![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
তোমার এক একটা নির্ঘুম রাত
তুমি আমার হাতে তুলে দিতে চাও
বুকের ভেতর জমাট কষ্টগুলো
আমাকে বুঝাতে চাও,
সবই বুঝি আমি
কষ্ট বাড়াতে চাইনা বলেই
–তাইতো দূরে চলে যেতে চাই ,
ভুলতে চাই তোমাকে
হ্যাঁ সত্যি ভুলতে চাই।
যে আকাশে ডানা মেলে উড়া যায় না
সে আকাশ চাইনা আমি
চাই না গুমরে মরতে,
বুকের মধ্যে অসহনীয় যন্ত্রণা
বয়ে বেড়াতে চাইনা।
এতো প্রিয় যে গিটার
তাকে-তো কাছ থেকে একবারও দেখনি
সে গিটারের তার ছিড়ে গেলেই
কি-বা আসে যায়?
পিঞ্জিরার মাঝে বন্দী থাকার চেয়ে
ডানা ঝাপটে মরে যাওয়াই অনেক ভালো।
৩০ শে মে, ২০১৩ দুপুর ১:৫৪
লাবনী আক্তার বলেছেন: বিষাদ আমাকে যে ঘিরে রাখে , তাই বিষাদ কাব্য লিখতে ভালোবাসি।
কবিতা পাঠে কৃতজ্ঞতা। শুভকামনা রইল কবি!
২| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:৫৩
শাহজাহান মুনির বলেছেন: পিঞ্জিরার মাঝে বন্দী থাকার চেয়ে
ডানা ঝাপটে মরে যাওয়াই অনেক ভালো।
ভাল লাগা জানবেন।
৩০ শে মে, ২০১৩ দুপুর ১:৫৭
লাবনী আক্তার বলেছেন: স্বাগতম আমার ব্লগে।
অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল।
৩| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:০৩
s r jony বলেছেন:
গানটা তো চমৎকার। +++
৩০ শে মে, ২০১৩ দুপুর ২:০৬
লাবনী আক্তার বলেছেন:
আপ্নে গান পাইলেন কোথা থেকে? এটা আমার লেখা কবিতা।
৪| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৪০
দুঃখিত বলেছেন: ভুলে গেলে যদি বিষাদ থেকে মুক্তি পাওয়া যায়, যদি সুখ পাওয়া যায় ; তবে দেরী কেন ! ভুলে যাওয়া চলুক !
' ভুলে যেতেই হবে তোমাকে
তবেই সুখ আলিঙ্গন করবে আমাকে;
নীল আকাশে ডানা মেলবো এই আমি
যে আকাশে থাকবে নতুন এক তুমি '
কবিতা লেখার চেষ্টা করলাম বি পজিটিভ আপু, সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন
৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৫৫
লাবনী আক্তার বলেছেন: হুম! ৪ লাইনের কবিতা বেশ ভাল হইছে।
দুঃখিত বলছে আমাকে সব ঠিক হয়ে যাবে? হাহহা
আপনি কেন দুঃখিত বলবেন কি?
আপনিও ভাল থাকবেন।
৫| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৫১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পিঞ্জিরার মাঝে বন্দী থাকার চেয়ে
ডানা ঝাপটে মরে যাওয়াই অনেক ভালো। ,,,,,,,,,,,,,,,না আপুনি স্বাভাবিক মরার আগেই মরতে যে দিব না আমরা,,,,,,,,,,,,,,
অনেক শুভকামনা
৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৫৬
লাবনী আক্তার বলেছেন:
আপু কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৬| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৫৭
যুবায়ের বলেছেন: চমৎকার কাব্য..
তবে অনেকটা বিষাদ..
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:০৯
লাবনী আক্তার বলেছেন: ভাইয়া কেমন আছেন?
কবিতা পাঠে অনেক ধন্যবাদ। হুম! কবিতাটা বিষাদময়।
৭| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:০০
দুঃখিত বলেছেন:
হায়রে কপাল এই দুঃখিত নিক নিয়া ভালাই মছিবত এ পড়লাম ! যাই হোক দুঃখিত এর শুভকামনা শুনে "হাহাহা" বলে হেসেছেন এটাই দুঃখিত নিক এর সার্থকতা। আমার শেষ যে পোস্টটাতে মন্তব্য করে এসেছিলেন সেখানেও আপনার মতো এক উৎসুক আপু জিজ্ঞেস করেছিল এবং তাকে আমার ফিরতি মন্তব্যের মাধ্যমে ব্যাখ্যা দেওয়া হয়েছিলো যদি একটু কষ্ট করে দেখে আসতেন আর কি
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:১২
লাবনী আক্তার বলেছেন: দুঃখিত! আপনাকে মুসিবতে ফেলার জন্য।
মজা করছি ভাই। হুম! ঘুরে আসলুম আপনার ব্লগ থেকে ।
৮| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৭
পেন্সিল চোর বলেছেন: মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে গেল পেন্সিল চোর
৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৪
লাবনী আক্তার বলেছেন: পেন্সিল চোরকে অনেক ধন্যবাদ। ভালো থাকা হয় যেন!
৯| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:১৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনা মরে যাওয়া কাম্য নয়।প্রেমে গানে আনন্দ তানে বেঁচে থাকুন অনেকদিন।
৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৬
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ! আমিও বেঁচে থাকতে চাই। মরে যেতে চাই না তো!
