নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক বোষ্টমী যে কৃষ্ণপক্ষের আধাঁরেই সুর বাধেঁ। তার ইচ্ছা কোন এক শুক্লাদ্বাদশীর দিন চাদেঁর আলোয় সে সুর বাধঁবে... সেই সুরের মূর্ছনায় কারো চোখ ভিজে আসবে...। তবে বোষ্টমীর সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায়.... কারণ শুক্লপক্ষে যে কৃষ্ণপক্ষের বোষ্টমীর সুর বাধাঁ বারণ।

কৃষ্ণপক্ষের বোষ্টমী

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো কিন্তু সেই বোষ্টুমী আর এলো না পঁচিশ বছর প্রতিক্ষায় আছি। কেউ কথা রাখেনি- সুনীল গঙ্গোপাধ্যায়

কৃষ্ণপক্ষের বোষ্টমী › বিস্তারিত পোস্টঃ

এই মেয়ে, ফুল নিবা??

২৮ শে মে, ২০২২ দুপুর ২:২৭

একবার হঠাৎই এক বিরানভূমিতে দৃষ্টি পড়িল, যেথায় ফুলে ফলে উপচে পড়িবার কথা ছিল। জমি তখন অবধি উর্বরই ছিল, তবে অবহেলায়- অযতনে তা পাথুরে জমিতে পরিণত হইয়াছিল বটে।

সেই পাথরে কিঞ্চিৎ ফুল ফুটাইবার প্রয়াস করিয়াছিলাম। হোক সে দুর্বা কিংবা ঘাসফুল কিংবা ক্যাকটাস।

অবাক বিস্ময়ে দেখিলাম, সেই বিরানভূমি আর পাথুরে জমি নাই। আকাশে বিস্তর মেঘ জমিয়াছিল, এক পশলা বৃষ্টিতে একগুচ্ছ কদম বৃষ্টিস্নান করিবার পর এক চিলতে রোদে তাকাইয়া দেখি, জমিতে অজস্র সূর্যমুখী ফুটিয়াছে। আর আমার দিকে চাহিয়া কহিতেছে, এই মেয়ে, ফুল নিবা??




ছবি: গুগল

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২২ বিকাল ৪:৩৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তারপর?

২৮ শে মে, ২০২২ রাত ৯:৫৭

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: লেখক তারপরের অংশ পাঠকের জন্য রেখে দিয়েছে। পাঠক যেভাবে ভাববেন, পরের অংশ তাই হতে পারে।

২| ২৮ শে মে, ২০২২ বিকাল ৪:৩৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ইচ্ছা গুলো হয়তো এভাবে পূরণ হয়।

২৮ শে মে, ২০২২ রাত ৯:৫৯

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: সব ইচ্ছায় রঙ ধরে না.… যেগুলোতে রঙ ধরে, সেগুলো সুন্দর হয়।

৩| ২৮ শে মে, ২০২২ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: আপনি কি কিছ বলতে চাচ্ছেন?

২৮ শে মে, ২০২২ রাত ১০:০১

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: আমি তো কত কিছুই বলি বা বলতে চাই, পাঠক কিভাবে কোন এঙ্গেলে নিচ্ছে সেটা পাঠক মন জানে। লেখক মন তার ব্যাপারে অজ্ঞাত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.