নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

সব ভালবাসা পূর্ণতা পায়না ( অনু গল্প)

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

যখন মনে অস্থিরতা বিরাজ করে চারপাশ কেমন যেন অন্ধকার হয়ে আসে। হতাশা কাজ করে। সব কিছু ঘোলাটে লাগে।
মনের শান্তি কি সব হারিয়ে ফেললাম? কেন মনে শান্তি পাইনা? কেন কেন কেন? কি চায় এই মন?
উত্তর এলো শুধু তোমাকে, তোমাকে ,তোমাকে।
ছেলে পক্ষ দেখে গেল, পছন্দ করল। আমার পরিবার থেকেও ছেলেকে পছন্দ করা হল। কি করব আমি এখন? মেনে নিব, নাকি তোমার জন্য অপেক্ষা করব। কেন দেশ ছেড়ে চলে গেলে তুমি? এখন তোমার কথা বললেও ফ্যামিলি শুনবেনা। যে পাত্র দেখেছে সে খুব সুন্দর। তাই দেখে সবাই খুশি। কিন্তু আমি যে খুশি হতে পারিনা। আমার মন জুড়ে শুধু তুমি। এক মুহূর্তের জন্য হোক তাওতো ভাল লেগেছে তোমাকে। আর আমার যে ইচ্ছে ভালবেসে বিয়ে করা। যে মানুষটি কে চিনিনা জানিনা তাকে কিভাবে বিয়ে করব আমি?
জীবনে বোধহয় সব স্বপ্ন পূরণ হয় না। আমার স্বপ্নও পূরণ হবেনা জানি। আমি কি খুব বেশি চেয়েছি, শুধু তোমাকেই চেয়েছি। এই চাওয়াটা কি ভুল?
তোমাকে বললাম
- আমাকে পাত্র পক্ষ দেখে গেছে
- তোমার কি পাত্র পছন্দ হয়েছে
- ছেলে দেখতে ভাল। আমার পরিবার পছন্দ করেছে আমি নই।
- তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে?
এই কথা শুনে আমার বুকের ভেতর রক্তক্ষরণ হতে লাগল, তোমার জন্য।
-না যাবনা। তুমি কি জানো আমি প্রতিদিন কাঁদি।
-কেন?
-তোমার জন্য
- আমি ধন্য
- আমিতো ধন্য নই
-কেন?
-তোমাকে পেলে হব
- তাই?
-হুম তাই

তুমি একটা বার কি বলতে পারনা? ‘সেতু তুমি রাজী হইয়ো না । অপেক্ষা করো আমার জন্য। তুমি শুধু আমার’।
তুমি দেখ এই কথা শুনার পর আমি কি করি! এই পৃথিবীর কারো শক্তি নেই আমাকে জোড় করে বিয়ে দেয়ার।
তুমি শুধু বললে
-আমিতো দেশে নেই। কি করব আমি? বিদেশ এসে আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এখন দেশেও ফিরতে পারছিনা।
আমাকে ক্ষমা করো।
-ক্ষমা করব? না না তোমার তো দোষ নেই। দোষ আমার কপালের।
দিন কেটে যাচ্ছে আমার। বেঁচে আছি জীবন্ত লাশ হয়ে। ভালবাসার তীব্র যন্ত্রণা হচ্ছিল আমার হৃদয়ে । বেশ কিছুদিন কথা হলনা তোমার সাথে। স্বাভাবিক কথা হল অনেকদিন পর-

-কেমন আছ সেতু?
-বেঁচে আছি। তুমি?
- এইত !
- আই লাভ ইউ সেতু
- কেন এই কথা বল? কেন কেন?
- কাঁদছ তুমি? প্লিজ কেদনা। শোনো আমি তোমাকে মনে মনে বিয়ে করে ফেলেছি।
- মনে মনে বিয়ে করলেই কি হল কিছু? আমার বিয়ে কি বন্ধ করতে পারবে?
- আচ্ছা তোমার তো বিয়ে হয়ে যায়নি। এতো নেগেটিভ ভাব কেন?
- ভাবছি কারন ছেলেকেও আমার পরিবার পছন্দ করেছে। ভয় হয় আমার। তুমি বুজবেনা আমার কষ্টটা।
- শোনো মনোবল হারিয়ো না। ইনশাআল্লাহ আমরা এঁকে অপরকে পাব।
-তাই যেন হয়। আমার আর ভাল লাগেনা। এতো যন্ত্রণা আমরা সহ্য হয়না সজল।
জীবনটা বয়ে চলা নদীর মত, কখনো বা শঙ্খচিল শালিকের মত। কখনো আকাশের মত ,কখনো রোদ্রজ্জ্বল দিনের মত, কখনো জমে থাকা মেঘের মত। কখনো অঝর ধারার মত।

