নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

একলা লাগে

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৮



তোমার কথা খুব ভেবেছি
খুব ভেবেছি তোমায় নিয়ে,
একলা আমি শূন্য ঘরে
তোমার ছাড়া কাটে আমার কেমন করে?

কেমন করে দিন কেটে যায়
রাত কেটে যায় স্বপ্ন বুনে,
জোনাক জ্বলা নিঝুম রাতে
ঘুম ভেঙ্গে যায় হঠাৎ করে।

কেমন যেনো একলা লাগে
স্বপ্নগুলো ডানা ঝাপটে মরে,
এমন করে চুপটি করে
যেয়ো নাকো আমায় ছেড়ে।

কেউ জানেনা তোমায় আমি
কতটা যে ভালোবাসি,
তোমার আমি এই যে আছি
কেমন করে তোমায় বলি?

একলা বসে পুকুর পাড়ে
হাসনাহেনার সুবাস ঝরে,
নিকষ কালো অন্ধকারে
তুমি ছাড়া সত্যি বড় একলা লাগে।



মন্তব্য ৫২ টি রেটিং +১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:



বেশ ছন্দময় এবং আবেগী কবিতা। পড়ে ভালো লাগল।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২১

লাবনী আক্তার বলেছেন: একঘণ্টা আগে লিখলাম কবিতাটা।

ভালো লেগেছে শুনে সত্যি অনেক ভালো লাগল। :) :)

ধন্যবাদ ভাইয়া।

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর কবিতা।
ভাললাগা রেখে গেলাম ।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ শোভন ভাই। ভালো লাগার জন্য অনেক কৃতজ্ঞ।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৯

অদৃশ্য বলেছেন:




চমৎকার হয়েছে লিখাটি... একলা ঘরে বা অন্ধরাতে মনে হয় ভয় ভীড় করে মনের গহীনে তাইতো তাকে আরও বেশি বেশি মনে পড়ে যায়...

আহা ভালোবাসা...

লাবনীর জন্য
শুভকামনা...

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩

লাবনী আক্তার বলেছেন: :!> :!>

লজ্জা পেলুম। :P :P

ভাইয়া প্রশংসার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৭

মায়াবী ছায়া বলেছেন: একলা বসে পুকুর পাড়ে
হাসনাহেনার সুবাস ঝরে,
নিকষ কালো অন্ধকারে
তুমি ছাড়া সত্যি বড় একলা লাগে।
.....অনেক সুন্দর ।। :)

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৫

লাবনী আক্তার বলেছেন: মায়াবী ছায়া আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২০

শীলা শিপা বলেছেন: কেউ জানেনা তোমায় আমি
কতটা যে ভালোবাসি,
তোমার আমি এই যে আছি
কেমন করে তোমায় বলি? :-*

আমার মনের কথা তুমি কেমন করে লিখে ফেললে আপু?? :P

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯

লাবনী আক্তার বলেছেন: হিহিহিহি

মনের কথা কইলাম সব জানি! খুব খেয়াল কইরা। ;) ;) ;)

শিপা ধন্যবাদ তোমাকে। ভালো থেকো।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৯

সুমন কর বলেছেন: ছন্দময় কবিতা। ভাল লাগল।

হটাৎ > হঠাৎ হবে। ঠিক করে নিবেন।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪০

লাবনী আক্তার বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য কৃতজ্ঞ। আর কবিতা ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

জ্বি! ঠিক করে দিয়েছি।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৭

আম্মানসুরা বলেছেন: ভালো লাগল

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ।


অঃটঃ আচ্ছা আপনার নামের অর্থ কি? একটু ব্যতিক্রম লাগে নামটা।

৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৮

সায়েম মুন বলেছেন: কবিতায় ভাললাগা রইলো।
৩ আর ৫ নং পঙক্তিতে কিছুটা ছন্দ হারিয়েছে। :)

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪১

লাবনী আক্তার বলেছেন: হুম! ঠিক বলেছেন ভাইয়া। ওটা ইচ্ছে করেই করেছি। কেন জানি মেলাতে ইচ্ছে করেনি।

ধন্যবাদ সায়েম ভাই। ভালো থাকবেন।

৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯

সমুদ্র কন্যা বলেছেন: কবিতা ভাল লাগল। ছবিটা খুব সুন্দর।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৯

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।

১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫

এহসান সাবির বলেছেন: সকাল ১০ টায় লেখা কবিতা পড়লাম ৩ টায়..! না এখনো ঠান্ডা হয়নি........!! গরম গরম কবিতা সব সময় ভালো লাগে.....!!

