নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ বেঁচে থাকার স্বাভাবিক প্ররোচনা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১



বেশ কিছু দিন যাবত টের পাচ্ছি বুকের মধ্যে মেঘের মতো একটি কষ্ট ঘন হয়ে উঠছে। মাঝে মধ্যে তা অসহ্য হয় ।

মনে হয় কোন বুনো হাতির দল যেন কোন সুনসান অরন্য তছনছ করে দিচ্ছে। পাজর ভেঙ্গে আসে। চোখের পাতায় এক বিন্দু শিশিরের ভিজে উঠা টের পেয়ে গড়িয়ে পড়ার আগেই তা মুছে ফেলি।

কেন কাদব? কার জন্য কাদব? কোন দুঃখে কাদব? নিত্ত্য নৈমিত্তিক কাজের মধ্যে তবু সময় চলে যায়। কিন্তু কমে না কষ্ট। খুঁজে পাইনা সে কষ্টের কোন যুক্তি।

অথচ টের পাচ্ছি পলি জমে জমে ক্রমে জেগে উঠা চরের মতো ওই কষ্ট আমার নিরেট সুখের এই জীবন সমুদ্রটিতে দখল নিতে চাইছে। বুকের ভেতর অসহায় ইচ্ছে আর্তনাদ করে উঠে। কেউ জানে না একজন মেয়ের ক্ষমতা কত অপার। তুচ্ছ বেদনাকেও তারা কি অসিম সৌন্দর্যে আলকিত করে সাঁজাতে জানেন।

ব্যাথার অতীত কিছু অনুভূতি তারা লালন করেন অথৈ আবেগ দিয়ে । অথবা প্রচণ্ড দুঃসাহসে। ফর্সা আকাশের নিচে দাঁড়িয়ে থাকি তবুও মনে হয় মেঘ কাটেনি।

গুমোট ভাব রয়েছে দম আটকে আসার মত। প্রত্যক্ষ শুধু নয় পরোক্ষ দায়গুলোও এসময় বিবেকের মধ্যে প্রকট হয়ে ওঠে। বহুদিনের ভুলে থাকা ধূসরিত প্রতিকৃতিখানির পাশে ওকে যেন জ্বালিয়ে দেয় তীব্র শিখার আলো।

আলো নেই কেন? বুকের ভেতর ককিয়ে ওঠে তার আর্তনাদ। অতিক্রান্ত সবুজ পথ দ্রুতগামি ট্রেনের মতো অসহ্য ছুটোছুটি করতে থাকে অচেনা ষ্টেশনে অসহায় যেন কোন যাত্রির সম্মুখে।

মুক্তি ও বন্দিত্বের আস্বাদ কেমন একাকার হয়ে ওঠে বোধের গভীরে। তবুও এ থেকে পরিত্রান চাই না। কারণটি বোধ হয় এ বন্দিত্ব নয় বলে। নয় বিকারও । বোধ হয় এরই নাম জীবন।

রুপা শুধু ভাবে সমস্ত দায় মেনে , সব অপরাগতা স্বীকার করে আরও একটি তমমাঘন সন্ধায় অবগাহন, আরও একটি সূর্যোদয়ের অপেক্ষায় বোধহয় বেঁচে থাকার স্বাভাবিক প্ররোচনা।

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

ক্ষুধিত পাষাণ বলেছেন: বেঁচে থাকার জন্য কেউ যাতে আপনাকে প্ররোচনা নাদেয়-তার ব্যাবস্থা গ্রহন করতে হাই কোর্টে একটা রিট করতে পারেন :P :P :P

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

লাবনী আক্তার বলেছেন: ধইন্না পাতা লন! :-B :-B

এটা রুপার কথা আমার কথা না। এটা গল্প!

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

মাক্স বলেছেন: +++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ প্লাসের জন্য! কেমন আছেন মাক্স ভাই? দেখা যায় না কেন?

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

নির্ণায়ক বলেছেন: খুব ভালো লিখেছেন........

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

লাবনী আক্তার বলেছেন: প্রসংশার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন!

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

একজন আরমান বলেছেন:
নিত্ত্য নৈমিত্তিক কাজের মধ্যে তবু সময় চলে যায়। কিন্তু কমে না কষ্ট। খুঁজে পাইনা সে কষ্টের কোন যুক্তি।
কথাটা আমারও।

অনেক কিছু বলতাম। কিন্তু বলতে ইচ্ছে করছে না। মিথ্যে সান্ত্বনা দিয়ে কি লাভ?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৭

লাবনী আক্তার বলেছেন: একজন আরমান বলেছেন:
নিত্ত্য নৈমিত্তিক কাজের মধ্যে তবু সময় চলে যায়। কিন্তু কমে না কষ্ট। খুঁজে পাইনা সে কষ্টের কোন যুক্তি।
কথাটা আমারও।
:( :( :(


৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

জাকারিয়া মুবিন বলেছেন: বাস্তবতার কিছু ছবি চমৎকার ভাবে ফুটে উঠেছে।

কিন্তু তবুও গল্প নয়, অনুগল্প লেগেছে আমার কাছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ । আর হ্যাঁ এটা অনু গল্প। দুঃখিত গল্প বলার জন্য!

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

shfikul বলেছেন: +++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ প্লাসের জন্য।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বাপরে অনেক কষ্ট!!!!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭

লাবনী আক্তার বলেছেন: :P :P :P
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

নুর ফ্য়জুর রেজা বলেছেন: কষ্টময় লেখা।+++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৬

লাবনী আক্তার বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:
কিন্তু যখন বেঁচে থাকা অর্থহীন মনে হয় তখন কি করার আছে আমার জানা নাই তবে প্ররোচিত হয়ে বেঁচে থাকতে চাই না ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২২

লাবনী আক্তার বলেছেন: কিন্তু বেঁচে থাকতে না চাইলেও বেঁচে থাকতে হয়। এটাই যে জীবন।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:
হুম সেটাই আত্মহত্যা পাপ বলে এখনো বেঁচে আছি ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

লাবনী আক্তার বলেছেন: আত্মহত্যা মহাপাপ। আর দুঃখ আছে বলেইত সুখের এতো দাম, অন্ধকার আছে বলেই আলোর এতো কদর, তাইনা?

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

পথহারা সৈকত বলেছেন: বাপ.....রে বাপ, বুক পকেটে সাপ !

প্রিয় ভাই/বন্ধু
আমার মত অন্তহীন হও ;) , দেখবা আর কোন কষ্ট নাই :D

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪

লাবনী আক্তার বলেছেন: আমি পথ হারা হইতে চাই না ভাই!

ধন্যবাদ পোস্ট পড়ার জন্য!

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

আমিভূত বলেছেন: আরও একটি সূর্যোদয়ের অপেক্ষায় বোধহয় বেঁচে থাকার স্বাভাবিক প্ররোচনা।

হ্যাঁ সেটাই , আর সেজন্যই বিষণ্ণ দিনকে ডিঙ্গিয়ে নতুন কোন স্বপ্নদেখার চেষ্টায় জাগ্রত আমরা । আশা করি বিষণ্ণ দিনের খুব দ্রুতই বিদায় হবে :)
শুভ কামনা ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ!

ভালো থাকবেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.