নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

ফান পোস্ট !:#P !:#P ( সত্য ঘটনা অবলম্বনে)

১৯ শে মে, ২০১৩ দুপুর ২:৫৩

ঘটনা-১ দেকপনা

ভাইয়ার এক বন্ধু টুটুল ভাই ইন্টারভিউ দিতে যাচ্ছে। তো তাড়াতাড়ি বের হতে গিয়ে সে ঘড়ি পড়তে ভুলে গেছে। বাসে উঠে একটা সিট পেল টুটুল ভাই । তার পাশেই এক মাঝবয়সী ভদ্রলোক বসেছিল। বাস কিছু দূর এগোনোর পর টুটুল ভাই পাশের লোকটাকে জিজ্ঞেস করল
-আঙ্কেল , কয়টা বাজে?
-লোকটা বিরক্তমুখে তাকাল, কিছু বলল না। আবার টুটুল ভাই জিজ্ঞেস করল
- আঙ্কেল কয়টা বাজে? এবার উত্তর এলো
- দেকপ না । :( টুটুল ভাই বুজলনা, কেন এই কথা বলল। আবার বলল
- আঙ্কেল দয়া করে একটু দেখেন না। :)
- রেগে লোকটা বলল বললামতো দেকপনা X((
-কেন দেখলে আপনার সমস্যা কি? আপনার ঘড়ি কি নষ্ট হয়ে যাবে? X(
এরপর লোকটা যা উত্তর দিল তাতে টুটুল ভাই একটু লজ্জিত এবং কিছুটা বিরক্ত হল।
-আরে বাবা আমি চশমা ফেলে এসেছি, এখনতো চাইলে আমি দেকপ না বাবা। :(
- এই কথাটা আঙ্কেল বললেই হত। আমিতো ভাবছিলাম আপনি দেখবেন না। :!> :!> :P :P
লোকটা যে দেকপনা বলছিল আসলে সে চোখে দেখবেনা তাই বুঝাতে চেয়েছিল। কিন্তু সে একবারের জন্যও বলেনি চশমা ছাড়া দেখবনা। B-) :D

ঘটনা ২ ।
আমার এক ছোট বোন শান্তা(ছদ্ম নাম) হারবাল ডাক্তার। ওর কাছে অনেক মজার মজার ঘটনা শুনতাম রোগী দেখা নিয়ে। আর শান্তা এমনিও খুব মজার মেয়ে এবং খুব ভালো। তো একদিন একটা ইয়াং ছেলে আসল ওর কাছে। ছেলেটার কি সমস্যা তা জিজ্ঞেস করছিল। ছেলে একে একে তার সমস্যা বলছিল। আমার সেই ছোট বোন হিজাব পড়ে, আবার চোখে চশমা পড়ে। (আমার মত) ছেলেটার মনে হয় বেশ খারাপ কিছু হয়েছিল। সে শান্তাকে বলছিল
- আপনি আমার মায়ের মত। প্লিজ আমাকে ভালো করে দেখবেন আন্টি। (শান্তার যদিও বিয়ে হয়নি তখন)
- শান্তা মনে মনে হাসল আর বলল
- বাবা একদম টেনশন করবেনা। আমি তোমার মায়ের মতই। মা ছেলের কি খারাপ চাইতে পারে বল? তোমাকে আমি ভালো মত চিকিৎসা করব।
এই ঘটনা যখন শান্তা বলল আমরাতো শুনে হাসতে হাসতে শেষ। শান্তার উচিত ছিল ছেলেটা কে বলা ‘এই যে মিঃ আমি আপনার প্রেমিকার বয়সি’ :P :D
শান্তা আসলে পারত বলতে যে সে তার বয়সি হবে। ও খুব ভাল একটা মেয়ে। এরকম আরও অনেক ঘটনাই আছে। কিন্তু কখনই ও কাউকে বলেনি যে ওর বয়স কম। ডাক্তার হয়ে রোগীর চিকিৎসা করাই ওর কাজ ছিল। আজকালকার অল্পবয়স মানুষরা মেয়েদের হিজাব আর চশমা পড়তে দেখলে ভাবে আন্টির বয়সি। এটা ঠিক নয়। (এটা অবশ্য আমার মত, কারন আন্টি ডাক শুনার অভিজ্ঞতা আছেত :P)


