নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধাঞ্জলি ( ইমন জুবায়ের ভাইকে উৎসর্গ করে)

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

অস্তিম সূর্যটা ডুবে গেছে
আর রাত ভেদ করে সকালে সূর্য তার উঠবেনা
রৌদ্দ্রজ্জল দিনের মত
আর জ্বল জ্বল করবেনা সে।
চারপাশ শুধু নিরবতা
কিসের যেন হাহাকার
কি নেই যেন!
সবার বুকের ভেতর একটা গভীর ক্ষত
এ ক্ষত পূরন হবার নয়
যারা প্রিয়জন
তাদের অশ্রুজলে
তুমি আজ সিক্ত।
কেউ ভাবেনি - হঠাৎ এভাবে
না ফেরার দেশে
তুমি যাবে চলে
কেউ ভাবেনি -এমন করে
চুপটি করে ঘুমিয়ে যাবে,
কেউ ভাবেনি
কাল যে তাজা প্রাণ
আজ সে প্রাণহীন নিথর লাশ হয়ে যাবে।
কেমন বিষাদময় চারপাশ সকলি
তোমার তরে রইল তাই সবার
গভীর-শ্রদ্ধাঞ্জলি।



মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:
একমুঠো আশ্বাস নিয়ে বেঁচে আছে
মানুষ জাতি রকমারি পৃথিবীতে;
প্রতিটি নিশ্বাসে মিশে আছে
বর্ণহীন মৃত্যুর উৎকট গন্ধ,

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর বলেছেন। ধন্যবাদ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

মাক্স বলেছেন: কবিতা ভালো লেগেছে। ১ম প্লাস।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ মাক্স ভাই।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

সঞ্জয় নিপু বলেছেন: শ্রদ্ধা ভরে স্মরণ করি তাকে ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

লাবনী আক্তার বলেছেন: ইমন ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি।

ধন্যবাদ পড়ার জন্য।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখেছেন

দৃষ্টিপাত


বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।


: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়



কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ

আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।




আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।

বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।



ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।

***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন

ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

ফারাহ দিবা জামান বলেছেন: আমিও তোমার মতন আপু।
একটু অচেনা,
তাই বোধ হয় বেশি খারাপ লাগছে।

তোমার শ্রদ্ধাঞ্জলি ফুলে ফুলে ঢেকে দিক ব্যথা সব---
ব্যথিত প্রানেদের।

ইমন ভাইয়ের আত্মা শান্তিতে ঘুমাক।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

লাবনী আক্তার বলেছেন: আপু কবিতা পাঠের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আর

আপনার সাথে আমিও বলতে চাই - ইমন ভাইয়ের আত্মা শান্তিতে

ঘুমাক।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ইমন ভাইয়ের আত্নার মাগফেরাত কামনা করছি।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

লাবনী আক্তার বলেছেন: জী ! আল্লাহ তায়ালা তাকে শান্তিতে রাখুন। আমিন।

ধন্যবাদ।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

এসএমফারুক৮৮ বলেছেন: অনেক দিন আসা হয় না সামুতে। দারুন খারাপ লাগছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

লাবনী আক্তার বলেছেন: আমিন।

অনেকদিন পর ফিরে আসছেন তার জন্য স্বাগতম ভাইয়া।


৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

অঞ্জলি বলেছেন: প্রথম ভালো লাগা দিলুম।কবিতা খুব চমৎকার হয়েছে।আশীর্বাদ করি ভগবান যেন উনাকে স্বর্গবাসি করেন।

আশীর্বাদ করি আমি অঞ্জলি রায়
আপনি ভালো থাকুন সবসময়!!!

শুভ রজনী!!!!

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৬

লাবনী আক্তার বলেছেন: শুভ সকাল। ভালো লাগার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.