সজলের ফোন হটাৎ
-কেমন আছ সেতু?
- এইত আছি, তুমি?
- হুম ভাল। বিয়ে নিয়ে চিন্তা করোনা। সব ঠিক করে ফেলেছি।
-কি ঠিক করেছ?
-তুমি চলে আসবে আমার কাছে?
-কিভাবে? আমারতো এতো টাকা নাই।
- তো কি হয়েছে? আমি আছিনা। বোকা মেয়ে !
যা যা করনীয় সব কিছু করে দিল সজল। আর বলে দিল আমাকে কিভাবে কি করতে হবে।
সত্যি আমার খুব ভাল লাগছে। আমিও যাচ্ছি সজলের কাছে। দেশ ছেড়ে পরদেশে। খুব টেনশন লাগছে আমার। সজল খুব করে বলল আমাকে। একদম ভয় পাবেনা। টেনশন করোনা। আমিতো আছি।
আমি ঠিক মত পোঁছালাম। এয়ারপোর্ট এ ঠিক পেয়ে গেলাম সজল কে। আমার জন্য আগেই অপেক্ষা করছিল। এই প্রথম আমাদের দেখা হল। কিন্তু একদম মনে হলনা আমরা প্রথম কাউকে দেখছি সামনা সামনি। শুধু আমরা ছবি দেখেছিলাম একজন আর একজনের। সামনা সামনি না দেখেই ভালবেসেছি দুজন।
আমাকে পেয়ে সজল অনেক খুশি। আমিও খুশি। ওর বাসায় নিয়ে গেল। ফ্রেশ হয়ে দুজনে খেলাম। সজল আমাকে বিশ্রাম নিতে বলল। আমি একটু ঘুমাতে চেষ্টা করলাম। হটাৎ হাতের স্পর্শে আমার ঘুম ভেঙ্গে গেল। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সজল। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ওর বুকে মাথা রেখে অনেক কাঁদলাম। সজল আমকে বুঝাল,
- এইত আমি লক্ষ্মীটি, কেদোনা। আমরা কাল-ই বিয়ে করব। সুন্দর একটা বাসা ভাড়া নিব। আমাদের সুখের সংসার হবে।
- তাই? আমি বাসর রাতে তোমাকে আমি মিষ্টি একটা গান শোনাব

'এই মধু রাত শুধু ফুল পাপিয়া
এই মায়া রাত শুধু তোমার আমার
মায়াবী চাঁদের সনে
চামিলি জাগিছে বনে
ফাগুন খুলিয়া দিল
প্রানের দুয়ার।
এই মায়া রাত শুধু তোমার আমার
দুটি হিয়া চুপি চুপি
এলো কাছাকাছি
প্রেম বলে দুজনার
মাঝে আমি আছি
জীবনের এই চাওয়া
নিবির করিয়া পাওয়া
এ-জীবনে কোন দিন নাহি ফুরিবার
এই মায়া রাত শুধু তোমার আমার'

আজানের শব্দে ঘুম ভেঙ্গে যায় সেতুর। সাথে সাথে ভেঙ্গে যায় স্বপ্ন দেখা। এতক্ষন ধরে স্বপ্ন দেখছিল সেতু। তা সত্যি নয়। সেতুর বুক ফেটে কান্না আসল। ফজরের নামাজ পড়ে অনেক কাঁদল। আল্লাহ কে বলল পথ দেখাও আমাকে। কি করব আমি? সাহায্য করো দয়াময়।

মানুষের সব স্বপ্ন পূরণ হয় না। সেতু হয়তো আশায় বুক বেধে রাখবে যে তার ভালবাসার মানুষটিকে পাবে। হয়ত তার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে।

সব ভালবাসা পূর্ণতা পায়না
সব প্রেম বাধে নাকো বাসা’

মন্তব্য ৪২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭

রাইসুল সাগর বলেছেন: প্রেমের গল্প কথনে ভালোলাগা। শুভকামনা জানিবেন নিরন্তর।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

লাবনী আক্তার বলেছেন: প্রথম কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮

একজন আরমান বলেছেন:
:( :( :(

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

লাবনী আক্তার বলেছেন:
:( :( :(
:( :( :(

৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

ইয়াশফিশামসইকবাল বলেছেন: ীর্ঘস্থায়ী প্রেমের বিয়ে কখনই সুখের হয়না।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