ঘটনা ৩।
কিছু দিন আগে আমাদের বাসায় পুরানো জিনিস গোছানো হচ্ছে। আর গোছানোর কাজটা করছিল আমার বড় বোন। গোছাতে গোছাতে আপা বেশ কিছু চিঠি পেল। আপাতো বেশ এক্সসাইটেড। B-) আমি বললাম এগুলো আমার, রাখ। #:-S আমার বড় বোন খুব দুষ্ট । ও বলছিল দাঁড়া আমি আগে দেখে নেই এগুলো কোন প্রেম পত্র কিনা?? কে জানে লুকিয়ে লুকিয়ে প্রেম ট্রেম করছিস কিনা! ;) ;) (ঐ চিঠিগুলো আমার ছোট বেলার বান্ধবির লেখা। তখন ক্লাস এইটে পড়তাম। সেই সময়ের চিঠিগুলো) আপাকে রাখতে বলছিলাম বার বার। কারন ও যে দুষ্ট চিঠিতে যদি কিছু পায় তাতে আমাকে সারাদিন খেপাবে। :( :( আপা আওয়াজ করে চিঠিটা পড়ছিল। অনেক কথা লিখছে আমার বান্ধবি। আমিও মনোযোগ দিয়ে চিঠির কথাগুলো শুনছিলাম। আমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছে আমার বান্ধবি। আমি কেন বেড়াতে যাইনা? পড়াশুনা কেমন চলছে আমার , আরও কত কথা। যাক, ভালই ভালই চিঠিটা শেষ হল। এমন কিছু আপা পেলনা যে আমাকে ক্ষেপাবে। :-B আমি নিশ্চিন্ত হইলাম।
বললাম এই বার চিঠিটা দাও। ও আমাকে বলল এই চিঠির এক পাশে যেনো কি লেখা ‘ লাবনী তোর হাতের লেখাটা একটু পরিষ্কার করিস, পড়তে একটু কষ্ট হয়’।

আপা আমাকে সারাটা দিন খেপাল এই কথা বলে। লাবনী তোর হাতের লেখাটা একটু পরিষ্কার করিস, :(( :(( আপা বলছিল দেখছিস তোর লেখা যে খারাপ আমি যে বলি বিশ্বাস করিস না এইবার দেখলিত তোর বান্ধবিই বলছে। আমি বললাম আরে বাবা এটা তো ছোট বেলার চিঠি। :( |-) এখন তো লেখা ভাল হয়েছে। মনে মনে বান্ধবিকে বকা দিলাম। উফফ! এতো ভাল করে চিঠিটা লিখছিস কেন তোর এই কথাটা লিখতে হল? X( X((

ঘটনা ৪ ।
এই ঘটনা আমার কলিগের। কলিগ ভাইয়ের মা অসুস্থ । উত্তরা হাসপাতালে ভর্তি ছিল। সে তার বউ গেছে দেখতে। দেখা শেষে তার বউকে বাসায় আসার জন্য গাড়িতে উঠিয়ে দিবে। আর সেই ভাই পরে যাবে। তারা দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে টিকিট কেটে ,তো কিছুক্ষন পর বাস আসল। লতিফ ভাই(ছদ্ম নাম) না দেখেই তার বউয়ের হাত ধরে টানছিলেন। বলছিলেন এই আস আস বাস চলে আসছে। হাত ধরে টানছেন কিন্তু তার বউ আসছেনা। তাকিয়ে দেখে লতিফ ভাই অন্য একজন মহিলা কে টানছেন। B-)) B-)) :P :P আর তার বউ দূরে দাঁড়িয়ে আছে। কখন যে তার বউ দূরে গিয়ে দাঁড়িয়ে আছে টের পাননি। এই অবস্থা দেখে ভাই বলছিল B:-) B:-)
‘ না না আপনি না । আমি আমার বউকে বলছিলাম। ঐ মহিলা বুঝতে পেরে হাসছিল। আর কলিগ ভাইটা যে কি লজ্জা পেল! :!> :!> =p~ =p~
বিবাহিত ভাইদের বলছি সাবধান! বউ বলে অন্য কারো হাত ধরে টানবেন না। নিশ্চিত কপালে মাইর আছে। আর সাথে বউয়ের ঝাড়ি তো থাকছেই। B-)) B-)) =p~ :P

