নয় মানে শুধু সামহ্যোয়ারইন ব্লগের ব্লগারদের লেখাগুলি নিয়েই প্রকাশিত ব্লগ সংকলন নয়। এখানে রয়েছে বেশ কয়েকটি ব্লগের ব্লগারদের লেখা। যাদের লেখা এবারে প্রকাশিত হলো তাদের জন্য রইলো শুভকামনা আর যাদের হয়নি এখনও আগামী বছরে তাদের লেখাগুলির প্রত্যাশা নিয়ে এবারের ঋদ্ধ-২ পথ হেঁটে যাক আনন্দ জয়গানে......

দিয়ে গেনু বসন্তের এই গানখানি-
বরষ ফুরায়ে যাবে- ভুলে যাবে জানি...
ঋদ্ধ কোনো গান নয়, ঋদ্ধ কোনো সঙ্গীতকোষ নয়,
তবুও ঋদ্ধ আমরা যারা ব্লগারেরা
আজকের এই অনলাইন দুনিয়ার ব্লগের পাতায় লিখছি,
তাদের লেখাগুলি নিয়ে, তাদেরই সৃষ্টি নিয়ে
একই সূরে গলা মিলিয়ে এই বসন্তে গাওয়া কোনো গানের বাণী।
এই উপহার রয়ে যাবে আমাদের কাছে চিরদিনের জন্য।
এই ঋদ্ধ আমাদের সকলের ভালোবাসার গ্রন্থ হয়ে হৃদয়ে চির জাগরুক হয়ে থাকবে।
ঋদ্ধের সাফল্য কামনা করছি।
বছর বছর ঋদ্ধ নিয়ে আসুক তার নতুন নতুন সৃষ্টিগুলি
নতুন নতুন বর্ণে গন্ধে রুপে ও রসে।
প্রতি ফাল্গুনে ভরে উঠুক ঋদ্ধের পাতাগুলি
নতুন নতুন সৃষ্টিশীল কথামালায়-

আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো
নব পথিকেরই গানে নূতনের বাণী।

প্রাপ্তিস্থানঃ
*এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী*
সোহরাওয়ার্দী উদ্যান
স্টল নাম্বার ৬৫৪

*মেঘফুল*
লিটল ম্যাগ চত্বর
বাংলা একাডেমি
স্টল নাম্বারঃ ৪৩


ফেসবুক পেইজ
ঋদ্ধ-২

সকলের জন্য রইলো একরাশ ভালোবাসা....

মন্তব্য ১১৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১০

বিজন রয় বলেছেন: প্রথম হলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

অপ্‌সরা বলেছেন: ভাইয়া এই সংকলন ৯ তারিখে বইমেলাতে আসবে। তুমি সেখানেও প্রথম হও ওকে!!!!!!!!! লাভ ইউ ভাইয়ামনি! :)

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১১

বিজন রয় বলেছেন: এত বই পড়ার সময় কোথায়?
এত বই কেনার টাকা কোথায়?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

অপ্‌সরা বলেছেন: বই পড়ার সময় কোথায় নিজেকেই প্রশ্ন করে সময় বের করে নাও ভাইয়া। আর এত না হলেও কয়েকটা কিনো তাহলে আর টাকার চিন্তা হবে না।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২

বিজন রয় বলেছেন: বই যারা কেনে তারা কি বই পড়ে?
আসলে বাংলাদেশে কতজন বই পড়ে?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

অপ্‌সরা বলেছেন: এখনও অনেক মানুষই পড়ে তবে সার্ভে করে দেখা যেতে পারে। :)

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিজনদা যথা নই
না পড়িয়া ফাস্টো;
আলবাৎ পড়িয়াছি
পুরো পোষ্ট আস্ত। :-B

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৭

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভেরী মাচ
পড়িবার জন্য
পড়িয়াছো জেনে আমি
হইয়াছি ধন্য! :)

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:


কবিতাটি চমৎকার । ঋদ্ধ এর পথ সুপ্রাসারিত হোক আগামীর পথে...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা কথাকথিআপুনি!!!! :)

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: বইটা কি ফ্রি দেওয়া হবে ??? =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

অপ্‌সরা বলেছেন: যারা যারা ফ্রি চাবে তোমার মত তাদেরকে ফ্রি দেওয়া হবে ভাইয়া। :)


নো প্রবলেমো!!!!!! :)

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

সুমন কর বলেছেন: শুরুর কথাগুলো ভালো বলেছ। শুভকামনা রইলো....

