নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

সামুতে একবছর পূর্ণ হল !:#P !:#P

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০০


দেখতে দেখতে সামু ব্লগে একবছর হয়ে গেছে। ভাবতেই কেমন যেন লাগছে। ব্লগ কি জিনিস খুব একটা বুঝতাম না। ফেইসবুকের এক বন্ধুর কাছ থেকে সামু সম্পর্কে জেনেছিলাম। আর তার ব্লগে মূলত কমেন্ট দেয়ার জন্য সামুতে রেজিস্ট্রেশন করা। আমার সেই বন্ধু (ছোট ভাই) আমাকে বলল আপু তুমি লিখে যাও আর বেশি করে ব্লগ পড়ো । সেই থেকেই লিখা শুরু করলাম। ১৫ দিনের মাথায় আমি জেনারেল হই। খুব ভালো লেগেছিল। আসুন একনজরে দেখে নেই আমার পোস্টগুলো :

১।
কবিতা
নৈঃশব্দ বালু চর

হয়ত তুমি..

হয়নি কিছুই

মেঘ বালিকা

কৃষ্ণচূড়া

মিথ্যে মানব

সাদাকালো স্বপ্ন

মাঝি কেন আইছিলা?

প্রথমা

তোমার জন্য

তোমার যোগ্য নই

তোমার চোখ এত লাল কেন? ( এই কবিতাটা নিয়ে অনেক ভাইজানরা মজা করে লিখছেন এইবার এই আপা একটু ট্রাই করল )

ভুলতে চাই

অদৃশ্য তোমাকে ( না না ভাইবেন না যে ব্লগার অদৃশ্য কে বলছি )

আমি আর তুমি কাব্য

কোথায় তুমি?

কৃষ্ণচূড়ার রঙে সেজেছি

আমি আর তুমি ( কথোপকথন )

মা

বৃষ্টি

একলা লাগে

২।
গল্প -
( ছোট গল্পঃ মিথ্যে প্রেম

ছোটগল্প - ক্ষণিকের ভালো লাগা

সব ভালবাসা পূর্ণতা পায়না ( অনু গল্প)

তোমারে ভালবেসেছি ( ছোট গল্প)

রুপার আত্মকথন ( অনু গল্প)

বেঁচে থাকার স্বাভাবিক প্ররোচনা

৩।
ফান পোস্ট
ছাঁদ নাইক্কা :D:D ( ফান পোস্ট)

এক'ছ ইলিশ ( ফান পোস্ট) :)

বিয়েটা কি ছেলের হাতে মোয়া নাকি দোকানে কিনতে পাওয়া যায়, কোনটা?

এই যে মিঃআমি আপনের প্রেমিকার বয়সি ( ফান পোস্ট)

ফান পোস্ট ( সত্য ঘটনা অবলম্বনে)

চশমা কাহিনি ( ফান পোস্ট তয় দুক্ষের)

ব্লগারদের নাম নিয়ে লেখা চিঠি ( ফান পোস্ট)

ব্লগারদের নাম নিয়ে লেখা চিঠি (২য় পর্ব ফান পোস্ট)

৪।
ছবিঃ আমার তোলা
আমার তোলা কিছু ছবি

আমার তোলা কিছু ছবি-২

গ্রামের কিছু ছবি

৫।
ইসলামিক পোস্ট

আয়াতুল কুরসীর যত গুণ
জাহান্নামের সবচেয়ে লঘু শাস্তি
সূরা আর-রহমান ( মানুষ কিভাবে পারে আল্লাহর নিয়ামত/ অনুগ্রহ কে অস্বীকার করতে?)

আসুন জেনে নেই স্ত্রীর হক
সূরা ইয়াসিন
সূরা রা’দ (মক্কায় অবতীর্ণ)
সূরা আল- বাকারা আয়াত (১-৮২)

৬।
কিছু মুহুর্ত যা ভুলতে চাইলেও ভুলা যায় না

ধন্যবাদ

পাগলাগারদ
শ্বশ্মান

আমি সবসময় সহজ ভাষায় লিখি। খুব কঠিন করে লিখতে পারিনা। আমি জানি খুব ভালো আমি লিখতে পারিনা। তারপরও আমাকে যারা সবসময় উৎসাহ দিয়েছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ । আপনাদের অনুপ্রেরণা না পেলে হয়ত লিখতে পারতাম না। আমি কারো নাম উল্লেখ করছিনা। যারা আমার ব্লগে এসেছেন সবসময় এবং কমেন্ট দিয়ে আমাকে লেখার অনুপ্রেরণা দিয়েছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের উৎসাহ সবসময় চাই। সবার প্রতি শুভেচ্ছা রইল। ভালো থাকুন সবাই।

