নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

চশমা কাহিনি ( ফান পোস্ট তয় দুক্ষের) B-)

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

আমার মত যারা দুই চক্ষে না দেইখা ৪ চোখে দেখেন তারা আমার এই লেখাটার মর্ম ভালা কইরা বুজতারবেন। ;);)

চাইর চক্ষে দেখা মেলা ঝামেলা। চাইর চক্ষে দেখতে দেখতে আর ভালা লাগেনা। কি যে মুশকিল !! :|:|

চশমা ছাড়া চোখে মন্দ দেখি। না না কম দেখিনা। ঐ একটু মন্দ দেখি আর কি। :P:P

মাঝে মাঝে চশমা খুইজা পাইনা। যখন চশমা খুঁজে পাইনা তখন আমার রাগ চরমে উঠে । আমার চশমা কই গেল?? X((X(( তখন আমার মা- বোন উনারা আমাকে স্মরণ করায়া দেয় যে চশমা তার জায়গাতেই আছে। মানে আমার চোখেই আছে । :P:P সেকি লজ্জা !!
এইটা অবশ্য চোখে বেশি দেখার ফল। B-)B-)

কয় মাস আগে হইল কি আমার খালাতো বোন বেড়াতে আসছে আমাদের বাসায়। এই বোন আবার আমাদের সব কাজিনদের ছোট। ছোট হইলে কি হবে উনার বিবাহ আমাদের আগেই সম্পন্ন হইয়াছিল। /:) যাই হউক, তার ছোট বাচ্চা নিয়া আসছে। দরজায় কাছে এসে দাঁড়িয়েছে। আমি ঘর গুছানোর কাজে ব্যস্ত ছিলাম। আমার চোখে চশমা ছিলনা। আমি দেখলাম একটা মহিলা আসছে সাথে বাচ্চা। আমার বোন ও ঘরে ছিল। তো আমি তাকে চিনতে পারলাম না । যেহেতু আমার বড় আপা বসে ছিল ভাবলাম আপাই কথা বলুক কে, কাকে চায়? আমি দু' বার তাকিয়ে কাজে মনোযোগ দিলাম। এদিকে আমার খালাতো বোন আমার দিকে তাকিয়েই আছে। আমি মনে মনে ভাবছিলাম যে কি ব্যাপার আমার আপা কেন কথা বলছেনা মহিলার সাথে ( আসলে আমার আপা খালাতো বোনের সাথে ইশারায় ঘরে আসতে বলেছিল) ।

আমিতো অবাক একজন মানুষ এসেছে অথচ আমিও কথা বলছিনা আপাও না। ব্যাপারটা আমার কাছে খুব বাজে লাগছিল । তাই আমি আবার মহিলা আর বাচ্চাটার দিকে তাকালাম যেই আমি জিজ্ঞেস করতে যাব যে আপনি কাকে চান ঠিক সেই মুহূর্তে আমার খালাতো বোন আমাকে অবাক করে দিয়ে ( মানে লইজ্জা দিয়ে) বলল ' লাবনী আপা তুমি আমাকে চিনতে পার নাই??' ইশ! কি লজ্জা যে পাইছিলাম। :((:((

আমিও স্বাভাবিক হইয়া কইলাম আরে তুই! আগে কথা কইবিনা!
;);) ( আমি যে লজ্জা পাইছি তা আর বুজাইলাম না :() ও বুঝতে পারছিল যে আমি ওকে চিনতে পারিনি কারন চোখে চশমা ছিলনা। :((:((

শোনেন অপ্রস্তুত অবস্থায় কিছুতেই কাউরে বুজতে দিয়েন না যে আপনি লজ্জা পাইতাছেন। একটা টিপস দিলাম । :P:P

