![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো কিন্তু সেই বোষ্টুমী আর এলো না পঁচিশ বছর প্রতিক্ষায় আছি। কেউ কথা রাখেনি- সুনীল গঙ্গোপাধ্যায়
এরা আসলে কি চায়? এইযে ধর্মের আর শালীনতার দোহাই দিয়ে ধর্ষণকে যারা হালাল করতে চায় তারা দ্বিতীয় মাত্রার ধর্ষক। সময় সুযোগ পেলে এরাও উল্লাসে ধর্ষণযজ্ঞে শামিল হবে।
এইযে এই মনমানসিকতার সো কলড ধার্মিক মানুষ, যাদের ওড়নার ভাঁজে সামান্য বুক দেখলে, শাড়ি পড়া মেয়ের কোমর পিঠ দেখলে আর বোরকার শেপ দেখলে যাদের চেতনাদণ্ড দাঁড়িয়ে যায়, তাদের ধর্মে কি পরনারীকে ধর্ষণ করা জায়েজ বলে? নাকি ধর্মে বলছে যেসব নারীর শরীর দেখা যায় তাদের শাস্তিস্বরূপ ধর্ষণ করে দাও??
ধর্ষণকে আদিমকাল থেকেই পুরুষতান্ত্রিক সমাজ নিজের পৈশাচিক শক্তি দেখিয়ে নিজের আধিপত্য বিস্তার করা এবং মেয়েদের ভীতসন্ত্রস্ত করার একটা অস্ত্র হিসেবে ব্যাবহার করে আসছে। এইযে ধর্মের আর শালীনতার দোহাই, এসব বাহানা মাত্র। ২ বছরের বাচ্চা থেকে ৫০ উর্ধ্ব নারী ধর্ষণের লিস্টের আওতাভুক্ত। এজন্য পোশাকের দোহাই দেয়া বাদ দেন।
ধর্ষণ একটা জঘন্যতম অপরাধ, এর পক্ষে কোন জাস্টিফিকেশন নাই। একটা মেয়ে ছোট পোশাক পড়ছে, মেয়ে রাতবিরাতে বাইরে ঘুরতেছে, মেয়ে অফিস করতেছে, মেয়ে গান গাচ্ছে, নাচতেছে, মেয়ের কোমর বুক দেখা যাচ্ছে, মেয়ে বাসে ট্রামে চড়তেছে - একটা মেয়ে যাই ই করুক, সে যেই ধর্মেরই হোক, যেই বয়সেরই হোক, তারে ধর্ষণ করে শাস্তি দেয়ার বা সে ইচ্ছা পোষণ করার বা ধর্ষণের পক্ষে জাস্টিফিকেশান দেয়ার কোন অধিকার পৃথিবীতে কোন ধর্মই আপনাকে দেয়নাই। আপনি যেমন মানুষ, মেয়েরাও মানুষ।
আপনারা যাদের সামান্য পোশাকের ফাঁকফোকর দিয়ে শরীর দেখে চেতনাদন্ড দাঁড়িয়ে যায়, আপনারা পশু। খাঁচায় আপনাদের বন্দী করে তিনবেলা খাওন দেয়া উচিত, মেয়েদের না। আপনার সিক, আপনাদের চিকিৎসা দরকার। একজন সুস্থ চিন্তাভাবনার পুরুষ মানুষ যতই উত্তেজিত বোধ করুক, তারা কখনই একটা মেয়েকে একা পেয়ে ধর্ষণের কথা ভাববে না, ট্রাস্ট মি।
স্ক্রিনশট টা একটা ধর্ষণের খবরের কমেন্ট বক্স থেকে নেয়া। এসব মানুষ চায় এরাই শুধুমাত্র দুনিয়াতে বিচরণ করুক, তারপর দিনশেষে ৪ টা বউ আর ১০০ টা বাঁদিকে নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো বলবে, তোমরা সবাই লাইনে দাঁড়াও, ম্যা তুমহারে সাথ *** করনা চাতাহু।
ইউ কান্ট জাস্টিফাই রেপ, বাই এনি লজিক অর বাই এনি রিলিজন। লাউড এন্ড ক্লিয়ার।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২১
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: বোরকার প্রচারণা করে লাভ কি? বোরকা যারা পড়ে তারা তো ধর্ষণ থেকে বাঁচতেছে এমন দেখা যাচ্ছে না।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২২
কু-ক-রা বলেছেন: উহা (কৃষ্ণপক্ষের বোষ্টমী) ধর্ষন বিরোধী লেখা লিখিয়াছে নাকি পর্দা বিরোধী লেখা লিখিয়াছে?
