![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
ধরো কাল তোমার পরীক্ষা,রাত জেগে পড়ার
টেবিলে বসে আছ,
ঘুম আসছে না তোমার
হঠাৎ করে ভয়ার্ত কন্ঠে উঠে
আমি বললাম- ভালবাস?
তুমি কি রাগ করবে?
নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে,
ভালবাসি, ভালবাসি..
ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ,
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত..
খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই,
রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত আমি তোমার
হাত ধরে যদি বলি- ভালবাস?
তুমি কি বিরক্ত হবে?
নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি,
সবেমাত্র ঘুমিয়েছ তুমি
দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম
শশব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি-ভালবাস?
তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে?
নাকি হেসে উঠে বলবে
ভালবাসি,ভালবাসি..
ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে,
মাথার উপর তপ্ত রোদ,
বাহন পাওয়া যাচ্ছেনা
এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি-ভালবাস?
তুমি কি হাত সরিয়ে দেবে?
নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে
কাঁধে হাত দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো শেভ করছ তুমি,গাল কেটে রক্ত পড়ছে,
এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে
যদি বলি- ভালবাস?
তুমি কি বকা দেবে?
নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে
খুশিয়াল গলায় বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো খুব অসুস্থ তুমি
জ্বরে কপাল পুড়েযায়, মুখে নেই রুচি, নেই কথা বলার অনুভুতি,
এমন সময় মাথায় পানি দিতে দিতে
তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি-ভালবাস?
তুমি কি চুপ করে থাকবে?
নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে,
প্রচন্ড যুদ্ধে তুমিও অঃশীদার,
শত্রুবাহিনী ঘিরে ফেলেছে ঘর
এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায়
জিজ্ঞেস করলাম- ভালবাস?
ক্রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও?
নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে
বলবে ভালবাসি, ভালবাসি..
ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি দেরি হয়ে যাচ্ছে,
বেরুতে যাবে,হঠাত বাধা দিয়ে বললাম-ভালবাস?
কটাক্ষ করবে? নাকি সুটকেস ফেলে
চুলে হাত বুলাতে বুলাতে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো প্রচন্ড ঝড়,উড়ে গেছে ঘরবাড়ি,আশ্রয় নেই
বিধাতার দান এই পৃথিবীতে,
বাস করছি দুজনে চিন্তিত তুমি
এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালবাস?
তুমি কি সরিয়ে দেবে?
নাকি আমার মাথায় হাত রেখে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো সব ছেড়ে চলে গেছ কত দুরে,
আড়াই হাত মাটির নিচে শুয়ে আছ
হতভম্ব আমি যদি চিতকার করে বলি-ভালবাস?
চুপ করে থাকবে?
নাকি সেখান থেকেই আমাকে বলবে
ভালবাসি, ভালবাসি..
যেখানেই যাও,যেভাবেই থাক,না থাকলেও
দূর থেকে ধ্বনি তুলো
ভালবাসি, ভালবাসি, ভালবাসি..
দূর থেকে শুনব তোমার কন্ঠস্বর,
বুঝব তুমি আছ,তুমি আছ
ভালবাসি, ভালবাসি...
উৎসর্গ : যে মেন্টাল রোগী ভাবে তাকে।
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮
লাবনী আক্তার বলেছেন:
সেলিম ভাই অনেক ধন্যবাদ।
২| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
উৎসর্গ দেখে টাস্কিত হলাম
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯
লাবনী আক্তার বলেছেন:
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩
লাবনী আক্তার বলেছেন: এভাবে ভালবাসলে কারো কারো কাছে পাগল হয়ত লাগে
সেই সব মানুষদের উৎসর্গ করেছি।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: শিরোনাম খেয়াল না করেই পড়লাম, পড়ে তো পুরো মুগ্ধ হয়ে কী বলবো ভাবছি, এত চমৎকার একটা কবিতা লিখেছেন, পরে বুঝলাম সুনীল! হা হা,
আপনাকে ধন্যবাদ দারুণ এই কবিতা শেয়ার করার জন্য!
