নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

তোমারে ভালবেসেছি ( ছোট গল্প)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৪




আজ জয়ী হাতে মেহেদি পরেছে। আর লাল-সবুজ রঙের রেশমি চুড়ি এবং লাল পাড় সবুজ শাড়ী পড়েছে। কপালে লাল টিপ, সব মিলিয়ে দারুন লাগছে জয়ীকে । কারো জন্য আজ সে অপেক্ষা করছে। এতো সুন্দর করে সেজেছে। জয়ী সুন্দর করে খোঁপা বেঁধেছে। খোঁপায় বেলি ফুলের মালা দিয়েছে। কারন বেলী ফুল জীতুর খুব পছন্দ। অনেক খুঁজে বেলি ফুলের মালা এনেছে। জীতুর সব ভাললাগাই এখন জয়ীর ভালোলাগা।

জয়ী খুব উত্তেজিত হয়ে আছে, কখন জীতুর সাথে দেখা হবে। একনজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আজকের দিনটা জয়ীর কাছে অন্যরকম। জয়ী , জীতু কে মনে মনে কল্পনা করছে। পাঞ্জাবী পড়ে আসছে জীতু হাতে একগুচ্ছ লাল গোলাপ । জয়ীকে দেখেই জীতুর চোখের পলক পরছেনা। জয়ী তাই দেখে লজ্জায় রাঙ্গা হয়ে গেছে।
হটাৎ মায়ের ডাকে জয়ীর হুশ হয়।
-এই জয়ী ! এই কোথায় যাচ্ছিস মা? এতো সেজেছিস যে?
- মা, আমি একটু বের হব। সব বন্ধুরা মিলে ঘুরব। সন্ধ্যার মধ্যে ফিরে আসব মা। মিথ্যেটা বলতে জয়ীর অনেক কষ্ট হল।
- আচ্ছা ঠিকাছে। সাবধানে যাস। যা দিন কাল পরেছে।
- ওকে মা। আমি একটু পরই বের হব।

জয়ীর হটাৎ মনে পড়ল শৈশবের কথা। শীতের প্রতিটি সকালে জীতুদের বাড়ীতে শিউলি ফুল কুঁড়াতে যেত। সব বন্ধুরা মিলে ফুল কুড়ানো শেষে মাদ্রাসায় পড়তে যেত। কি মধুর ছিল সেই দিনগুলো। জিতুর সাথে প্রায়ই ঝগড়া হত। খেলতে গেলেই ওর হাতের মার খেত জয়ী। কি যে রাগ লাগত! আজ ভাবতেই ভাললাগে শৈশবের সেই বন্ধুটিই জয়ীর জীবন সঙ্গি হবে। যাকে জয়ী ভালোবাসে উজার করে।