ঘটনা-৫।
গত রমজান মাসের ঘটনা। আমার কলিগ দাদা সকালে নাস্তা করে আসেনি। তো সে অফিসের সামনে থেকে একটা ফাস্টফুড দোকান থেকে নাস্তা করে আসল। এসে আমাকে বলছিল
-জানেন আজ কি হয়েছে?
- কি হয়েছে দাদা?
-আমার বংশের মান সম্মান সব শেষ করে আসলাম। :(( :((
- মানে কি দাদা?
- সকালে নাস্তা করিনি বলে সামনের ফাস্টফুড দোকানটাতে নাস্তা করতে গেছি, ওখানে শুধু চপ জাতীয় খাবার ছিল। তাই খেলাম।
- মাটন চপ?
- নারে ভাই, আমি মুখ দিয়ে যখন চাবাচ্ছিলাম তখন দেখি ওটা গরুর গোশতের।
আমিতো শুনে আর হাসি থামাতে পারিনা। B-)) B-)) বললাম ফেলে দিলেন না কেন?
-কিভাবে ফেলব? সবাই খাচ্ছিল। আর ঐ মুহূর্তে সবার সামনে মুখ থেকে ফেলাটা কঠিন ছিল। :(( :((
- দাদা শুনেন এই কাজত আপনি ইচ্ছে করে করেননি। সুতরাং মন খারাপ করবেননা।
মানুষের জীবনে এমন অনেক ঘটনাই ঘটে তার ইচ্ছের বিরুদ্ধে । যাইহোক আমার খুব মজা লাগছিল ।
আরও মজার কথা হল দাদা আমাকে বলেছিল এমন মজার ঘটনা নিয়ে যাতে আমি লিখি। আজ অনেকদিন পর মনে হল তাই লিখলাম। :P :P


মন্তব্য ৬৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০২

সরদার হারুন বলেছেন: কাজ না থাকলে নাকি কুকুরের লেজ সোজা করতে চেষ্টা করে ।
আপনি তা না করে এ সব উদ্ভট গল্প লিখেন কেন ?
তা আমার মত দুর্বল বুদ্ধির লোক বুঝতে পারে না।














































১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০৯

লাবনী আক্তার বলেছেন: আপনার প্রবলেম কি? পৃথিবীতে সব কিছুই যে সবার ভাল লাগে তা কিন্তু নয়।

ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

২| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:
এগুলো সত্য ঘটনা B:-) =p~ :P । ভীষণ মজা পেলাম।

@সরদার হারুন

আপনার ভাল না লাগতেই পারে। আর এটাই স্বাভাবিক। এবং ভাল লাগেনি সেটাও আপনি বলতে পারেন কিন্তু কারো মনে আঘাত দিয়ে বলাটা উচিত নয়। আপনার কথাগুলো অন্যভাবে সুন্দর করেও বলা যেত। আশা করি কিছু মনে না করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পারস্পরিক শ্রদ্ধা বোধ থাকাটা খুব বেশী কিছু হয়ে যাবেনা নিশ্চয়।

১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০৪

লাবনী আক্তার বলেছেন: জী ভাই সবগুলো সত্য। :P :P

কান্ডারি ভাই উপরের কমেন্টে আজ কিন্তু আমি মন খারাপ করিনি। আপনার সেদিনের কথাগুলো মনে রেখেছি। অনেক কৃতজ্ঞতা জানিবেন।


৩| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২৯

চারশবিশ বলেছেন: ভালইতো, ভাল না

১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০৫

লাবনী আক্তার বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

৪| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৪২

অপরাজেয় বিদ্রোহি বলেছেন: ভালো লেগেছে :)