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮
লাবনী আক্তার বলেছেন:
ভাইয়া আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হা হা উসর্গ যাকে করলেন না হেসে পাড়লাম না।
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
লাবনী আক্তার বলেছেন:
কোন কোন মানুষের কাছে বেশি ভালোবাসা পাগলের প্রলাপের মত লাগে। তাই তাদেরকে উৎসর্গ করলাম আর কি।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পাগল হলেই মানুষ ভাল বাসে । ভাল বাসা পাগলের ই কাজ।
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮
লাবনী আক্তার বলেছেন: পাগল হলেই মানুষ ভাল বাসে । ভাল বাসা পাগলের ই কাজ।[/sb
বাহ! ভালো বলছেন তো।
৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এই কবিতা আগে পড়িনি, থ্যাংক্স।
সুনীলের কবিতা এমনিতেই টানে, আর এটা তার ধরণ থেকে খানিক ভিন্ন বলে ভিন্ন স্বাদ নেয়া গেল।
যে মেন্টাল রোগী ভাবে, সেও একই ভাবে মেন্টাল হোক।
কিংবা লিখুক জয় গোস্বামীর 'পাচালিঃ দম্পতি কথা' র মত আরেকটি।
শুভকামনা।
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০১
লাবনী আক্তার বলেছেন: ওয়েলকাম।
যে মেন্টাল রোগী ভাবে, সেও একই ভাবে মেন্টাল হোক।
হুম! পাগলে পাগলে মানাবে ভালো।
যাক, পোস্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ কবি! ভালো থাকবেন।
৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০১
ইখতামিন বলেছেন:
মাঝে মাঝে মনে হয় আমি মানসিক রোগী
আবার কখনও তা মনেই হয় না
কবিতায় ভালো লাগা
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩
লাবনী আক্তার বলেছেন: হুম! আসলে যখন আমরা হতাশায় থাকি তখন হয়ত নিজেকে এমন মনে হয়।
এটা কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় এর লেখা। খুব সুন্দর একটা কবিতা। মনে হয়েছে এ যেন আমিই বলছি। ভালো লেগেছে দেখে শেয়ার করলাম।
ভালো থাকবেন ইখতামিন। শুভকামনা রইল অনেক।
৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯
আকিব আরিয়ান বলেছেন: পছন্দের একটা কবিতা
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩
লাবনী আক্তার বলেছেন:
ধন্যবাদ।
৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০
ইখতামিন বলেছেন:
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা রইল
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫
লাবনী আক্তার বলেছেন: শুভেচ্ছা রইল।
১০| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯
মামুন রশিদ বলেছেন: রহস্যময় উৎসর্গ
শীতের দিনে রোমান্টিক কবিতা ভালো লাগে
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৬
লাবনী আক্তার বলেছেন: সে আর বলিতে??
হুম! এমন কবিতা ভালো না লেগে উপায় আছে?
ভালো থাকবেন ভাইয়া।
১১| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৭
লাবনী আক্তার বলেছেন: পোস্ট পড়ার জন্য আপু আপনাকেও ধন্যবাদ । ভালো থাকবেন।
১২| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯
শুঁটকি মাছ বলেছেন: ধরো সব ছেড়ে চলে গেছ কত দুরে,
আড়াই হাত মাটির নিচে শুয়ে আছ
হতভম্ব আমি যদি চিতকার করে বলি-ভালবাস?
চুপ করে থাকবে?
নাকি সেখান থেকেই আমাকে বলবে
ভালবাসি, ভালবাসি..
যেখানেই যাও,যেভাবেই থাক,না থাকলেও
দূর থেকে ধ্বনি তুলো
ভালবাসি, ভালবাসি, ভালবাসি..
