নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি !:#P

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১২


রিমঝিম বৃষ্টি
রিনিঝিনি শব্দ :)
বৈশাখের সকালে
লাগছেনা মন্দ। :)

এমন বৃষ্টি ভেজা সকালে
লাগে ঘুমাতে মজা |-)
অফিসে আসতে হবে
মনে হয় এ-এক সাজা। :(X((

কোথায় গেল শৈশব :(
কোথায় সে ছেলেবেলা :(
বৃষ্টিতে ভিজে ভিজে
করেছি কত খেলা। :)


রিমঝিম বৃষ্টিতে
মনে দিত দোলা ;):D
অসময়ে ভেজার ফলে
মা দিত কান মলা। :P

এমন বৃষ্টির দিনে
কৃষ্ণচূড়া কুঁড়িয়ে আনতাম
আহা! কত শত খেলা :(
কৃষ্ণচূড়া দিয়ে খেলতাম। :-/

এমন দিনে ভাল লাগে
ছাতা মাথায় হাঁটতে :)
ভাল লাগে বৃষ্টির গান
গুন গুন করে গাইতে। :)



মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩

মুশাসি বলেছেন: ছাতা নিয়ে হাঁটা মানে তো বৃষ্টিকে অপমানিত করা !

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৬

লাবনী আক্তার বলেছেন: সেটা ঠিক আছে। তবে সবসময় তো চাইলেই ভেজা যায় না ,তাইনা?

২| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: এমন দিনে ভাল লাগে
ছাতা মাথায় হাঁটতে :)
ভাল লাগে বৃষ্টির গান
গুন গুন করে গাইতে।

এইটুকু ভাল লেগেছে। একটু গুন গুন সং শুনাবেন প্লিজ।

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ।

আমি গুন গুন করে একটা গান করছিলাম। বাদল দিনের প্রথম কদম ফুল তুমি করেছ দান।

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৯

নেক্সাস বলেছেন: কোথায় গেল শৈশব :(
কোথায় সে ছেলেবেলা :(
বৃষ্টিতে ভিজে ভিজে
করেছি কত খেলা।


bah bah bah

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৫

লাবনী আক্তার বলেছেন:

:P :P

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০১

s r jony বলেছেন:
এমন বৃষ্টি ভেজা সকালে
লাগে ঘুমাতে মজা |-)
অফিসে আসতে হবে
মনে হয় এ-এক সাজা।


____ এইরুপ সহজ সত্যি ভাষার কবিতা ভাল লাগে তাই ভাললাগা রইল

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১

লাবনী আক্তার বলেছেন:
ধন্যবাদ জনি ভাই।

৫| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫

s r jony বলেছেন: এইরুপ বৃষ্টি ভেজা সকালে আমার দুইটা জিনিস মনে পড়ে,

"রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝড়েরে
তোমার কথা সুধু মনে পড়রে
এ লগনে তুমি কোন খানে বলনা" ;)
_____ এই গানটা গাইতে ইচ্ছা করে আর খিচুরির পেলেটে ঝাপিয়ে পরতে ইচ্ছা করে। /:)

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~


ছোট বেলার কথা মনে পড়ল আপনার গান শুনে। এই গানটা ছোট বেলায় শুনেছিলাম। গান মনে করিয়ে দেয়ার জন্যও ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

আশিক মাসুম বলেছেন: অনু কাব্য ভালো লাগলো।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬

লাবনী আক্তার বলেছেন: :)

আশিক ভাই অনেক ধন্যবাদ। ভাল লেগেছে শুনে ভালো লাগল।

৭| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালোলাগা জানবেন।

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

লাবনী আক্তার বলেছেন: স্নিগ্ধ শোভন ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৫

আমিনুর রহমান বলেছেন:

কোথায় গেল শৈশব :(
কোথায় সে ছেলেবেলা :(
বৃষ্টিতে ভিজে ভিজে
করেছি কত খেলা। :)


ভালো লাগা রইল।

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ।


শৈশবের স্মৃতি মনে পড়ে। কি মধুর না ছিল সেইসব দিনগুলো।

৯| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫

যুবায়ের বলেছেন: চমতকার কাব্য....
ভালোলাগা++

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

লাবনী আক্তার বলেছেন: ভাই কবিতা পাঠে কৃতজ্ঞতা ! প্লাসের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১০| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২

একজন আরমান বলেছেন:
হুম। ভালো লাগলো।

বৃষ্টিতে ভিজতে আমারও খুব ভালো লাগলো। সেদিন রাত সোয়া চারটায় ছাদে গিয়ে ঝড়ের মধ্যে ভিজেছিলাম !

