নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

পড়ন্ত বিকেলের কিছু ছবি

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৭

পড়ন্ত বিকেল আমার বেশ ভালো লাগে। আমি জানি পড়ন্ত বিকেল প্রায় সবারই ভালো লাগে। আমার তোলা পড়ন্ত বিকেলের কিছু ছবি দিলাম এখানে।
১।

এই ছবিটাতে আকাশে কিছু কালো মেঘ ছিল আর সেই মেঘ পানিতে দেখা যাচ্ছে।

২।


৩।

এখানে এক জেলে মাস ধরার জন্য জাল ফেলেছেন।

৪।

পশ্চিমাকাশে সূর্য ঢলে পড়েছে।

৫।

সূর্যের লাল আভা দেখা যাচ্ছে

৬।

সূর্যটাকে মেঘ ঢেকে ফেলেছে

৭।

আকাশ মেঘে ঢাকা

৮।

মেঘের কারনে পড়ন্ত বিকেলটা অন্ধকার হয়ে গেছে।



ভালো লাগে পড়ন্ত বিকেল
ভালো লাগে
পড়ন্ত বিকেলের আলো
এই ভালো লাগার শেষ নেই । :)

মন্তব্য ৬৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৯

নিয়েল ( হিমু ) বলেছেন: ছবি পোষ্ট ? পরে দেখব নে

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬

লাবনী আক্তার বলেছেন: :) :)

২| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩১

s r jony বলেছেন:
৪ ও ৭ নং ছবি গুল বেসি ভাল লাগছে।
ভাললাগা রইল

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭

লাবনী আক্তার বলেছেন: জনি ভাই ধন্যবাদ। কেমন আছেন?

৩| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯

শের শায়রী বলেছেন: এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন........... গানটা শুনছো তো আপু?

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

লাবনী আক্তার বলেছেন: হুম ! ছবি দেয়ার সময় ভাবছিলাম এই গানের কথাগুলো দিব কিনা! কিন্তু শেষে আর দেইনি।

গানটা বেশ ভালো লাগে।

৪| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬

মোহাম্মদ শরিফ বলেছেন: ++++++

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩

লাবনী আক্তার বলেছেন: শরিফ ভাই ধন্যবাদ আপনাকে।

৫| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:
৭ নং ছবিটা ভাল তুলেছেন। ++++++++++

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ। :) :)

৬| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

একজন আরমান বলেছেন:
ওয়াও দারুন।

আপনার এলাকায় ট্রেন লাইন আছে।
আমার এলাকায় নেই।

অনেক দিন ছবি ব্লগ দেই না, ভাবছি দিবো কিনা।
ছবির সাথে রাগ করেছি।।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

লাবনী আক্তার বলেছেন: হুম ট্রেন লাইন আছেতো।

আহা একি কথা! ছবির সাথে কেউ রাগ করে নাকি??

তা ছবিটা কি তোমার জিএফ নাকি?? ;) ;) ;) :D :D :P :P

৭| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

একজন আরমান বলেছেন:
নাহ। বরিশালে ট্রেন লাইন নেই।

আমি জানতাম এইরকম কিছু একটা বলবেন। আমি এডিট করতে চেয়েছিলাম, কিন্তু সামুতে ফেবুর মতো কমেন্ট এডিট অপশন নেই। :(

আমার কোন জিএফ নেই।
আর চাইও না। একাই ভালো, মিথ্যে আশ্বাসের থেকে। :)

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

লাবনী আক্তার বলেছেন: হুম! ভালো। তা কেউ কি মিথ্যে আশ্বাস দিয়েছিল নাকি?? ;) ;) :P

৮| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

shfikul বলেছেন: +++++++

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

লাবনী আক্তার বলেছেন: :) :)
ভাইয়া ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।

৯| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯

একজন আরমান বলেছেন:
জি হুম। তাই এখন আর কাউকে বিশ্বাস করি না।

Virginity and Trust once you lose it, you will never get it back !

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭

লাবনী আক্তার বলেছেন: জীবনে চলার পথে চলতে গেলে উঁচু নিচু পথ পাবে তাই বলে ভেঙ্গে পড়লে চলবেনা। আর জীবনে চলতে হলে কাউকে না কাউকে তোমার বিশ্বাস করতেই হবে।

১০| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫

আদম_ বলেছেন: ৩ , ৭,৮ সুন্দর হয়েছে।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ আদম ভাই। ভালো থাকবেন। এই ৩টা ছবি আমার কাছেও ভালো লাগে।

১১| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯

আদম_ বলেছেন: কি শান্ত, নিস্তরঙ্গ, নিরব, কোলাহল হীন ছোটনদীটার পানি। মনে হয় ছবিগুলো ইদানিং তোলা নয়। ভালো ক্যামেরা হলে ৩ নং ছবিটা সেই রকম হতো।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩

লাবনী আক্তার বলেছেন: হুম ! ছবিগুলো ২০১২ সালে তোলা।

১২| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮

একজন আরমান বলেছেন:
এই ফরমালিনের যুগে একটা ভালো মন পাওয়া বড় দায় !
তাই একাই চলতে চাচ্ছি। যতোদিন না কেউ নিজ থেকে হাত বাড়ায় !

