![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
১।
আজ বিষন্নতা আমার পিছু নিয়েছে
কিছুতেই মুক্তি পাইনা বিষণ্ণ নামক শব্দটা থেকে
হে প্রভু! তুমিতো অন্তর্যামী
তবে কেন তুমি রক্ষা করছনা?
ক্ষমা করো ওগো দয়াময়
ক্ষমা করো আমায়।
২।
ভালোবাসি তারে আমি
ঘৃণা করতে গিয়েও ভালোবাসি,
ভালোবাসি অন্ধের মত
ভালোবাসি নির্দ্বিধায় ।
ভালোবাসি শুধু ভালোবাসি
ভালোবাসি তার সবকিছু,
ভালোবাসি তারে আমি
এতো ভালোবেসে আজ তার কাছে
আমি ভারসাম্যহীন মানুষ।
৩।
অকূলে ভাসায়া তুমি নাহি দাও ধরা
আমারে নিয়া তুমি করিছ যে খেলা?
দিন যায় রাত যায় মিছে তোমায় ভেবে
তোমারি আঘাত শুধু শেল হয়ে বেঁধে ।
কি দিয়া করিছ আমারে বশীকরণ
চুপি চুপি করিয়াছ আমারি মন হরণ ।
৪।
এই যে আমার আপন ভুবন
যেথায় ছিল তোমার বিচরন
সেথা আজ শুন্যতার আসন
হাহাকার শুধু তোমারি কারন।
৫।
সপ্ন দেখার দরজাটা বন্ধ করে দিলাম
নিজেকে মুক্ত ভাবতে পারো
অনেক বিশ্বাস নিয়েই তোমার কাছে এসেছিলাম
তোমার হাতটি ধরে দূরের পথ পাড়ি দিব বলে।
অগাধ বিশ্বাস ছিল
মিথ্যে স্বপ্নে বিভোর ছিলাম আমি,
অমাবস্যার অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ
মৃত্যু ভয় নেই ।
ভাবছি আমি যদি এ-পথ বেছে নেই
জানি এর চেয়ে শাস্তি তোমার হতে পারেনা,
একটা ললনার চোখ ভরা স্বপ্ন ছিল
অন্ধকার রাতকে চাঁদ যেমন আলোকিত করে
তুমিও তেমনি আলোকিত করেছিলে তার ভুবন।
অভিনয় ভালই পারো
দিন শেষে রাত নামলে একটা বারও কি মনে পড়েনা?
বিশ্বাস করিনা
নিজের কাছেই প্রশ্ন করে দেখতো উত্তর পাও নাকি?
হাসতে ইচ্ছে করছে খুব অট্টহাসি।
৬।
হৃদয়ের ক্যানভাসে রং তুলি দিয়ে এঁকেছিলাম
প্রিয় প্রিয় রঙ্গিন রংগুলো দিয়ে,
তুলির আঁচড়ে জীবন্ত করার আপ্রাণ চেষ্টা ছিল
রঙ্গিন স্বপ্ন ছড়িয়ে দিয়েছিলাম সেই ক্যানভাসে।
ক্রমে ক্রমেই চিত্রটা পূর্ণতা পাচ্ছিল
হটাৎ আবিষ্কার করলাম
যা এতদিন ভেবেছিলাম জীবন্ত
এখন দেখি তা বিবর্ন রং ধারন করেছে
মলিন আজ সেই ক্যানভাসে আঁকা আমার স্বপ্নগুলো ।
৭।
এই যে শীত
বিরহ গীত
রঙ্গিন ফুল
হল ভুল।
ভালোবাসার মালা
আজি তাহা জ্বালা
খুঁজে ফিরি অবিরত
মনে তাই এতো ক্ষত।
প্রজাপতি মন
ভুলেরও কারন
কত শত রাত
সয়েছি আঘাত
ছলনায় ললনা
কিছুতেই ভুলনা
মিষ্টি হাসিতে
দিওনা বাঁধিত.।
অবুঝ মন
করেছ বপন
মিছে স্বপ্ন
হল ভগ্ন।
যন্ত্রণা মন্ত্রনা
আহা একি বঞ্চনা
শুন্য হাঁতে
ফেরালে প্রভাতে।
বিষণ্ণতা বিবর্ণতা
উদাসীনতা ব্যাকুলতা
মলিনতা জটিলতা
আমি কি স্বর্ণলতা ?
