![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
ধরো কাল তোমার বাসায় আমি গিয়ে হাজির
কলিং বেল বাজাতেই দরজা খুললে তুমি
দরজার এপাশে আমি আর ওপাশে অবাক তুমি
তখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি- ভালবাস?
তুমি কি দরজাটা তখন বন্ধ করে দিবে ?
নাকি আবেগে আমাকে কাছে টেনে নিয়ে
বলবে ভালোবাসি ভালোবাসি...।
ধরো বন্ধুদের সাথে কোন এক আড্ডায় বসে আছ তুমি
হঠাৎ সেখানে উপস্থিত হলাম আমি
সবাইকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করলাম তোমাকে -ভালবাস?
তুমি কি তখন আমাকে না চেনার ভাব করবে?
নাকি সব বন্ধুদের আরো অবাক করে দিয়ে বলবে
ভালোবাসি ভালোবাসি...।।
ধরো তোমার অফিসে খুব ব্যস্ত তুমি
এমন সময় আমি গেলাম সেখানে
তোমার রুমে ঢুকে হাতটি ধরে
যদি তোমাকে জিজ্ঞেস করি –ভালবাসো?
তোমার ব্যস্ত সময়ে আমাকে দেখে কি বিরক্ত হবে?
আমাকে কি ধমক দেবে?
নাকি আমার হাতটি চেপে ধরে বলবে
ভালোবাসি ভালোবাসি...।
ধরো তোমার চাকুরী নেই
বেকার তুমি বসে আছ, খুব বাজে সময় পার করছ
তখন আমি তোমার সাথে দেখা করতে গিয়ে
চোখে চোখ রেখে যদি জিজ্ঞেস করি ভালবাস?
তুমি কি আমাকে ফিরিয়ে দিবে ?
নাকি আমার চোখে চোখ রেখে বলবে
ভালোবাসি ভালোবাসি......।
যেখানেই থাক, যেভাবেই থাক
আমি চাই শুধু -
তুমি ভালো থাকো, ভালো থাকো সদা
আর ফিরে আসো আমার কাছে
ভালোবাসি ,ভালোবাসি, ভালোবাসি তোমায়......।
১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩
লাবনী আক্তার বলেছেন: ভালোবাসার বহিঃ প্রকাশ একেক জনের একেকরকম।
আর এটা কবিতা ভাই।
ভালো থাকুন।
২| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা আগে পড়েছি মনে হয় । চমৎকার ভালবাসময় কবিতা ।
১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১১
লাবনী আক্তার বলেছেন: কবি শিরোনামটা খেয়াল কইরেন।
সুনীলের ভালোবাসি ভালোবাসি থেকে দেখে আমিও লিখে ফেললাম ।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: ভালবাশ নয় ভালবাসা হবে
১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১১
লাবনী আক্তার বলেছেন: হিহিহি। ওকে
ধন্যবাদ কবি। ভালো থাকবেন।
৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: মারাত্নক ভালো , অদ্ভুত রোগের নাম ভালোবাসা ।
১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪
লাবনী আক্তার বলেছেন: হুম!
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪
হাসান মাহবুব বলেছেন: আমি ভাবসিলাম প্যারোডি লেখসেন বোধ হয়। তাই হাসতে আইছিলাম। হাসি নাই। মূল কবিতাটা পড়া থাকলে ভালো হতো।
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৯
লাবনী আক্তার বলেছেন:
Click This Link
এই লিঙ্কে যান। কবিতাটা পরে আসুন।
৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
পেন্সিল চোর বলেছেন: ভালোবাসা চাই সাথে একটা ভালো বউও চাই
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪১
লাবনী আক্তার বলেছেন: আহারে! কেন আন্টি কে চিঠি লিখেছিলে তার কি হল ব্রাদার?
৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪১
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ কবি। ভালো থাকবেন ।
৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪
মামুন রশিদ বলেছেন: ভালোবাসি ভালোবাসি!
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৩
লাবনী আক্তার বলেছেন: আকাশে তার বুকের মাঝে ব্যথা বাজে
দিগন্তে তার কালো আখি
আখির জলে যায় ভাসি ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি
খুব সুন্দর একটা গান। আমারও প্রিয়।
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা হইছে
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৩
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন।
১০| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৭
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: এ দেখি সাংঘাতিক ব্যপার স্যপার
তবে ভালোবাসা ভালা না
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪
লাবনী আক্তার বলেছেন:
হুম! সহমত আপনার সাথে।
ধন্যবাদ ভালো থাকবেন।
১১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০
শীলা শিপা বলেছেন: এত ভালবাসা ভাল না... এত সুন্দর করে কেউ ভালবাসতেও পারেনা... শুধুই আশা করে থাকা!!
সরি আপু, আমার মুখ দিয়ে হয়ত ভাল কিছু আসেই না...
১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৫
লাবনী আক্তার বলেছেন: ভালো কিছু না আসাই ভালো। বেশি আবেগ থাকলেই কষ্ট পেতে হয়, বুঝেছ?
কিছু মনে করিনি। আরো কিছু কঠিন কথা শুনতে চাই তোমার কাছ থেকে।
১২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
হায়রে ভালুবাসা !!!
১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৬
লাবনী আক্তার বলেছেন: আপনার লাভ স্টোরির কাছে এই কবিতা কিছুই না।
১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫
মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগল ।
ভাল থাকুন আপনি ।
১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৭
লাবনী আক্তার বলেছেন: ভালো লাগা পেয়ে খুব ভালো লাগল। আপনিও ভালো থাকবেন অনেক ।
১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০
শীলা শিপা বলেছেন: আমার কথা আবার আমাকেই ফিরিয়ে দেয়া হচ্ছে না???!!
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫
লাবনী আক্তার বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০২
এম এ কাশেম বলেছেন: বাহ্রে ভালবাসা.............
ডাক ঢোল পিঠাইয়া সানাই বাজাইয়া কইতে হইবে ভালবাসি............