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস সুমনভাইয়া তোমার কাছে রিভিউ চাই!!!!!!!!

:)

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

বিজন রয় বলেছেন: হা হা হা ... হাসালেন!!

বাংলাদেশের মানুষ বই পড়ে!!!

তালে এরা এত কূশিক্ষিত, বর্বর হতো না।

এখানকার বর্তমান সামাজিক অবস্থা কি বলে???

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

অপ্‌সরা বলেছেন: গতবছরের বইমেলাতে লেখক-পাঠক-প্রকাশকদের সঙ্গে কথা বলে বেশকিছু বিষয় জানা গেছে। এসবের মধ্যে আছে:

মেলা শেষ হওয়ার একদিন আগে সার্বিক বিষয় নিয়ে বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম ঠিক তেমনভাবেই এবারের বইমেলা অনুষ্ঠিত হয়েছে। ‍সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে মেলার প্রতিটি জিনিস সম্পন্ন হয়েছে।

সবচেয়ে বড় মেলা
২০১৭ সালের বইমেলায় বিগত বছরগুলোর চেয়ে বেশি স্টল বসার জায়গা করে দিতে মেলার পরিধি বাড়ানো হয়ে। লেখক ও পাঠকদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখেই এই সম্প্রসারণ করা হয়েছিলো বলে জানিয়েছে বাংলা একাডেমি।

বইমেলা সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে প্রত্যাশা করে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান শুরুতেই বলেছিলেন, এবারের মেলা সব দিক থেকে ভালো হবে এবং আগের সব মেলাকে ছাড়িয়ে যাবে। শেষ পর্যন্ত তাই হয়েছে।


এই গেলো মেলা নিয়ে কথাগুলি


এবারে আসি বই পড়া বিষয়ে

বিজ্ঞান বইয়ের বাড়তি চাহিদা
লেখক, পাঠক এবং প্রকাশকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতবারের বইমেলায় বিজ্ঞানভিত্তিক বইয়ের চাহিদা বেড়েছে। এ বিষয়ে তাম্রলিপির প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম বলেন, পাঠকের সংখ্যা যেমন বেড়েছে তেমনি পাঠকের রুচিরও পরিবর্তন হয়েছে। কিশোর, তরুণ-তরুণী পাঠক বেড়েছে। আগে বেশি বিক্রি হতো ভূতের গল্পের বই। এবারের মেলায় বিষয়ভিত্তিক বইয়ের পাশাপাশি বেশি বিক্রি হয়েছে সায়েন্স ফিকশন। ‘এই ধরনের বইয়ের চাহিদা ক্রমাগত বাড়ছে।’

এ ঘটনাটিতে কি মনে হয় না বই মানুষ বিশেষ করে শিশু কিশোর তরুনেরা আজও পড়ছে!!!!!


দেশের সমকালীন রাজনীতির ওপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ১৩টি প্রবন্ধ নিয়ে গত বারের বই মেলায় সংকলন গ্রন্থ ‘নির্বাচিত প্রবন্ধ প্রকাশিত হয়। বইটির ভূমিকা লিখেছেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। আগামী প্রকাশনী থেকে প্রকাশিত এই নির্বাচিত প্রবন্ধের মূল্য রাখা হয়েছিল ৩৫০ টাকা। বইটির প্রচ্ছদ এঁকেছেন আনওয়ার ফারুক।মেলায় বইটির বেশ চাহিদা ছিল বলে জানিয়েছে আগামী প্রকাশনী।