ঠিক ৪ টায় বের হল জয়ী, ৫টায় আসার কথা জীতুর । ঠিক সময়ে ক্যাফেতে জয়ী অপেক্ষা করতে লাগল। জীতুর আসার দেরি দেখে জয়ী অস্থির হতে লাগল। কখন আসেব জীতু? বার বার ফোন দিতে লাগল জয়ী। কিন্তু জীতু ফোন ধরছেনা। ভীষণ টেনশন করতে লাগল জয়ী। কি হল, কেন ফোন ধরছেনা ইত্যাদি।
জয়ীর মনে পড়ল একটা ঘটনা, ঠিক এখানটাতেই জীতু ওকে প্রপোজ করেছিল। সেদিন জয়ীর বার্থডে ছিল। জয়ীকে ফোন করে জীতু আসতে বলে এখানটাতেই। জয়ী প্রথমে না করেছিল ওকে কিন্তু জীতুর চোখের টলমল জল দেখে জয়ী আর নিজেকে ধরে রাখতে পারিনি। বলে দিয়েছে সেও রাজী। খুব সুন্দর একটা পারফিউম গিফট করেছিল জয়ীকে, আর বলেছিল জীতু ‘বেশি করে এটা ইউজ করবা কারন আমি তোমার অঙ্গজুড়ে থাকতে চাই’।
জয়ীর উত্তর ছিল ‘ইস! কি শখরে বাবা অঙ্গজুড়ে থাকার’! সেদিনের কথা ভাবলেই জয়ীর অদ্ভুত একটা অনুভূতি হয়। ভালো লাগে বেশ। এই ছেলেটাকে এতো ভালোবাসে জয়ী। ওকে ছাড়া বাঁচা যে দায়!
জয়ীকে চমকে দিয়ে জয় একগুচ্ছ রজনি গন্ধা নিয়ে আসে। আর সাথে দুটি গোলাপ। জয়ী অভিমান করে মুখ সরিয়ে রাখে।
-সরি লক্ষিটি । রাগ করেনা।
- জয়ীর একদম কান্না পায়। চোখ দুটি জলে ভিজে যায়।
- এই কান ধরে সরি বললাম। হয়েছেত এইবার একটু হাসো জান।
- ফোন ধরনি কেন? আমার বুঝি টেনশন হয়না?
জীতু জয়ীর হাত ধরে বলে সরি, সরি, সরি। হয়েছে? মুচকি হেসে বুঝিয়ে দেয় জয়ী যে তার সব অভিমান শেষ। এই দেখে জীতুর ভীষণ ভাললাগে। কারন এই মেয়েটি তাকে অসম্ভব ভালোবাসে। মেয়েরা যে এতো ভালবাসতে পারে এই মেয়েটিকে না দেখলে জীতুর জানাই হতনা।
জীতুর খুব ইচ্ছে হয় জয়ীর কপালে একটা ছোট্ট চুম্বন এঁকে দিতে। কিন্তু এটা পাবলিক প্লেস তাই আর দিতে পারেনা।
-জয়ী চল রিক্সায় ঘুরি।
-মানে কি? আজ না আমাদের বিয়ে করার কথা?
-আহ! চলইনা।
-এদিকে ওরা সবাই যে চলে আসবে।
-আরে ফোন আছেনা ? ওদেরকে পড়ে আসতে বললেই হবে। ওকে আমি এখনি জানিয়ে দিচ্ছি। তুমি টেনশন করোনা।
-আচ্ছা বাবা! তোমার মতিগতি কিছু বুঝিনা। হুটহাট কিযে সিদ্ধান্ত নাও না? তুমি একটা পাগল!
-হুম পাগল! শুধু তোমার জন্যে। তোমার কোলে মাথা রাখতে খুব ইচ্ছে করছে। আর তোমার ঐ লাল টিপের ওখানে একটা আদর দিতে ইচ্ছে করছে।
- যাহ! দুষ্ট কোথাকার!
-চল চল রিক্সা ঠিক করি।
- ওকে চল।

হটাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। জীতু জয়ীর মাথায় গোলাপ দুটি গুজে দেয়। আর সুযোগ বুঝেই কপালে একটা চুম্বন রেখা এঁকে দেয়। লজ্জায় জয়ী লাল হয়ে যায়। খুব মজা করে ঘুরল ওরা কতক্ষণ।

জয়ী গান শুনাল জীতুকে
‘ আমি তোমারে ভালোবেসেছি, চিরসাথি হয়ে এসেছি
তোমারে ভালবেসেছি, এ লগন পুর্ন যে তোমাতে
শুভ রাত জানেনাতো পোহাতে , তোমারি ব্যথায় কেঁদেছি যে হায়
তোমারই হাসিতে হেসেছি, তোমারে ভালবেসেছি’

জয়ীর এভাবে বিয়ে করার ইচ্ছা ছিল না। কিন্তু ওরা নিরুপায়। জীতুর ভাবির খালাতো বোনের সাথে বিয়ে ঠিক করে ফেলেছে। জীতু বার বার বলেছে যে ও জয়ীকে ভালোবাসে কিন্তু কিছুতেই ওর পরিবার শোনেনি। তাই এই সিদ্ধান্ত।