১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০৬

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৩

বাংলাদেশী দালাল বলেছেন:
সব গুলই পড়লাম। মজা না পেলে পড়তাম না। +++

খালাম্মার টা বেশি মজা লাগছে।
"বাবা একদম টেনশন করবেনা। আমি তোমার মায়ের মতই। মা ছেলের কি খারাপ চাইতে পারে বল? তোমাকে আমি ভালো মত চিকিৎসা করব। "
=p~ =p~ =p~ =p~


কান্ডারী অথর্ব বলেছেন:
@সরদার হারুন

আপনার ভাল না লাগতেই পারে। আর এটাই স্বাভাবিক। এবং ভাল লাগেনি সেটাও আপনি বলতে পারেন কিন্তু কারো মনে আঘাত দিয়ে বলাটা উচিত নয়। আপনার কথাগুলো অন্যভাবে সুন্দর করেও বলা যেত। আশা করি কিছু মনে না করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পারস্পরিক শ্রদ্ধা বোধ থাকাটা খুব বেশী কিছু হয়ে যাবেনা নিশ্চয়।

১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০৮

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ :P

অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

আর হ্যাঁ কাণ্ডারি ভাইয়ের সাথে একমত।

৬| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০৪

মাক্স বলেছেন: :P:P:P

১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:১১

লাবনী আক্তার বলেছেন: :P :P :P

ধন্যবাদ মাক্স । ভাল থাকবেন।

৭| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০৯

সায়েম মুন বলেছেন: পোস্ট পড়ে মজা পেলাম। :)

১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:১২

লাবনী আক্তার বলেছেন: সায়েম ভাই ধন্যবাদ। ভাল থাকবেন। :)

৮| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:২৬

কাকতড়ুয়া007 বলেছেন: আমার ডাক্তার বউ ভাল লাগে :!> :!> :!>

বিয়ের পর যদি আমার সাথে ঠিক ঐ ভাবে কথা বলে যেভাবে রোগীদের সাথে কথা বলে
তাহলে তার জন্য আমি সব কিছু করতে পারি :P :P :P

কিছুদিন আগে ফ্যামিলি থেকে পাত্রী দেখতে গিয়েছিল পাত্রী এমবিবিএস থার্ড ইয়ারে পড়ে , আমাদের ফ্যামিলির সকলের পছন্দ হয়েছিল !যদিও আমি দেখিনি !
পাত্রীর মা ও রাজী ছিল কিন্তু সমস্যা হল পাত্রীর বাবা ডাক্তারী পড়া শেষ হওয়ার আগে কিছুতেই মেয়ের বিয়ে দিবেন না ! একমাত্র মেয়ে বলে কথা !
উনার কথা হল সব ঠিক আছে এখন কথাবার্তা হয়ে থাকবে কিন্তু বিয়ে হবে ৩ বছর পর :(( :(( :(( :(( :((

আমার সমস্যা না থাকলেও আমার ফ্যামিলির নাকি এতদিন অপেক্ষা করার ধৈর্য্য নেই তারা ২০১৩ এর ভিতরেই ঘরে বৌ আনতে চান :!> :!> :!>


অবশেষে দুই ফ্যামিলি থেকেই ভেবে দেখার কথা বলে আপাতত ঐ খান থেকে পিছু হটে !!!!

যদিও কথাগুলো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক তার পরও আপনার বোনের ডাক্তারির কথা শুনে মনে পড়ল !!!

আপনার বাস্তব ঘটনাগুলো সত্যিই বাস্তবিক মনে হয়েছে আর অবধারিত ভাবেই ফান হিসেবে যথেষ্ঠ মসলাদার !!