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৮
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: সব ধর্মে তো পর্দা নাই, তাহলে বেপর্দা নারীদের কি ধর্ষণ করবেন নাকি? নিজের ধর্মে তো পরনারীর দিকে তাকাইতে বলে নাই, ওইটা মানেন না কেন?
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৬
কাঁউটাল বলেছেন:
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৯
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: ওকে। দেখলাম। তো?? এরজন্য কি ব্যাবস্থা নেয়া যেতে পারে? রেপ করে রাস্তায় ফেলে রাখব?
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৮
এ পথের পথিক বলেছেন: আমি কোন ধর্ষকের পক্ষে নই আমি চাই ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদন্ড লাইভ টেলিভিশনে প্রচার করা হোক । আর আমি উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানোর নেড়ীদের পক্ষেও না, যারা রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় তারা নিজেকে অত্যাধুনিক বলে দাবি করলেও তারা নিচু জাতের ।
আবার আমি সে দলের পক্ষেও না যারা নিজের চোখকে হেফাজত না করে নারীদের দোষ দেয় । আগে নিজের চোখকে হেফাজত ।
ইসলামে নারী ও পুরুষের উভয়ের পর্দার কথা উল্লেখ আছে এসব বলা মানে এই না যে আমি ধর্ষোকের পক্ষে বলছি ।
পর্দা ও শালীনতার পক্ষে আসুন বিপক্ষে না ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৫
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: বাংলাদেশের সবাই তো ইসলাম ধর্মের না। সবাই ধর্ম ঠিকঠাক পালনও করে না। ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মে শাড়ির ভাঁজে কোমর দেখা গেলে পাপও হয়না। সেক্ষেত্রে অন্য ধর্মের বেপর্দা নারীদের কি করবেন? ইসলাম তো কাউকে জোর করতে অনুমতি দেয়নাই। আপনি আপনার ধর্ম পালন করেন, সেটা আমি শ্রদ্ধা করি। কিন্তু এইযে পর্দা করেনাই এজন্য রেপড হইছে, সন্ধ্যায় বের হইছিল এজন্য রেপড হইছে এইসব অজুহাত দেয়া বাদ দেন সেটা বলছি। পর্দা বা ধর্মপালনের সাথে রেপের কোন সম্পর্ক নাই। তা না হলে বাচ্চারা রেপড হইতো না।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩২
নতুন বলেছেন: এই পোস্টেই যারা নারীদের কালো কাপড়ে না থাকলে ধর্ষিত হয়েছে বলে বিশ্বাস করে তেমন পুরুষদের দেখা পাবেন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৮
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: কথা সত্য। তারা নিজেদের কন্ট্রোল করতে পারে না, এজন্য মেয়েদের খাচাঁয় আটকে রাখো, ওদের বের হওয়া বন্ধ করে দাও, কয়েকটাকে রেপ করে ভীতির সৃষ্টি করো, সেলুকাসের দুনিয়া! নিজেদের চিত্ত এতো দুর্বল সেটা স্বীকার করতে হেডামে লাগে আর কি!
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৪
নতুন বলেছেন: লেখক বলেছেন: বোরকার প্রচারণা করে লাভ কি? বোরকা যারা পড়ে তারা তো ধর্ষণ থেকে বাঁচতেছে এমন দেখা যাচ্ছে না।
নারী- স্ত্রীকে নিয়ন্ত্রনের জন্য সকল পর্দা, স্বামীর আনুগত্যে, দোজখে নারীর সংখ্যা বেশি সম্পর্কে হাদিস আর বিভিন্ন কিতাবের আলোচনা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫২
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: আর স্বামীর জন্য ৪ টা বিয়ে, ১০০ টা বাঁদি, ৭০ টা হুর, স্বামীর কল্যাণে শাখা সিদুঁর, দীর্ঘায়ু কামনায় কারওয়াচথ, শিবের মতোন স্বামী পাওয়ার জন্য শিবরাত্রির উপবাস আরও কত কি!!
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩১
নতুন বলেছেন: আগে হিন্দুদের স্বতীদাহের মতন প্রথা ছিলো।
Historian Anant Sadashiv Altekar estimates that up to 100,000 women may have been burned across India over centuries.