কাহিনী আরও জটিল হইল যখন আমার এক কাজিন শুনল। :( :( ও এতো দুষ্ট কি বলব! :|:|

এই কাহিনী শুইনা আমার দুষ্ট বইন কইল ' কিরে চশমা ছাড়া মানুষ চিনস না, বিয়ার পর তুই কেমনে জামাই চিনবি ?? ';);) জামাই চিনবিতো ?? আমি কিন্তু বড় চিন্তিত। ;);):D:D

আমিও বইলা দিলাম এহহহহহ চিনমু না মানে, অবশ্যই চিনমু, জামাই বইলা কথা!! ;););):P:P:P


তবে সত্যি কথা চোখে কম দেখি বলে মাঝে মাঝে অনেক খারাপ লাগে। আর এতে কেউ মজা করলে মনটা খারাপ হয়ে যায়। চশমা পড়া কাউকে নিয়ে প্লিজ আপনারা কেউ মজা করবেন না। আল্লাহ সবাইকে একভাবে তৈরি করেনি।

মন্তব্য ৮৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

বোকামন বলেছেন:







হূম ....
“আল্লাহ সবাইকে একভাবে তৈরি করেনি”- যথার্থ

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

লাবনী আক্তার বলেছেন: :) :)

ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।

২| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

আফা ঠিক আছে মজা করমু না কিন্তু এখন বলেন দেখি এইখানে কয়টা পিলাচ আছে

+++++++++++++++++++

+++++

+++++++++++++

++++++

++

চশমা পইরা বলবেন নাকি না পইরা বলবেন সেইটা আপনার উপর রইল।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২১

লাবনী আক্তার বলেছেন: চশমা ছাড়া পিলাচ দেখলাম মানে সরল রেখা দেখলাম

প্রথমের লাইনটা বড়
তার পরের টা ছোট
৩য় রেখাটা ২য় রেখা থেকে বড়
৪ নম্বর রেখাটা একটু ছোট
আর৫নম্বরটা বুঝলাম না। =p~ =p~ =p~ =p~ =p~ :P :P :P :P :P



ভাইয়া অনেক ধন্যবাদ এতো পিলাচের জন্য। :) :)

৩| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

এক্সপ্রেসার বলেছেন: লাঞ্চ করছেন ? :)

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

লাবনী আক্তার বলেছেন: জ্বি করেছি।

আমার ব্লগে স্বাগতম ।

৪| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৫

জাহিদ ২০১০ বলেছেন: আমিও বইলা দিলাম এহহহহহ চিনমু না মানে, অবশ্যই চিনমু, জামাই বইলা কথা!!

বলেন কি??????

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩

লাবনী আক্তার বলেছেন: :P :P :P :P :P

৫| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

জাহিদ ২০১০ বলেছেন: মোর চোখে ও চশমা আছে। তয় কি আমিও আমার বউরে দেখতে পারতাম না। কি কইচ্চেন???????

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪

লাবনী আক্তার বলেছেন: অবশ্যই দেখবেন তয় চশমা পড়তে ভুইলেন না। :-B :-B :-B :P :P

৬| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

মাসাল্লাহ আপনার চোখে দেখি কুন সমস্যা নাই।

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬

লাবনী আক্তার বলেছেন: :-B :-B :-B

এতো পিলাচ গুনছি যে চক্ষে অহন বেশিই দেখতাছি। =p~ =p~ =p~

৭| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

বাংলার হাসান বলেছেন: আমার চশমা নিয়া বড়ই বিপদে আছি, মনে লয় ব্যাটারির পাওয়ার বাড়ান পড়িব :( :( :(

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

লাবনী আক্তার বলেছেন: পাওয়ার বাড়াতে হলে দেরি কইরেন না। ডাক্তার দেখিয়ে নিন তাড়াতাড়ি। চোখ বলে কথা।

৮| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

এন ইউ এমিল বলেছেন: চসমা পড়া কাউকে দেখলে জ্ঞানী জ্ঞানী মনে হয় :D :D :D :D :D

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

লাবনী আক্তার বলেছেন: সে আর কইতে!! ;) ;)

