![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
আমি ভালো আছি - তুমি ?
রৌদ্র জলে ভিজে ভিজে
দু -চোখের সিক্ত পল্লবে,
সুখের অঞ্জন ছুয়ে
দুঃখের পায়রাকে
সযতনে- ঘুম পারাই ।
বাতাসে নিঃশ্বাসের যন্ত্রনা
বিলিয়ে দিয়ে তোমাকে সুধাই,
আমিত ভালোই আছি- তুমি?
শুধু আকাশে শিশিরের শব্দ
দূরের গীর্জা থেকে ভেসে আসা
উদাস নিঃসঙ্গ ঘন্টার ধ্বনি,
ঝরে ঝরে শুন্যতায় লিখে যায়
আমি ভালো নেই
আর হয়ত তুমিও..........
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১
লাবনী আক্তার বলেছেন: এতো সুন্দর কবিতা ভালো না লেগে উপায় আছে??
ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।
২| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: আমারও ভাল লেগেছে কবির নাম কি?
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৯
লাবনী আক্তার বলেছেন:
ভুলে গেছি নামটা ।
৩| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২২
মাক্স বলেছেন: ভাল্লাগসে!
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৮
লাবনী আক্তার বলেছেন:
পোস্ট দেখার জন্য ধন্যবাদ।
৪| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৫
অনীনদিতা বলেছেন: এতো সুন্দর কবিতা ভালো না লেগে উপায় আছে????
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩২
লাবনী আক্তার বলেছেন: আবার জিগায়??
উপায় একদম নাই।
এই কবিতা আবৃতি করতে ভিশন ভালো লাগে।
৫| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৫
িট.িমম বলেছেন: আমার ও ভাল্লাগছে কবির নাম ?? (টি.মিম) হলে কেমন হয়?
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩
লাবনী আক্তার বলেছেন: একদম ভালো না। কারন কবিতা তো অন্য একজন লিখেছেন। একজনের কবিতা আর একজনের নাম দেয়া এটা নিশ্চয়ই ভালো দেখাবেনা।
৬| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭
একজন আরমান বলেছেন:
৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯
লাবনী আক্তার বলেছেন: কি কবিতা পড়ে মন খারাপ হইছে??
৭| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫০
নেক্সাস বলেছেন: আমারো ভাল লাগলো
৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১০
লাবনী আক্তার বলেছেন: এই কবিতাটার আবৃতি আমি শুনেছিলাম ৬/৭ বছর আগে। এতো সুন্দর ছিল সেই আবৃতি !! মন ছুয়ে যায় আবৃতি শুনলে।
৮| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭
shfikul বলেছেন: সুন্দর কবিতা।কবির নাম জানতে পারলে ভালো লাগত।
৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯
লাবনী আক্তার বলেছেন: আমারো ভালো লাগত কবির নাম জানাতে পারলে।
৯| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯
s r jony বলেছেন:
আমি ভালা নাই,
না খাইয়া , না খাইয়া শুকাইয়া গেলাম।
৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪
লাবনী আক্তার বলেছেন: আহারে!! টেনশন এ থাকলে এমনি হয়।
১০| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯
প্রিয়তমেষূ বলেছেন: বাহ্
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৪
লাবনী আক্তার বলেছেন:
১১| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬
জাকারিয়া মুবিন বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ। ভাল্লাগছে।
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৫
লাবনী আক্তার বলেছেন: পোস্ট দেখার জন্য আপনাকেও ধন্যবাদ ।
১২| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২
একজন আরমান বলেছেন:
হুম। আমার কাছে কবিতা মানের কষ্ট !
বাতাসে নিঃশ্বাসের যন্ত্রনা
বিলিয়ে দিয়ে তোমাকে সুধাই,
আমিত ভালোই আছি- তুমি?
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪১
লাবনী আক্তার বলেছেন: একটা কথা কি জানো দুঃখ আছে বলেই আমরা সুখের সাধ অনুভব করি।
১৩| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০
পেন্সিল চোর বলেছেন: আমিতো ভালাই আছি কিন্তু তুমি ভালা নাই কেলা?
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫
লাবনী আক্তার বলেছেন: আমি ভালো নেই কারন আমার পেন্সিল চুরি হইছে!
১৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০২
আশিক মাসুম বলেছেন: - আমি ভালো নেই
-হয়ত তুমিও..........
লাইন দুইটা কেন জানি বুকে তোলপাড় করে গেলো ।
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৭
লাবনী আক্তার বলেছেন: সর্বনাশ!!
দুইটা লাইনের কি অসাধারন শক্তি তাইনা??
১৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯
মামুন রশিদ বলেছেন: পড়লাম, সত্যি খুব সুন্দর ।
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৭
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন।
১৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:১৭
রোমেন রুমি বলেছেন: - আমি ভালো নেই
-হয়ত তুমিও.....
সুন্দর !
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৫
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
১৭| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সাময়িক বিরতি অনশন চলছে।
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯
লাবনী আক্তার বলেছেন: হুম! আপনি কি অনশনে যোগ দিয়ছেন??
১৮| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন: হুম
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৭
লাবনী আক্তার বলেছেন: শুভ কামনা রইল। আপনাদের সংগ্রাম যেন সফল হয়।
১৯| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫
আমিনুর রহমান বলেছেন: +++
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬
লাবনী আক্তার বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
২০| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৪
যুবায়ের বলেছেন: চমৎকার কবিতা......
কবিতায় ভালোলাগা++
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন? আপনার শরীর এখন কেমন?
২১| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০
ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ খুব ভালো লাগলো
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯
লাবনী আক্তার বলেছেন: আপনার কমেন্ট পেয়ে আমারও ভালো লাগল।
ভালো থাকবেন।
২২| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০
একজন আরমান বলেছেন:
হ্যাঁ এটা ঠিক।
সুখের স্বাদ নেবার অপেক্ষায়...
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:০২
লাবনী আক্তার বলেছেন: hum! jst wait n see.
২৩| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক সুন্দর কবিতা।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৩
লাবনী আক্তার বলেছেন: thnx shwarna! kmn aco?
২৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩১
সায়েম মুন বলেছেন: অনেক ভাল লিখেছেন। ভাললাগা রইলো আপনার কবিতায়।
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৭
লাবনী আক্তার বলেছেন: ভাইয়া এটা আমার লেখা নয়। ভাল থাকবেন।
২৫| ২১ শে মে, ২০১৩ রাত ২:৫৩
মুফতি তামিমুল কমর আহমদ বলেছেন: দারুন কবিতা তো! ভাল লাগলো..
২১ শে মে, ২০১৩ সকাল ৯:২১
লাবনী আক্তার বলেছেন: পাঠে কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
২৬| ২১ শে মে, ২০১৩ রাত ৩:৫৬
একজনা বলেছেন: খুব সম্ভবত শিল্পী আহসান এর কবিতা।
২১ শে মে, ২০১৩ সকাল ৯:২৭
লাবনী আক্তার বলেছেন: হতে পারে আমার মনে নেই।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০২
দুরের মেঘ বলেছেন: আসলেই বেসম্ভব সুন্দর কবিতা। ভালো লাগলো।