ভাল থাকবেন

২০ শে মে, ২০১৩ সকাল ১০:৫৪

লাবনী আক্তার বলেছেন: দুয়া করি আল্লাহ যেন ভাই আপনার মনের আশা পূরন করেন। আমিন।

আর পোস্ট পড়ার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন আপনিও।

৯| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

তুষার মানব বলেছেন: অনেক দিন পর মন খুলে হাসলাম । থাঙ্কু আপু :) :) :) :)


@সরদার হারুন : আপনার মত সবাই কাজ না থাকলে কুকুরের লেজ সোজা করার চেষ্টা করে না, যেটা আপনি করে থাকেন । ঘেউ ঘেউ করবেন ভাল কথা, নিজের সঙ্গী সাথীদের কাছে গিয়া করেন গিয়া, এই খানে না ।

২০ শে মে, ২০১৩ সকাল ১০:৫৬

লাবনী আক্তার বলেছেন: আমার লেখা সত্যি সার্থক হল লিটল ব্রাদার। :D :D


তোমার জন্য আইসক্রিম ফ্রি!! দুকান থেকে আমার নাম বলে খেয়ে নিও। ;) ;) B-)) B-))

১০| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:১৬

দুঃখিত বলেছেন: সত্য অবলম্বনে ফান পোস্টটা সত্যিই অনেক ফানি । ++ :)

২০ শে মে, ২০১৩ সকাল ১১:০০

লাবনী আক্তার বলেছেন: দুঃখিত প্লাসের জন্য! ;) :P :P

থুক্কু ধন্যবাদ প্লাসের জন্য। :D :D

ভাল থাকবেন।

১১| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৫০

তারছেড়া লিমন বলেছেন: ভাল লাগিল..............

২০ শে মে, ২০১৩ সকাল ১১:০২

লাবনী আক্তার বলেছেন: ভাল লাগল শুনে আমারও অনেক ভাল লাগল। ধন্যবাদ। ভাল থাকবেন। :)

১২| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৫৮

অদ্বিতীয়া আমি বলেছেন: হা হা । ফান পোস্ট আসলেই অনেক মজার হয়েছে ।

২০ শে মে, ২০১৩ সকাল ১১:০৫

লাবনী আক্তার বলেছেন: হাই অদ্বিতীয়া ! অনেকদিন পর। আমার বাড়িতে পেয়ে ভালো লাগল।

কেমন আছ? পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ।

১৩| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:০১

২৪ বলেছেন: বাইক চালাইতে তেল কিনতে পারিনা (দাম বেশি তাই) X( এখানে দেখি এক্কেবারে চিফ রেটে #:-S




অ.টঃ ভাইয়ের পারলে আমাকে কিছু তেল..............

২০ শে মে, ২০১৩ সকাল ১১:০৮

লাবনী আক্তার বলেছেন: ভাইজান আপনে ভুল জায়গায় আইছেন । আপনে তেলের পাম্পে যান তাইলে তেল পাবেন। B:-/ B:-/

১৪| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:১৫

হাসান মাহবুব বলেছেন: মজার দুনিয়া! সরদার হারুনরে থাবর!

২০ শে মে, ২০১৩ সকাল ১১:১০

লাবনী আক্তার বলেছেন: হাসান ভাই পাঠে কৃতজ্ঞতা জানিবেন। :) :)

আর শেষের কথায় মজা পেলুম। :D :D :P

১৫| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:২৪

আমিভূত বলেছেন: সবগুলোই মজা লেগেছে তবে ২ নং পড়ে খুব হাসি পেয়েছে :P

২০ শে মে, ২০১৩ সকাল ১১:১৫

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ভূত সাহেব। ভাল থাকবেন।

১৬| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
=p~ =p~ =p~

বেশ মজার বাস্তব কিছু গল্প!!!