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০
লাবনী আক্তার বলেছেন: প্রথম কমেন্ট অনেক ভালো লাগল ভাইয়া ।
উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০
ডট কম ০০৯ বলেছেন: অবুঝ মন
করেছ বপন
মিছে স্বপ্ন
হল ভগ্ন।
সুন্দর হইচে।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১
লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডট কম।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১
মামুন রশিদ বলেছেন: ভালোবাসি অন্ধের মত
ভালোবাসি নির্দ্বিধায় ।
ভালোবাসি শুধু ভালোবাসি
আহ! ভালোবাসি ভালোবাসি..
সবগুলো কবিতা ভালো লেগেছে
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
লাবনী আক্তার বলেছেন:
কৃতজ্ঞতা সবগুলো কবিতা পড়ার জন্য।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১
সুমন কর বলেছেন: এতগুলো একবারে!!
৩, ৪, ৫, ৬ = ভাল লাগল।
বাকিগুলো না!!
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৬
লাবনী আক্তার বলেছেন: সবগুলো কবিতা পড়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালোলাগা পেয়ে ভালো লাগল।
ভালো থাকবেন সুমন দা।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:
ভালোলাগা জানবেন আপু!
ভালোবাসা আর কষ্ট মাখা সব কিছু ... আপনার মতো করে লিখতে পারলে ভালো লাগতো আমারও!
শুভ কামনা...
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৩
লাবনী আক্তার বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগল।
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
নাছির84 বলেছেন: কবিতায় অনুভূতির প্রকাশ দুর্দান্ত। লাইনগুলো স্বর্ণলতার মতোই প্যাঁচানো। হেঁয়ালির ছলে বলে চলা কথাগুলো ব্যক্তিগত হলেও........রবীঠাকুরের একটি কবিতা খুব মনে পড়ছে...'রসাল ও স্বর্ণলতা।'
রসাল-এর (আমগাছ) গা থেকে জীবনিশক্তি চুষে নিয়ে বেঁচে থাকতো স্বর্ণলতা। তা নিয়ে রসালের গর্বের শেষ নেই। স্বর্ণলতা তার কাছে গায়ের ময়লার মতোই ত্যাজ্য। কিন্তু আমগাছ নিজেও জানেনা স্বর্ণলতার স্বর্ণজ্বলা রংয়েই তার যতটুকু শোভা। যদিও রবীঠাকুর তা উল্লেখ করেননি। ভাবনাটুকু শুধুই আমার।
শেষপাতে একটা কথা-রসাল'দের কাছে স্বর্ণলতারা সবসময়ই ভারসাম্যহীন কিংবা ফেলনা।
তাই বলে স্বর্ণলতার সৌন্দর্যে কখনো এতটুকু ভাটা পড়তে দেখেছেন কি ?
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩০
লাবনী আক্তার বলেছেন: চমৎকার লাগল আপনার কমেন্ট।
খুব সুন্দর করে বলেছেন।
রসাল'দের কাছে স্বর্ণলতারা সবসময়ই ভারসাম্যহীন কিংবা ফেলনা।
তাই বলে স্বর্ণলতার সৌন্দর্যে কখনো এতটুকু ভাটা পড়তে দেখেছেন কি ?