নিজেরে অহন জ্ঞানী জ্ঞানী লাগতাছে। :P :P

৯| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

পিয়ার আহসান বলেছেন: Oviggota share korar jonno dhonnobad. Jara choshma poren taderke choshma chhara sotti khub osohay lage. tobu, eta bepar na.
Lekha chaliye jan. Post e +++++

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

লাবনী আক্তার বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন ।

১০| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

তোমোদাচি বলেছেন: চোখে চশমা পরতে হয়না বলে আল্লাহ কে অনেক ধন্য বাদ দিয়ে এসেছি সব সময়, কিছুদিন আগে চোখে একটু ঝামেলা হচ্ছিল ভাবলাম এবার আর ক্ষমা নেই, চশমা পরতেই হবে কিছুটা প্রস্তুতি নিয়েই ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার অনেক দেখে শুনে বল্ল চোখ ড্রাই হয়ে যাচ্ছে, একটা ড্রপ দিল। ২ সপ্তাহ ব্যবহার করতেই ভাল। সৃষ্টিকর্তা কে আবার ও ধন্যবাদ দিলাম।


কিছুদিন পর, ছেলের ডেকেয়ারের পরামর্শে ওকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার দেখে বল্ল ও বা চোখে কম দেখে "এস্থিক্ম্যাটিজম"; এটা নাকি কম্বেও না বাড়বেও না, কিন্তু সারা জীবন চশমা পরে যেতে হবে। জানি ডাক্তার ভুল বলবে না, তারপরও আরেকজন ডাক্তার দেখালাম কনফরম হওয়ার জন্য। একই অবস্থা! খুব খারাপ লাগল, এত টুকুন বাচ্চা তারপর যে চঞ্চল! কেমনে ও এই চশমা মেন্টেইন করবে!!

ওকে অবশ্য বলেছি তুমি খুব ইন্টেলিজেন্ট তো তাই তোমাকে চশমা পরতে হবে! কিন্তু ওকে চশমা পরা দেখলে আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠে। এখন মনে হচ্ছে ইশ ওর চোখ খারাপ না হয়ে যদি আমার টা হতো ... !!!

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া টেনশন করবেন না। এই বয়সে কোন বাচ্চার প্রবলেম হলে
বড় হলে ঠিক হয়ে যায়। এটা ডাক্তাররা সাধারণত বলে থাকে। আল্লাহ ভরসা। ভালো থাকুন সবসময়।

১১| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

s r jony বলেছেন:
উড়তি বয়সে বাকা চোখে "ছেলেদের" দিকে তাকানোর ফল।



২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১

লাবনী আক্তার বলেছেন: খুব আফসোস আমার , জীবনে উঠতি বয়সে কোনদিনই কোন ছেলের দিকে বাঁকা চোখে তাকাইনি। কেন যে তাকাইলাম না। ;) ;) :P :P

ছেলেদের সাথে মিশতে পারতাম না বলে উচ্চ মাধ্যমিক মহিলা কলেজে ভর্তি হয়ে ছিলাম। আর ক্লাস এইট পর্যন্ত গার্লস স্কুলে পড়েছি। নাইন-টেন এ ছেলেদের সাথে একদম কথা বলতে পারতাম না। আর বাঁকা চোখে তাকাবো দুরের কথা, বুজলেন ??


আপনি কেমন আছেন?? কি খবর আপনার?

১২| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

নেন তাহলে আরও কিছু পিলাচ দিলাম।

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

লাবনী আক্তার বলেছেন: না না ভাইজান আর লাগবনা। :-B :-B

১৩| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন:
শুনেন চসমা সবসময় চোখের সাতে বাইন্দা রাখবেন , কখনো যাতে খুইলা না যায় !


