![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো কিন্তু সেই বোষ্টুমী আর এলো না পঁচিশ বছর প্রতিক্ষায় আছি। কেউ কথা রাখেনি- সুনীল গঙ্গোপাধ্যায়
একটি অজ্ঞাত লাশ।
একটি নারীর মৃতদেহ।
দেহটি অর্ধনগ্ন।
দুই পা দুই হাত দুইদিক ছড়ানো।
পায়জামা হাঁটুর নিচে নামানো।
জামা মাঝ বরবার ছিঁড়ে ফেলেছে।
নগ্নতা ঢাকতেই উপরে কিছু কাপড় দিয়ে মৃতার ছবিটি তোলা হয়েছিল।
তার নিচে হয়ত দেখা যেতো কিছু খুবলে খাওয়া মাংস, কয়েকশ আচঁড়, কয়েক ছোপ রক্ত।
নাম না জানা একজন নারী। একজন ধর্ষিতা।
আর কতগুলো নারী রেপড হইলে আপনারা মেয়েদের পোশাক, মেয়েদের চলাফেরার দোষ দিবেন বলেন তো?? সংখ্যাটা ঠিক কত হইলে আপনারা স্যাটিস্ফাই হবেন??
আপনারা কেন সোজাসুজি বলতে পারেন না যে ধর্ষণ একটি জঘন্য অপরাধ?? কেন আপনাদের মেয়েদের উপর দোষ চাপানো লাগে?? এইযে রাস্তায় এভাবে অর্ধনগ্ন হয়ে মরে পড়ে আছে মেয়েটি, ওর কোন দোষ ছিলনা। ওর একমাত্র দোষ যে ও একজন নারী। এই একটা পাপই ওর মরার জন্য যথেষ্ট ছিল বলে মনে হয় আপনাদের??
আমার আপনার মা, বোন,মেয়ে, বউ, ভাবী, চাচী, মামী নানান সম্পর্কের নারী রয়েছে। কাল তাদের ক্ষেত্রেও এমন কিছু হলে পোশাক আর চলাফেরার দোষ দিয়ে নিজেকে স্বান্তনা দিতে পারবেন তো??
০৪ ঠা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: এটাই আমরা কয়জন স্বীকার করি বলেনতো? আমরা বলি মেয়েটা ভালো ছিল না, পোশাক ঠিক ছিল না, রাতবেরাতে বাইরে যাইতো। সুস্থ স্বাভাবিক একজন মানুষ কখনও একজন মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করতে করতে মেরে ফেলতে পারবে না এই সহজ সরল কথাটি সবাই বুঝতে চায়না!
২| ০৪ ঠা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬
কৃষ্ণের মুরলী বলেছেন: বোরকা পরা মেয়েরাও ধর্ষণের শিকার হয়। ধর্ষকের মৃত্যুদণ্ড হওয়া উচিত।
০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ৮:২৯
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: বাংলাদে্শে ধর্ষণ ও ধর্ষক বিষয়ক আইন সংস্কারের প্রয়োজন। ধর্ষিতার পরিচয়, ছবি প্রকাশের চেয়ে ধর্ষকের বিশদ বিবরণ দেয়া উচিত। কিন্তু আমরা হরহামেশাই উলটো চিত্র দেখি। ইহা দুঃখজনক।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬
নতুন বলেছেন: আর কতগুলো নারী রেপড হইলে আপনারা মেয়েদের পোশাক, মেয়েদের চলাফেরার দোষ দিবেন বলেন তো?? সংখ্যাটা ঠিক কত হইলে আপনারা স্যাটিস্ফাই হবেন??
যারা মেয়েদের পোশাকের দোষ দেয় তারা ধর্ষন কেন করে সেটা বোঝে না।
এটি মূলত ক্ষমতার অপব্যবহার, বিকৃত মানসিকতা, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের ফলে ঘটে।