![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
ঘৃণা করো আমায়
আমি মাথা পেতে লব
যদি তাহা পার ভাগ্যবতী হবো
তোমার যোগ্য যে নই আমি।
ভালবাসার বিষাক্ত কাঁটা
কুঁড়ে কুঁড়ে তোমাকে খাচ্ছে
তোমার জিজ্ঞাসা
আমাকেও কি খাচ্ছে এমন?
বিশ্বাস করো উত্তর যে জানা নেই
ক্ষমা করো আমায় ।
যদি না পার অভিশাপ দাও
আমার এক বিন্দু কষ্টে
যদি তুমি সুখ পাও
তবে আমি হাজারটা কষ্ট বুক পেতে নেব।
তোমায় দেবার যে কিছু নাই আমার
শুধু দুই নয়নের অঝর ধারা
তোমায় দিয়ে গেলাম ।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬
লাবনী আক্তার বলেছেন: হুম! তোমার যোগ্য নয় বলেই চলে গেছে।
প্রথম ভাললাগার জন্য ধন্যবাদ ভাই।
২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪
সজিব তৌহিদ বলেছেন:
যদি তুমি সুখ পাও
তবে আমি হাজারটা কষ্ট বুক পেতে নেব।
তোমায় দেবার যে কিছু নাই আমার
শুধু দুই নয়নের অঝর ধারা
তোমায় দিয়ে গেলাম ।
ভাই দুই নয়নের ধারা দিয়ে প্রেম আটকিয়ে রাখানো যায় না। বিকল্প পথ খোঁজা জরুরী..
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮
লাবনী আক্তার বলেছেন:
হুম! বিকল্প পথই খোঁজা উচিত।
৩| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
কুঁড়ে কুঁড়ে তোমাকে খাচ্ছে
তোমার জিজ্ঞাসা
আমাকেও কি খাচ্ছে এমন?
এত দুঃখ কেন মনে ?
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭
লাবনী আক্তার বলেছেন: দুঃখ আমাকে দুঃখী করেনি
৪| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ভালুবাসা ভালু না
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭
লাবনী আক্তার বলেছেন: হুম! আমিও জানি!
৫| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
বোকামন বলেছেন: শুধু দুই নয়নের অঝর ধারা.........
মূল্যহীন হয়তো ...
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
লাবনী আক্তার বলেছেন: সবকিছুর মূল্য আদৌ হয় কি??
৬| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮
যোগী বলেছেন:
ধুর! এই ধরনের বিবাগী টাইপের কবিতা একদম ভাল লাগেনা।
শরৎ বাবু নারী চরিত্র নিয়ে গাদা গাদা উপন্যাস লিখে কি শিখিয়ে গেল?
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯
লাবনী আক্তার বলেছেন: ঠিক কইছেন !! আসলেই ভালো লাগেনা!
শরৎ বাবু যে কি শিখিয়ে গেলেন??
৭| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪
নেক্সাস বলেছেন: তবে আমি হাজারটা কষ্ট বুক পেতে নেব।
তোমায় দেবার যে কিছু নাই আমার
শুধু দুই নয়নের অঝর ধারা
তোমায় দিয়ে গেলাম
আমায় শুধু ঘৃনা করো
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০
লাবনী আক্তার বলেছেন: না না ঘৃণা করতে পারবনা!
ভালো থাকুন।
৮| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬
অনীনদিতা বলেছেন: আমার এক বিন্দু কষ্টে
যদি তুমি সুখ পাও
না না না
এটা হতে পারেনা
কোন কষ্ট ছাড়াই সুখি হও
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
আমি কিন্তু সুখি মানুষ।
৯| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭
একজন আরমান বলেছেন:
হুম।
কিন্তু ভালোবাসায় এতো মাপজোক চলে না।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩
লাবনী আক্তার বলেছেন: একজন আরমান বলেছেন:
হুম।
কিন্তু ভালোবাসায় এতো মাপজোক চলে না।
সহমত।
ভালো থাক সবসময়।
১০| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩
জাকারিয়া মুবিন বলেছেন:
কষ্ট নয়, সুখ চাই প্রতিটি বোনের জন্যে।
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৯
লাবনী আক্তার বলেছেন: জাকারিয়া মুবিন বলেছেন:
কষ্ট নয়, সুখ চাই প্রতিটি বোনের জন্যে
পৃথিবীর শ্রেষ্ঠ একটা প্রার্থনা একজন ভাইয়ের তার বোনের প্রতি।
এতো সুন্দর একটা কথা বলার জন্য অনেক কৃতজ্ঞ। আর পৃথিবীর সব ভাইয়েরাও যেন সুখি হয় সবসময়।
১১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৮
মামুন রশিদ বলেছেন: শুধু দুই নয়নের অঝর ধারা
তোমায় দিয়ে গেলাম ।
এটাও বা কজনের ভাগ্যে জুটে
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৯
লাবনী আক্তার বলেছেন:
হুম! ঠিক বলেছেন।
১২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২
আশিক মাসুম বলেছেন: সুন্দর।
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৩
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ।
১৩| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০১
তাসজিদ বলেছেন: ভালবাসার সংজ্ঞা কি??????????