শুভকামনা।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪০

লাবনী আক্তার বলেছেন: :P :P :P


তারপরও যে পড়েছেন তার জন্য কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ।

১১| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৮

ঢাকাবাসী বলেছেন: আবেগে ভরপুর ছন্দময় কবিতাটি ভাল লাগল।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১

লাবনী আক্তার বলেছেন: :#> :#>

কবিতা ভালো লাগল জেনে আমারও ভালো লাগল । অনেক ধন্যবাদ।

১২| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৮

একজন আরমান বলেছেন:
মন খারাপের কবিতায় ভালো লাগা।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২

লাবনী আক্তার বলেছেন:


থেঙ্কু ব্রাদার! :( :(

১৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: কেউ জানেনা .........

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৪

লাবনী আক্তার বলেছেন:

জানেন নাকি?? ;) ;) :P :P

কবিতা পড়ার জন্য ধন্যবাদ। :) :) :)

১৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

আশিক মাসুম বলেছেন: ahare.... besi ekla gale dokla hoia jan afa....

vhallagche kobita...

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৫

লাবনী আক্তার বলেছেন: হুম! দোকলা খুজতেছি।

ধন্যবাদ মাসুম ভাই। ভাবিকে সালাম দিয়েন। ;) ;)

১৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

আশিক মাসুম বলেছেন: ahare.... besi ekla lagle dokla hoia jan afa....

vhallagche kobita...

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৫

লাবনী আক্তার বলেছেন: :P :P

১৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

নেক্সাস বলেছেন: ke chere jai... jete debona..kobita khub chndomoi hoise

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৯

লাবনী আক্তার বলেছেন: :P :P :P

হিহিহি

ভাইয়া অনেক ধন্যবাদ।

১৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

মামুন রশিদ বলেছেন: স্বপ্নডালায় একলা কাব্য খুব ভাল লেগেছে ।

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২০

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ মামুন ভাই। ভালো থাকবেন।

১৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: লিরিক লিরিক একটা ভাব আছে

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২১

লাবনী আক্তার বলেছেন: 8-| 8-|

তাই নাকি??

কবিতা পাঠে কৃতজ্ঞতা জানিবেন।

১৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: তোমার কথা খুব ভেবেছি
খুব ভেবেছি তোমায় নিয়ে,
একলা আমি শূন্য ঘরে
তোমার ছাড়া কাটে আমার কেমন করে?

বেশ ঝামেলা ।

যাই হোক সুন্দর কবিতায় ভাল লাগা। :)

০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪

লাবনী আক্তার বলেছেন: :P :P :P


হিহিহিহি

ধন্যবাদ কবি সাহেব । শুভকামনা রইল।

২০| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪০

শ্যামল জাহির বলেছেন: ছন্দময় কবিতায় তৃপ্ত হয়ে ঢেকুর দিয়ে গেলাম! :)

শুভ কামনা।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

লাবনী আক্তার বলেছেন: onek dhonnobad.

২১| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭

হাসান মাহবুব বলেছেন: ছন্দময়। ভালো লাগলো।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

লাবনী আক্তার বলেছেন: :) :)


dhonnobad vaiya.

২২| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: একলা লাগার বয়সে তো একলা লাগবেই... দোকলা হয়ে যান... :P :P ;) ;)

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

লাবনী আক্তার বলেছেন: :P :P

২৩| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫

ভিয়েনাস বলেছেন: ছন্দময় কবিতা । পড়ে ভালো লাগলো।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

লাবনী আক্তার বলেছেন: dhonnobad . valo thakben.

২৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৪

ইমরাজ কবির মুন বলেছেন:
ছন্দময় কবিতা আমারো ভাল্লাগসে ||

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২১

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ মুন আপনাকে। ভালোলাগা পেয়ে ভালো লাগল।

২৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২১

নাছির84 বলেছেন: থরো থরো আবেগের ছন্দগাঁথা...............ভাল লেগেছে।

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

অপ্রচলিত বলেছেন: কেমন যেনো একলা লাগে
স্বপ্নগুলো ডানা ঝাপটে মরে,
এমন করে চুপটি করে
যেয়ো নাকো আমায় ছেড়ে।

কেউ জানেনা তোমায় আমি
কতটা যে ভালোবাসি,
তোমার আমি এই যে আছি
কেমন করে তোমায় বলি?


কবিতা খুব ভালো লাগল। ছন্দের মিল অত্যন্ত প্রশংসনীয়।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

লাবনী আক্তার বলেছেন: সেই কত আগের কবিতা! খুঁজে পড়েছেন তার জন্য বিশেষ কৃতজ্ঞতা।

অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.