নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্য তোমাকে ( না না ভাইবেন না যে ব্লগার অদৃশ্য কে বলছি ;) :P )

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:২৬


আমি বিশ্বাস করি তুমি আসবে
সত্যি আমার হাতটি ধরে বলবে ভালোবাসি,
আমি বিশ্বাস করি তুমি এসে বলবে
‘তুমি শুধু আমার- শুধুই আমার’।
বিশ্বাস করো আমি বিশ্বাস করি
তুমি আসবে, এসে বলবে
এই হাত আমি কোনদিন ছাড়বনা ,
বিশ্বাস করি তুমি আসবে
মিষ্টি করে তোমার ছোঁয়া
এঁকে দিবে আমার কপালে।
আমি জানি তুমি আসবে
আমার চোখের জল তুমিই মুছে দিবে
আমি জানি আমার চোখের জল আর ঝরতে দিবেনা।
আমি জানি তুমি আসবে
বর্ষণমুখর কোন একদিনে ভিজব দুজন মিলে ,
আর ভরা পূর্ণিমার রাতে
আমার কোলে মাথা রাখবে তুমি
মিষ্টি করে তখন তোমায় গান শুনাব আমি।

মন্তব্য ৮৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৩৪

তন্দ্রা বিলাস বলেছেন: অদৃশ্য!
ভালোই লাগল।

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৩৮

লাবনী আক্তার বলেছেন: প্রথম কমেন্টের জন্য অনেক ধন্যবাদ তন্দ্রা আপনাকে! কবিতা পাঠে কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

২| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আমি জানি তুমি আসবে
বর্ষণমুখর কোন একদিনে ভিজব দুজন মিলে ,
আর ভরা পূর্ণিমার রাতে
আমার কোলে মাথা রাখবে তুমি
মিষ্টি করে তখন তোমায় গান শুনাব আমি।


কি গান শুনাবে ওগো বন্ধু মানুষের নেই মানবতা.........


ভাল হয়েছে।

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৪২

লাবনী আক্তার বলেছেন: আমি তোমারে ভালবেসেছি
চিরসাথী হয়ে এসেছি
তোমারে ভালবেসেছি ।

সন্ধ্যার এই গানটা আমার খুব প্রিয়। এটা শুনাব। :!> :P

কবি সাহেব অনেক ধন্যবাদ আপনাকে । শুভকামনা রইল।

৩| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

এত বিশ্বাস পরে যদি আর না আসে তখন কি হবে ?

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৪৫

লাবনী আক্তার বলেছেন: মানুষের জীবনে উত্থান পতন আছে। সুখের পর দুঃখ আর দুঃখের পর সুখ আসে। তারপরও কিন্তু আমরা বেঁচে থাকি স্বপ্ন দেখি। আসলে স্বপ্ন আছে বলেই আমরা বেঁচে থাকতে পারি।


আমার বিশ্বাসও অটুট থাকবে।

ধন্য|বাদ আপনাকে । ভালো থাকবেন।

৪| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৪৫

মায়াবী ছায়া বলেছেন: ভাল লাগলো ।

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৪৭

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ মায়াবী ছায়া। ভালো থাকবেন।

৫| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৫৫

ছিরা কবি বলেছেন: আমি জানি তুমি আসবে
আমার চোখের জল তুমিই মুছে দিবে
আমি জানি আমার চোখের জল আর ঝরতে দিবেনা।+++++++++

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৫৬

লাবনী আক্তার বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

শুভকামনা রইল যেন আপনি সুখি হন কাউকে ভালোবেসে।

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:২৬

লাবনী আক্তার বলেছেন: :!> :!>

লজ্জা পেলুম!

শুভকামনার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ তায়ালা প্রতিটি মানুষের মনে শান্তি দিক। আমিন।

৭| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:২০

একজন আরমান বলেছেন:
/:) /:) /:) /:)

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:২৭

লাবনী আক্তার বলেছেন: কাহিনী কি ?? B:-) B:-)

এই ইমো কেন ব্রাদার?? :( :(

৮| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
আমি বিশ্বাস করি তুমি আসবে
সত্যি আমার হাতটি ধরে বলবে ভালোবাসি,
আমি বিশ্বাস করি তুমি এসে বলবে
‘তুমি শুধু আমার- শুধুই আমার’।
বিশ্বাস করো আমি বিশ্বাস করি
তুমি আসবে, এসে বলবে
এই হাত আমি কোনদিন ছাড়বনা।


:-0 :-0 :-0

আশায় আশায় দিন কেটে যায়... #:-S

ভাবতেই মজা আর মজা। :)
বাস্তব :(



কবিতায় ++++++

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৫২

লাবনী আক্তার বলেছেন: আশায় আশায় এই আমি থাকি
যদি আসে কোনদিন সেই সুখ পাখি
এই চেয়ে থাকা প্রানে সয়ন

:P :P


প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।



৯| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:০৩

হাসান মাহবুব বলেছেন: বাহ বাহ!