কঠিন প্রশ্ন। উত্তরটা তোলা রইল। সব প্রশ্নের উত্তর নাইবা জানলেন।
অনেক কৃতজ্ঞতা জানিবেন। ভালো থাকবেন।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
নাছির84 বলেছেন: কবিতায় অনুভূতির প্রকাশ দুর্দান্ত। লাইনগুলো স্বর্ণলতার মতোই প্যাঁচানো। হেঁয়ালির ছলে বলে চলা কথাগুলো ব্যক্তিগত হলেও........রবীঠাকুরের একটি কবিতা খুব মনে পড়ছে...'রসাল ও স্বর্ণলতা।'
রসাল-এর (আমগাছ) গা থেকে জীবনিশক্তি চুষে নিয়ে বেঁচে থাকতো স্বর্ণলতা। তা নিয়ে রসালের গর্বের শেষ নেই। স্বর্ণলতা তার কাছে গায়ের ময়লার মতোই ত্যাজ্য। কিন্তু আমগাছ নিজেও জানেনা স্বর্ণলতার স্বর্ণজ্বলা রংয়েই তার যতটুকু শোভা। যদিও রবীঠাকুর তা উল্লেখ করেননি। ভাবনাটুকু শুধুই আমার।
শেষপাতে একটা কথা-রসাল'দের কাছে স্বর্ণলতারা সবসময়ই ভারসাম্যহীন কিংবা ফেলনা।
তাই বলে স্বর্ণলতার সৌন্দর্যে কখনো এতটুকু ভাটা পড়তে দেখেছেন কি ?
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩২
লাবনী আক্তার বলেছেন:
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ২ ও ৫ নং বেশী ভালো লেগেছে! খুবই ভালো লেখেন আপনি!
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩
লাবনী আক্তার বলেছেন: প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ ব্রাদার।
কমেন্ট পেয়ে ভালো লাগল। ভালো থেকো।
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: ভালো লাগলো !
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৪
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ আদনান।
ভালো থাকবেন।
১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৮
সায়েম মুন বলেছেন: গুচ্ছ কবিতায় ভাললাগা।
প্রথমটার প্রথম লাইনে শব্দটা বিষণ্ণতা হওয়ার কথা। একটু নজর বুলাইয়েন।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৭
লাবনী আক্তার বলেছেন:
ভুলের জন্য সরি ভাইয়া । ঠিক করে দিয়েছি।
কৃতজ্ঞতা জানিবেন। ভালো থাকবেন।
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালই লাগলো
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮
লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই।
ভালো থাকবেন।
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
পেন্সিল চোর বলেছেন: ভালোবাসা বাসি করতে যাইয়া আমি আইজকা ফাটা বাঁশে...
যান ২ নাম্বারডা ভাল লাগছে আপা
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৯
লাবনী আক্তার বলেছেন: আহারে!
যাক, ভালো লাগছে তাহলে। ভালোলাগা পেয়ে ভালোই লাগল ব্রাদার।
শুভকামনা রইল।
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৪
সাইফুল_ইসলাম_মজুমদার বলেছেন: +++++
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থেকো।
১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ৫,৬,৭ জটিল হয়েছে আপু !
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭
লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থেকো সবসময়।
১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ৩,৫,৭ খুব ভালো লাগলো
কষ্ট কষ্ট কষ্ট
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮
লাবনী আক্তার বলেছেন:
ভালোলাগা পেয়ে ভীষণ ভালো লাগল ভাই। ভালো থেকো ।
১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
সেলিম আনোয়ার বলেছেন: আজ বিষণ্ণতা আমার পিছু নিয়েছে হবে । ১ম লাইন গুরুত্বপূর্ণ কবি।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫১
লাবনী আক্তার বলেছেন: অনিচ্ছাকৃত ভুলের জন্য লজ্জিত কবি ভাই। অসংখ্য ধন্যবাদ।
১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৪
সায়েদা সোহেলী বলেছেন: ভালোবাসা র সাথে ভারসাম্যহীনতার একটা আদি যোগসূত্র আছে বইকি! !
