নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক বোষ্টমী যে কৃষ্ণপক্ষের আধাঁরেই সুর বাধেঁ। তার ইচ্ছা কোন এক শুক্লাদ্বাদশীর দিন চাদেঁর আলোয় সে সুর বাধঁবে... সেই সুরের মূর্ছনায় কারো চোখ ভিজে আসবে...। তবে বোষ্টমীর সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায়.... কারণ শুক্লপক্ষে যে কৃষ্ণপক্ষের বোষ্টমীর সুর বাধাঁ বারণ।

কৃষ্ণপক্ষের বোষ্টমী

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো কিন্তু সেই বোষ্টুমী আর এলো না পঁচিশ বছর প্রতিক্ষায় আছি। কেউ কথা রাখেনি- সুনীল গঙ্গোপাধ্যায়

কৃষ্ণপক্ষের বোষ্টমী › বিস্তারিত পোস্টঃ

সে জানে না নাকি তার জানার দরকার নেই??

০৩ রা জুন, ২০২২ রাত ৯:৪৩

দুজনে পাশাপাশি বেঞ্চিটায় গিয়ে বসলাম। পাশাপাশি বসেও আমাদের মধ্যে যোজন যোজন দূরত্ব এসে ভিড় জমালো। দুজনেই চুপ ছিলাম। হয়ত দুজনেই কি দিয়ে শুরু করব বুঝতে পারছিলাম না। অথবা তার কোন কথা বলার ছিল না। দুটোই হতে পারে। অকস্মাৎ সে বলে উঠল, এখন ঝুম বৃষ্টি নামলে খুব ভালো লাগতো।

আচ্ছা, সে কি জানে পাশে বসা মানুষটির মনে ঝুম বৃষ্টি হচ্ছে??
আর সেই বৃষ্টিতে মানুষটি ভিজে চুপসে যাচ্ছে।

সে সম্ভবত জানে না। কিংবা তার জানার দরকার নেই।



ছবি: গুগল মামা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২২ রাত ১:৩৪

রাজীব নুর বলেছেন: আপনি আসলে কি বলতে চাচ্ছেন?

০৪ ঠা জুন, ২০২২ রাত ১:৫২

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: পাঠক কি বুঝেছে সেটা তো লেখকের অজানা। আমার যা বলার, তা তো বলেই দিয়েছি। পাঠকের ব্যাপারটা ধরতে পারছি না।

২| ০৪ ঠা জুন, ২০২২ রাত ১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হয়তো বা!
আবার নাও হতে পারে।
মানুষের মন বোঝা ভার।

০৪ ঠা জুন, ২০২২ রাত ১:৫৪

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: পৃথিবীর সবচেয়ে সরল বস্তু হচ্ছে মানুষের মন। আবার সবচেয়ে দুর্বোধ্য বস্তুও মানুষের মনই। দুটোই হয়, আবার দূটোই হয়না। কি যে করি, কোথায় যাই, উত্তর খুঁজে না পাই!

৩| ০৪ ঠা জুন, ২০২২ দুপুর ১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ব্লগে আরো একটু বড় লেখা আশাকরে পাঠকেরা।
ফেসবুকের জন্য ঠিক আছে।

০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:৩৭

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: আমি চেষ্টা করছি। লেখাগুলো কেমন যেন অল্পতে এসেই শেষ হয়ে যায়। পরে হাজার চেষ্টা করলেও এক লাইনও বের করতে পারি না।

পাঠকদের বারবার আশাহত করছি। এজন্য আন্তরিকভাবে দুঃখিত।

৪| ০৫ ই জুন, ২০২২ ভোর ৫:১৯

বেবিফেস বলেছেন: পাঠকদের বারবার আশাহত করছি। এজন্য আন্তরিকভাবে দুঃখিত

দুঃখিত হবার দরকার নেই, চেষ্টা করতে করতে হয়ে যাবে।

০৫ ই জুন, ২০২২ সকাল ৯:৪৬

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: ধন্যবাদ বেবিফেস। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.