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪

লাবনী আক্তার বলেছেন: একাই থাকো। বাবা-মা খুঁজে দিবেনে।

১৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১

একজন আরমান বলেছেন:
হা হা।
কাউকে বিশ্বাস করি না আর। বিশেষ করে মেয়েদের।
এরা মিষ্টি কথা বলতে পারে, কিন্তু কথা রাখতে পারে না।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৪

লাবনী আক্তার বলেছেন: এহহহহহহহহহহহ!! খালি পুলারাই কথা রাখে, না?? X(( X((
ছেলেরাও মিষ্টি কথায় মেয়েদের ভুলায়। বুঝছ??

তবে হ্যাঁ আমরা যেনো কাউকে মিষ্টি কথায় না ভুলাই। আমরা মন্দদের সঙ্গ ত্যাগ করব। এটাই হোক আমাদের অঙ্গীকার।

১৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

নিয়েল ( হিমু ) বলেছেন: ১ নাম্বারটায় আকাশের মেঘের ছায়া পানিতে । দারুন একটা মুহুর্ত ধরেছেন :) এদিকে ২য়টায় সাদা মেঘ সুন্দর বন্টন :)
৩ নাম্বার টা একটু ঝাপসা হয়েছে :(
৪ নাম্বার টায় সূর্যের মাঝখানে কি পরছে ? B:-) B:-) তবে সূর্যটা চোখে লাগছে ।
৫ আর ৬ মনে হচ্ছে একটা সকাল আর একটা বিকাল কিন্তু ক্যাপশন আর শিরোনাম তা বলে না সুন্দর আলোর খেলা ।
৭ আর ৮ ট্রেন খুব ভাল পাই । রেল লাইন দেখলেই একটা উত্তেজনা কাজ করে ।
সব মিলিয়ে ভাল লাগল আরো ভাল লাগল শেষ চার চরণ

ভালো লাগে পড়ন্ত বিকেল
ভালো লাগে
পড়ন্ত বিকেলের আলো
এই ভালো লাগার শেষ নেই ।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২০

লাবনী আক্তার বলেছেন: এতো সুন্দর করে যে আপনি বিশ্লেষণ করলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ নিয়েল ভাই।

শুভেচ্ছা জানবেন। আর ভালো থাকবেন সবসময়।

১৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫১

শান্তা273 বলেছেন: সুন্দর!

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২১

লাবনী আক্তার বলেছেন: শান্তা আপা অনেক ধন্যবাদ আমার পোস্ট দেখার জন্য। ভালো থাকবেন।

১৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২

তুষার মানব বলেছেন: তোমার ছবির হাত তো খুবই ভাল !!!! আমার আপকামিং বিয়ার ছবি গুলা তাইলে তুমিই তুইল্লা দিও ;) ;) :P :P :P

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৫

লাবনী আক্তার বলেছেন: আবার জিগায়! এমন ছবি তুইল্লা দিমু যে খালি তোমার বউয়ের ছবি থাকব আর তুমি ছবিতে অর্ধেক থাকবা। ;) ;) :P :P



১৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

অদ্বিতীয়া আমি বলেছেন: আপু কেমন আছেন ?

ছবি ব্লগ অনেক ভাল লাগল । পড়ন্ত বিকেল বা গোধূলি আমার অনেক প্রিয় । অনেক গান মনে পড়ে গেল ।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৮

লাবনী আক্তার বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ! বোন তুমি কেমন আছ?

দুই একটা গান শুনাই গেলে ভালো হতনা? ;) ;)

অদ্বিতীয়া তোমাকে ধন্যবাদ পোস্ট দেখার জন্য।

১৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৮

আশিক মাসুম বলেছেন: আসধারন আপু , খুব ভাল লাগলো ছবি গুলু ।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৪

লাবনী আক্তার বলেছেন: আশিক ভাই ভালো লেগেছে শুনে ভালো লাগল আমার। অনেক ধন্ভাযবাদ। ভালো থাকবেন ।

