নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

অকৈতবে ভালোবাসিয়াছিলাম

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫০


ঘন তমসা আজি মোর সবখানে
ক্রমশঃ চলিতেছি আমি
পথ নাহি ফুরিবার ।
মনের বেদিতে যাহাকে ফুল দিয়াছি করিয়াছি অর্চনা
সেইজন মোরে করিয়াছে উপেক্ষা।
যদি উপেক্ষাই করিবে তখন গ্রহণ করিয়াছিলে কেন?
ফিরায়ে কেন নিয়াছ তব মুখখানি
তরাস জাগিয়া উঠে আজি মনে
তোমায় হারাবার।
দ্বিধা দ্বন্দ্ব আজি এই মনে
কিসের লাগি আমায় গেলে ছাড়ি?
তোমারে চাহিয়া আজি আমি তহমতি
অকৈতবে তাহারে ভালোবাসিয়াছিলাম।

মন্তব্য ৭৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: +++++

ভালো লাগলো খুব আবেগি কবিতা :(

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

লাবনী আক্তার বলেছেন: :( :(


অনেক ধন্যবাদ।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

চিরতার রস বলেছেন: ভালুবাসলেই চ্যাকা খাইতে অয় :(( :((

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

লাবনী আক্তার বলেছেন: :P :P :| :|

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

মোঃ শিলন রেজা বলেছেন: কিছুটা রবীন্দ্রনাথ ধাচের। তবে আমার কাছে দারুণ লেগেছে।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

লাবনী আক্তার বলেছেন: ওরে আল্লাহ কি বলে! :P :P


অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

মাহবু১৫৪ বলেছেন: দ্বিধা দ্বন্দ আজি এই মনে
কিসের লাগি আমায় গেলে ছাড়ি?
তোমারে চাহিয়া আজি আমি তহমতি
অকৈতবে তাহারে ভালোবাসিয়াছিলাম।


+++++++

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

ভালো থাকবেন।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর লেখা শুভকামনা

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে।
অকৈতবে, তরাস - এগুলার মানে কি ?

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

লাবনী আক্তার বলেছেন: অকৈতবে - অকপটে, মন খুলে, সরল মনে।

তরাস মানে ভয়, শঙ্কা


অনেক ধন্যবাদ মুন। ভালো থাকবেন।

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
এটা লিখার সময় ডিকশেনারি নিয়ে বসছিলেন নাকি ? :|

একটা মিস গেসে - তহমতি ||

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

লাবনী আক্তার বলেছেন: তহমতি অর্থ অপরাধী ,আসামী


হাহাহা মনে হয় ডিকশনারি নিয়ে বসছিলাম। B-)

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

সাইফুল_ইসলাম_মজুমদার বলেছেন: কবিতা কম বুঝি। ভালো লেগেছে আপ্পি +++++

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ব্রাদার! ভালো থেকো।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

শুঁটকি মাছ বলেছেন: যদি উপেক্ষাই করিবে তখন গ্রহন করিয়াছিলে কেন?

সেইটাই তো প্রশ্ন!!!!!!! :( :( :( :( :( :(

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

লাবনী আক্তার বলেছেন: :( :(


ধন্যবাদ পোস্ট পড়ার জন্য। ভালো থাকবেন।

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যতটুকু বুঝতে পারলাম তরাস শব্দের অপভ্রংশ হচ্ছে ত্রাস (ভুলও হতে পারে) আর তহমত (তোহমত) শব্দটি উর্দু যার অর্থ অপবাদ। কবিতা ভাল হয়েছে তবে দু'একটা বানান একটু শোধরানো হলে ভাল হত যেমন- গ্রহন (গ্রহণ) দ্বন্দ (দ্বন্দ্ব)। যাহোক সব মিলিয়ে চমৎকার।

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

লাবনী আক্তার বলেছেন: কৃতজ্ঞতা জানিবেন। ঠিক করে দিয়েছি।


তরাস শব্দের অর্থ আমি পেয়েছি ভয় , শঙ্কা। আর তহমতি মানে- অপরাধী, আসামী। ধন্যবাদ, ভালো থাকবেন।

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে আরেকটু বিরক্ত করি। ''সত্যের দ্বীপশিখা চিরদিন জ্বলে''। আমার মনে হয় দ্বীপশিখাটা দীপশিখা হবে। দীপ (প্রদীপ) আলো।

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

লাবনী আক্তার বলেছেন: :P :P


অনেক অনেক কৃতজ্ঞতা জানিবেন। :) :)

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

সায়েম মুন বলেছেন: ভিন্ন ধাঁচের কবিতা। বেশ লেগেছে।

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

ভালো থাকবেন।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: শুঁটকি মাছ বলেছেন: যদি উপেক্ষাই করিবে তখন গ্রহন করিয়াছিলে কেন?

সেইটাই তো প্রশ্ন!!!!!! উত্তর পেলাম না আপু

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

লাবনী আক্তার বলেছেন: হাহাহা!