সব বন্ধুরা আসল, বিয়ে হল। জয়ী খুব কাঁদল । আর বার বার বলছিল 'মা’ আমাকে ক্ষমা করে দিও। বন্ধুরা ওকে বুঝাল। বিয়ের পর বন্ধুদের বায়না চাইনিজ খাওয়াতে হবে। সবাই মিলে চাইনিজে খেতে যাচ্ছে। জিতু আর জয়ী ওদের বন্ধু রাসেলের বাইক নিয়ে এগুচ্ছে আর ওদের অন্য বন্ধুরাও বাইকে যাচ্ছিল। জীতু খুব স্পীডে যাচ্ছিল। জয়ীর খুব ভয় লাগল। বলল
-আসতে চালাও জীতু।
- ভয় পেয়ো না লক্ষ্মীটি।
-না আমার ভীষণ ভয় লাগছে।
- কিসের ভয়? আমাকে হারানোর?
- এটা কেমন কথা? তোমাকে হারাতে চাইনা। হারালে দুজন একসাথেই হারাবো। এই বলে জয়ী ওকে শক্ত করে ধরে রাখল।

বন্ধুরা মিলে খুব হৈচৈ করে চাইনিজ খেল ওরা। অনেক দুষ্টামি করল ওদের দুজনকে ঘিরে। ওদের বাসর সাজানো হল এক বন্ধুর বাসায়। ওদের দুজনকে জানানো হলোনা। রাসেল বলল
-এই জিতু চল আমার বাসায়।
-কি বলিস? তোর বাসায় মানে?
-মানে মানে করতে হবেনা। চলতো !

জয়ী-জীতু রাসেলের বাসায় গেল সাথে সব বন্ধুরাও। বাসায় গিয়ে ওরা দুজনই খুব সারপ্রাইজড হল। কেননা বাসর ঘর সাজানো ছিল। বন্ধুরা যে আগে থেকেই সব ঠিক করে রেখেছে এটা জীতু জানেই না। এতো ভালোবাসা দেখে জীতুর চোখ ছলছল করে উঠে। ভাষা হারিয়ে ফেলে এমন ভালোবাসা দেখে। এক এক করে ওদের কে একা ছেড়ে দিয়ে বন্ধুরা বিদায় হয়।

জয়ীর ভয় লাগছিল। মুখটা ভয়ে শুকিয়ে গেল। বাসায় কি বলবে, কিভাবে বলবে? জীতু ওর হাত দুটি ধরে বুঝাল ভয় পেয়োনা জয়ী। আমি আছিতো, এই যে তোমার কত কাছে। তোমার সুখ দুঃখের সাথী আমি। ভেবোনা সব বাধা আমরা পার করে যাবই। জয়ী জীতুর বুকে মাথা রাখল। আর চোখ দুটি দিয়ে জলধারা বয়ে চলল। জয়ীর চোখের এই জলধারা বলে দেয় এটা ভালবাসার জল, আনন্দের জল, বিশ্বাসের জল এটা।





অনেকদিন পর গল্প লিখলাম । গল্পের শেষ অংশটা প্রথমে দুঃখের ছিল। ছোট এক ভাইকে দেখালাম ও বলল আপু শেষে দুঃখটা বাদ দাও। ভালো লাগেনা দুঃখ। ওর কথা শুনে বাদ দিলাম। ও গল্পটা পড়ে আমার কিছু কিছু ভুল ধরিয়ে দিল। গল্পের শেষে তাই মিল দেখালাম।

উৎসর্গঃ ছোট ভাই তুষার মানব কে । যার অনুপ্রেরণায় এই ব্লগে আইডি খোলা। শুধু মাত্র ওর ব্লগে কমেন্ট করার জন্য আইডিটা খুলেছিলাম।

মন্তব্য ৬৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ-সমাপ্তি ভালো লাগে !

আজকাল লেখকরা শেষে কষ্ট রাখতে পারলে আনন্দ পান !

ভালো হয়েছে আপু !

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

লাবনী আক্তার বলেছেন: হুম! শুভ সমাপ্তি আসলেই ভালো লাগে।


ধন্যবাদ অভি! শুভকামনা রইল ভাই।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর গল্প ।মজাই পাইলাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

লাবনী আক্তার বলেছেন: প্রশংসার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকেবন ভাই।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

স্বাধীন বিদ্রোহী বলেছেন:

পৃথিবীতে প্রায় অধিকাংশ লেখক প্রেম কাহিনীগুলো লিখেছেন বিয়োগান্তক সুখের গল্প খুব কমই রচিত হয়েছে। তাহলে কি পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু নেই। সবাই প্রেম ভালোবাসার বিরোধী ?