আপু আপনার লেখা এত খারপ? :P আপনার বান্ধবীরমত সরদার হারুন সাহেবও কিছু বুঝে নাই। ;)

২০ শে মে, ২০১৩ সকাল ১১:১৭

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~


শোভন ধন্যবাদ। আপনার কমেন্ট পড়ে আমিও হাসলাম অনেক। সরদার সাহেব দুর্বল মস্তিস্কের লোক তাই বুঝে নাই কিছু! B-)) B-)) B-)) =p~ =p~ :D :D

১৭| ২০ শে মে, ২০১৩ রাত ২:৪৬

প্রিন্স হেক্টর বলেছেন: আমার স্কুলে এক হিন্দু বন্ধু ছিল, প্রতিদিন সকালে টিফিন টাইমে বাইরে গিয়ে গরুর মাংস দিয়ে পরোটা খেত। :D


হিজাব পড়লে আমার কাছে মেয়েদের ভালোই লাগে, তবে শাড়ির উপর কথা নাই। :#) B-))


ভালোই তো লাগলো। :)





@সরদার হারুন, আপনের সমস্যাটা কি? সবাই কি আপনার কাছ থেকে সাজেশন নিয়ে ব্লগিং করবে? আপনি যে কত বড় "সাহিত্য লেখক" দেখা আছে। এই পোষ্টের লেখক দাওয়াত দিয়ে আপনাকে আনে নি। ভালো না লাগলে পড়বেন না। এভাবে কেউকে কমেন্ট দেয়ার মানে কি?

@ লেখক, এদের কথায় কান দেবেন না। হাতের পাচ আঙ্গুল সমান হয় না। ইগনোর করেন।

২০ শে মে, ২০১৩ সকাল ১১:১৯

লাবনী আক্তার বলেছেন: হিন্দু অনেক মানুষ আছে যারা গরুর গোস্ত পছন্দ করে।


ভাল লেগেছে শুনে ভালো লাগল ভাইগ্না! :) :)

ভালো থাক ।

২০ শে মে, ২০১৩ সকাল ১১:২১

লাবনী আক্তার বলেছেন: আর হ্যাঁ হারুন সাহেবের কথায় কান দেইনি। তার এমন কমেন্ট করা আদৌ ঠিক হয়েছে কিনা তা সবার উপর ছেড়ে দিয়েছি বিচার করার জন্য।

১৮| ২০ শে মে, ২০১৩ সকাল ১০:৪২

s r jony বলেছেন: কাহিনি গুলা ভাল হইছে আন্টি।

২০ শে মে, ২০১৩ সকাল ১১:২৫

লাবনী আক্তার বলেছেন: ভাই এই ছিল মনে ? :(( :((

১৯| ২০ শে মে, ২০১৩ সকাল ১০:৪৬

s r jony বলেছেন: @সরদার হারুন > আপনার মত ভিরাট বলগারের ব্লগে গেলাম। আপনি খুবই ভাল লিখেন, এত ভাল লিখেন যে পোস্টে কেউ কমেন্টই দেয় না, হা হা হা হা =p~ =p~ =p~ =p~

২০ শে মে, ২০১৩ সকাল ১১:২৬

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~

২০| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:২৬

সিয়ন খান বলেছেন: আপনি আমার প্রেমিকার বয়সি :P :P :P :P
মজা পেলাম

২০ শে মে, ২০১৩ সকাল ১১:৩১

লাবনী আক্তার বলেছেন: :P :P :P

ভাগ্যিস প্রেমিকার বয়সি কইছেন ! আন্টি কন নাই! ;) ;) =p~ =p~ :P

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ ।

২১| ২০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৭

আমিনুর রহমান বলেছেন:

মজা পাইছি।

২০ শে মে, ২০১৩ বিকাল ৪:০৫

লাবনী আক্তার বলেছেন: :P :P

ভাইয়া ধন্যবাদ। ভালো থাকবেন।

২২| ২০ শে মে, ২০১৩ বিকাল ৩:৪২

ভুল্কিস বলেছেন: ভাইয়ে টেনশমের চোটে আরেকজনরে নিয়া টানাটানি করছে মনয়। B-)

২০ শে মে, ২০১৩ বিকাল ৪:১০

লাবনী আক্তার বলেছেন: কার কথা বলছেন? সরদার সাহেবের কথা?? B-)) B-))

২৩| ২০ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৫

ভরযুক্ত অপদার্থ বলেছেন: লাবনী তোর হাতের লেখাটা একটু পরিষ্কার করিস, পড়তে একটু কষ্ট হয়’।


Apnar hater lekha to valoI .............