এ ঘটনাটিতে বুঝা যায় রাজনীতি করেন যারা তারাও বই পড়েন।

গতবার প্রকাশিত হয়েছিলো প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের একমাত্র গল্পের বই। তরুণ প্রজন্মের ভালোবাসার সেই মাহবুবুল হক শাকিল মেলা শুরুর মাস দুয়েক আগে সবাইকে ছেড়ে চলে গেছেন। তখন তার কবিতাগ্রন্থ ‘জলে খুঁজি ধাতবমুদ্রা’র পাণ্ডুলিপি তৈরি হয়ে গেছে। মেলার প্রথমদিন থেকেই অন্বেষার স্টলে পাওয়া গেছে তার কবিতাগ্রন্থ ‘জলে খুঁজি ধাতবমুদ্রা’। এছাড়াও প্রকাশ হয়েছে শাকিলের একমাত্র গল্পের বই ‘ফেরা না-ফেরার গল্প’। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। ‘জলে খুঁজি ধাতবমুদ্রা’র মতো ‘ফেরা না-ফেরার গল্প’র প্রচ্ছদও এঁকেছেন ধ্রুব এষ। প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের একমাত্র গল্পের বই ফেরা না ফেরার গল্প
প্রেমিক হৃদয় যে আজও বই পড়ে এই বইটির চাহিদা সেই কথা বলে।





সোনা চোরাচালান নিয়ে গোয়েন্দা গল্পের বই স্বর্ণমানব
বাস্তব জীবনের সব রহস্যঘেরা অভিযানের অনেকগুলো ঘটনা নিয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খানের গোয়েন্দা গল্পের বই ‘স্বর্ণমানব’ প্রকাশ হয় এ বই মেলায়। বইটিতে মূলত সোনা চোরাচালানের পেছনের কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যারা স্বর্ণ আটক দৃশ্য দেখে মুগ্ধ হন, কিন্তু পেছনের কাহিনী জানেন না, তাদের জন্য ছিলো এ বই।


এই ব্যাপারগুলো দেখে কি মনে হয় না মানুষ আজও বই পড়ে!!!!!!






০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

অপ্‌সরা বলেছেন:
মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার শেষ শিশু প্রহর ছিল আজ। প্রকাশকরা জানিয়েছেন, এবার শিশুদের বই বিক্রির হার ছিল সব বছরের চেয়ে বেশি। আগামীতে শিশুদের উপযোগী করে গল্প সাহিত্য রচনায় লেখকদের প্রতি আহ্বান জানিয়েছেন অভিভাবকরা ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

অপ্‌সরা বলেছেন: Click This Link

বিজনভাইয়া

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২০

বিজন রয় বলেছেন: এখানকার মা-বাবা তার সন্তানদের জন্য টাকা দিয়ে প্রশ্নের উত্তরও চুরি করছে ( প্রশ্নপত্র ফাঁস )!

তারা আবার বই পড়ে!!!

ছি ছি ছিঃ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

অপ্‌সরা বলেছেন: তো কি বই পড়াতে নিরুৎসাহিত করবে??? B:-)



১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

অয়ি বলেছেন: এখানে কী শুধু যারা বই বের করে না তাদের লেখা থাকে? গ্রন্থমেলা সম্পর্কে আপনার ভাবনাটুকু ভাল ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

অপ্‌সরা বলেছেন: হা হা কারা বই বের করে না আপুনি!!!!!!

এখানে অনেকেরই লেখা আছে যাদের বেশ কিছু বই অনেকবারই প্রকাশিত হয়েছে।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আতিপাতি সব দিলে
দামখানা বাদে;
জানলে সুবিধে হতো
লোড কত কাঁধে?

তোমারি প্রকাশ বলে
কিনিতে সে বাধ্য;
ভেবোনা ভেবোনা কবো
পয়সার শ্রাদ্ধ।

আলবাৎ অতে 'যা' 'যা'
সবি হবে সেরা;
প্রকাশক শায়মা যে
গুরু'মা সে মেরা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

অপ্‌সরা বলেছেন: হা হা হা দাম দিয়ে
যদি হয় কষ্ট
ফ্রিতেই দেবো দিয়ে
নহে টাকা নষ্ট।

সেই টাকা দিয়ে তুমি
খেও ঝালমুড়ি
সঙ্গেও নিতে পারো
বুড়া কিবা বুড়ি! :)

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

বিজন রয় বলেছেন: ও হ্যাঁ, ঋদ্ধ-২ এর সফলতা কামনা করি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

অপ্‌সরা বলেছেন: উফ এত ক্ষনে কাষ্ঠমুখে
হাসিলেন কেষ্ট
যাহা হৌক তাহা হৌক
এ কমেনট বেস্টো! :)

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিজনদা কোন কারণে আপনারে ফ্রাস্ট্রেটেড মনে হচ্ছে...