আমার এক বন্ধু রাস্তার গোবরকে নিজের সেন্ডেল মনে করে পরতে লইছিলো ! তারও চসমা না তাকলে অনেক সমস্যা হয় ।

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
চশমা কি বাইন্ধা রাখনের জিনিস??

আমার ব্লগে যত দূর মনে পড়ে এই প্রথম কমেন্ট করলেন। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম। ভালো থাকবেন।


১৪| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

হাসান মাহবুব বলেছেন: দুঃখময় ফানপোস্টে প্লাস।

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৯

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই। আমার ব্লগে স্বাগতম।

১৫| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

মাক্স বলেছেন: চশমা একটা চমত্‍কার জিনিস, পড়ি চোখের সুবিধার জন্য বিপদে পড়ে বেচারা নাক আর কান!

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩

লাবনী আক্তার বলেছেন: চশমা একটা চমত্‍কার জিনিস???

হ চমৎকারই বটে! কারন আপনি নিশ্চয়ই শখে পড়েন! প্রতিদিন পড়া লাগলে সেরাম ভালো লাগত আপনের, বুজছেন ?? :D :D

১৬| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

অদ্বিতীয়া আমি বলেছেন: চশমা নিয়া যে ক্ত্ত কাহিনী আছে ! আমিতো চশমা গলায় ঝুলায়া সারা দুনিয়া খুঁইজা ফেলি । আমার আবার চশমা অনেক ভাঙ্গে ও ।

তবে আমি চশমা ভাল পাই । কারন চশমা ছাড়া অচল ।

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯

লাবনী আক্তার বলেছেন: চশমা ভাল না পাইয়া উপায় আছে?? কারন চশমা ছাড়া আমরা অচল । ;) ;) B-) B-)


আমার চশমা কম ভাঙে।

১৭| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮

মাক্স বলেছেন: আমি শখে পড়লেতো ভালই ছিল।
মাইনাস টু পয়েন্ট ফাইভ নিয়া শখে পড়তে পারলে কি যে ভালো লাগত :(:(

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

লাবনী আক্তার বলেছেন: আহারে! থাক মন খারাপ কইরেন না। :) :) ভালো থাকবেন।

১৮| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আমার এই ঝামেলা নাই। পরিনা।
তবে আপনার টা শুনে :-B :-B :-B

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪০

লাবনী আক্তার বলেছেন: ঝামেলা না থাকাই ভালো। :-B

১৯| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

মামুন রশিদ বলেছেন: বিয়ার পর তুই কেমনে জামাই চিনবি ?? ';);) জামাই চিনবিতো ??



হাঃহাঃহাঃ, মজা পেলাম ;)

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৪

লাবনী আক্তার বলেছেন: :P :P :P :P

আরে কাজিনরা এক হইলে যা হয়। আমার কাজিন খুব দুষ্ট । মজা করে বলছিল।

২০| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

একজন আরমান বলেছেন:
একবার হইছিল কি আমি দেখি আমার কাজিনরা, আমার ছোট ভাই সবাই পুকুরে লাফ দিয়ে পড়লো। আমি তাই দেখে ছাদ থেকে নেমে গিয়ে এক লাফ দিলাম। কিন্তু যখন পুকুর থেকে উঠলাম, তখন মনে পড়েছিল চশমার কথা। কিন্তু ততক্ষনে চশমা গায়েব। /:) /:) /:)

ইয়ে মানে আপু বাসার সামনে ভিখারিকে দেখে আবার দুলাভাই মনে করেন না তো? :P :P ;)

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭

লাবনী আক্তার বলেছেন: খামোশ!! ভিখারিকে ??? X( X( X(

মাইন্ড খাইছি!! X(( X((

২১| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১

সেলিম আনোয়ার বলেছেন: ৭ম ++চশমিস কেমন আছেন...আন্ধা মা্ইয়া আমি দেকবার পারিনা..কম চোখে দেখা মাইয়া আম চেখে কম দেখি.....আপনে কই সব ঝাপসা লাগতেছে :P

