নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক বোষ্টমী যে কৃষ্ণপক্ষের আধাঁরেই সুর বাধেঁ। তার ইচ্ছা কোন এক শুক্লাদ্বাদশীর দিন চাদেঁর আলোয় সে সুর বাধঁবে... সেই সুরের মূর্ছনায় কারো চোখ ভিজে আসবে...। তবে বোষ্টমীর সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায়.... কারণ শুক্লপক্ষে যে কৃষ্ণপক্ষের বোষ্টমীর সুর বাধাঁ বারণ।

কৃষ্ণপক্ষের বোষ্টমী

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো কিন্তু সেই বোষ্টুমী আর এলো না পঁচিশ বছর প্রতিক্ষায় আছি। কেউ কথা রাখেনি- সুনীল গঙ্গোপাধ্যায়

কৃষ্ণপক্ষের বোষ্টমী › বিস্তারিত পোস্টঃ

আড়ালে আবডালে..

০৪ ঠা মে, ২০২২ বিকাল ৫:৫৩

কেহ কহিয়াছিল, সুন্দরকে তো সবাই ভালোবাসিতে পারে। অসুন্দরকে ভালোবাসিতে নাকি দম লাগে!

শুনিয়া কিঞ্চিৎ স্মিত হাসি হাসিয়াছিলাম। অসুন্দর?? সে আবার কি?? স্রষ্টার প্রতিটি সৃষ্টিই তো সুন্দর! আর যে সৃষ্টিরে অসুন্দর ভাবিল সে আর তারে কিই বা ভালোবাসিবে?? ইহা তো ভালোবাসার নাম করিয়া তারে নিচু করিয়া রাখার কৌশল মাত্র!!

যে তোমারে অসুন্দর ভাবিয়া ভালোবাসিলো সে তোমারে কখনও ভালোই বাসিতে পারেনাই। ভালোবাসায় কখনও সুন্দর অসুন্দর হয়না।
ছবি: গুগল

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২২ সন্ধ্যা ৭:০২

ইসিয়াক বলেছেন: ভালোবাসা আসে মন থেকে।

২| ০৪ ঠা মে, ২০২২ সন্ধ্যা ৭:০৩

ইসিয়াক বলেছেন: লিখতে থাকুন। অন্যের পোস্ট পড়েও মন্তব্য করুন।
সামহোয়্যারইন ব্লগে আপনার পদযাত্রা দীর্ঘ হোক।
শুভকামনা রইলো।

০৪ ঠা মে, ২০২২ সন্ধ্যা ৭:১৬

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: ভালোবাসা আজ হারাই হারাই..... মনকে আজ কোথা খুঁজে পাই!!

ধন্যবাদ।

৩| ০৪ ঠা মে, ২০২২ রাত ৮:১০

পদাতিক চৌধুরি বলেছেন: লেখাগুলোকে আরও একটু বড় করে দিন। অবশ্য পরামর্শ হিসেবে বললাম।প্লিজ অন্যভাবে নেবেন না।
শুভকামনা আপনাকে।

০৪ ঠা মে, ২০২২ রাত ৮:২৬

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: অবশ্যই চেষ্টা করব। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

৪| ২২ শে জুন, ২০২২ সকাল ৯:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: যাহা কারো কাছে অসুন্দর তাহাই অন্য কারো নিকট দেব/দেবীতূল্য মনে হইলেও অবাক হইবার মতো কিছু নাই, ব্যক্তি বিশেষে এই ছোট্ট কথাটি বুঝিতেও এক জনমও কখনো কখনো নিতান্তই ছোট সময় মনে হইতে পারে।

২২ শে জুন, ২০২২ সকাল ১১:৪৯

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: তা ঠিক। তবে যে ভালোবাসিলো, আবার অসুন্দরও কহিল। সে কি তবে ভালোবাসিতে পারিয়াছিল??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.