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৪
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: হুম। সময়ের সাথে সাথে সেগুলোও বন্ধ হয়েছে বা বন্ধ করার চেষ্টা করা হয়েছে বলা যায়। সেটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য হিতকরই হয়েছে বলা যায়।
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
এ পথের পথিক বলেছেন: ধর্ম পালন/পোশাক/শালীনতা/পর্দার সাথে ধর্ষনের অবশ্যি সম্পর্ক আছে । পর্দা বলতে শুধু নারীর শালিন পোশাক পরা না, পুরুষেরও পর্দা আছে ।
রিপ্লাই যা দিয়েছেন তা কমেন্টের সাথে যথপোযুক্ত মনে হয় নি । আপনি কমেন্ট আবার পড়েন ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৯
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: ঠিক আছে ভাই, আপনি যা বলছেন তাই। আপনার ঠিক নিয়ে আপনি থাকেন, তাতে আমার কিছু আসে যায় না। ধন্যবাদ।
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৯
নতুন বলেছেন: এ পথের পথিক বলেছেন: ধর্ম পালন/পোশাক/শালীনতা/পর্দার সাথে ধর্ষনের অবশ্যি সম্পর্ক আছে ।
এটা ভূল ধারনা।
ধর্ষণ একটি অপরাধ, এর সাথে পোশাক বা ধর্মের কোনো সম্পর্ক নেই; এটি অপরাধীর মানসিকতা ও সামাজিক ব্যবস্থার ব্যর্থতা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১২
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: উনি এটা মানতে নারাজ। অন্ধকে পথ দেখানো সম্ভব, যে চোখ থাকতেও অন্ধ সেজে থাকে তাকে পথ দেখানো সম্ভব না।
১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
এ পথের পথিক বলেছেন: আপনি এবং নতুন যেভাবে "ধর্ম পালন/পোশাক/শালীনতা/পর্দার সাথে ধর্ষনের সাথে সম্পর্ক " তৈরি করতে চাচ্ছেন আর আমি যেভাবে উপস্থাপন করতে চাচ্ছি হয়ত আমি বুঝাতে ব্যর্থ ।
প্রথমত ধর্ষনের শাস্তি যদি পাবলিক প্লেসে দেয়া হয় শরিয়া মোতাবেক তাইলে পরের দিন থেকে কতটা ধর্ষন হয় কাউন্ট কইরেন । আপাতত আর কিছু বলতে চাচ্ছি না, আপনাদের মতে আমি অন্ধ আচ্ছা অন্ধত্ব নিয়েই থাকলাম । তবে আশার দিক হচ্ছে ভবিষ্যতে এ বাংলাদেশে শরিয়া আইন কয়েম হবে ইনশাআল্লাহ্, শরিয়া মোতাবেক ধর্ষকের শাস্তি হলে তারপর কাউন্ট কইরেন কয়টা হয় ।
সালাম ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১৮
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: শরীয়াহ আইন হইলে অন্যান্য ধর্মাবলম্বীদের কি পর্দা করতে বাধ্য করবেন??? নাকি সবাইকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করবেন?? আমি জানতে ইচ্ছুক।
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১০
নতুন বলেছেন: তবে আশার দিক হচ্ছে ভবিষ্যতে এ বাংলাদেশে শরিয়া আইন কয়েম হবে ইনশাআল্লাহ্, শরিয়া মোতাবেক ধর্ষকের শাস্তি হলে তারপর কাউন্ট কইরেন কয়টা হয় ।
শরিয়া আইন বাংলাদেশে কখনোই আসবেনা।
তবে আসতেও পারে, পশ্চিমা দশে বিজ্ঞানের চর্চা বাড়ছে। তারা মঙ্গলে যাবার জন্য রকেট বানাচ্ছে। আর আমাদের দেশে ওয়াজবাজ হুজুরেরা হেলিকপ্টারে চড়ে ওয়াজ করতে আসে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১৯
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: তারপর ১ ঘন্টা ওয়াজ করে। তারমধ্যে সমালোচনা করে আধাঘন্টা, আর বিদায়কালে লাখ টাকা নিয়ে চলে যায়।
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩২
নতুন বলেছেন: এ পথের পথিক বলেছেন: <<<<<<< প্রথমত ধর্ষনের শাস্তি যদি পাবলিক প্লেসে দেয়া হয় শরিয়া মোতাবেক তাইলে পরের দিন থেকে কতটা ধর্ষন হয় কাউন্ট কইরেন । আপাতত আর কিছু বলতে চাচ্ছি না, আপনাদের মতে আমি অন্ধ আচ্ছা অন্ধত্ব নিয়েই থাকলাম । তবে আশার দিক হচ্ছে ভবিষ্যতে এ বাংলাদেশে শরিয়া আইন কয়েম হবে ইনশাআল্লাহ্, শরিয়া মোতাবেক ধর্ষকের শাস্তি হলে তারপর কাউন্ট কইরেন কয়টা হয় ।
শরিয়া মোতাবেক ধর্ষন হয়েছে সেটা প্রমান করতে কি কি লাগে সেটা জানেন? জানেন কখন ধর্ষকের সাজা প্রকাশ্যে মৃত্যুদন্ড হয়?
