নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক বোষ্টমী যে কৃষ্ণপক্ষের আধাঁরেই সুর বাধেঁ। তার ইচ্ছা কোন এক শুক্লাদ্বাদশীর দিন চাদেঁর আলোয় সে সুর বাধঁবে... সেই সুরের মূর্ছনায় কারো চোখ ভিজে আসবে...। তবে বোষ্টমীর সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায়.... কারণ শুক্লপক্ষে যে কৃষ্ণপক্ষের বোষ্টমীর সুর বাধাঁ বারণ।

কৃষ্ণপক্ষের বোষ্টমী

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো কিন্তু সেই বোষ্টুমী আর এলো না পঁচিশ বছর প্রতিক্ষায় আছি। কেউ কথা রাখেনি- সুনীল গঙ্গোপাধ্যায়

কৃষ্ণপক্ষের বোষ্টমী › বিস্তারিত পোস্টঃ

এক ভালোবাসা কিনিবার গল্প

০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:০২

এক সময় ঢাকায় রাস্তায় ভালোবাসা কিনিতে পাওয়া যাইতো, সন্ধ্যার পরে বেরোলেই "আপা, বেলী ফুলের মালা, মাত্র ১০টাকা" বলিয়া অলিতে গলিতে তাহারা ভালোবাসা বেচিঁয়া ফিরিতো, কেউ সেই ভালোবাসা কিনিয়া জড়াইয়া দিতো প্রেয়সীর খোপাঁয়, কেউবা গলায় পরাইয়া ভালোবাসায় বাধিঁয়া ফেলিতো, আবার কেউবা সেই ভালোবাসার সুঘ্রাণ হাতে জড়াইয়া বাড়ি ফিরিতো। কেউবা শহরের ল্যাম্পপোস্টের নিয়ন আলোতে দাড়াঁইয়া সাদা ভালোবাসার দামাদামি করিতো, "শুনো, যদি কম রাখো তবে ৬টা নিব, ৫০ টাকায় দিবা?" এই দর কষাকষিতেও কোন প্রিয়তমার জন্য ভালোবাসার দর্শন মিলিতো।

আজ, শহরের অলিতে গলিতে সেই ভালোবাসার দেখা মিলে না। কিজানি, শহরের চাকচিক্য আর বড় বড় অট্টালিকার ভিড়ে সেই ভালোবাসাগুলো হয়তো বা মরিয়া গিয়াছে!!


ছবি: গুগল

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২২ দুপুর ১২:৩০

গেঁয়ো ভূত বলেছেন: ঢাকায় টাকার বিনিময়ে ভাল বাসা পাইলেও পাইতে পারেন, তবে ভালবাসা মনে হয় নির্বাসনে গিয়েছে ।

০৪ ঠা মে, ২০২২ দুপুর ২:০৬

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: ঢাকার অলিগলি আজ বিষাক্ত প্রেমেতে ভরপুর....এজন্য পুরনো ভালোবাসা আজ নির্বাসিত

২| ০৪ ঠা মে, ২০২২ রাত ৮:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ ব্লগিং।

০৪ ঠা মে, ২০২২ রাত ৮:২৮

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: ধন্যবাদ।

৩| ০৪ ঠা মে, ২০২২ রাত ৮:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: এক ভালোবাসার গল্প কিনিবার ও আপনার নিকের প্রাসঙ্গিকতা পড়লাম। বেশ ভালো লাগলো।

০৪ ঠা মে, ২০২২ রাত ৮:৩১

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: ধন্যবাদ। এই কাঠখোট্টা চিলেকোঠার শহরে ভালোবাসার গল্প কিনিবার পারলে কহিবেন, আমিও কিঞ্চিৎ কিনিবার প্রয়াস করিব।

৪| ০৬ ই মে, ২০২২ সকাল ১০:২১

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

আপনার নিকটি খুব সুন্দর হয়েছে।

শুভকামনা রইল।
শুভব্লগিং।

০৬ ই মে, ২০২২ বিকাল ৩:৪৮

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: এখানে সবার এত আন্তরিকতার বিপরীতে আমি কি লিখব খুঁজে পাইনা। পুনশ্চঃ ধন্যবাদ।

৫| ২২ শে জুন, ২০২২ সকাল ৯:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: সেই সময়গুলো আমারও মনে পড়ে। তেমন সৌভাগ্য না হইলেও কিছুটা দুর্ভাগ্য কপালে জুটিয়াছে বৈ কি! তবে খাঁটি ভালোবাসা খুঁজিতে গিয়া, ভালোবাসা নামক জিনিসটাই যে আসলে সোনার হরিণ সেটা অনুধাবন করিবার মত বিড়ম্বনা আর নাই - শুভ ব্লগিং।

২২ শে জুন, ২০২২ সকাল ১১:৪৭

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: ভালোবাসা আর ভালো বাসা দুটোই আজকাল পাওয়া কঠিন।

ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.