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৯

লাবনী আক্তার বলেছেন: চশমা পড়েন ঝাপসা লাগবনা। সেরাম ক্লিয়ায় দেখবেন। B-) B-)

আর বেশি চাখলে জ্বিহবা পুইরা যাইব বুঝলেন??? ;) ;)

২২| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: পোস্টে প্লাস+++++

কান্ডারী ভাইয়ের কমেন্টে আর একটা প্লাস। :)

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০১

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ প্লাসের জন্য। ভালো থাকবেন।

২৩| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

ড. জেকিল বলেছেন: এ এক অত্যন্ত দরকারী বিরক্তিকর জিনিস, প্রথম দিকে পরতে ভূলে যেতাম.....................আর এখন খুলতে ভূলে যাই, চশমা পরেই ঘুমাতে যাই :!> :!> :D

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৩

লাবনী আক্তার বলেছেন: B-) B-) B-)

মাঝে মাঝে আমিও চশমা পড়ে ঘুমাতে যাই। :P :P

২৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৭

একজন আরমান বলেছেন:

আপু আপনার জন্য আমার গিফট। আমার এক্সটা একটা গ্লাসেসঃ
পাওয়ার -৩.০০

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৫

লাবনী আক্তার বলেছেন: গিফটের জন্য থেঙ্কু । :-B :-B

২৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭

জাকারিয়া মুবিন বলেছেন: চশমুদ্দিন আর গুটিউদ্দিনের কথা মনে পরে গেল। ;) ;)

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৬

লাবনী আক্তার বলেছেন: চশমুদ্দিন তো বুঝলাম কিন্তু গুটিউদ্দিন টা কি বুঝলাম না। B:-/ B:-/

২৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৫

আশিক মাসুম বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

আফা ঠিক আছে মজা করমু না কিন্তু এখন বলেন দেখি এইখানে কয়টা পিলাচ আছে

+++++++++++++++++++

+++++

+++++++++++++

++++++

++

চশমা পইরা বলবেন নাকি না পইরা বলবেন সেইটা আপনার উপর রইল।





:P :P =p~ =p~ =p~ ;)

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৭

লাবনী আক্তার বলেছেন: B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

২৭| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯

নেক্সাস বলেছেন: আহারে দুঃখ পাইলাম।

তয় পোষ্টে পিলাস

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

লাবনী আক্তার বলেছেন: পিলাসের লাইগা থেঙ্কু । :-B :-B

২৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

তুষার মানব বলেছেন: এই কাহিনী শুইনা আমার দুষ্ট বইন কইল ' কিরে চশমা ছাড়া মানুষ চিনস না, বিয়ার পর তুই কেমনে জামাই চিনবি ?? ';);) জামাই চিনবিতো ?? আমি কিন্তু বড় চিন্তিত। ;);):D:D


তোমার বইনের লগে আমি থুক্কু সমগ্র জাতিও চিন্তিত :P :P :P

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১১

লাবনী আক্তার বলেছেন: হুম! ভাবতাছি তোমাগো জন্য একটা গবেষণাগার থুক্কু চিন্তাগার বানাইয়া দিমু। ;) ;)

২৯| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩১

কাব্য কথা বলেছেন: আমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে কষ্টের দিন হচ্ছে যেদিন আমার চোখের সামনে মাইনাস ২.৫০ পাওয়ারের চশমা স্থায়ীভাবে লেগে যায় সেদিন। সিলিন্ড্রিকাল পাওয়ারও আছে কিন্তু সেটা কম তাই কারেক্ট না করলে চলে।

পাওয়ার -২.৫০ হলে কি হবে এই পাওয়ারেই আমি চশমা ছাড়া ঘরে হাঁটা চলা পর্যন্ত করতে পারি না। আমার বংশে আমি ছাড়া আর আরো এই সমস্যা নেই। আমাকে দিয়েই আল্লাহ স্টার্ট করছে।:(