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৫২

লাবনী আক্তার বলেছেন: :!> :!> :!>

১০| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৫৯

এনিগমা বলেছেন: excilent .

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৫৩

লাবনী আক্তার বলেছেন: অশেষ ধন্যবাদ ! শুভকামনা রইল।

১১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৫১

সায়েম মুন বলেছেন: সে না এসে থাকতে পারবে না। :/

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৫৪

লাবনী আক্তার বলেছেন: :#> :#>

১২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:০৭

যুবায়ের বলেছেন: চমৎকার কাব্য...
মুগ্ধ হলাম..

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৫৫

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া কবিতা পাঠে অনেক কৃতজ্ঞতা!
ভালো থাকুন এবং সুস্থ থাকুন।

১৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম !

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৫৬

লাবনী আক্তার বলেছেন: :!> :!> :P

১৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ২:১২

বৃতি বলেছেন: আপনার বিশ্বাস সত্যি হোক ।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৫৭

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। প্রতিটি মানুষের বিশ্বাস সত্যি হোক।

১৫| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৫:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ব্লগার অদৃশ্য কোই ???????






;)

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৫৯

লাবনী আক্তার বলেছেন: কেন কেন ?? অদৃশ্য ভাইকে খুজছেন কেন? :P :P

আমার এই পোস্টে অদৃশ্য ভাই দৃশ্যমান হোক! ;) ;)

১৬| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৫:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অদৃশ্যকে ভাল লাগে :#> কেমন আছেন?

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:০১

লাবনী আক্তার বলেছেন: তা অদৃশ্য বলতে কাকে বুঝাচ্ছেন? ব্লগার অদৃশ্য কে নাতো? ;) B-))

আলহামদুলিল্লাহ্‌ !ভাল আছি। আপনি কেমন আছেন?

১৭| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৪৩

বৃষ্টিধারা বলেছেন: ব্লগার আনসিন কই ? B-))

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৪৭

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~
:P :P :P

১৮| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৫১

এসএমফারুক৮৮ বলেছেন: সে নিশ্চয় আসবে ....

ভাল থাকুন।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:০০

লাবনী আক্তার বলেছেন: :!> :!> :P :P

ভাইয়া আপনিও ভালো থাকুন।

১৯| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:২৯

অদৃশ্য বলেছেন:




লাবনী

লিখাটি চমৎকার হয়েছে... খুবই ভালো লাগলো আমার...
আপনার কবিতাটির উত্তরকবিতা লিখবার খুবই ইচ্ছা হচ্ছিলো... নিজেকে অফ রাখলাম...

অনেকেই আমাকে ভাবছেন ... হাহ হাহ ... যদিও আমিও আমাকেই ভাবছি... হাহ হাহ হাহ...

ভালো থাকুন... লিখতে থাকুন

শুভকামনা...

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:৫৩

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~


কবিতাটির উত্তর কবিতা লিখলে মন্দ হত না! ;) ;)
:P :P :P :P

আপনিও ভালো থাকুন , সুস্থ থাকুন।

২০| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: ৬ষ্ঠ ভালোলাগা :)
+++++++++
কেমন ছিলেন ?

ভালো থাকবেন সবসময় :)

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:২৯

লাবনী আক্তার বলেছেন: অয়েলকাম ব্যাক!

আপনার কমেন্ট মিস করেছি সত্যি! ফিরে এসেছেন ভালো লাগছে। অনেক ধন্যবাদ অপূর্ণ ভাই।
আপনিও ভালো থাকবেন অনেক।

২১| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৫৬

জুন বলেছেন: এমন আবেগ নিয়ে বললে না এসে কি পারে লাবনী !!
খুব ভাললাগলো কবিতাটি :)
+

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:০৫

লাবনী আক্তার বলেছেন: জুন আপু আমার ব্লগে আপনাকে দেখে খুব ভালো লাগল। আমার ব্লগে স্বাগতম! :)


কবিতা পাঠে অনেক কৃতজ্ঞতা আপু! আপনার ভালো লেগেছে শুনে
খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।

২২| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৫৭

তাসজিদ বলেছেন: কার জন্য এই কবিতা।

যার জন্য এই কবিতা সে কি জানে আপনার মনের কথা। :| :| :| :| :|

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:১০

লাবনী আক্তার বলেছেন: কবিতার নাম মনে হয় আপনি খেয়াল করেননি! :)

২৩| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! তুমিময় দুনিয়া !