২০ শে মে, ২০১৩ বিকাল ৪:১৫

লাবনী আক্তার বলেছেন: লজ্জা পেলুমরে ভাই। :!> :!> :!> :P :P :P

তখনতো ছোট ছিলাম। :( :( :(



ধন্যবাদ প্রশংসা করার জন্য। ভালো থাকবেন।


২৪| ২০ শে মে, ২০১৩ রাত ৯:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, বেশ মজা পাইসি ঘটনাগুলা পড়ে :) ||

২১ শে মে, ২০১৩ সকাল ৮:৫৯

লাবনী আক্তার বলেছেন: :P :P

মজা পেয়েছেন শুনে ভাল লেগেছে। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২৫| ২০ শে মে, ২০১৩ রাত ১১:২১

মামুন রশিদ বলেছেন: দারুন ! দারুন !! সব কটাই ভালো লেগেছে :)

২১ শে মে, ২০১৩ সকাল ৯:০৪

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। :)

২৬| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন: খুব মজা পাইলাম :)

ঘরির কাহিনি শুইনা আমার নিজের একটা ঘটনা মনে পরলো ! একবার এক বয়স্ক আংকেলরে জিগাইলাম কয়টা বাজে ? সে কথা বলে না ! এমন কয়েকবার জিগানের কারনে সে গেলো চেইতা !!!

> আরে এইটা আমার বাতের ব্যাথার ব্রেসলেট ঘরি না !!! :-/

২১ শে মে, ২০১৩ সকাল ৯:১০

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~

আপনার কাহিনী পড়ে মজা পেলাম।

ভাইয়া পোস্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

২৭| ২১ শে মে, ২০১৩ রাত ৯:২৭

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল আছি আপু । অনেকদিন লগ ইন হতে পারিনি তো, তাই ব্লগে আসতে পারিনি । তুমি কেমন আছ আপু ?

২২ শে মে, ২০১৩ সকাল ১১:১২

লাবনী আক্তার বলেছেন: ও আচ্ছা! :( :(


আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি। :)

২৮| ২২ শে মে, ২০১৩ রাত ২:২৬

একজন আরমান বলেছেন:
লাবনী আন্টি আপনার হাতের লেখা অনেক খারাপ। ইয়াক। :-P :-P :P :P

প্রথম ঘটনার মতো একটা ঘটনা ঘটেছিল আমার সাথে এই মাসের প্রথম শুক্রবার ইডেনে এক্সাম দিতে যাবার সময়।

২২ শে মে, ২০১৩ সকাল ১১:১৪

লাবনী আক্তার বলেছেন: কি আন্টি?? X( X(


কেমন আছ ব্রাদার?? :)

২৯| ২৭ শে মে, ২০১৩ রাত ১:৪৯

একজন আরমান বলেছেন:
এইতো আপু আছি কোন রকম। জ্বরের হাত থেকে কেবল ছাড়া পেলাম। আপনি কেমন আছেন?

২৭ শে মে, ২০১৩ সকাল ৯:২৫

লাবনী আক্তার বলেছেন: হুম আলহামদুলিল্লাহ! ভালো আছি। এদানিং দেখছি অনেকেরই জ্বর হচ্ছে। ভালো থাক এবং সুস্থ থাক।

৩০| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আন্টি, কাহিনীগুলা পইড়া মজা পাইলাম।


=p~ =p~ =p~ =p~

০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:০০

লাবনী আক্তার বলেছেন: জ্বি আঙ্কেল ধইন্ন্যা পাতা লইন! ;) ;)

৩১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফান পোস্ট (সর্ব শেষ )পড়ে সৈয়দ মুজতবা সাহেবের এই লাইন গুলি মনে পড়ল । '' না জেনে খেলে শুকরের মাংস খেতে ভালই লাগে ''।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~


ভালই বলছে।

৩২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মজা পেলাম ঘটনাগুলো পড়ে... :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

লাবনী আক্তার বলেছেন: মজা পেয়েছেন শুনে ভালো লাগল। আমার লেখা তাহলে সার্থক। :)

ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.