An unlimited source of pain.
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩
লাবনী আক্তার বলেছেন:
ভালোবাসার সংজ্ঞাতো জানা নেই। তবে হ্যাঁ এটা জানি -
L= lose
O- of
V- valuable
E- energy
Lose of valuable energy
১৪| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪
s r jony বলেছেন: Lose of valuable energy !!!!!!!!!!!!!!!!!!!!!
+++++++++++++
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪
লাবনী আক্তার বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
১৫| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯
s r jony বলেছেন:
যদি তুমি ভালবাসো আমায়
সুধু এ কারনে পালাতে চাই,
তোমার যোগ্য আমি নই
তাই ভয় যদি পেয়েও হারাই,
পালাতে চাই
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫
লাবনী আক্তার বলেছেন: সাহায্য লাগলে বইলেন! পালাতে সাহায্য করব।
১৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমরা বেগম রোকেয়ার আমলের লাবনী আক্তারকে দেখতে চাইনা ।
অপরের সুখের জন্য শুধু কেঁদেই যাব , গুল্লি মারি সেই সুখের ।
তবে কবিতা হয়েছে অসাধারন !
২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৯
লাবনী আক্তার বলেছেন:
চোখের জলের মানে
সবাই কি আর জানে??
আপনার কমেন্ট পড়ে খুব মজা লাগল। সহমত আপনার সাথে।
কবিতা পড়ার জন্য ভাইয়া ধন্যবাদ।
১৭| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩১
সেলিম আনোয়ার বলেছেন: তোমার চেখের পানির জোয়ারে
কত্ত মজা আহারে
প্রচন্ড গরমে ঠান্ডা নোনাজল
দারুন ভাল পাই..
পোস্টে ভালো লাগা
২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩
লাবনী আক্তার বলেছেন: মেঘের মরমে যে ব্যথা থাকে
সে ব্যথা জানি বুঝিবে না চাঁদ।
ধন্যবাদ ভাললাগার জন্য।
১৮| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ব্যথা বুঝে কাজ নেই
আমি সবাইকে ,জোৎস্না দেই
রূপালী আলোয় পৃথিবীকে উদ্ভাসিত করি
কখনও কি বলেছ তোমার ওখানটায় ব্যথা?
বল না্ই
আমি ছুয়ে দিলে তুমি ব্যথাহীন
আর তোমার পৃথিবীটা স্বপ্নীল
আমি ছুয়েছি আকাশের ঐ নীল
উড়েছি অসীমে হয়ে শঙ্খচিল
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
লাবনী আক্তার বলেছেন:
১৯| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭
মৃত্যুঞ্জয় বলেছেন: আপনাদের উতসাহে আমিতো একখান কবিতা লিখে পেলছি
একটু বুল্বা কিমুন হইচে
পারিনা (বাচ্চা গো ছড়া)
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
লাবনী আক্তার বলেছেন: kobita valo hoiche.
২০| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৬
অদ্বিতীয়া আমি বলেছেন: শুধু দুই নয়নের অঝর ধারা
তোমায় দিয়ে গেলাম ।
দুঃখময় কবিতা । ভাল লাগছে ।
২১| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৪
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া।
২২| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭
সোহাগ সকাল বলেছেন: ভালো লাগলো।
শুভ কামনা।
২৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০
লাবনী আক্তার বলেছেন: Valo legece shune valo laglo. Onek dhonnobad sokal.
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪
একজন আরমান বলেছেন:
দারুন।
হয়তো সত্যিই তুমি আমার যোগ্য নও !
যে এতো ভালোবাসা ছুঁড়ে ফেলে দিতে পারে সে আমার যোগ্য হতে পারে না।
প্রথম ভালো লাগা।