লাবনী আক্তার বলেছেন: হয়তবা হয়তবা না।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭

ইয়াশফিশামসইকবাল বলেছেন: কখনোই মাঝা মাঝিতে থাকবেন না, যে কোন এক পখখে নিজেকে সমর্পণ করেন।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া এটা নিছক একটা গল্প। আর কিছু নয়।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালোবাসা এমন যে কখনো খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে হয় কিন্তু কখনোবা ছুঁতে গেলে হাতে কাঁটা বিধে ক্ষত বিক্ষত হতে হয়

তবু ভালোবাসা পেতে ভালই লাগে আবার কাউকে ভালোবাসা দিতে খুব সুখ লাগে।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

লাবনী আক্তার বলেছেন: তবু ভালোবাসা পেতে ভালই লাগে আবার কাউকে ভালোবাসা দিতে খুব সুখ লাগে।


খুব ভাল লাগল কথাটা।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

পেন্সিল চোর বলেছেন: ভালবাসায় বিশ্বাস নাই পেন্সিল চোরের... তাই আমি প্রেম করি না। কি দরকার হুদাই টেনশান নেওয়ার!!

৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৩

লাবনী আক্তার বলেছেন: খুব ভালো কথা পেন্সিল চোর। শুধু শুধু টেনশন নেয়ার কোন মানে হয় না।

৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬

মামুন রশিদ বলেছেন: স্বপ্নে শোনা গানটা আসলেই মিষ্টি,


'এই মধু রাত শুধু ফুল পাপিয়া
এই মায়া রাত শুধু তোমার আমার
মায়াবী চাঁদের সনে
চামিলি জাগিছে বনে
ফাগুন খুলিয়া দিল
প্রানের দুয়ার।

৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা রইলো!

১০| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

লাবনী আক্তার বলেছেন: এই গানটা সন্ধ্যা মুখার্জির। আমার প্রিয় একটি গান। অসাধারন রোমান্টিক গান। সেতুর মত আমিও এই গানটা আমার বরকে শোনাতে চাই ভবিষ্যতে। :P:P

১১| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ র্ত্‍ত্‍ত্‍ ভাই।

১২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

শ্রাবণ জল বলেছেন: কি বলব।
চিন্তা করছি কিছু একটা।

ভাল লেগেছে গল্প।

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

লাবনী আক্তার বলেছেন: পাঠে অনেক কৃতজ্ঞতা । ভালো থাকবেন শ্রাবণ জল।

১৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

সাখাওয়াত০২ বলেছেন: ভালো লিখেছেন। আমি সমালোচক নই, তার পরেও মনে হল আবেগটা একটু বেশী হয়ে গেল। কে জানে আবেগই হয়ত প্রেম।

১৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২

লাবনী আক্তার বলেছেন: সমালোচনা করার জন্য অশেষ ধন্যবাদ।আর প্রেম এ আবেগ থাকাটাই স্বাভাবিক। ধন্যবাদ সাখাওয়াত ভাই।

১৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

সোহাগ সকাল বলেছেন: ভালো লাগলন।

শুভ কামনা।

১৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২

লাবনী আক্তার বলেছেন: Post porar jonno dhonnobad sohag.

১৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪

তুষার মানব বলেছেন: ও, তলে তলে এই কাহিনী B:-) B:-) খাড়াউ তোমার বাসায় কইয়া লই :-P :-P :-P

১৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০

লাবনী আক্তার বলেছেন: কবে আসছ বলতে? হাহাহাহা এটা গল্প সত্যি নয় ব্রাদার।

২০| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

আমিভূত বলেছেন: "সব ভালবাসা পূর্ণতা পায়না
সব প্রেম বাধে নাকো বাসা’
:( :( স্বপ্ন যেন সত্যি হয় প্লিজ :(

২১| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

লাবনী আক্তার বলেছেন: সব সপ্ন পূরণ হয় কি? অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন ভূত।

২২| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: আহা কতো বেদনার গল্প :(

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১

লাবনী আক্তার বলেছেন: :( :(

বেদনা আছে বলেই সুখের স্বাদ আমরা অনুভব করি। ধন্যবাদ পাইলট ভাই। পাঠে কৃতজ্ঞতা।

২৩| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

অদৃশ্য বলেছেন:




গল্পটা খুব ভালো লেগেছে আমার... সাধারন গল্প, কিন্তু সবসময় ভালোলাগার...


প্রশ্ন ১
______ ভালোবাসার পূর্ণতা বলতে কি বুঝাতে চাইলেন ?