সবার জন্য শুভকামনা। কলকাতায় পাওয়ার কোন সম্ভাবনা আছে?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

অপ্‌সরা বলেছেন: বিজনভাইয়া বই পড়তে নিরুৎসাহিত করছে। :(

কলকাতায়ও সে খবর জানিয়ে দাও ভাইয়া! :(



:P

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

কথাকথিকেথিকথন বলেছেন:





কারা কারা এই সংকলণে স্থান পেয়েছে ? যদিও এটি চলমান প্রক্রিয়া, ধীরে ধীরে ভাল লেখিয়ে সবাই স্থান পাবে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫

অপ্‌সরা বলেছেন: অনেকেই!!!!! :)

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

অয়ি বলেছেন: যারা লেখালেখি ভালোবাসে কিন্তু নিজের বই বের করতে চায় না তাদের লেখাগুলো নিয়ে হলে ভাল হতো । যারা বই বের করে তারা তো করলই

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

অপ্‌সরা বলেছেন: আচ্ছা মনে থাকবে আপুনি!!!!

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

বিজন রয় বলেছেন: আরে কোলকতার অবস্থা আরো খারাপ!!
তারা সব বাজারের সওদামার্কা।

পুরোটাই রসাতলে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

অপ্‌সরা বলেছেন: যাক রসাতলে!!!!!!

আমি আশাবাদী!


আমরা আশাবাদী!!!!!!!! :)

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি খুবই আকর্ষণীয় হয়েছে ।
ঋদ্ধ ২ এর পথ সুপ্রাসারিত হোক আগামীর পথে,
পথ হেঁটে যাক আনন্দ জয়গানে,
প্রিয়তে যাক প্রাণের টানে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭

অপ্‌সরা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া। কবিতা নহে এটা কবিতাছলে লেখা অকবিতা। তবে এইখানে গানের লাইনগুলি রবিঠাকুরের। :)

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬

ধ্রুবক আলো বলেছেন: ঋদ্ধর জন্য শুভ কামনা...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬

ধ্রুবক আলো বলেছেন: শাহরিয়ার ভাইয়ের ভাইয়ের আমি আছি ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

অপ্‌সরা বলেছেন: মানে কি শাহরিয়ার ভাইয়ার পিছে আছো নাকি পাশাপাশি! :)

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৬

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ব্লগারের মনের কথাই বলেছেন আপু

আমি সেফ হয়ে গেছি আপু, সেফ হওয়ার পর আপনাকে এখনো পাইনি আমার ব্লগবাড়িতে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২২

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে তোমার সেফ বাড়িতে যাবো ভাইয়া! আমি আসলে অন্য কিছু কাজ নিয়ে মহা মহা বিজি আছি। আরও দু এক মাস এমন যাবে।

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০২

জাহিদ অনিক বলেছেন:

দিয়ে গেনু বসন্তের এই গানখানি------ আমি তো ভেবেছিলাম পুরটাই রবীন্দ্রনাথ এর টা।
পরে দেখি তোমার চপলতা মিশে আছে।

ঋদ্ধ হোক সকলের আরাধ্য।

বৃতি ও তোমাকে ধন্যবাদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

অপ্‌সরা বলেছেন: তোমাকেও ধন্যবাদ ভাইয়া!!!!! :)

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪০

মাহমুদ০০৭ বলেছেন: ঋদ্ধের জন্য শুভকামনা । ঋদ্ধ এগিয়ে যাক ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!! :)

২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৮

সোহানী বলেছেন: শুভকামনা। সিরিজ চলুক, দেশে যেয়ে একবারেই সবগুলো কিনবো। :-B

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আর ভালোবাসা আপুনি!!!!!!!! :)

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩১

কালীদাস বলেছেন: যাদের লেখা স্হান পেয়েছে এবং যারা এডিটরিয়ালে ছিলেন সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা।
অপরবাস্তব শেষ পর্যন্ত তাহলে পটলই তুলল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

অপ্‌সরা বলেছেন: হুম এই জিনিসটা আমার কষ্ট লাগে। অপরবাস্তব থাকা উচিৎ ছিলো। :(

২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঋদ্ধ ২ এগিয়ে চলুক আগমী পথে। শুভ কামনা রইলো। আপনি পোস্টে তোমাকেও ধন্যবাদ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি! একটা রিভিউ দিও! :)

