![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
তুমি এলে তাই
হৃদয়টা কৃষ্ণচূড়া ফুলের রঙ্গে সেজেছে
এসেছে জীবনে বসন্ত,
এসো হাত ধরো যাবো অনেক দূরে
তুমি আর আমি।
যেখানে সাদা মেঘ ঘুরে বেড়ায়
যেখানে জলের উপর প্রজাপ্রতি ঘুরে বেড়ায়
যেখানে দিগন্ত আর আকাশ এক হয়ে গেছে ।
দু’জন নৌকাতে ঘুরবো
নদী থেকে জল নিয়ে আমি তোমার গায়ে ছিটিয়ে দিব
তুমি হেসে গড়িয়ে পড়বে,
তোমার হাসির শব্দ শুনতে এতো ভাল লাগে!
অনেক স্বপ্ন আমার মনে
তোমার চোখে চোখ রেখে বলব
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি ।
দেখব আকাশে জমে থাকা মেঘ
দেখব অঝর ধারা বৃষ্টি,
দেখব আকাশের সাথে রংধুনুর মিশে যাওয়া।
দেখব ঘাসের উপর জমে থাকা শিশির
তুমি আমার হয়ে দেখ
এ জীবন উৎসর্গ করব
তোমারি কাছে।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩
লাবনী আক্তার বলেছেন: প্রথম কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগে।
আফসোস !
স্বপ্ন ছাড়া কেউ বাঁচতে পারে নাকি? সুন্দর জীবনের স্বপ্ন দেখুন বেশি করে।
শুভকামনা রইল।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪
নাছির84 বলেছেন: উৎসর্গ না করলে চলে না ?
এমন সুন্দর কবিতাগুলো তাহলে লিখবে কে ?
আফসোস ! কারো কবিতার বিষয়বস্তু হতে পারলাম না।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪
লাবনী আক্তার বলেছেন: আহারে! একদিন কারো কবিতার বিষয় বস্তু নিশ্চয় হবেন।
ছোট বেলায় আমরা ব্যাখ্যা যেভাবে লিখতাম সেভাবে উত্তরটা দিচ্ছি-
আলোচ্য অংশে কবি বুঝাতে চেয়েছেন যে " উৎসর্গ বলতে কিন্তু নিজেকে শেষ করে দেয়া নয় । বরং তার মনের মানুষের কাছে নিজেকে সমর্পন করা।"
হে পাঠক চিন্তা করিবেন না এমন কবিতা ভবিষ্যতে পেয়ে থাকিবেন।
অনেক ধন্যবাদ। ভাল থাকুন সুস্থ থাকুন।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
তুমি আমার হয়ে দেখ
এ জীবন উৎসর্গ করব
তোমারি কাছে।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০
লাবনী আক্তার বলেছেন:
:#> :#>
কথা সত্য।
ভাইয়া কবিতা পাঠ ও কমেন্টে অনেক ধন্যবাদ।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬
মামুন রশিদ বলেছেন: মধুর প্রেম পদ্য
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪
লাবনী আক্তার বলেছেন: :!> :!>
আহা! বুঝিলনা কেহ।
কবিতা পাঠে কৃতজ্ঞতা ভাইয়া। ভালো থাকবেন।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০
শাপলা নেফারতিথী বলেছেন: তুমি এলে তাই
হৃদয়টা কৃষ্ণচূড়া ফুলের রঙ্গে সেজেছে
এসেছে জীবনে বসন্ত..
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮
লাবনী আক্তার বলেছেন: এসো হাত ধরো যাবো অনেক দূরে
তুমি আর আমি।
যেখানে সাদা মেঘ ঘুরে বেড়ায়
যেখানে জলের উপর প্রজাপ্রতি ঘুরে বেড়ায়
যেখানে দিগন্ত আর আকাশ এক হয়ে গেছে ।[/sb
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০
শুঁটকি মাছ বলেছেন: দারুন কবিতা!!!!!!
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২
লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
শুঁটকী মাছ আমার খুব প্রিয়।
ভালো থাকবেন।
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬
শীলা শিপা বলেছেন: জীবন উৎসর্গ করার কি দরকার?? নিজের কাছেই রাখো!!!
ছবিটা কিসের??? বুঝতে পারছি না...
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১
লাবনী আক্তার বলেছেন: কোন দরকার নাই। আমি কিন্তু সত্যি ডরাইছি।
আরে মনের কথা হল " আমার হইয়া দেখ তারপর বুজামু উৎসর্গ কারে কয়?"