মন্তব্য ৮০ টি রেটিং +০/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ব্লগে একটা নিয়ম করে দেয়া উচিত, যাদের এমন বর্ষপূর্তি হবে তারা আর কিছু না হোক অন্তত এক কাপ চায়ের নিমন্ত্রণ হলেও দেবে। এইভাবে মিষ্টি ছাড়া বর্ষপূর্তি পালন কেমন যেন ফীকে বলে মনে হয়। তবে যাই হোক

অনেক অনেক অনেক শুভেচ্ছা রইল। নতুন উদ্যমে ব্লগিং করে চলুন। ভালো থাকুন।

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৪

লাবনী আক্তার বলেছেন: আসলেই একটা নিয়ম থাকা উচিত। :!> :!> :P :P

ভাইয়া শোনেন পাড়ার মোরের দোকান থেইকা এককাপ চা খাইয়া নেন। দামটা কিন্তু আমি দিমু তবে বিকাশ কইরা। =p~ =p~ =p~ B-)) B-))


অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি আমাকে সবসময় লেখার জন্য প্রেরনা দেন। ভালো হোক মন্দ হোক কমেন্ট দিয়ে উৎসাহ দেন। কৃতজ্ঞতা জানিবেন।

২| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১০

শীলা শিপা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু... :) :)

দাওয়াত দিবা কখন??? !:#P !:#P

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৬

লাবনী আক্তার বলেছেন: কবে আসব দাওয়াত খাইতে জানাইয়ো। ;) ;) :P :P


অনেক ধন্যবাদ বোন । ভালো থাক।

৩| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১

আদম_ বলেছেন: হেপি বাড্ডে

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৬

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ আদম আপনাকে। ভালো থাকবেন।

৪| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: এক বছর আনন্দে অভিনন্দন
আরও সমৃদ্ধ হোক ব্লগিং কানন । ঈদ মোবারক

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭

লাবনী আক্তার বলেছেন: পরিবেশ ভাই অনেক ধন্যবাদ ছন্দময় কমেন্টের জন্য। ভালো থাকবেন।

৫| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৭

এসএমফারুক৮৮ বলেছেন: শুভকামনা ..............................

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

৬| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
অভিনন্দন !!
:)

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ মুন ভাই। ভালো থাকবেন।

৭| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬

বশর সিদ্দিকী বলেছেন: বর্ষপুর্তিতে অনেক শুভেচ্ছা।
এক বছরে তো অনেক লেখালেখি করে ফেলেছেন দেখছি।

মাত্র ১৫ দিনে জেনারেল করছে?? B:-)
সামুর মডুগুলা আসলেই দেখি লুল।

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৮

লাবনী আক্তার বলেছেন: জ্বি ভাই আপনাদের দোয়ায় এত লিখা লিখছি। :-B :-B

১৫ দিনে জেনারেল দেখে আপনি জেলাস ফিল করলেন নাকি? B:-) :P :P

আমিতো একজন কে দেখছিলাম ৭ ঘণ্টায় জেনারেল হইছে। তাকে আমার ব্লগে কমেন্ট করতে দেখছিলাম। দেখে খুব অবাক হইছি।

যাক, ভাই শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪

শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক শুভেচ্ছা রইল :)

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৯

লাবনী আক্তার বলেছেন: শুভেচ্ছার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৯| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪

মামুন রশিদ বলেছেন: বর্ষ পূর্তির শুভেচ্ছা আপু !:#P

২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭

লাবনী আক্তার বলেছেন: মামুন ভাই অনেক ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণায় এতদূর এসেছি। :)

ভালো থাকবেন।

১০| ২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: /:) ১৫ দিনে কেমনে জেনারেল হইলেন????????




বর্ষপূর্তির শুভেচ্ছা আপু !!!!


!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৯

লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ভালোবাসা রইল লিটল ব্রাদার।

ধন্যবাদ তোমাকে। সামুর মডুরে জিগাও ১৫ দিনে কেমনে জেনারেল করল। ;) ;)

১১| ২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বর্ষপূর্তি শুভেচ্ছা!!!!!!!!!!!!!!!!!!!!