১০| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:১৪
মামুন রশিদ বলেছেন: সুন্দর হৈছে ++
১১| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:২৯
লাবনী আক্তার বলেছেন: মামুন ভাই কবিতা পাঠে কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
১২| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৪৭
স্বপ্নবাজ অভি বলেছেন: বিষাদ দূর হোক !
১৩| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৫২
সায়েম মুন বলেছেন: পিঞ্জিরার মাঝে বন্দী থাকার চেয়ে
ডানা ঝাপটে মরে যাওয়াই অনেক ভালো।
১৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩৬
ঘুড্ডির পাইলট বলেছেন: মন খারাপ হয়ে গেলো ।
১৫| ৩১ শে মে, ২০১৩ রাত ২:০১
s r jony বলেছেন:
যখন ছিল আপনার তখন ছিল কবতে,
এখন উহা গায়েনের গান হবে।
১৬| ৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৩০
লাবনী আক্তার বলেছেন: অভি ধন্যবাদ আপনাকে। সবার জীবনের বিষাদ দূর হোক।
১৭| ৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৩৩
লাবনী আক্তার বলেছেন: সায়েম ভাই কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
১৮| ৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৪১
লাবনী আক্তার বলেছেন: পাইলট ভাই মন খারাপ করিয়ে দেয়ার জন্য সরি।
১৯| ৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৫৫
লাবনী আক্তার বলেছেন: জনি ভাই তা গানটা কি আপনি গাইবেন নাকি?
২০| ৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:০০
অপর্ণা মম্ময় বলেছেন: আহা , মৃত্যু চাওয়া কেন ? কবিতা পড়ে তো কান্না চলে আসতে চাইছে !
সবই আর আকাশ - এই দুইটা শব্দ ঠিক করতে হবে হে লাবনী
২১| ৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:২৮
লাবনী আক্তার বলেছেন:
ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য। কিন্তু এখন ঠিক করতে পারছিনা, পরে ঠিক করে দিব।
২২| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৭
হাসান মাহবুব বলেছেন: হঠাৎ করে গিটার কোথা থেকে এলো!
২৩| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
পিঞ্জিরার মাঝে বন্দী থাকার চেয়ে
ডানা ঝাপটে মরে যাওয়াই অনেক ভালো।
২৪| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:৩৯
লাবনী আক্তার বলেছেন: হাসান ভাই সবকিছু কি আর বলে বুঝানো যায়?
২৫| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:৪৩
লাবনী আক্তার বলেছেন: শোভন ভাই কবিতা পাঠে কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
২৬| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
হাসান মাহবুব বলেছেন: হঠাৎ করে গিটার কোথা থেকে এলো!
০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৬
লাবনী আক্তার বলেছেন: গিটার নিয়ে কেন মাথা ব্যথা?
কবিতা কেমন হইছে সেটা বলেন !
২৭| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
ফারজানা শিরিন বলেছেন: তোমার এক একটা নির্ঘুম রাত
তুমি আমার হাতে তুলে দিতে চাও
বুকের ভেতর জমাট কষ্টগুলো
আমাকে বুঝাতে চাও,
সবই বুঝি আমি
__________ ঃ(
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:০২
লাবনী আক্তার বলেছেন: শিরিন আপা কবিতা পাঠে কৃতজ্ঞতা! ভালো থাকবেন।
২৮| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৫৮
নাছির84 বলেছেন: হোক না বিষাদের কাব্য
তবুও তো ভাল....
সুখের মতো কিপটে নয়
এক চিলতে পরশ বুলিয়েই চলে যায়।
..........লাবনীর জীবনে বিষাদ আরও দীর্ঘায়ু হোক..এই কামনায় !!!!
২৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:১২
লাবনী আক্তার বলেছেন: হায় হায় আপনে এইডা কি কইলেন? বিষাদ দীর্ঘায়ু হবে মানে ? manush k dua korle valo dua karte hoy, bujchen? @ nasir
৩০| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩২
নাছির84 বলেছেন: 'বিষাদ আমাকে যে ঘিরে রাখে , তাই বিষাদ কাব্য লিখতে ভালোবাসি'.....এটা তো আপনারই কথা ? তাই না ? আচ্ছা ঠিক আছে, বিষাদের দোয়া ফিরিয়ে নিলাম। ভাল দোয়া পাঠিয়ে দিলাম।
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩১
লাবনী আক্তার বলেছেন:
বিষাদ ঘিরে রাখে বলে কি দীর্ঘায়ু কামনা করতে হয়?
ভাল দুয়ার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ প্রতিটি মানুষের জীবনে শান্তি দিক।
৩১| ০৯ ই জুন, ২০১৩ রাত ২:২৯
হৃদয় রিয়াজ বলেছেন: কষ্টের চোরাবালিতে সুখের উপমাটুকু খুঁজে পাওয়াই সার্থকতা। চলে যাওয়া কোন সমাধান দিতে পারে না। বাই দ্যা ওয়ে, ভাল লাগল
৩২| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬
লাবনী আক্তার বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ রিয়াজ । ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ দুপুর ১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আবরো বিষাদ কাব্য।ভাল বাসার মানুষটিকে বললে ই হয়। কবিতায় ভাল লাগা্