২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৪

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ঋদ্ধ ২-এর সাফলতা কামনা করছি।এবার বেশ কিছু ব্লগারের বই সংগ্রহের ইচ্ছা আছে।চেষ্টা করব সংগ্রহে রাখতে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া! :)

২৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২১

আটলান্টিক বলেছেন: ঋদ্ধ শব্দের অর্থ কি??? #:-S

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৫

অপ্‌সরা বলেছেন: সমৃদ্ধ/ বৃদ্ধিপ্রাপ্ত :)

২৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৪

সৈয়দ ইসলাম বলেছেন: এটা তো সেলফে উঠবেই।


শুভকামনা থাকলো যথার্থ কর্তৃপক্ষের জন্য। ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৭

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! :)

২৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা।

বইটি হাতে পাওয়ার অপেক্ষায়। প্রথম দিনই হাজির থাকবো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!! :)

৩০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আর ফেসবুক পেজটা দারুণ হয়েছে।!!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৮

অপ্‌সরা বলেছেন: সেটা বৃতিমনি আর মাহমুদভাইয়ার কৃতিত্ব!!!!!!!

৩১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

বিজন রয় বলেছেন: আশায় আশায় আর কত? আর কত?????

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৮

অপ্‌সরা বলেছেন: কিসের আশা ভাইয়ুমনি!!!!!!!!

৩২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২০

মনিরা সুলতানা বলেছেন: শুরুটাই দারুন ছিল !!!!!
এবারের প্রচ্ছদ ও চমৎকার লেগেছে !
অনেক অনেক শুভকামনা লেখক দের জন্য আর সম্পাদক দ্বয় এর জন্য ভালোবাসা ভালোবাসা ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৭

অপ্‌সরা বলেছেন: তোমার জন্যও ভালোবাসা আপুনি!!!!!!!!

এবারেও চাই রিভিউ রাইটিং !:)

৩৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭

তারেক ফাহিম বলেছেন: শুভ কামনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!! :)

৩৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

শকুন দৃিষ্ট বলেছেন: "এক রঙ্গা এক ঘুড়ি" দেখছি অধিকাংশ সামু ব্লগারদের মিলনমেলা হবে। অনেকের লেখাই এটি প্রকাশ করছে এবারের বইমেলায়। আসছি খুব তাড়াতাড়িই, দেখা হবে আশা করছি।

কেমন আছ আপুনিমনি? তোমার লেখা অনেকদিন পর?

"ঋদ্ধ" র পথচলা মসৃন হউক - সফলতা কামনা করছি।

"ঋদ্ধ - ২" - এর লিন্কে পেইজ অপেন হচ্ছে না। "This page isn't available" - দেখাচ্ছে। লিন্কটা ঠিক করে দাও।

আর একটা কথা - সভ্যতা যতই এগিয়ে যাক, বিজ্ঞান যতই নিত্যনূতন আবিস্কার দিক - মানুষকে বইয়ের কাছে আসতেই হবে তার অস্তিত্তের তাগিদে, তার রুটের সন্ধানে। এর ব্যত্যয় নেই।

ভাল থেক শায়মাপি। ধন্যবাদ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৫

অপ্‌সরা বলেছেন: ভালো আছি ভাইয়া।

অনেক অনেক থ্যাংকস!!!!!!


লিংকটা কি হয়েছে জানিনা ।

ঠিক করার চেষ্টা করছি। :(

৩৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৫

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!

৩৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

উম্মে সায়মা বলেছেন: শুভ কামনা ঋদ্ধের জন্য..... :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৫

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস!!! :)

৩৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভকামনা অফুরান
ঋদ্ধের পথচলায়
সৃষ্টি আনন্দে গুঞ্জন
জানি এর পাতায় পাতায় :)

শুভকামনা অনেক অনেক :)

+++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! :)

৩৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ঋদ্ধের পথ উত্তোরোত্তর আরো ঋদ্ধ হোক । :) ঋদ্ধ ২এর লিংক কাজ করছে না ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস লিংক কাজ করানোর ব্যাবস্থা করছি! :)

৩৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১৭/১৮ তারিখে মেলায় জেতে পারি, আগে কিনবো ঋদ্ধ!

এবার ব্লগারদের বইএর স্টিকি পোস্ট কই?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৭

অপ্‌সরা বলেছেন: গুড ভাইয়া!!!!!

থ্যাংক ইউ!!!!!!!