!:#P !:#P !:#P !:#P !:#P

২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৩

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই তোমাকে। ভালো থেকো।

১২| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

এম ই জাভেদ বলেছেন: হ্যাপি এনিভারসারি....আমিও দুইটা পোস্ট দেওয়ার পর জেনারেল হইছি, ১৪-১৫ দিন পর।

কবে সেফ হয়ে গেলাম টের পাই নাইক্কা।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪০

লাবনী আক্তার বলেছেন:
অনেক ধন্যবাদ জাভেদ ভাই। :)

হুম! জনগন আমার জেনারেল নিয়া দেখেন কেমনে অবাক হয়। আমারতো মনে হয় আপনার আমার মত আরও অনেকেই আছে যারা ১৪/১৫দিনে জেনারেল হইছে।

১৩| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

আমিনুর রহমান বলেছেন:




অভিনন্দন!

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪১

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ আমিনুর ভাই। :)

আমার মনে আছে আপনি আমার প্রথম পোস্টে কমেন্ট করেছিলেন। :) ভালো থাকবেন ।

১৪| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

জুন বলেছেন: বর্ষপুর্তির অভিনন্দন লাবনী আক্তার :)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৫

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ আপা। :) ভালো থাকবেন।

১৫| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৫

মাহবু১৫৪ বলেছেন: শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে !:#P

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৬

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। :)

১৬| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

হাসান মাহবুব বলেছেন: হ্যাপি ব্লগিং।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫০

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। :)

১৭| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩২

রেজোওয়ানা বলেছেন: অভিনন্দন!

আপনার ব্লগ ভ্রমন আনন্দময় হোক!

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫১

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ রেজোওয়ানা আপা। :) ভালো থাকবেন।

১৮| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অভিনন্দন আপু!

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০১

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ অভি। :)

১৯| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। :)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০১

লাবনী আক্তার বলেছেন: জাদীদ ভাই অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। :)

২০| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৭

দি সুফি বলেছেন: শুভেচ্ছা রইল। !:#P
আপনার ১৫ দিনে জেনারেল হওয়া দেইখা লোকজন দেখি টাস্কি খাইতেছে। :|| আমিতো জন্মই নিছিলাম জেনারেল হইয়া B-)) B-)) B:-/ B:-/

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৪

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ সুফি ভাই।


দেখছেন আর আমারে পোলাপাইন জেলাস করে। X(

এখনতো মিয়া আপনেরে আমার জেলাস লাগতাছে। X(( X(( B:-/ B:-/ :P :P

২১| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: অভিনন্দন

হ্যাপি ব্লগিং

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৫

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই। ভালো থাকবেন। :)

২২| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২২

মায়াবী ছায়া বলেছেন: বর্ষপুর্তির অভিনন্দন আপু :)
কেক মিষ্টি পাবো তো ?:)
ভাল থাকুন :)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৭

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ মায়াবী ছায়া।

ইশ! কেক মিষ্টি আপলোড করতে পারছিওনা। সরি! :P :P

২৩| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অভিনন্দন :)

যাত্রা অব্যাহত থাকুক :)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৯

লাবনী আক্তার বলেছেন: অনেকদিন পর আসলেন আলাউদ্দিন ভাই। কেমন আছেন? সেই প্রথম থেকে আপনার কমেন্ট পেয়ে আসছি। মাঝে কোথায় হারিয়ে গেলেন? যাক, বর্ষপুর্তিতে আপনার কমেন্ট পেয়ে ভালো লাগল। :)

ভালো থাকবেন সবসময়।

২৪| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৮

অদ্ভুত_আমি বলেছেন: বর্ষ পূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন !:#P !:#P !:#P

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০১

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল। :)

২৫| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কোথাও হারাই নাই। আজকাল লেখালেখি তেমন একটা হয়ে উঠে না তাই ব্লগে কম আসা হয়।
ভালৈ আছি। আশাকরি আপনিও ভালো আছেন।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০২

লাবনী আক্তার বলেছেন: ব্লগে নিয়মিত হয়ে উঠুন সেই আশা করছি। জ্বি ! আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি।

২৬| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১০

আরজু পনি বলেছেন:

নিজের পোস্টের সঙকলনের আইডিয়াটা খুব ভালো লাগলো ।

বর্ষপূর্তির অভিনন্দন রইল লাবণী !:#P

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩

লাবনী আক্তার বলেছেন: আসলে কি লিখব বুঝতে পারছিলাম না। তাই নিজের পোস্টই দিলাম আর কি। :P :P


পনিপা অভিনন্দন পেয়ে খুব ভালো লাগল। অনেক ধন্যবাদ আপুনি।

২৭| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩

সায়েম মুন বলেছেন: শুভেচ্ছা রইলো। আগামীতে আরও সুন্দর লেখা আসুক আপনার হাত হয়ে।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২১

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা সবসময় যেন পাই। :)

২৮| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অভিনন্দন শুভেচ্ছা শুভকামনা! ;)

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২২

লাবনী আক্তার বলেছেন: :D :D

অনেক ধন্যবাদ লিও। ভালো থেকো।

২৯| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯

অদৃশ্য বলেছেন:





শতবছরের শুভেচ্ছা... আপনি ভালো লিখেন... আর আশাকরবো আপনি সামনে আরও ভালো লিখবেন নিজের জন্য, আমাদের জন্য...

আপনার চলার পথ সুগম হোক...


লাবনীর জন্য
শুভকামনা...

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৮

লাবনী আক্তার বলেছেন: প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের উৎসাহ পেয়েই এতদূর আসতে পেরেছি। সবসময় আপনাদের উৎসাহ আমার সঙ্গী হোক এটাই চাই।

ভালো থাকুন সুস্থ থাকুন। :)

৩০| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক শুভেচ্ছা।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৯

লাবনী আক্তার বলেছেন: শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩১| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০০

নেক্সাস বলেছেন: বর্ষপুর্তিতে কড়া লিকারের লালা চা সহ শুভেচ্ছা লাবু

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৩

লাবনী আক্তার বলেছেন: :D :D :D

বাহ! চা' তো দারুন লাগল । :P :P

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৩২| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

ভিয়েনাস বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন রইলো !:#P

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৮

লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভিয়েনাস। ভালো থাকবেন। :)

৩৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভকামনা সবসময়,,,,,,,,,,,,,,,,,

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৬

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু।

৩৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৭

সমুদ্র কন্যা বলেছেন: বর্ষপূর্তীর শুভেচ্ছা।

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৭

লাবনী আক্তার বলেছেন: শুভেচ্ছা পেয়ে অনেক ভালো লাগল সমুদ্র কন্যা । অনেক ধন্যবাদ ।

৩৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

অদ্বিতীয়া আমি বলেছেন: তুমি সহজ ভাষায় লিখ সেজন্যই অনেক ভালো লাগে ।

বর্ষপূর্তির অভিনন্দন আর অনেক শুভকামনা । :)

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

লাবনী আক্তার বলেছেন: সত্যি?? শুনে ভীষণ ভাল লাগল।


অভিনন্দনের জন্য অনেক অনেক ধন্যবাদ । ভাল থেকো বোন। :)

৩৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা থাকলো। আরও অনেক গুলি বর্ষপূরণ মুহুর্ত আসুক এই কামনা থাকলো। :)

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

লাবনী আক্তার বলেছেন: কবি ভাই অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৩৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা! !:#P !:#P !:#P খাওন দাওন কই?

আনন্দ নিয়ে লিখে যান, ভাল মন্দ ভাবার টাইম নাই! :)

হ্যাপি ব্লগিং!

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :D :D

৩৮| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা এখন দিয়া আর লাভ কি??

আপনি মাশাল্লাহ সব ধরনের কাজের কাজী

আপনার জন্য শুভ কামনা রইলো

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮

লাবনী আক্তার বলেছেন: 8-| 8-|

কাগজের নৌকা আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। :) :)

৩৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা :)

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪২

লাবনী আক্তার বলেছেন: চেয়ারম্যান সাহেবের আগমন দেখিয়া প্রীত হইলাম। অনেক অনেক ধন্যবাদ জানিবেন । ভালো থাকবেন।

৪০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সাইফুল_ইসলাম_মজুমদার বলেছেন: ভালা হইচে। আমার মত আইলসার লেইগ্যা এইরাম একটা পোষ্ট দরকার আচিলো।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~

ধন্যবাদ ভাই।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.