মনে হয় বৃষ্টি যদি আমার কষ্টগুলো ধুয়ে নিয়ে যেতে পারে তবে মন্দ হয় না। :)

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

লাবনী আক্তার বলেছেন: থেঙ্কু ব্রাদার!

কিসের কষ্ট? জীবন সামনে পড়ে আছে বুঝছ? ভালো থাক এবং সব কষ্ট মুছে যাক।

১১| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

একজন আরমান বলেছেন:
অলওয়েজ ওয়েলকাম আপু। :)

আমিও চাই মুছে যাক, কিন্তু চাইলেই সব হয় না !

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫

লাবনী আক্তার বলেছেন: শোনো সময়ের বালুচরে একসময় সবই ঢাকা পড়ে।
জাস্ট ওয়েট।

আর একটা কথা

যে চলে যায় সে কখনোই তোমার ছিলনা
আর যে ফিরে আসে সে তোমারই।

১২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

তুষার মানব বলেছেন: বৃষ্টির দিনে খিচুড়ির লগে গরুর মাংস ভুনা , অফফ বৃষ্টির কথা তুইল্লাতো খিদা লাগায়া দিলা । কবে খাওাইবা কউ ???

১৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

লাবনী আক্তার বলেছেন: কোন এক বৃষ্টির দিনে চইলা আইসো আমার বাসায় খিচুরী খেতে। ;)

১৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪

ফালতু বালক বলেছেন: brishti kabbe plus....

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৯

লাবনী আক্তার বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ হে বালক।

অফটপিকঃ একটা কথা আপনার পিক দেখে কিন্তু বালক মনে হচ্ছে না। B-)) B-))

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৯

একজন আরমান বলেছেন:
হুম।
অপেক্ষার প্রহর যেন শেষই হতে চায় না। যতোই অপেক্ষা ততোই দহন !

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭

লাবনী আক্তার বলেছেন: নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।

যখন মন খারাপ হবে তখন কাছের মানুষদের সাথে কথা বলবে দেখবে মন ভাল হয়ে গেছে। বিশেষ করে বন্ধুদের সাথে সময় কাটাবে। :)

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ ! সুন্দর বৃষ্টি আর প্রেমের রিমিক্স ছড়া ।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ পাইলট ভাই।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ছন্দের অন্তমিল কোথাও কোথাও বেমানান মনে হয়েছে। তবু সুন্দর প্রচেষ্টার জন্য সাধুবাদ।

আপনি অনুকাব্য লিখলে অনেক ভাল করবেন।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮

লাবনী আক্তার বলেছেন: খুব ভাল লাগল আপনার মন্তব্য পেয়ে। এই প্রথম অনুকাব্য লিখলাম।

আর মাত্র ২০ মিনিট এ লিখেছিলাম। একটু সময় দিতে পারলে হয়তো আর একটু ভাল হত।

পাঠে কৃতজ্ঞতা ।

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩০

স্পাইসিস্পাই001 বলেছেন: বৃষ্টির শব্দের মত সুন্দর ......+++++

ভাল লাগলো....।

ধন্যবাদ .....ভাল থাকবেন...... :)

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৭

লাবনী আক্তার বলেছেন: অনেকদিন পর আপনার মন্তব্য পেলাম। ভাল লাগল। অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: একেবারে সুকুমার রায়ের ছন্দ মনে করিয়ে দিলেন। চমৎকার হয়েছে বৃষ্টি কবিতা। ছন্দটা অসাধারন।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

লাবনী আক্তার বলেছেন: এতো সুন্দর করে প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ সুমন ভাই।

লেখার উৎসাহ পেলাম। ভাল থাকবেন।

২০| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

জলপরী১৮ বলেছেন: বৃষ্টি আমার খুব প্রিয়।ভীষণ ভালোবাসি..........পোষ্টে এত্ব এত্ব +++++++++++++ :)

২১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

লাবনী আক্তার বলেছেন: আপুনি তোমার এত্ব এত্ব প্লাসের জন্য তোমার প্রতি এত্ব এত্ব ভালোবাসা রইল।

২২| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার ছান্দিক কাব্য।

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭

লাবনী আক্তার বলেছেন: thank you vaiya.

২৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫

মামুন রশিদ বলেছেন: বৃষ্টি ভেজা কাব্য, সুন্দর আর ছান্দসিক । গায়ে টুপটাপ বৃষ্টি পড়ার অনুভূতি পেলাম যেনো..

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২০

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.