দূর থেকে শুনব তোমার কন্ঠস্বর,
বুঝব তুমি আছ,তুমি আছ
ভালবাসি, ভালবাসি...
কবিতাটা যতবার পড়েছি,ততই ভাললাগা বেড়ে গিয়েছে।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৮
লাবনী আক্তার বলেছেন: হুম! সত্যি তাই। কবিতার নারী আর আমার মাঝে আমি কোন তফাৎ খুঁজে পাইনা। :!> :!>
যদিও এসব মানুষের কাছে পাগলামো মনে হবে।
ধন্যবাদ বোন। ভালো থাকবেন।
১৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: উৎসর্গ : যে মেন্টাল রোগী ভাবে তাকে।
আমার তো নিজেকে মাঝে মাঝে মেন্টাল রোগী মনে হয় ! আমি কি উৎসর্গের ভাগ পাবো ??
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪১
লাবনী আক্তার বলেছেন: জ্বি না , যে নিজেকে ভাবে তাকে বলিনি।
এই কবিতার নারী চরিত্রের মত যারা অনেক ভালোবাসে আর এই ভালোবাসা যাদের কাছে পাগলের মত মনে হয় সেইসব মানুষদের
উৎসর্গ করেছি, বুঝতে পেরেছ ভাই?
১৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
নাছির84 বলেছেন: মানষিক রোগের সেই ডাক্তারটি কি এই অপুর্ব কবিতাখানির অন্তত দু-চার লাইন বুঝতে পারবে ?
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৩
লাবনী আক্তার বলেছেন: চমৎকার প্রশ্ন !!
যে জেগে ঘুমায় তাকে কখনোই জাগানো যায়না। আশা করি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ। ভালো থাকবেন।
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৮
সায়েম মুন বলেছেন: সুনীল খুব ভাল লিখেছেন। তবে কবিতা এক ঘেয়েমীতে আক্রান্ত। যাদের আমি গুরু বলে মানি সুনীল তাদের একজন। আশা রাখি উনি বেঁচে থাকলে আমার কথা শুনে রাগ করতেন না।
উৎসর্গ পড়ে হাসতেছি। আশা রাখি সেও মেন্টাল হয়ে যাবে।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৬
লাবনী আক্তার বলেছেন:
ভাইয়া বেশি করে হাসুন। হাসলে মন ভালো থাকে।
সুস্থ মানুষরা মেন্টাল হয় না ভাইয়া।
ভালো থাকবেন।
১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯
বেলা শেষে বলেছেন: your selection is very good, good collection- but also Symbol of own mind.Thenks.
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৮
লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।
১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস শেয়ার
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৮
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন।
১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:১২
পেন্সিল চোর বলেছেন:
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৯
লাবনী আক্তার বলেছেন: কি হয়েছে পেন্সিল চোর??
১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভালবাসি ভালবাসি ভালবাসি ভালবাসি ভালবাসি
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫০
লাবনী আক্তার বলেছেন:
যেখানেই যাও,যেভাবেই থাক,না থাকলেও
দূর থেকে ধ্বনি তুলো
ভালবাসি, ভালবাসি, ভালবাসি..
দূর থেকে শুনব তোমার কন্ঠস্বর,
বুঝব তুমি আছ,তুমি আছ
ভালবাসি, ভালবাসি...
কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ।
২০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭
শীলা শিপা বলেছেন: কবিতা দেখলে আমার নিজেকেই মানসিক রুগি মনে হয়!!!!
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫
লাবনী আক্তার বলেছেন: ভালোতো সবাই সুস্থ থাকলে মানসিক রোগী কে থাকবে তাইনা?
২১| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
পেন্সিল চোর বলেছেন: উৎসর্গ দেইখা আপু
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৫৮
লাবনী আক্তার বলেছেন:
২২| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা কিন্তু অসাধারন
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৫৯
লাবনী আক্তার বলেছেন: হুম! কবিতায় ভালোবাসার পাগলামিতে ভরপুর।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: উৎসর্গ দারুণ হয়েছে।