এলো মেলো বিষণ্ণতার কাব্য খারাপ হয়নি
৬নং মনে ধরেছে
।নিজে বিষণ্ণতায় থাকলেই নাকি অন্য সবার বিষণ্ণতা ভালো লাগে
।হায় হায়! ! বিষণ্ণতায় আছি নাকি! !!!??? গভীর চিন্তায় পড়ে গেলাম
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০০
লাবনী আক্তার বলেছেন: ভালোবাসার গভীরতা সবাই বুঝেনা তাই কারো কারো কাছে হয়ত এটা ভারসাম্যহীন-ই মনে হয়।
বিষণ্ণতা দূর হোক।
কবিতা পাঠে কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ আপু । ভালো থাকবেন।
১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৮
হাসান মাহবুব বলেছেন: প্লাস।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০০
লাবনী আক্তার বলেছেন: প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই।
ভালো থাকবেন।
১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯
ভারসাম্য বলেছেন: ভারসাম্যহীন হওয়া ঠিক না।
কবিতায় +++ ।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
লাবনী আক্তার বলেছেন:
আপনিতো ভারসাম্য তাই আমি হীন।
প্লাসের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
৫,৬ বেশি সুন্দর।
ভালো লাগলো অনেক।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
লাবনী আক্তার বলেছেন: প্রিয় কবি!
আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগল।
ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
জুন বলেছেন: অনেক বিশ্বাস নিয়েই তোমার কাছে এসেছিলাম
অগাধ বিশ্বাস ছিল
মিথ্যে স্বপ্নে বিভোর ছিলাম আমি,
অমাবস্যার অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ
বিষাদময় কাব্যগুচ্ছ। যদিও কেউ কষ্ট পছন্দ করে না তবুও পেতে হয়।
অনেক অনেক ভালোলাগা সব কবিতায় লাবনী আক্তার।
+
২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
লাবনী আক্তার বলেছেন: সব কবিতায় ভালোলাগা পেয়ে ভালো লাগছে আপু।
বিষাদ কেউই চায় না কিন্তু নিয়তি বলে একটা কথা আছে। সুখ দুঃখ পালাক্রমে আসে মানুষের জীবনে। আর কিছু কিছু মানুষ আছে এই দুনিয়াতে যারা অন্যকে বিষাদে , দুঃখে রাখতে ভালবাসে। তারা শুধু নিজেরটাই ভালো বুঝে।
কবিতা পাঠে কৃতজ্ঞতা আপু। ভালো থাকবেন।
২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭
অপ্রচলিত বলেছেন: ১ ও ২ ভালো লাগে নি খুব একটা। বাকিগুলো এক কথায় দুর্দান্ত। অকপট স্বীকারোক্তির জন্য ক্ষমাপ্রার্থী।
ভালো থাকুন সবসময়।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬
লাবনী আক্তার বলেছেন: অকপটে স্বীকার করার জন্য অনেক ধন্যবাদ। সব লেখাই যে ভালো লাগবে এমন কিন্তু নয়। আর লেখার সমালোচনা না করলে লেখার মান বুঝা যা না।
সত্যি বলতে ১,২ কোন কবিতা নয়। এটা শুধুই আমার একান্ত মনের কথা। এই ২ টা লেখা কবিতা হিসেবে যদি বলি তাহলে আমার নিজের কাছেই তা ভালো লাগেনি। এমনিই দিতে ইচ্ছে করল তাই প্রথমেই দিলাম। এই দুইটা বাদ দিয়ে বাকীগুলো বিচার করলে খুশি হব।
শুভকামনা রইল।
২৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
মোঃ ইসহাক খান বলেছেন: বিষণ্ণতার ছোঁয়া সত্যিই আনতে পেরেছেন।
শুভেচ্ছা রইলো।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
লাবনী আক্তার বলেছেন:
হুম! বিষণ্ণতার কবিতায় বিষণ্ণতা না থাকলেতো নামটাই ব্যর্থ।
আমার ব্লগে স্বাগতম।
অনেক অনেক ধন্যবাদ । ভালো থকাবেন।