জানিনা কোথায়!!!!!!!!


এবারের ব্লগারদের বই নিয়ে ব্লগ মনে হচ্ছে কিছুই ভাবছে না! :(

৪০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

পার্থ তালুকদার বলেছেন: ঋদ্ধকে স্পর্শ করার অপেক্ষায় আছি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!

৪১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০১

সামিয়া বলেছেন: শুভকামনা আপু

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আপুনিমনি!!!!!!!!!! :)

৪২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

প্রামানিক বলেছেন: অভিনন্দন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!

৪৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা ঋদ্ধর জন্যে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!! :)

৪৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

নস্টালজিক বলেছেন: ঋদ্ধ-র জন্য শুভকামনা থাকলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮

অপ্‌সরা বলেছেন: থ্যাংকস অনেক অনেক!!!!!! :)

৪৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৪৯

মলাসইলমুইনা বলেছেন: বইয়ের একটা রিভিউ কবে হবে ? দ্রুত চাই কিন্তু | বৃতি হক আর শায়মা আপনাদের দুজনকে স্পেশাল শুভেচ্ছা ঋদ্ধ -২ এর মূল ভূমিকার জন্য, আর যাদের লেখা আছে তাদের সবাইকেও |

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯

অপ্‌সরা বলেছেন: আরে রিভিউ তো দেবে তুমি!!!!!!!!!!


তুমি নিজে দেবে আর যাদেরকে এই বই উপহার দেবে না তাদেরকে দিয়েও রিভিউ লেখাবে ওকে ভাইয়া!!!!!!

৪৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৯

অন্তরন্তর বলেছেন: দেশে আছি এখন :) । ইনশাল্লাহ বইটা মেলায় গিয়েই সংগ্রহ করব। শুভ কামনা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!!

আর পড়ে জানাবে কেমন হলো!!!!! :)

৪৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩

সামিয়া বলেছেন: আপু কি কর? এই ফ্রাই ডে আমি মেলায় যাবো। যাবা তুমি? তাইলে দেখা হত, আমি জানি তুমি কি বলবা , বলবা নাআআআ আপুমনি আমার তো কাজ আছে ঐ দিন :) :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭

অপ্‌সরা বলেছেন: হা হা হা কেনো কেনো কেনো বলবো!!!!!!!!

আর ফ্রাইডে তো শিশু প্রহর সেদিন তো শিশুরা যায় তুমি কি শিশু নাকি!!!!!!!!!! B:-)


তবে সত্যিই সেদিন আমার বিয়ে আছে মানে রাতের বেলায় তবে সাজুগুজু করতে করতে করতে করতে আমার তো দিন পেরিয়ে রাত হবে আপুনি!!!!!!!!! :(

যাইহোক এই ফ্রাইডে না হলেও নেক্সট ফ্রাইডে অবশ্য অবশ্য যাবো! আর আমি জানি তুমি তো রোজ রোজই যাবে!!!!!! তোমার বই অবশ্য অবশ্য আনতেই হবে আমাকে...... :)

৪৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

সামিয়া বলেছেন: আমি যাবো কারন এই ফ্রাই ডে আমি ফ্রি আছি, রোজ রোজ যাওয়ার আর ভাগ্য কই নয়টা পাঁচটা অফিস। আর নেক্সট ফ্রাই ডে আমাদের এম বি এ ব্যাচের টুর আছে সেটা মিস করার সম্ভাবনা কম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

অপ্‌সরা বলেছেন: তাইলে তারপরের ফ্রাইডে!!!!!!! :)

৪৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা
আমিতো ভুলবো না তুমি ও ভুলোনা।।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১

অপ্‌সরা বলেছেন: আমি কি তোমাকে ভুলতে পারি সামিয়ামনি!!!!!! :)


যাইহোক তোমার বইটার প্রচ্ছদের চোখ দেখে আমার চোখ বিষয়ক আঁকিবুকি মনে পড়ে গেলো! :)

৫০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২২

সামিয়া বলেছেন: হুম চোখটা তোমার অাঁকা চোখের মতন, আর বোলোনা এখনকার প্রচ্ছদ গ্রাফিক্স দিয়ে নেট থেকে ছবি নিয়ে করে তো তাই কোন স্পেশালিটি নাই। নীল ভাইয় বলল সুন্দর আমারো তাই মনে হলো, তাই প্রথম টেক এই হ্যা বলে দিয়েছিলাম। :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৯