আমার চোখের অবস্থা যদি এত খারাপ না হয়ে যাস্ট -১.০০ এর মধ্যে থাকতো তবুও অন্তত মাঝে মাঝে চশমা খুলে কিছু কাজ অন্তত করতে পারতাম। এখন এমন অবস্থা হয়েছে আমার যে কম্পিঊটার স্ক্রীনটাও দেখি না চশমা ছাড়া। খুব খারাপ লাগে।

আমাদের বাড়ির চারতলায় একটা ফ্যামিলী থাকে তাদের বাসার একজন ছাড়া আর সবাই খুব কম দেখে চশমা ছাড়া। কি মোটা গ্লাসের চশমা পড়ে দেখলে ভয় লাগে। এই ফ্যামিলীর যার চোখ ঠিক আছে তিনি মনে হয় তার উচিত প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ আদায় করা। আল্লাহ উনাকে কতটা সৌভাগ্যবান বানিয়েছেন তিনি হয়তো বুঝেন যখন তার ফ্যামিলীর অন্যান্য সদস্যদের আবস্থা দেখেন।


দিন দিন মনে হচ্ছে পাওয়ার আরো লাগবে চশমার। ডাক্তারের কাছে গেলেই পাওয়ার বাড়িয়ে দেয়। আল্লাহই জানে কোনদিন জানি অন্ধ হয়ে যাই।

আমি ভালো নেই। :|

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬

লাবনী আক্তার বলেছেন:
ভাই একদম মন খারাপ করবেন না। আর এই অন্ধ হওয়ার চিন্তা মাথায় আনবেন না। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করুন। আর আপনি চাইলে চোখের এই দুয়াটা পড়তে পারেন। ৫ ওয়াক্ত নামাজ শেষে আঙ্গুলে ফু দিয়ে পরবেন।

' ফাকা -সাপনা আনকা গিতা আকা ফাবাশশারুকাল ইয়াও-মা হাদিদ'

নামাজ পড়ে এই দুয়াটা আমি পড়ি সবসময়।

৩০| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫

শায়েরী বলেছেন: বিয়ার পর তুই কেমনে জামাই চিনবি ?? ';);) জামাই চিনবিত
, মজা পেলাম

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯

লাবনী আক্তার বলেছেন: :P :P :P :!> :!> :!>

৩১| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: শুভ সকাল

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭

লাবনী আক্তার বলেছেন: শুভ সকাল! কবি সাহেব কেমন আছেন?

৩২| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১১

কাব্য কথা বলেছেন: ধন্যবাদ দোয়াটা জানানোর জন্য।

আমার আসলে এত খারাপ লাগে কারন আমাকে নিয়ে আমার আত্মীয় স্বজনদের কমেন্ট। তারা ভাবে আমি প্রতিবন্ধী মানুষ। 'ভেজাল ভুজাল' খেয়ে নাকি আমি আমার চোখ 'নষ্ট' করছি। আবার আমার এক আত্মীয় একদিন বাসায় এসে টিভি দেখার আমার ছোট ভাইকে বলে কিনা টিভি দূর থেকে দেখতে , তা না হলে বড়টার মতো চোখ 'নষ্ট' হয়ে যাবে। এক কাজিন ফান করে আমাকে বলে আমি যে চশমা ছাড়া কিছু দেখি না এটা যেনো আশে পাশের মানুষজন না জানে । জানলে বলবে এই বাসার একটা ছেলে পুরা কানা।

জানি ফান করে এসব বলে কিন্তু এসব শুনলে মন খারাপ যায়।

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২১

লাবনী আক্তার বলেছেন: হুম! বুঝতে পারছি ভাই। তোমার পাওয়ার তো কম। আমার কিন্তু অনেক বেশি। সুতরাং মন খারাপ করবেনা।