লেখিকার এই বিষয়ে মতামত কি ?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

লাবনী আক্তার বলেছেন: খুব কম ভালবাসাই পুর্নতা পায়। তাই হয়ত লেখকরা সুখের চেয়ে দুঃখের গল্প বেশি লিখেছেন।

সবাই প্রেম ভালবাসার বিরোধী হবে কেন? ভালোবাসা ছাড়া কি জীবন চলে?
ভালোবাসা ছাড়া জীবন অচল।
ধন্যবাদ , ভালথাকবেন।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

মামুন রশিদ বলেছেন: অর্ধেক পড়েই হাতে টিস্যু নিয়া রাখছিলাম, শেষে দেখি হ্যাপি এন্ডিং :| :)


কিছুটা লুতুপুতু হলেও প্রেমের গল্প ভাল হইছে । মাঝখানে কিছু দ্বন্ধ-সমাস থাকলে মিলনটা আরো উপভোগ্য হইত ।

গল্পে প্লাস ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~

এন্ডিং দুঃখের ছিল কিন্তু পড়ে চেঞ্জ করে দিয়েছি।

দ্বন্ধ-সমাস প্রথমে দেইনি দেখে আর দেয়া হয়নি। কারন শেষের টুকু দুঃখের ছিল। কিন্তু শেষে আর দুঃখ দিতে পারিলাম না। সুখই দিলাম। :)


অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

অদৃশ্য বলেছেন:





গল্পটির দু'টি জায়গায় ভাবনা মোড় নিতে চাচ্ছিলো কিন্তু আপনি খুব চমৎকার ভাবেই এর শুভ সমাপ্তি ঘটালেন...

চমৎকার হয়েছে লিখাটি...

প্রয়োজন আইন মানেনা... খুব সম্ভবত, প্রয়োজন সম্পর্কও মানতে চায় না...


শুভকামনা...

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

লাবনী আক্তার বলেছেন: :!> :!> :P :P

প্রশংসার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল গল্পটা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আবার পড়লাম ।লিখবেন আরো লিখবেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

লাবনী আক্তার বলেছেন: :) :)


কি সৌভাগ্য আমার! ধন্যবাদ আবারো পড়ার জন্য। গল্প লিখতে চেষ্টা করব।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

শীলা শিপা বলেছেন: সুন্দর গল্প...জীবন এতো সহজ হলে তো ভালই হতো...

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ শিপা।

আসলেই জীবনটা এতো সহজ নয় ।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

আম্মানসুরা বলেছেন: মামুন রশিদ বলেছেন: অর্ধেক পড়েই হাতে টিস্যু নিয়া রাখছিলাম, শেষে দেখি হ্যাপি এন্ডিং

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

লাবনী আক্তার বলেছেন: 8-| 8-|

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

এসএমফারুক৮৮ বলেছেন: গল্পে ভাল লাগা রইল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ভাইয়া! ভালো থাকবেন।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!!!!

স্যাড এন্ডিং না দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

:) :) :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

লাবনী আক্তার বলেছেন: :D :D

হুম! তোমাকেও ধন্যবাদ ব্রাদার! :)

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করার খুব নিকটে অবস্থান করছি । জানিনা আমার ভালোবাসার শেষ পরিনতি কি হবে ? ভালোবাসার গল্পের করুন সমাপ্তি বারবার আমার মন খারাপ দেয় । তাই দুঃখের গল্প পড়িনা।

কারন করুন সমাপ্তি আমকে আমার ভালোবাসার শেষ পরিনতি কি হবে সেটা নিয়ে গভীর ভাবে মন খারাপ করে দেয় ।

পৃথিবীর সকল ভালোবাসার শেষ পরিনতি যেন আনন্দময় হয় ।

আমার জন্য দোয়া করবেন যেন শেষ পরিনতি বেদনাদায়ক না হয়।

আপনার গল্পে ভালো লাগা ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৫

লাবনী আক্তার বলেছেন: ভালোবাসার করুন পরিনতি কেউই চায় না। মন থেকে দুয়া করছি আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন। আমিন।

একটা কথা মনে রাখবেন দুজনের মধ্যে ভালোবাসা থাকলে পৃথিবীর সব বাধাই পার করা যায়। ভালো থাকবেন।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

খাটাস বলেছেন: ভালবাসার গল্প ভাল লাগাতে চাই না। মার্জিত গল্প। শুভ কামনা আপু।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৬

লাবনী আক্তার বলেছেন: কেন চান না??

