নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

কৃষ্ণচূড়া ( রিপোস্ট) :( :(

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:১৯



আমার প্রিয় একটা ফুল কৃষ্ণচূড়া
আমি তোমার নাম দিয়েছি কৃষ্ণচূড়া
কৃষ্ণচূড়া বলেই এখন তোমাকে ডাকি।

সেই দিনগুলোর কথা মনে পড়ে কি তোমার?
আমার মনে পড়ে
জানো, সেই দিনগুলো আমার আজীবন মনে থাকবে
কষ্টের যে তীব্র যন্ত্রণা...
আমার চেয়ে আর কে ভালো জানে?

তখন আমার বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছিল
না, তোমার বুঝার কথা না
বুকের ভেতর যে হাহাকার
নিদারুন কষ্ট আমি সহ্য করেছি
সত্যিই তা তোমার বুঝার কথা না।

তবে হ্যাঁ আমি সেই দুঃখগুলো ভুলে যাই
ভুলে যাই বলেইত ফিরে আসি তোমার কাছে
আমার অনন্ত অম্বরে শুধু তুমি-হ্যাঁ শুধুই তুমি
কিন্তু একটা সময় পার করে দেখি
আমার অম্বর পুরোটাই খালি ।

সুখের স্মৃতিগুলো হাতছানি দিয়ে
বার বার কাছে টানে
কৃষ্ণচূড়া কেমন আছ , ভালো?
আমিও ভালো আছি।

না , জিজ্ঞেস করবনা কি পেয়েছ?
জিজ্ঞেস করব কিছু কি হারিয়েছ?
একটা সময় গিয়েছে আমার যে
চোখের জল চোখেই শুকিয়েছে।
এটা যে কি কষ্টের ছিল
না না বুঝবেনা।

সময়ে অসময়ে শুধু ভাবি
কাকে?
বলতো কাকে?
কারন আমার বাঁচার প্রেরণা দেয় আমার ভাবনা
লাভ লোকসান হিসেব করিনা।

আমি জানি তোমার বুকের মাঝেও
একরকম কষ্ট হয়
আমার ভালবাসাত আর মিথ্যে ছিল না
তবে কেন এই দুঃখ বরন জানিনা
তুমিত আর বললে না।

শ্রাবন মাস
শ্রাবনের কোন এক সময়
আমার ভালবাসার বাগানে ফুল ফুটেছে
আর ঠিক ক’মাস পর আমার ভালবাসার বাগান থেকে
সবচেয়ে প্রিয় পাখিটি শেকল কেটেছে।

যখন ঝর ঝর বৃষ্টি হয়
সত্যি বলছি-
তোমাকে ভীষন মনে পড়ে
“বৃষ্টি যাও তার অধর ভিজিয়ে দাও”
-খুব বলতে ইচ্ছে করে।

ইচ্ছে ছিল -তুমি আর আমি পাশাপাশি বসে চাঁদ দেখব
কিন্তু দুঃখ শুধু একটাই
আমার স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল।

সেই কণ্ঠস্বর এখনও বাজে আমার কানের কাছে
একবার কি বলবে সেই কথাটা
তিনটা শব্দ কি অসাধারণ শক্তি
তা বুঝাতে পারবনা
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।



( এই কবিতাটা ৬ বছর আগে লিখেছিলাম)


এই কবিতার লিঙ্কে ক্লিক করলে দেখায় যে ড্রাফটে লেখাটা আছে। কিন্তু ড্রাফটে গিয়ে দেখি এই কবিতাটা নেই। বুজলাম না কাহিনী। :(( :((

তাই আবার পোস্ট দিলাম। :(

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:২৩

স্বপনবাজ বলেছেন: অসাধারণ ! রিপোষ্ট স্বার্থক !

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৪

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ।

আসলে রিপোস্ট ব্যপারটাই আমার কাছে লজ্জা লাগে। কিন্তু নিরুপায় হয়ে রিপোস্ট দিলাম। :( :(

২| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৫

লাবনী আক্তার বলেছেন: প্রথম পোস্টে আপনি এই কবিতা পড়ে ++++++++++ দিয়েছিলেন । :P :P

৩| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৭

রোদ্দুর মামুন. বলেছেন: ভালো লাগলো আপি । চালিয়ে যান ।

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৫

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ রোদ্দুর ভাই। ভালো থাকবেন। :)

৪| ২১ শে মে, ২০১৩ দুপুর ২:০৮

আমিনুর রহমান বলেছেন:

অনেক সুন্দর +++

২১ শে মে, ২০১৩ বিকাল ৩:১৫

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া কবিতা পাঠে অনেক কৃতজ্ঞতা জানিবেন। :)

ভালো থাকবেন।

৫| ২১ শে মে, ২০১৩ বিকাল ৩:৪১

প্রিন্স হেক্টর বলেছেন: ভালো হইছে :)

এবার রাধাচূড়াকে নিয়ে একটা লিখে ফেলেন। :)

২১ শে মে, ২০১৩ বিকাল ৪:০৭

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ প্রিন্স!

রাধাচূড়া নিয়ে?? কাণ্ডারি ভাইয়ের একটা কবিতা আছে রাধাচূড়া নিয়ে। খুব সুন্দর কবিতা। এতো সুন্দর করে লিখতে পারবনা বলে আর সাহস করছিনা লিখার। :)

৬| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:২০

কান্ডারি অথর্ব বলেছেন:
এবারও লাইক দিয়েছি আপনি টের পান নাই

২১ শে মে, ২০১৩ বিকাল ৪:২৯

লাবনী আক্তার বলেছেন: :P :P :P :P
!> :!> :!> :!>

ভাইয়া কৃতজ্ঞতা জানিবেন।

৭| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৮

এম এম কামাল ৭৭ বলেছেন:
আমি জানি তোমার বুকের মাঝেও
একরকম কষ্ট হয়
আমার ভালবাসাত আর মিথ্যে ছিল না
তবে কেন এই দুঃখ বরন জানিনা
তুমিত আর বললে না।


কি বলব, এক কথায় অনেক ভাল লাগলো।

৮| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৫০

লাবনী আক্তার বলেছেন: Kamal vai kobita porar jonno onek dhonnobad. Valo thakben.

৯| ২১ শে মে, ২০১৩ রাত ১১:০৩

সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা রইলো।

২২ শে মে, ২০১৩ সকাল ১১:২৩

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই। ভালো থাকবেন।

১০| ২২ শে মে, ২০১৩ রাত ২:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:
চতুর্থ ভাললাগা।


+++

২২ শে মে, ২০১৩ সকাল ১১:২৪

লাবনী আক্তার বলেছেন: ভালোলাগার জন্য অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

১১| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন: এটা কি একবার পড়েছি ?

২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৯

লাবনী আক্তার বলেছেন: আপনি মনে হয় পড়েন নি।

১২| ২৩ শে মে, ২০১৩ রাত ২:৫৬

একজন আরমান বলেছেন:
লাবনী আপু তো দেখি অনেক বড়। :-B:-B:-B আমি তো ভাবছিলাম যে ৫/৬ এ পড়েন। :P :P ;)

১৩| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:২৮

লাবনী আক্তার বলেছেন: আবার জিগায়! আমিতো কেলাস এইটে পড়ি । ;) :D

১৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩৭

KrishnochuraT বলেছেন: আমার অনেক প্রিয় একটা কবিতা।
ইনফ্যাক্ট কবিতাটা যতবার পড়েছি আমি আমারেই ফিল করেছি।
অনেক ভাল লাগা রইল।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

লাবনী আক্তার বলেছেন: তাই নাকি??

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.