আমার চোখে প্রবলেম হয়েছে আমি খালি চোখে সূর্যগ্রহন দেখিছিলাম ছোট বেলায়। বার বার সতর্ক করা সত্ত্বেও আমি খালি চোখে দেখেছিলাম। আসলে আমার একটা প্রবলেম হল আমি খুব বাস্তববাদী। তার পর থেকেই ধিরে ধিরে সমস্যা দেখা দিয়েছে।

মন খারাপ নয়। মন ভালো রাখ ভালো থাক সব সময়।

৩৩| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩১

আদম_ বলেছেন: চশমা পরা লোকজন প্রায়ই নরম মনের হয়। দেখলেই মনে হয় ভদ্রলোক। কোন গুন্ডা-পান্ডার চোখে আজ পর্যন্ত পাওয়ারআলা চশমা দেখিনাই। আমার বাবার বদ্ধমুল ধারণা -চশমা পরা লোকজন সবাই খুব জ্ঞানী।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~

নিজেকে এখন জ্ঞানী জ্ঞানী লাগছে। :P :P

৩৪| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩২

শ্রাবণ জল বলেছেন: আমারও সেইম প্রব্লেম হয় চশমা চোখে না থাকলে। মানুষ চিনতে পারিনা। :(

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯

লাবনী আক্তার বলেছেন: :( :( :( :(


৩৫| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

কাব্য কথা বলেছেন: আমার চোখে প্রবলেম হয়েছে আমি খালি চোখে সূর্যগ্রহন দেখিছিলাম ছোট বেলায়। বার বার সতর্ক করা সত্ত্বেও আমি খালি চোখে দেখেছিলাম। আসলে আমার একটা প্রবলেম হল আমি খুব বাস্তববাদী। তার পর থেকেই ধিরে ধিরে সমস্যা দেখা দিয়েছে।


ডাক্তারতো বললো মাইওপিয়া রোগ জেনেটিক। আমরা জন্মই নিয়েছি এই সমস্যা নিয়ে কিন্তু এই রোগ সাধারনত টিনএজ অবস্থায় প্রথম ধরা পড়ে।


মাইওপিয়া রোগ সারাতে হলে ল্যাসিক করতে হয় কিন্তু আমি আমার চোখের সেনসেটিভ কর্নিয়া কাটাকাটি করতে দিবো না। ল্যাসিক বিরোধী আমি। আশা করি আপু আপনিও ল্যাসিকের ধারের কাছে যাবেন না। X(

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮

লাবনী আক্তার বলেছেন: আসলে প্রবলেম টা কোন জায়গা থেকে জানিনা। ক্লাস টেন থেকে চশমা পড়ি।

ল্যাসিক এর পক্ষপাতি আমিও না।

৩৬| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

কাব্য কথা বলেছেন: আদম_ বলেছেন: চশমা পরা লোকজন প্রায়ই নরম মনের হয়। দেখলেই মনে হয় ভদ্রলোক। কোন গুন্ডা-পান্ডার চোখে আজ পর্যন্ত পাওয়ারআলা চশমা দেখিনাই। আমার বাবার বদ্ধমুল ধারণা -চশমা পরা লোকজন সবাই খুব জ্ঞানী।

এইটা কি বললেন!গুন্ডা-পান্ডার চোখে আজ পর্যন্ত পাওয়ারআলা চশমা দেখেন নাই! বাংলাদেশের ৮০ ভাগ রাজনৈতিক ন্যাতার চোখে থাকে চশমা। B-))

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১০

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ B-)) B-)) B-)) B-))

৩৭| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

আদম_ বলেছেন: লাবণী, দেখেন অবস্থা, কাব্যকথা আপনারে গুন্ডা বানিয়ে দিল। ;) ;)

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

লাবনী আক্তার বলেছেন: আমি কিন্তু রাজনীতি করিনা। :) :)