প্রশ্ন ২
______ প্রেমিক প্রেমিকার বাসা বেধে একত্রে থাকাটাই কি প্রেমের শেষ কথা ?


শুভকামনা...

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

লাবনী আক্তার বলেছেন: ১। আমরা সাধারণত প্রেমের সফলতা বলতে একসাথে ঘর বাধাকেই বুঝাই। এঁকে অপরকে পেলেই তা পূর্ণতা পায়।

২। না শেষ কথা নয়। প্রেম অনন্ত, এর বোধহয় শেষ নেই


অনেক ধন্যবাদ আপনাকে।

২৪| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর হয়েছে ভাল লাগা নিবেন।সব প্রেম বাধা পেরিয়ে গন্তব্যে পৌছতে পারে না।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ কবি সাহেব!

সব প্রেম বাধা পেরিয়ে গন্তব্যে পৌছতে পারে না।

সহমত আপনার কথার সাথে।

২৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫

জাকারিয়া মুবিন বলেছেন:

ব্লগে ইদানিং সময় দিতে পারছিনা। বেসম্ভব ব্যস্ত। তাই অনেকদিন পর কমেন্ট করলাম।

ভাল্লাগসে।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ। আপনার কমেন্ট পেয়েও ভাল লেগেছে। ভাল থাকবেন।

২৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯

বটবৃক্ষ~ বলেছেন: মন খারাপ করা গল্প! :( কষ্ট গল্পে ++++++++
খুব টাচি!! সেতুর জন্য শুভকামনা~~~~~~~

বাস্তবতা বড্ড কঠিন আর নিরানন্দ!!:( খুব মিল পেলাম গো!! :(:(:( তুমি একটা বার কি বলতে পারনা? ‘সেতু তুমি রাজী হইয়ো না । অপেক্ষা করো আমার জন্য। তুমি শুধু আমার’।
তুমি দেখ এই কথা শুনার পর আমি কি করি! এই পৃথিবীর কারো শক্তি নেই আমাকে জোড় করে বিয়ে দেয়ার।
সেতুতো তবু এটা বলতে পেরেছে! সব মেয়েদের যে এই সামর্থটুকুও থাকেনা!!

অনিশ্চিত জীবন যাপন......:(
ভালো থাকবেন.....

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪

লাবনী আক্তার বলেছেন: সেতুতো তবু এটা বলতে পেরেছে! সব মেয়েদের যে এই সামর্থটুকুও থাকেনা!!

সহমত। হয়তো এটা গল্প দেখে সেতু পেরেছে ।

ধন্যবাদ বটবৃক্ষ। ভাল থাকবেন ।

২৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩

জাকারিয়া মুবিন বলেছেন:
ব্লগে ইদানিং সময় দিতে পারছিনা। বেসম্ভব ব্যস্ত। তাই অনেকদিন পর কমেন্ট করলাম।

ভাল্লাগসে।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ। আপনার কমেন্ট পেয়েও ভাল লেগেছে। ভাল থাকবেন।

২৮| ১১ ই মে, ২০১৩ সকাল ৮:২২

কালোপরী বলেছেন: :)

১১ ই মে, ২০১৩ সকাল ৮:২৮

লাবনী আক্তার বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ পরী। :)

২৯| ২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

দুঃখিত বলেছেন:
লেখক বলেছেন:বেদনা আছে বলেই সুখের স্বাদ আমরা অনুভব করি।

এই কথাটাই আমাদের সবসময় মনে রাখতে হবে। কারণ সুখ কতটা মধুর এটা বেদনার তিক্ততার স্বাদ গ্রহন না করলে কখনো বোঝা সম্ভব নয়। আল্লাহ্‌ এই পৃথিবীর প্রতিটি মানুষের নেক মনোবাসনা পূর্ণ করুন, আমীন । নিশ্চয়ই তিনি আমাদেরকে সঠিক পথ এ যাবার তৌফিক দান করবেন ।

শুভকামনা থাকলো । ভালো থাকবনে :) গল্পে +++++++ :)

২১ শে মে, ২০১৩ সকাল ৯:২০

লাবনী আক্তার বলেছেন: আল্লাহ্‌ এই পৃথিবীর প্রতিটি মানুষের নেক মনোবাসনা পূর্ণ করুন, আমীন । নিশ্চয়ই তিনি আমাদেরকে সঠিক পথ এ যাবার তৌফিক দান করবেন ।

আমিন।


খুব সুন্দর করে বললেন। আল্লাহ সবার মঙ্গল করুক।

পাঠে কৃতজ্ঞতা জানিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.