ছবিটা হচ্ছে ঘাসের উপর শিশিরের।
ভালো থেকো বোন।
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: ভালবেসে যাও
ভালবেসে ক্ষতি নেই
কষ্ট ক্লেশ সেও দারুণ উপভোগ্য ভালবাসায়
এ এক দারুণ সুখানুভূতি
যেখানে দুঃখের রং নীল
আকাশের মত বিশালতা নিয়েই তার বিস্তার
ভালবাসি বলে বলে ভালবাসার মানুষকে ভালবাসায় শিক্ত করো।
চমৎকার লিখেছেন। সুন্দর ভালবাসাময় কবিতা ।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪
লাবনী আক্তার বলেছেন: দারুন বলেছেন কবি।
প্রসংশা পেয়ে ভালো লাগল অনেক। যা আমাকে লেখায় অনুপ্রেরনা দিবে।
অনেক অনেক ধন্যবাদ কবি ভাই। ভালো থাকবেন।
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শীলা শিপা বলেছেন: জীবন উৎসর্গ করার কি দরকার?? নিজের কাছেই রাখো!!!
হা হা হা।
কবিতা ভালো লেগেছে।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩
লাবনী আক্তার বলেছেন:
হুহ!! ইন্সাল্ট?? সহ্য হয় না।
প্রিয় কবি, আপনার ভালো লেগেছে জেনে প্রীত বোধ করছি। ভালো থাকবেন।
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩
ইমরাজ কবির মুন বলেছেন:
স্নিগ্ধ হৈসে কবিতাটা, সুন্দর !
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭
লাবনী আক্তার বলেছেন: :#> :#>
অনেক অনেক ধন্যবাদ মুন ভাই।
মুন আমার খুব পছন্দের।
ভালো থাকবেন।
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮
ইমরাজ কবির মুন বলেছেন:
আকাশেতে লক্ষ তারা, চাঁদ শুধু একটারে ইয়াহ !!
সেজন্য মুন সবারই খুব পছন্দের ||
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭
লাবনী আক্তার বলেছেন:
হুম! সেটাই।
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮
স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! খুব রোমান্টিক
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০
লাবনী আক্তার বলেছেন: :!> :!>
কবিতা পাঠ ও কমেন্টে ধন্যবাদ। ভালো থেকো অভি।
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০২
জুন বলেছেন: চমৎকার একটি ভালবাসাময় কবিতায় প্লাস লাবনী
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১১
লাবনী আক্তার বলেছেন: কবিতা পাঠে কৃতজ্ঞতা আপা।
প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন আপা।
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫
লেখোয়াড় বলেছেন:
সুখ সুখ প্রেম পরিপূর্ণ একটি কবিতা।
প্রকৃতি আর ভালবাসা-বাসি একাকার।
ভাল লাগল কবি।
ভাল থাকুন।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
লাবনী আক্তার বলেছেন:
লজ্জা পেলুম। :!> :!>
ভালো লেগেছে শুনে ভালো লাগল অনেক।
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২
বৃতি বলেছেন: রোম্যান্টিক কবিতা!!! ভাল লাগলো বেশ
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮
লাবনী আক্তার বলেছেন: ভালোলাগা পেয়ে ভালো লাগল।
অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮
অপর্ণা মম্ময় বলেছেন: লুতুপুতু লুতুপুতু !
লুমান্টিক সময় যাচ্ছে নাকি , কিহে লাবনী মিয়া
শুভকামনা রইলো
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩
লাবনী আক্তার বলেছেন:
আপু আমি চরম রোমান্টিক একটা মেয়ে। :!> :!>
না আপু , সময়গুলো খুব বাজে কাটছে। মন ভালো রাখতে মজা করছি। আর কিছু নয়।
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালবাসার কবিতা ভালো লাগার কবিতা
সুন্দর
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০
লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাসেল। ভালো থেকো ভাই।
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯
না প্রেমিক না বিপ্লবী বলেছেন: স্বপ্ন দেখতে বড় ভয়। অতীতের স্মৃতি খুবই নিষ্ঠুর॥
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২
লাবনী আক্তার বলেছেন: হুম! বুঝলাম।
মানুষের জীবনে খারাপ সময় যেমনি আসে তেমনি ভালো সময় ও আসে।
আল্লাহ আমাদের সবার জীবনের ঘন কুয়াশা দূর করে দিক।
শুভকামনা রইল।
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: অপর্ণা মম্ময় বলেছেন: লুতুপুতু লুতুপুতু !
সহমত।
ভালুবাসা ভালুবাসা পড়িয়া যারা হাপাইয়া গ্যাছেন ত্যানারা পড়ুন।
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭
লাবনী আক্তার বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকবেন।
২০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাহ, সুন্দর কবিতা।
যার কাছে জীবন উৎসর্গ, তার অনুভূতি জানতে মুঞ্চায়
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ কবি।
সব অনুভূতি বুঝার ক্ষমতা সবার নেই কবি।
ভালো থাকবেন।
২১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬
হাসান মাহবুব বলেছেন: উচ্ছল লেখা।
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫
লাবনী আক্তার বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।
২২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯
বটবৃক্ষ~ বলেছেন:
সুন্দর!!!!!!!!
সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ বেশি ভালোবাসা ভালোনা।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ বট।
হুম! বেশি ভালোবাসা ভালো নয়।
২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭
সকাল রয় বলেছেন:
চমৎকার
মস্তিষ্ক পুরাই ঘুড়িয়া গেল।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ।
মস্তিষ্ক কেন ঘুরিয়া গেল??
২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৭
সুমন কর বলেছেন: সুন্দর !!
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৯
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা।
ভালো থাকবেন।
২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৯
মাহমুদ০০৭ বলেছেন: তুমি আমার হয়ে দেখ
এ জীবন উৎসর্গ করব
তোমারি কাছে
আমি আর কি করাম নিজেরে নিজেই উৎসর্গ করিলাম ।
।
ছলছলে লিখা বলতে যা বোঝায় এতা ঠিক তাই , উচ্ছ্বাস টাই এই কবিতার
প্রাণ , আর তার স্ফুরণ খুব ভাল লাগল ।
ভাল থাকুন আর বেশি করে কবিতা লিখুন । ।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯
লাবনী আক্তার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। ভালো লেগেছে জেনে ভালো লাগল অনেক।
আপনিও ভালো থাকবেন।
২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০
এহসান সাবির বলেছেন: অনেক স্বপ্ন আমার মনে
তোমার চোখে চোখ রেখে বলব....
দারুন।
কবিতায় ভালোলাগা।
অঃটঃ দেখব অঝড় ধারা বৃষ্টি..
মনে হয় 'অঝর' হবে।
বানানটা একটু দেখবেন প্লিজ।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২০
লাবনী আক্তার বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
দুঃখিত ভুলের জন্য। ভুল ধরিয়ে দেবার জন্য কৃতজ্ঞ।
ভালো থাকবেন।
২৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩
উদাস কিশোর বলেছেন: ভাল লাগলো
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২১
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।
২৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮
সায়েদা সোহেলী বলেছেন: লুতুপুতু লুতুপুতু ভালু কথা না তয় শেষ টা জব্বর হইছে :!> :!> :!> :>
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
লাবনী আক্তার বলেছেন: :!> :!>
আপু লুতুপুতু কিনা জানিনা। তবে আমি খুব রোমান্টিক মেয়ে।
মনের কিছু কথা কবিতায় প্রকাশ পেল আর কি।
অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩
সামাইশি বলেছেন: সুন্দর মিষ্টি কবিতা। ভালো লাগা জানবেন। প্রীতি নিবেন।
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬
লাবনী আক্তার বলেছেন: ভালোলাগা পেয়ে ভালো লাগল । অনেক ধন্যবাদ।
শুভকামনা রইল।
৩০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮
শায়মা বলেছেন: আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইলো না কেহ........
সুন্দর কবিতা আপুনি!!!!!!!!!!!
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫
লাবনী আক্তার বলেছেন: সেতো এলনা সেতো এলনা ...........
অনেক ধন্যবাদ আপু। ভালো থেকো।
৩১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮
সায়েম মুন বলেছেন: বেশতো!
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
লাবনী আক্তার বলেছেন: :!> :!>
কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
৩২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
সায়েদা সোহেলী বলেছেন: আমি খুব কাটখোট্টা মেয়ে সরি মহিলা
:-<
তবে রোমান্টিকতা ভালু পাই :#>
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮
লাবনী আক্তার বলেছেন: কাটখোট্টা -ই ভালো আপু। আবেগি মানুষের কষ্ট বেশি।
৩৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৪
ভিয়েনাস বলেছেন: প্রানবন্ত কবিতা।রোমান্সে ভরপুর
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯
লাবনী আক্তার বলেছেন: হুম! সে আর বলতে? :!> :!>
অনেক ধন্যবাদ কবিতা পাঠের জন্য। ভালো থাকবেন।
৩৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর একটি কবিতা পড়লাম,,,,,,,,,,,এত্তগুলো ধন্যবাদ
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০
লাবনী আক্তার বলেছেন: আপু আপনাকেও এত্তত্তত্তত্তত্তত্তত্তত্তত্তত্তগুলা ভালোবাসা এবং ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: রোম্যান্টিক কবিতা। আবেগ চাই নাইলেত যন্ত্রের মত হয়ে যেতে হবে।আবেগ আর ভাল বাসা আছে বলেই পৃথিবী এখনো আছে। আপনার কবিতা ভাল লাগা রইল।
১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৬
লাবনী আক্তার বলেছেন: হুম! আবেগ ছাড়া মানুষ হয় নাকি? তবে বেশি আবেগ থাকলেও প্রব্লেম। এতে মানুষ পাগল ভাবে।
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগল। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭
না প্রেমিক না বিপ্লবী বলেছেন: বড়ই সৌন্দর্য একখানা কবিতা পড়লাম॥ আর আফসোস আমাগো নিয়া কেউ স্বপন দেখে না। আর নিজে স্বপন দেখতে ভয় পাই।