৩৮| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১

একজন আরমান বলেছেন:
আরে মাইন্ড খাওয়ার কি আছে?
ভুল তো হইতেই পারে।। :P :P ;)

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

লাবনী আক্তার বলেছেন: কথা কমুনা! B:-/ B:-/

তয়য়য়য় খালি প্রশ্নের উত্তর লিখা যামু। ;) ;) B-) B-)

৩৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

সায়েদা সোহেলী বলেছেন: বেস কিছুদিন যাবত্ চক্ষু দিয়ে যখনতখন পানি আসে । ঝাপসা লাগে । জালাও পোরাও অবস্থা । গেলাম ডাকতারের কাছে । মহা শুন্দ্রি ডকটর B:-) বহুক্ষণ যন্ত্র দিয়া দেখিয়া কহিলেন আপনার ুদুরদর্শীতা অভাব ঘটিয়াছে 8-| :( আমি ব্যথিত নয়নে কহিলাম সুন্দরী তমাকে ত ক্লিয়ার দেখেতেছি । রমনী মিস্টি হাশি দিয়া কহে আমিতো তমার নিকটএ আছি ডিয়ার B-)) বলিয়া চশমা ধরিয়ে দিল ।:( । অতপর উহাকে সবচাইতে কুতসিত রমনীদের একজন মনে হইতে লাগিল. আর আমি হইলাম চার চোখের কানি B:-) :((

লাবনির জন্য.+
শুভকামনা

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৪

লাবনী আক্তার বলেছেন: হাহাহা!

ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ার জন্য।

৪০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:০১

সালমাহ্যাপী বলেছেন: আপনার চশমা কাহিনী পড়ে কত শত কাহিনী মনে পড়ে গেল :(


চশমা আমারে বহুত ভোগাইসে :(( :((

পোস্টে ভালো লাগা :)

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৫

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন।

৪১| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:১৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনে যখন দিলেন, তখন আমিও একটা টিপস দেই !! :)

সুপার গ্লু কিন্যা চশমার দুই ডান্ডিতে ভালমত লাগাইয়্যা একটু ফুঁ দিয়া পিন্দা ফালাইবেন !! পুরা পার্মানেন্ট !! তখন সব্বাইরে চিন্তার্বেন !! এমন কি যারে মনে মনে খুজতাসেন, মাগার পাইতাসেন না; হেরেও চিন্যা লাইবেন !!

+

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:২৩

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
:P :P :P :P


মানুষের দুঃখে মজা নেন?? X(( X((

আপনের আইডিয়া কামে লাগাইতে পারি কিনা দেখি! ;) ;)

যারে খুজতাছি তারে পাইয়া যামু তাড়াতাড়ি আশা রাখি! :!> :!>


ভাইয়া কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। :)

৪২| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৩৩

চানাচুর বলেছেন: মাঝে আমার খুব মাথা ব্যাথা করতো। আম্মুকে বলতাম, আর আম্মু বলতো, দেখ তোমার চোখের সমস্যা কিনা! চশমা নিতে হবে মনেহয়! #:-S
এটা শুনে আমার যে কি দু:খটা লাগছিলো তখন!! :|
চশমা, ছাতা এগুলো এক একটা বোঝা মনেহয় আমার। আল্লাহ্‌র রহমতে কিছুদিন পর আমি ঠিক হয়ে গেছি। চশমা লাগে নাই B-) B-)

আপনার জন্য সমবেদনা রইলো 8-|

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৫১

লাবনী আক্তার বলেছেন: হুম! চশমা লাগেনি খুবই ভালো কথা।

সমবেদনার জন্য ধন্য|বাদ। ভালো থাকবেন।

৪৩| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: আরে নাহ, মজা করি নাই !! আমিও চশমা পড়ি। তবে আপনের মতো এত খারাপ অবস্থা না। অন্তত মানুষ চিনি। :)

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:০৬

লাবনী আক্তার বলেছেন: :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.