১৯| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪২

একজন আরমান বলেছেন:
আর কারো কথা জানি না।
আমি কখনো কাউকে কোন কথা দিলে তা রাখার সর্বাত্মক চেস্টা করি।
আর আমি সব সময় একই রকম। কাউকে কোন কিছু শো-অফ করার চেস্টা করি না। আমি যেমন তেমন যদি কারো ভালো লাগে তবে আমার সাথে চলবে, আর না হলে চলবে না। ব্যাস। সোজা হিসেব। কাউকে দেখানোর জন্য নিজেকে পরিবর্তন করতে পারবো না।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

লাবনী আক্তার বলেছেন: হুম! ভাইজান দেহি ছিরিয়াস অইয়া গেছেন। মুই বুঝবার পারছি আপনি খুব ভালা। আর হুনেন চিন্তা কইরেন না। ভালো মনের মানুষরা ভালো মন পায়।

জাস্ট ওয়েট করো।

২০| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

একজনা বলেছেন: ছবি ভালো হয়েছে আপু। ৭ আর ৮ নং টা বেশি ভালো লাগছে। ভালো থাকবেন।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩

লাবনী আক্তার বলেছেন: আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।

২১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

একজন আরমান বলেছেন:
না সিরিয়াস হইনি।
আমি ভালো না।

আর কারো জন্য অপেক্ষাও করি না এখন। অপেক্ষা জিনিসটা খুবই কষ্টকর। যেমন আছি এমন থাকতে থাকতে মরে গেলেই সব ঝামেলা শেষ। :)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

লাবনী আক্তার বলেছেন: ahare ki oviman mone. jak karo jonno opekkha korte hobena. somoy hok tokhon parents e khuje dibe kauke. ;) ;)

২২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

গ্রাম্যবালিকা বলেছেন: ওয়াও শেষের ছবিটা কত্ত সুন্দর~~~~!!!

+++++++

সবগুলোই সুন্দর বলেছি কিন্তু :)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩০

লাবনী আক্তার বলেছেন: হাহাহা ।

ধন্যবাদ বালিকা। কেমন আছ?

২৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪১

একজন আরমান বলেছেন:
প্রচণ্ড ভালোবাসা= প্রচণ্ড বেদনা=প্রচন্ড ক্ষোভ
এই সবগুলোই নিজের উপর।
অন্য কারো উপর না। :)

তাহসানের একটা গান আমার খুব ভালো লাগে-
কিছু ভালো বেসেছি আর কিছু রেখেছি হাতে,
সব কিছু পেয়ে গেলে পারো ভুলে যেতে !!!

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩২

লাবনী আক্তার বলেছেন: হুম!! নিজের উপর ক্ষোভ রেখে কি লাভ?

যাক, ভালো থাক সব সময়।

২৪| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯

মাক্স বলেছেন: বাহ!! সুন্দর তো।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

লাবনী আক্তার বলেছেন: প্রশংসার জন্য অনেক ধন্যবাদ। উৎসাহিত হলাম। :) :)

২৫| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Masker sathe sohmot.

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৬

লাবনী আক্তার বলেছেন: :) :) :)

দেরিতে উত্তর দেয়ার জন্য দুঃখিত। কেমন আছেন ভাইয়া??

২৬| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪

জাওয়াদ তাহমিদ বলেছেন: পাগলা হাওয়ায় বাদল দিনে
পাগল আমার মন নেচে ওঠে ।



খুব সুন্দর হয়েছে লাবনী আপু।

ওমা, আরমান ভাইও দেখি ছেঁকা খাওয়া পাবলিক। বেচারা পুলাডা মাইয়াদের মন বুঝে নাই। :(


অবশ্য মাইয়াদের মন বুঝতে গেলে তার লাইফ খতম।

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৭

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ভাই।


২৭| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪১

তাসজিদ বলেছেন: jakkas photos

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

লাবনী আক্তার বলেছেন: তাসজিদ ভাই ধন্যবাদ। :) :)

২৮| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৪

তাসজিদ বলেছেন: ৪ নাম্বার টা বেষ্ট।

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৭

লাবনী আক্তার বলেছেন: :) :)

২৯| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

মহামহোপাধ্যায় বলেছেন: ছবি গুলো খুব সুন্দর আপু। ভালো লাগলো :) :)

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

৩০| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

শেরজা তপন বলেছেন: ভালই-তো :)
আমারও ভাল লাগে পড়ন্ত বিকেল আর প্রকৃতির ছবি তোলার জন্য সেই সময়টাই পারফেক্ট।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া আপনিত আমার ব্লগে আসেন না। :( :(

পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ ।



৩১| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

শেরজা তপন বলেছেন: এই যে আসলাম :)
সময় নাই যে - কি করব? :(

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৩

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ একটু সময় করে আসার জন্য। :) :)

ভালো থাকুন এবং সুস্থ থাকুন সবসময়।

৩২| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩

শ্রাবণ জল বলেছেন: সুন্দর ছবি।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২১

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ আপনাকে । :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.