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:১১

লাবনী আক্তার বলেছেন: :!> :!> :P :P


কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

২৪| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:১৩

গিরিনদী বলেছেন: যেনো আসে সে !! এই কামনা থাকলো..... :)

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:২০

লাবনী আক্তার বলেছেন: শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২৫| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:১৭

কুৎিসত রাণী বলেছেন: wish U all The Best.......

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৩২

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

২৬| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৪৬

অদৃশ্য বলেছেন:




ঠিক আছে কোন এক সময় এখানেই লিখে যাব... ব্যপারটা হবে সেই অদৃশ্যের হয়ে এই অদৃশ্যের লিখা...

আজ কাল পরশু ... যে কোন এক দিন

শুভকামনা...

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৩৬

লাবনী আক্তার বলেছেন: আচ্ছা ঠিকাছে! :P :P

২৭| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৩৪

ফারজানা শিরিন বলেছেন: বিশ্বাস করিনা । সুন্দর লিখছেন আপু ।

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৪৪

লাবনী আক্তার বলেছেন: বিশ্বাস করেন না?? :( :(

অনেক ধন্যবাদ আপু ! ভালো থাকুন।

২৮| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২০

আশিক মাসুম বলেছেন: মিষ্টি করে তখন তোমায় গান শুনাব আমি।



গান শুনতে মঞ্চায়।

২৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:০৭

মামুন রশিদ বলেছেন: যার উদ্দেশ্যেই লিখেন, কবিতা সুন্দর হইছে ;)

৩০| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৪৮

লাবনী আক্তার বলেছেন: কি গান শুনাবো ওগো বন্ধু ? ;) :D :P @ আশিক মাসুম

৩১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৫২

লাবনী আক্তার বলেছেন: মামুন ভাই কবিতা পাঠে কৃতজ্ঞতা। ভালো থাকুন।

৩২| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:৫০

একজন আরমান বলেছেন:
এমনি। :(

০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:১৫

লাবনী আক্তার বলেছেন: আজ আমারও মন খারাপ। :( :(

৩৩| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:১৯

ফারজানা শিরিন বলেছেন: nah . korina . : ((

০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:১৭

লাবনী আক্তার বলেছেন: না করাই ভাল। আমার মতো বোকারাই স্বপ্ন দেখে, বিশ্বাস করে, অপেক্ষা করে।

তারপরও আমি বিশ্বাস করি সত্যিকার একজন আসবেই।

৩৪| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৫

খাটাস বলেছেন: কবিতা আর ভালবাসা দুইটাই আমার কাছে বিরক্তিকর। কারন কবিতা আর ভালবাসা বোঝার মত ক্ষমতা আর জ্ঞান একটা ও আমার নাই। তবে সহজ কথার কিছু কবিতা ভাল লাগে মাঝে মাঝে। আপনার এ কবিতা টা তেমনি।
তবে কবিদের ভাল লাগে আমার। তারা বেশির ভাগ ই স্বচ্ছ মনের মানুষ হন। ভাল থাকবেন।

০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৬

লাবনী আক্তার বলেছেন: কবিতা বিরুক্তিকর লাগা সত্ত্বেও আমার কবিতা আপনার ভালো লাগল কি সৌভাগ্য আমার। আমার সব কবিতাই সহজ ভাষায় লেখা। আশা করি পড়ে দেখবেন।

অনেক ধন্যবাদ আপনাকে। আমার ব্লগে স্বাগতম। আপনিও ভালো থাকুন এবং সুস্থ থাকুন।

৩৫| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৭

অদৃশ্য বলেছেন:






সে আসবে
_______




সে আসবে
বিস্তৃত তৃণের ডগায় সাঁঙ্কানী যখন ডানা মেলবে
অথবা সুদূর শূন্য থেকে শকুন যখন পতিত উল্কা

হিশহিশিয়ে ডগা ছুয়ে উড়ে যাবার অথবা শূন্য কেটে নিম্নমূখী হবার কালে
সে তাদের পিঠে চাপবে লাগাম ও চাবুক ছাড়াই
তারা বিষাক্ত বা ক্ষুধার্ত নয়
তোমার কৃতদাশ

তোমার সৌরভে
প্রান্তরে কাঠগোলাপের বিস্তির্ন বাগান

তোমার নিঃশ্বাসে
বৃক্ষ ও বাতাসের বুকে সমান্তরাল কস্তুরীপথ

সে আসবে, সেই পথে
তৃষ্ণার্ত
ক্লান্ত

তুমি হাত বাড়িয়ে থেকো,মসলিন আঁচলে উড়িয়ে দিও মখমল মেঘ আর জল দিও দেহচোখের

অতঃপর
মেঘের কোলে মাথা রেখে সে শুনে যাবে অপার্থিব গান

তখন পার্থিব আকার
বৃষ্টি আর দেহের জলে মিশে একাকার।।


__________________
______________ অদৃশ্য






________ লিখতে চেয়েছিলাম বলেই বাধ্যহলাম লিখতে... ৩৫ নং মন্তব্যটা মুছে দিয়েন... একটু ভুল আছে শুরুতেই তাই

ক্যামন হলো সেটাতো আপনাকে জানতেই হবে...
শুভকামনা...