ভাইয়া সব প্রশ্নের উত্তর হয়না।

ধন্যবাদ। ভালো থাকবেন।

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আমরা কিন্তু উত্তর আশা করেছিলাম । যেহেতু দেন নাই কি আর করা :( :( :( :(

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০১

লাবনী আক্তার বলেছেন: এটা কবিতা তাই কোন উত্তর জানা নেই আমার। :) :)

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

একজন আরমান বলেছেন:
অকৈতবে তাহারে ভালোবাসিয়াছিলাম।

ভালোবাসাটাই মুখ্য !

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

লাবনী আক্তার বলেছেন:
তাই? :) :)


কবিতা পাঠের জন্য ধন্যবাদ আরমান। ভাল থেকো।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: তরাস শব্দটা আমাদের এলাকায় খুব ব্যবহৃত হয়। ভয় পাওয়া অর্থে। সর্বোপরি কবিতার ক্লাসিক্যাল ভাবটা বেশ ভালই লাগল।

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো লেগেছে জেনে ভালো লাগল।


ভালো থাকবেন।

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাল হয়েছে। নতুন শব্দ পেলাম কবিতায়।বাংলায় আপনার দক্ষতা অসাধারণ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

লাবনী আক্তার বলেছেন: :P :P

লজ্জা পেলুম কবি ভাই।

অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

ইখতামিন বলেছেন: অকৈতবের কবিতা অনেক ভালো লাগলো

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

লাবনী আক্তার বলেছেন: জ্বি! অনেক ধন্যবাদ ইখতামিন ভাই।

ভালো থাকবেন।

১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক ভাল লাগল।

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।


শুভকামনা রইল।

২০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

হাসান মাহবুব বলেছেন: জটিল কোবতে!

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

লাবনী আক্তার বলেছেন: তাই?? :)


কবিতা পাঠের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

২১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

মামুন রশিদ বলেছেন: #:-S :||

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

লাবনী আক্তার বলেছেন: শুধু ইমো কেন ভাইয়া? :( :(

২২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

সুমন কর বলেছেন: ভাল লাগল।

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন।

২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

তাসজিদ বলেছেন: দারুণ

++++++++++++++

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

লাবনী আক্তার বলেছেন: প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।

২৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

শুকনোপাতা০০৭ বলেছেন: ভালো লাগল কবিতাটা :) :)

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ।

ভালো থাকবেন।

২৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৬

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: কঠিন বাংলা। রবী বাবু আর কাজী সাহেবের পরে সচরাচর এই ভাষায় তেমন কেউই লেখেন না। ধন্যবাদের সহিত গৃহীত হইলো।

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

লাবনী আক্তার বলেছেন: :!> :!>

কবিতা পাঠে কৃতজ্ঞতা জানিবেন। ভালো থাকবেন।

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

মাহমুদ০০৭ বলেছেন: অদ্ভুত একটা ভাল লাগার আমেজ অনুভব করলাম ।
রবি+ মাইকেল ফ্লেভার ।

আনকমন । পারলে এই টাইপ আরো কয়েকটা লিখেন । শুভেচ্ছা ।

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

লাবনী আক্তার বলেছেন: :P :P

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আমি আমার এক বন্ধু কে প্রথমে কবিতাটা দেখিয়েছিলাম সে বলছিল চলিত ভাষায় লিখতে কিন্তু চলিত ভাষায় কবিতাটা একদম আমার কাছে পড়তে ভালো লাগছিল না। মনে হচ্ছিল এটা সাধু ভাষায় না লিখলে এর কোন সৌন্দর্য থাকবেনা তাই এভাবেই শেষে দিলাম এবং তৃপ্তি পেলাম দিয়ে।


ভালো থাকবেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯

লাবনী আক্তার বলেছেন: জ্বি! এই টাইপের কবিতা লিখতে অবশ্যই চেষ্টা করব। :)

২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

অদৃশ্য বলেছেন:





ঠিক কাজটাই করছে... এজন্যইতো এমন কবিতা বেরোচ্ছে... ভাললাগছে লিখাটা...


শুভকামনা...

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

লাবনী আক্তার বলেছেন: ভাইয়ায়াআআআআআআআআআআআআআ! X(( X(( X( X(


আপ্নে এত্তগুলা পচা। :P :P :P


ভালো লেগেছে শুনে ভালো লাগল ভাইয়া। ভালো থাকবেন।

২৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

জুন বলেছেন: মনের বেদিতে যাহাকে ফুল দিয়াছি করিয়াছি অর্চনা
সেইজন মোরে করিয়াছে উপেক্ষা।


কবিতাটি খুব ভালোলাগলো লাবনী আক্তার ।
+

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

লাবনী আক্তার বলেছেন: ভালো লেগেছে শুনে মনে শান্তি পেলাম জুনাপু। :D :D


অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

ম্যাড ইন বাংলাদেশ বলেছেন: দারুণ কবিতা অসাধারণ সব কথামালা।
১০০% +++

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

বটবৃক্ষ~ বলেছেন:



কোবতে অসাধারণ হয়েছেআপি!!! :)

শব্দভান্ডার এর ব্যাপকতায় মুগ্ধ!! :) সত্যি!!