১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৭
এ পথের পথিক বলেছেন: নতুন আপনার সাথে আমি কথা বলতে আগ্রহী নই ।
লেখক বলেছেন: শরীয়াহ আইন হইলে অন্যান্য ধর্মাবলম্বীদের কি পর্দা করতে বাধ্য করবেন??? নাকি সবাইকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করবেন?? আমি জানতে ইচ্ছুক।
উত্তরঃ না । কাউকে কোন বিষয়ে বাধ্য করা হবে না । যে যার ধর্ম নিজ ইচ্ছা মত পালন করতে পারবে ইনশাআল্লাহ্ ।
তাদের কেউ ল্যাংটা হয়ে চলাফেরা করে তাহলে তাকে কাপড় পরানোর ব্যবস্থা করা হবে ।
১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৫
কামাল১৮ বলেছেন: ধর্ষণের সংজ্ঞা কি?
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৩
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সনের ৮ নং আইন অনুযায়ী, যদি কোন পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ষোল বৎসরের অধিক বয়সের কোন নারীর সহিত তাহার সম্মতি ব্যতিরেকে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তাহার সম্মতি আদায় করিয়া, অথবা ষোল বৎসরের কম বয়সের কোন নারীর সহিত তাহার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরেকে যৌন সঙ্গম করেন, তাহা হইলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন।
১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৮
Rhys বলেছেন: পোস্টটি একদিকে ধর্ষণকে নিন্দা করলেও, অন্যদিকে কিছু বিশেষ শব্দচয়ন ও তুলনার মাধ্যমে একটি নির্দিষ্ট ধর্ম বা বিশ্বাসী ব্যক্তিদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। ধর্ষণ একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক সমস্যা, যা পুরুষতান্ত্রিকতা, ক্ষমতার অপব্যবহার, ও নৈতিক অবক্ষয়ের সঙ্গে যুক্ত। একে ধর্মের দোহাই দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা যেমন ভুল, তেমনি ধর্ষকদের একটি নির্দিষ্ট ধর্মের অনুসারী হিসেবে চিত্রায়িত করাও সমস্যাজনক।
ধর্ষণকে সামাজিক ও আইনি দৃষ্টিকোণ থেকে মোকাবিলা করা উচিত, ধর্মীয় ভিত্তিতে নয়। পোস্টের বক্তব্য যৌক্তিক হতো যদি এটি ধর্ষকদের বিরুদ্ধে অবস্থান নিতো, কিন্তু সেটাকে ধর্মের সাথে জুড়ে দেওয়ায় এটি পক্ষপাতদুষ্ট মনে হচ্ছে। সমাজের সমস্যাগুলোকে চিহ্নিত করা দরকার, কিন্তু সেটার সমাধান বিভাজন সৃষ্টি করে সম্ভব নয়।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩১
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: আপনার যদি পোস্টটি পড়ে কোন নির্দিষ্ট ধর্ম বা ধর্মাবলম্বীদের কোনঠাসা করা হয়েছে বলে মনে হয় তাহলে আমি লেখক হিসেবে দুঃখিত। আমার লেখনীর মূল বক্তব্য ছিল ধর্ষণের সাথে পোশাক, ধর্ম, বর্ণ কিংবা শালীনতার কোন সম্পর্ক নেই। ধর্ষণ একটি জঘন্য অপরাধ। এর কোন জাস্টিফিকেশান নেই। কেউ অশালীন ড্রেস পড়ছে বলে রেপড হয়েছে এটি ধর্ষণের মতোন অপরাধকে মদদ দেয়।
১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৯
সাইফুলসাইফসাই বলেছেন: শালীন ভাবে চললেও ধর্ষণ হয় তাহলে ল্যাংটা চললে কী হবে ভাবা চায়।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৫
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: ল্যাংটা হয়ে চললে কি শাস্তি হিসেবে রেপ করার বৈধতা দেয়া হয়েছে?
১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৩
কামাল১৮ বলেছেন: সম্মতিতে দুই জন মিলিত হলে তখন সেটা কি হবে।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৭
নতুন বলেছেন: সমাজে পুরুষের ব্যার্থতা ঢাকতে নারীদের ঢেকে রাখার চেস্টা বাকিদের।
যখন সমাজে রাস্তায় কোন নারীকে উতক্ত করলে সমাজের পুরুষেরা ঐ বখাটেতের সাজা দিতে পারেনা তখন নারীদের ঢেকে রাখতে বোরকার প্রচারনা বাড়ায়।