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৭

লাবনী আক্তার বলেছেন: এতো সুন্দর করে কবিতা লিখে দেয়ার জন্য অশেষ ধন্যবাদ।

৩৬| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৫

তাসজিদ বলেছেন: অদৃশ্য থেকে যারা দৃশ্যমান তাদের নিয়েই কিন্তু আমাদের ভাবা উচিত

৩৭| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৯:১৫

লাবনী আক্তার বলেছেন: হুম কথা সত্য! কিন্তু দৃশ্যমান কেউ না থাকলেত অদৃশ্যকে নিয়েই ভাবতে হয়, তাই না? @ তাসজিদ

৩৮| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৯:২৭

তাসজিদ বলেছেন: Try to find someone who is better for you.

And who can ease your pain a bit( some line of james blunt song)

৩৯| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই '' অদৃশ্য '' ব্যাটা কি, অমর খৈয়াম ?
আপনার শেষ দুই লাইনে দেখছি খৈয়াম মিয়ার কবিতার প্রত্যুত্তর :-P :-P

If I face death
With head on your cosi lap,
I care not ,
For in the heaven,
I'll straight find out you . =p~

৪০| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০০

লাবনী আক্তার বলেছেন: ok. Thank u 4 ur cmnt. @ তাসজিদ

৪১| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

লাবনী আক্তার বলেছেন: :P :P গিয়াস ভাই কেমন আছেন? অনেকদিন পর আসলেন আমার ব্লগে । কবিতা পাঠে কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

৪২| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:০৫

আরজু পনি বলেছেন:

পোস্টের শিরোনাম পড়ে মজা পেলাম...তারপর পোস্ট পড়লাম
মন্তব্য/জবাব গুলোতে এতো লজ্জার ইমো যে আমার নিজেরও কেমন যেনো লজ্জা লাগছে :!> :P

৪৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:২২

লাবনী আক্তার বলেছেন: :P :P @ পনি আপু আমার ব্লগে স্বাগতম। আপনার কমেন্ট পেয়ে ভালো লাগল। ভালো থাকবেন।

৪৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:০১

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লাগল আপু । বিশ্বাস সত্যি হোক বা না হোক , আশা করতে বিশ্বাস করতে অপেক্ষা করতে ভাল লাগে ।
কমেন্ট গুলো পড়ে অনেক মজা পেলাম আপু । :P

১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৮

লাবনী আক্তার বলেছেন: thnx kobita porar jonno.

৪৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ২:২২

হৃদয় রিয়াজ বলেছেন: এক মুহূর্তের জন্য মনে পড়ে গেল "জীবনটা আসলেই রঙ্গিন"

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:১০

লাবনী আক্তার বলেছেন: @রিয়াজ জীবনটা আসলেই রঙিন। কিন্তু আমরাই রঙিন জীবনটা নষ্ট করে ফেলি। ধন্যবাদ কবিতা পড়ার জন্য।

৪৬| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:১৭

রাজ০০৭ বলেছেন: ‘তুমি শুধু আমার- শুধুই আমার’।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:১১

লাবনী আক্তার বলেছেন:
হায় হায়! এইগুলা কি কইতাছেন? ;) :P :P

৪৭| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪১

বটবৃক্ষ~ বলেছেন: বর্ষণমুখর কোন একদিনে ভিজব দুজন মিলে ,
আর ভরা পূর্ণিমার রাতে
আমার কোলে মাথা রাখবে তুমি
মিষ্টি করে তখন তোমায় গান শুনাব আমি।


ভালোলাগা

৪৮| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৩

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ। ইদানিং ব্লগে আসা হয়না । দুঃখিত দেরিতে উত্তর দেয়ার জন্য।

৪৯| ২২ শে জুন, ২০১৩ সকাল ১০:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :) :)

৫০| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

লাবনী আক্তার বলেছেন: বর্ষণ আপনাকে ধন্যবাদ। :)

৫১| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১:০৩

তাসজিদ বলেছেন: বিশ্বাস করি তুমি আসবে
মিষ্টি করে তোমার ছোঁয়া
এঁকে দিবে আমার কপালে।




:#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#>

২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:০০

লাবনী আক্তার বলেছেন: :!> :!> :!> :!> :!>
:!> :!> :!> :!> :!> :!>
:!> :!> :!> :!> :!> :!> :!>

:P :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.