২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
শুঁটকি মাছ বলেছেন: বিষন্ন কবিতায় ভাললাগা রেখে গেলাম আপু।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮
লাবনী আক্তার বলেছেন: ভালোলাগা পেয়ে বোন ভালো লাগল খুব।
অসংখ্য ধন্যবাদ কবিতা পাঠ এবং কমেন্টের জন্য।
শুভকামনা রইল।
২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯
হানিফ রাশেদীন বলেছেন: ৫, ৬, ৭ ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে :
‘অবুঝ মন
করেছ বপন
মিছে স্বপ্ন
হল ভগ্ন।’
‘সপ্ন দেখার দরজাটা বন্ধ করে দিলাম
নিজেকে মুক্ত ভাবতে পারো’
এটা কেমন কথা? সপ্ন দেখার দরজাটাই বন্ধ করে দিলে তো মানুষ নিজেকে মুক্ত ভাবতে পারার কথা নয়। কিন্তু এখানে, এই কবিতায় মনে হয় এটাই ঠিক। এই যে উল্টো একটা বিষয় কবি আমাকে (পাঠক) দিয়ে নির্ভুল বলে ভাবিয়ে নিতে পারছে এটা কবির স্বার্থকতা।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
লাবনী আক্তার বলেছেন: যাক, নির্ভুল বলে যে ভেবে নিয়েছেন তাতেই আমার লেখা সার্থক।
কবিতা পাঠে কৃতজ্ঞতা। আর আমার ব্লগে স্বাগতম।
ভালো থাকবেন।
২৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।
প্রতিটাই ভালো লেগেছে।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
লাবনী আক্তার বলেছেন: কবি, আপনার যে সব কবিতাই ভালো লেগেছে জেনে খুব প্রীত হইলাম।
কবিতা পাঠের জন্য কৃতজ্ঞতা জানিবেন।
২৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০
শায়মা বলেছেন: অনেক অনেক সুন্দর!!!
বিষন্নতার কবিতারাই সুন্দর হয়।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
লাবনী আক্তার বলেছেন: আপুনি তোমার প্রশংসা পেয়ে অনেক ভালো লাগল।
অনেক অনেক ভালোবাসা আপু তোমার জন্য।
ভালো থেকো সবসময়।
২৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হৃদয়ের ক্যানভাসে রং তুলি দিয়ে এঁকেছিলাম
প্রিয় প্রিয় রঙ্গিন রংগুলো দিয়ে,
তুলির আঁচড়ে জীবন্ত করার আপ্রাণ চেষ্টা ছিল
রঙ্গিন স্বপ্ন ছড়িয়ে দিয়েছিলাম সেই ক্যানভাসে।
অনেক অনেক সুন্দর কবিতা।
ভাল লেগেছে প্রায় সবকয়টাই।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫০
লাবনী আক্তার বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল।
অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
২৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২
এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা।
নতুন বছরের শুভেচ্ছা!
০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২
লাবনী আক্তার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ । আমার ব্লগে স্বাগতম।
নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও।
ভালো থাকবেন।
৩০| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
কেমন আছেন ? নতুন বছরের শুভেচ্ছা রইল।
ক্রমে ক্রমেই চিত্রটা পূর্ণতা পাচ্ছিল
হটাৎ আবিষ্কার করলাম
যা এতদিন ভেবেছিলাম জীবন্ত
এখন দেখি তা বিবর্ন রং ধারন করেছে
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭
লাবনী আক্তার বলেছেন: এইতো ভাইয়া আছি বেঁচে। আপনি কেমন আছেন?
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
কবিতা পাঠে কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতার কথা বেশ ভাল লাগল
আরও ভাল হবে
এগিয়ে যান , ধন্যবাদ