শুভকামনা~~

"ভালোবাসা"-রা মিশে থাকুক প্রাণে প্রাণে...........


২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০১

লাবনী আক্তার বলেছেন: এত্তগুলাআআআআআআআআআ ভালোবাসা তোমাকে বোন।

মুগ্ধ হয়েছে জেনে খুব ভালো লাগল।

"ভালোবাসা"-রা মিশে থাকুক প্রাণে প্রাণে...........

বেশ বলেছ কথাটা। ভালো থেকো সবসময়।

৩১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

নাছির84 বলেছেন: সাজানো গোছানো কবিতা। ভাবনার খোরাক যোগায়। বেশি মুগ্ধ হয়েছি শব্দের ব্যবহারে। বিরহ ঝড়ে পড়ছে...শুধু তুলে নিয়ে মুখে পুরতে হবে...তারপরই আসল স্বাদ।
শুভ কামনা ভাল লেখার জন্য। আর অনুশোচনা কবিতাটি আরেকটু দীর্ঘ না হওয়ার জন্য।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৩

লাবনী আক্তার বলেছেন: :#> :#>

সুন্দর করে কমেন্ট দেয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

আর কবিতাটা দীর্ঘ হয়নি বলে দুঃখিত।

ভালো থাকবেন।

৩২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪

অদ্বিতীয়া আমি বলেছেন: মনের বেদিতে যাহাকে ফুল দিয়াছি করিয়াছি অর্চনা
সেইজন মোরে করিয়াছে উপেক্ষা।
যদি উপেক্ষাই করিবে তখন গ্রহণ করিয়াছিলে কেন?

দ্বিধা দ্বন্দ্ব আজি এই মনে
কিসের লাগি আমায় গেলে ছাড়ি?

বাহ অনেক সুন্দর ।রবি ঠাকুর ভর করেছিল নাকি তোমার উপর ।
অনেক ভাল লেগেছে ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৭

লাবনী আক্তার বলেছেন: :P :P

প্ল্যান চ্যাট করেছিলাম তো তাই রবি ভর করেছিল! =p~ =p~ =p~


অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ভালো থেকো।

৩৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতার ভাষা রবি'দারে মনে করিয়ে দিল :)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১২

লাবনী আক্তার বলেছেন: তাই বুঝি?


কবিতা পাঠের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৩৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৯

ঢাকাবাসী বলেছেন: সুন্দর, ভাল লেগেছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১২

লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

৩৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জিজ্ঞাসার উত্তর জানিলে ভালো হইতো।
কবিতা পাঠে অতিশয় মুগ্ধ।।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

লাবনী আক্তার বলেছেন: সব জিজ্ঞাসার উওর মেলে কি ভাই?

যাক, কবির আগমন দেখিয়া প্রীত হইলাম।

আর মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগল।

ভালো থাকবেন কবি।

৩৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫১

পেন্সিল চোর বলেছেন: মেলা দিন বাদে আসলাম আর আইসা ই এত কঠিন কবিতা!!
আইচ্ছা আপু অকৈতব কি???
কবিদের ভাষা বুঝি না তাই জিগাইলাম।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

লাবনী আক্তার বলেছেন:
হুম! আমিও ভাবতেছিলাম মেলা দিন বাদে আইছ। ভালা লাগল দেইখা । এই হলুদ পেন্সিল কইলাম আমার আছিল। তুমি চুরি কইরা নিয়া গেছ। ;) ;) :P :P
B-) B-)


অকৈতবে - অকপটে, মন খুলে, সরল মনে
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ব্রাদার। ভালো থেকো সবসময়।





৩৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: বাংলা দ্বিতীয় পত্রে যে ফাকি মারছি আজও তার শাস্তি পাচ্ছি ! :((

আজকাল এমন শব্দের কবিতা তেমন দেখা যায় না, অন্যরকম ভালো লাগা । অকৈতবে শব্দটা খুবই ভালো লেগেছে ।

+++

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪১

লাবনী আক্তার বলেছেন: বাংলা দ্বিতীয় পত্রে বোধকরি অনেকেই ফাঁকি দিয়াছেন। আমিও যে খুব ভালো ছিলাম তাহা নহে।

যাহা হউক, আপনার নিকট কবিতাটা ভালো লাগিয়াছে দেখিয়া ভালো লাগিল।

সদা কুশলে থাকিবেন।


৩৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অকৈতবে বা কপটে যাই হোক , লাবনী ভাইয়াটা ভালো বেসেছে এটাই বড় কথা । =p~ =p~ =p~


দুর্বোধ্য শব্দ চয়ন কবিতাকে আরও বেশি ওজনদার করেছে । কবিকে অভিনন্দন ।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

লাবনী আক্তার বলেছেন: :P :P

ভাইয়া অনেকদিন পর আসলেন। অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.