ধন্যবাদ । আপনার জন্যও শুভকামনা ।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: গল্প এবং উৎসর্গ দুইটাই ভাল লাগলো।তুষার মানবকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তার কারনে আমরা আপনার মত চমৎকার একজন ব্লগার পেলাম।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই। কৃতজ্ঞতা জানিবেন। আপনার শুভেচ্ছা তুষারকে জানিয়ে দিয়েছি। ভালো থাকবেন।

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

পেন্সিল চোর বলেছেন: রোমান্টিক মুড্ চইলা আসছে পেন্সিল চোরের :P :P :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬

লাবনী আক্তার বলেছেন: ;) ;) :D :D


পেন্সিল চোরের কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকা হয় যেন।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৩

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

সায়েম মুন বলেছেন: গল্পটা একদম সরল। আপনি সম্ভবত হালকা একটা টুইস্ট দিয়ে নায়ককে চিরবিদায় করেছিলেন। এডিটরকে দেখানোর পর সেটা বাদ দিয়েছেন। :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

লাবনী আক্তার বলেছেন: হাহাহা! একদম ঠিক ধরেছেন। :D :D
হুম! পড়ে সেটা বাদ দিয়েছি। :P :P

ধন্যবাদ সায়েম ভাই। ভালো থাকবেন ।

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর গল্প ! ছোটভাইটির জন্যও শুভ কামনা ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

লাবনী আক্তার বলেছেন: ভাইজান অনেক ধন্যবাদ। :)

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

খাটাস বলেছেন: ভালবাসা যেমন অনুপ্রেরণার জন্য অনেক বড় সহায়ক, তেমনি দুঃখের জন্য। ভালবাসা যুক্তি নষ্ট করে দেয়। লক্ষ্য অনেক দূরে হলে যুক্তি , ধৈর্য আর শ্রম না থাকলে সেখানে যাওয়া না। হয়ত আমার ও তেমন কোন ইচ্ছাই আছে আপু। :) :)
তবে মানুষের ভালবাসায় আমার কোন আপত্তি নেই। মানুষ ভালবাসুক, তবে ভালোবাসায় যেন অমানুষ না হয়ে যায় - সেটা ঠিক রাখলেই হল।
ধন্যবাদ। :) আপনার জন্য ও শুভকামনা প্রিয় লাবনী আপু।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

লাবনী আক্তার বলেছেন: হুম ভালো!


ভালো থাকবেন ভাই।

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

ভিয়েনাস বলেছেন:
জংলী বেলীফুলের মন মাতানো গন্ধ থাকে। আমার অনেক প্রিয় ফুল।
গল্পে হ্যাপি এন্ডিং ভালো লাগে :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

লাবনী আক্তার বলেছেন: গল্পে হ্যাপি এন্ডিং সবারই ভালো লাগে।

গল্প পড়ার জন্য ধন্যবাদ।

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

সহজ সরল গল্প কিন্তু রোমান্টিক

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

লাবনী আক্তার বলেছেন: :P :P


পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: হ্যাপি এন্ডিং ভালো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

লাবনী আক্তার বলেছেন: হুম! তাইতো দিলাম।

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ প্রোফেসর সাহেব।

২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫০

রেজওয়ান তানিম বলেছেন: মোটামুটি লাগল

আরো বৈচিত্র্য প্রত্যাশিত

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

লাবনী আক্তার বলেছেন: আমি ভাই ছোট-খাট লেখিকা। ওত ভালো লিখতে পারিনা।

আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। নেক্সট টাইমে চেষ্টা করব বৈচিত্র্য আনতে।

২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৭

চটপট ক বলেছেন: জয়ীর ভয় লাগছিল। মুখটা ভয়ে শুকিয়ে গেল। বাসায় কি বলবে, কিভাবে বলবে? জীতু ওর হাত দুটি ধরে বুঝাল ভয় পেয়োনা জয়ী। আমি আছিতো, এই যে তোমার কত কাছে। তোমার সুখ দুঃখের সাথী আমি। ভেবোনা সব বাধা আমরা পার করে যাবই। জয়ী জীতুর বুকে মাথা রাখল। আর চোখ দুটি দিয়ে জলধারা বয়ে চলল। জয়ীর চোখের এই জলধারা বলে দেয় এটা ভালবাসার জল, আনন্দের জল, বিশ্বাসের জল এটা।