অপ্‌সরা বলেছেন: আমার আঁকা চোখের জন্য না এই চোখ নিয়ে কত কিছু হলো সেটা মনে পড়েছিলো হা হা হা ।


৫১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫

আরইউ বলেছেন: সুন্দর নাম। শুভকামনা রইলো ঋদ্ধ-২ এর সব লেখকেদের প্রতি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৯

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!!!!!!!! :)

৫২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
বইমেলায় গেলে, মনে থাকলে এই বইটা কিনবো ||

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৮

অপ্‌সরা বলেছেন: মনে রাখবা বেবি। ইহা আমাদের ব্লগার ভাইয়া আপুদের বই। না কিনলে কেমনে হবে!

৫৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪

ধ্রুবক আলো বলেছেন: ১৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬ ০
ধ্রুবক আলো বলেছেন: শাহরিয়ার ভাইয়ের ভাইয়ের আমি আছি ।
টাইপ করতে ভুল করেছি :D
বলতে চেয়েছিলাম, শাহরিয়ার ভাইয়ের সাথে আমি আছি :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৮

অপ্‌সরা বলেছেন: হা হা বুঝেছি তুমি কিছু একটা ভুল ভাল করেছিলে ভাইয়া। :)

৫৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

খায়রুল আহসান বলেছেন: ঋদ্ধ বছরে বছরে আরো ঋদ্ধিমান হতে থাকুক, এই কামনা করি। এর একজন অন্যতম সম্পাদক হিসেবে আপনাকে এবং ব্লগার বৃতি কে অভিনন্দন, আপনাদের মত গুণী ব্লগারদের হাতে ঋদ্ধ[/sb উত্তরোত্তর বিকশিত হতে থাকুক!
৮ নং প্রতিমন্তব্যে যা কিছু বলেছেন, এক কথায় চমৎকার! মুগ্ধ হ'লাম আপনার গোছানো প্রতিমন্তব্যে। আর হ্যাঁ, সেই সাথে ১২ নম্বরটাও বেস্টো!!! :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৮

অপ্‌সরা বলেছেন: হা হা কি করবো ভাইয়া?? বিজনভাইয়া তো গোমড়ামুখে শুধু একটার পর একটা নেগেটিভ কমেন্ট করেই যাচ্ছিলেন তাই তো কাষ্টহাসির কেষ্ট কাব্য লিখলাম!!!!! :P


আর অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!!!! ঋদ্ধ নিয়ে একখানা রিভিউ লিখে দিও ভাইয়া।

৫৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট দুজনে দেখা হল তে একটা মন্তব্য রেখে এসেছি। পুরনো বলে হয়তো সেটার খোঁজ পাবেন না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

অপ্‌সরা বলেছেন: দেখেছি ভাইয়া। :)


সেই গানটাও তো দিয়েছিলাম! :) :)


কিন্তু!!!!!!!!!! X(

৫৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

জেন রসি বলেছেন: চমৎকার আয়োজন। তবে পকেট খালি থাকায় এখনো সংগ্রহ করতে পারিনি। ;) সংকলনে আমারো একটা গল্প আছে। সে দিক দিয়ে এ সংকলন নিয়ে আমি বেশী বেশী উৎসাহী। :P




১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৬

অপ্‌সরা বলেছেন: পরে সংগ্রহ করেছিলে তো!!!! :) :) :)

৫৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপু, আশা করি ভালো আছো।

৯ তারিখে বইটি হাতে পাবার আশায় বইমেলায় গিয়েছিলাম। :(

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৬

অপ্‌সরা বলেছেন: শেষ পর্যন্ত কি পেরেছিলে ভাইয়া!!! :)

৫৮| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

উদাসী স্বপ্ন বলেছেন: এখনো ব্লগ সংকলন ছাপানো হয় নাকি? দারুন তো! কত যে পুরোনো স্মৃতি

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

অপ্‌সরা বলেছেন: এটা সেই সংকলন না ভাইয়া!!! ব্যাক্তিগত উদ্যোগের সংকলন ছিলো! আর শুধু সামু ব্লগের ব্লগার না অন্যান্য অনেক ব্লগের ব্লগারেরাই অংশ নিয়েছিলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.