চাকরি বাকরি না কইরা, বাবা মা ছাড়া শুধু বিশ্বাস দিয়ে কি সংসার চলে?চলবে কেম্নে !!! ধোঁকা টাইপ গল্প হলে ভালো হত!! ;) মজা পাওয়া যেত

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

লাবনী আক্তার বলেছেন: আসলে আমি খুব সহজভাবে ভাবতে ভালবাসি। সহজ সরল ভাবে জীবনটাকে ভাবতে ভাললাগে। তাই এভাবে দেয়া গল্পটা। কঠিন আমার ভালো লাগেনা।


ধন্যবাদ।

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

যাযাব৮৪ বলেছেন: ভাল লাগলো

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ভাই।

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

অদৃশ্য বলেছেন:






আপনার এখানে একটি লিখার প্রতিকথায় বা মন্তব্যে কিছু কথা লিখেছিলাম... তা আজকে কিছুটা এডিট করে পোষ্ট করেছি... আপনার এখানে সেদিন একটানে লিখেছিলাম তাই পরে কিছু সংযোগ বা কিছু বিচ্ছিন্ন করবার প্রয়োজন হয়েছে...

সময়করে দেখে আসবেন... কেমন হলো তাও জানিয়েন

শুভকামনা...

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

লাবনী আক্তার বলেছেন: আচ্ছা ঠিকাছে! সেই কবিতাটা?

২৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

খেয়া ঘাট বলেছেন: আজ সারাদিন গুন গুন করে
"আমি তোমারে ভালোবেসেছি, চিরসাথি হয়ে এসেছি
তোমারে ভালবেসেছি, এ লগন পুর্ন যে তোমাতে
শুভ লগ্ন জানেনা পোহাতে , তোমারি ব্যথায় কেঁদেছি যে হায়
তোমারই হাসিতে হেসেছি, তোমারে ভালবেসেছি’- এই গানটিই গাইছিলাম।

চমৎকার গল্প, চমৎকার গান। সব মিলিয়ে অসাধারণ।
একগুচ্ছ প্লাস।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

লাবনী আক্তার বলেছেন: সন্ধ্যার গাওয়া সব গান আমার ভালো লাগে। এই গানটা প্রিয় গানগুলোর একটি।


অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন। :)

২৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

খেয়া ঘাট বলেছেন:

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ। :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

লাবনী আক্তার বলেছেন: একবার কলেজ থেকে স্টাডি ট্যুরে গিয়েছিলাম। বন্ধুরা আমাকে বাধ্য করেছিল গান গাইতে। তখন আমি সন্ধ্যার একটা গান গেয়েছিলাম। আর গান শুনে স্যাররা আমাকে প্রথম প্রাইজ দিয়েছিল। আর এক স্যার আমাকে বলেছিল ' এই মেয়ে তুমি এতো ভালো গান গাও আগেত জানতাম না । নেক্সট টাইমে কলেজের সব অনুষ্ঠানে গান করবা'। =p~ =p~ =p~ =p~

খুব মজা লেগেছিল কথাটা শুনে।

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫

সমুদ্র কন্যা বলেছেন: সব গল্পে ট্রাজেডি থাক্তেই হবে এমন কোন কথা নেই। মাঝে মাঝে হ্যাপি এন্ডিং পেলে খুব ভাল লাগে। নিখাদ ভালবাসার গল্পে প্লাস।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

লাবনী আক্তার বলেছেন: সমুদ্র কন্যা ঠিক বলেছেন!

প্লাসের জন্য অনেক ধন্যবাদ জানিবেন এবং ভালো থাকবেন সবসময়। :)

৩০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

রহস্যময়ী কন্যা বলেছেন: প্রথমে ভাবসিলাম যে দুঃখ দিয়ে শেষ হবে পরে দেখি হ্যাপি এন্ডিং
ভালো লাগলো আপু :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ।

৩১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:০৯

মাহবু১৫৪ বলেছেন: উফফফ!

খুবই ভাল লাগলো লেখাটা

ভাল লাগা শত শত

+++++++++

১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৫

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.